১ মাস হল সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। 'ভিকি ডোনার' খ্যাত এই জনপ্রিয় অভিনেত্রীর আজ বিয়ের প্রথম জন্মদিন। স্পেশাল ডে তে পরিবারের সঙ্গে বিয়ের প্রথম জন্মদিন উদযাপন করলেন তিনি। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে ইয়ামি লিখেছে, '২৮.১১.২১ আমার জীবনের সবচেয়ে স্পেশাল দিন হওয়া উচিত। অত্যন্ত ধন্য বোধ করছি। আমার সুন্দর পরিবারকে ধন্যবাদ, বিশেষত আমার স্বামীকে (আদিত্য এখন এই কথাটা আমি জোরে বলতে পারি)।'
পরিবার এবং স্বামীকে বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছে ইয়ামি। এত নিঃস্বার্থ হওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী। বিশেষ দিনে স্বামী আদিত্য ধর ও পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে লিভিং রুমে বসে কেক কেটেছেন ইয়ামি গৌতম। মুখে চওড়া হাসি। মা ও শ্বশুর-শ্বাশুড়ি পাশে হাততালি দিচ্ছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, ঘনিষ্ঠ মানুষদের উপস্থিতিতে বিয়ে সারেন ইয়ামি ও আদিত্য। আর এক মাস পর বিয়ের প্রথম জন্মদিনে স্বামীকে ধন্যবাদ জানিয়েছেন তার দিনটি স্পেশাল করে তোলার জন্য।
- More Stories On :
- Yami Gautam
- Aditya
- Marriage