পূজা ভাট নামটা সকলের কাছেই পরিচিত। পরিচালক মহেশ ভাটের মেয়ে পূজা ভাট। যিনি একজন অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক। সম্প্রতি ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম 'নেটফ্লিক্স'-এ 'বম্বে বেগমস্'-এ অভিনয় করে কামব্যাক করেন পূজা।
আরও পড়ুনঃ ইচ্ছে ছবির ১০ বছর, আবেগে ভাসলেন পরিচালক
বলিউড অভিনেত্রী পূজা ভাট বলিউড অভিনেত্রী পূজা ভাট ভিজে মনীশ মাখিজাকে বিয়ে করেন ২০০৩ সালে। তাদের বিবাহবিচ্ছেদ হয়ে যায় ২০১৪ সালে। এরপর তিনি আর বিয়ের দিকে হাঁটেননি।
আরও পড়ুনঃ কফি ডেটে যেতে চান শ্রীলেখা! কিন্তু কার সঙ্গে?
এদিকে আবারও বিয়ের জন্য চাপ দিতে থাকেন পরিবারের সদস্যরা বিবাহ বিচ্ছেদের পর। এই বিষয়টি নিয়ে পূজা ভাট জানিয়েছেন, তাতে কিছু আসে যায় না আমরা মেয়েরা পৃথিবীতে অন্য কী জয় করলাম। আজও শুনতে হয় বাড়িতে এসে, ঠিক আছে, নোবেল প্রাইজ জিতেছো তুমি, কিন্তু আজ কী আছে খাবারে? তুমি কি মা? বিবাহিতা কি তুমি? কেন বিয়ে করছো না তুমি আবার? তিনি আরও জানিয়েছেন, ক্লান্ত হয়ে গেছি সবাইকে বলতে বলতে, আনন্দেই আছি একা। আমার জীবন কিন্তু অসম্পূর্ণ নয়। আমি জীবনকে যেভাবে বেছে নিয়েছি, ঠিক তেমনই পেয়েছি। নতুন ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। যদিও নতুন কাজ নিয়ে এখনো কিছু জানাননি তিনি।
- More Stories On :
- Pooja Bhatt
- Actress
- Marriage
- Bollywood