ফেব্রুয়ারিতে বিয়ে করছেন ফারহান আখতার
২০১৭ সালে প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর ২০১৮ সালে শিবানী ডান্ডেকরের সঙ্গে ২০১৮ সালে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেতা ও পরিচালক ফারহান আখতার। এই বছর মার্চে দুজনের চার হাত এক হওয়ার কথা ছিল। কিন্তু মার্চে নয়, ফারহান আখতার ও শিবানীর বিয়ে হচ্ছে আগামী ২১ ফেব্রুয়ারি। শোনা যাচ্ছে, মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলে হবে রাজকীয় অনুষ্ঠান। নিমন্ত্রিতদের তালিকায় শুধুমাত্র আত্মীয়-পরিজন এবং ঘনিষ্ঠ বন্ধুরা। কোভিডের জন্য খুব বড় করে অনুষ্ঠান করতে রাজি নন শিবানী-ফারহান। সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি পোশাকে সাজবেন বর-কনে। ফারহান আখতার বর্তমানে তাঁর আগামী ছবি জি লে জারা নিয়ে ব্যস্ত। ফারহানের পরিচালনায় এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া এবং আলিয়া ভাটের মতো বড় নামদের। ২০২২ এর মাঝামাঝি সময়ে এই ছবির শুটিং শুরু হওয়ার কথা। ২০২৩ এ ছবিটি মুক্তির কথা রয়েছে।