ক্যাটরিনা কইফ আর ভিকি কৌশলের বিয়ের রেশ এখনও থামেনি।রোজই তাদের বিয়ে সংক্রান্ত কিছু না কিছু খবর সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে। এর মাঝেই বি টাউনে আলিয়া ভট্ট আর রণবীর কপূরের বিয়ে নিয়ে নানা প্রশ্ন উঠছে। তাঁরা কি অন্য কোনও দেশে গিয়ে বিয়ে করবেন এরকম প্রশ্নও ঘোরাফেরা করছে।
তাদের বিয়ে প্রসঙ্গে মুম্বই সংবাদমাধ্যমের খবর, ২০২২-এর ডিসেম্বর কিংবা ২০২৩-এর জানুয়ারিতেই সাত পাকে বাঁধা পড়ছেন ‘রালিয়া। তবে ক্যাটরিনা, দীপিকা, প্রিয়াঙ্কাদের মতো মুম্বই ছেড়ে অন্য কোথাও গিয়ে যে বিয়ে করবেন না তাঁরা, সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। জানা গেছে শুধু দূরে গিয়ে বিয়ে করাই নয়, বিয়ের জন্য প্রচুর টাকা খরচ করতেও রাজি নন আলিয়া-রণবীর, বরং সাদামাঠা ঘরোয়া পরিবেশেই চার হাত এক করতে চান তাঁরা। তাঁদের বিয়েতে যে পরিবারই গুরুত্ব পাবে, সেই খবরটাও পাওয়া গেছে।
আলিয়ার বয়স্ক বাবা মহেশ ভট্ট আর রণবীরের কাকার পক্ষে অন্যত্র গিয়ে বিয়েতে শামিল হওয়া সম্ভব নয় বলেই আলিয়া-রণবীর নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন। মুম্বইয়ের এক সাত তারা হোটেলেই তাঁদের বিয়ে হবে। জানা গেছে হয়তো মুম্বইয়ের তাজ ল্যান্ড এন্ডস এ বিয়ে করতে পারেন এই দুই বলি তারকা।
- More Stories On :
- Ranbir Kapoor
- Alia Bhatt
- Marriage