দু'জনের সম্পর্ক এখন অতীত। শুধু তাই নয়, যোগাযোগটুকু পর্যন্ত নেই। তাতে কি। ভিকি কৌশলের বিয়ের খবর অবশ্য ঠিকই পৌঁছে গেছে তার প্রাক্তন প্রেমিকা হারলিন শেথির কাছে।
অতীত ভুলে নিজেকে এগিয়ে নিয়েছেন হারলিন। আপাতত কাজ নিয়েই ব্যস্ত। এমনই বলছেন তাঁর ঘনিষ্ঠরা। অভিনেত্রীর এক বন্ধু সংবাদমাধ্যমকে বলেছেন, “বন্ধুবান্ধবরা ভিকির সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক নিয়ে আলোচনা করে। ওদের বিয়ে নিয়েও কথা হচ্ছে। কিন্তু এই নিয়ে বেশি চর্চা করতে চায় না হারলিন। সোজাসুজিই বলে, ‘আমাকে ওই দিকে ঠেলে দিও না’।”
বলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, ডিসেম্বরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন ভিকি-ক্যাটরিনা। রাজস্থানের বিলাসবহুল প্রাসাদেই জীবনের নতুন অধ্যায় শুরু করবেন এই তারকা জুটি। একসময় গুঞ্জন রটেছিল, ভিকি-হারলিনের প্রেম নাকি ক্যাটরিনার জন্যই ভেঙেছিল। অনেকে যদিও বলেন ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’-এর সাফল্যই নাকি বদলে দিয়েছিল ভিকিকে। ভাঙন কেন, তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে অজস্র। কিন্তু আসল কারণটা এখনও অজানা।
- More Stories On :
- Marriage
- News
- Vicky Kaushal
- Katrina Kaif