কয়েক ঘণ্টা আগে জনতার কথার প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল চার হাত এক হচ্ছে অভিনেত্রী অনিন্দিতা রায়চউধুরী ও অভিনেতা সুদীপ সরকারের। অবশেষে গাঁটছড়া বাঁধলেন অনিন্দিতা ও সুদীপ। ২০২২ এর প্রজাতন্ত্র দিবসে শুভ কাজ সেরে ফেললেন দুজনে।
এদিন সিঁদুরদান, মালাবদল, আংটি বদল সবকিছুই হল। ৫৫ জন অতিথি উপস্থিত ছিলেন বিশেষ দিনে। বৃহস্পতিবার থেকে আবার দুজনের কাজ শুরু হবে।
কলকাতার প্রথম শ্রেণীর এক দৈনিক সংবাদপত্রকে অনিন্দিতা তাঁর বিয়ের মেনু জানালেন। বিয়েতে ঠাসা ছিল বাঙালি খাবার। সাদা ভাত, ডাল, তরকারি, ঘিয়ে আলুভাজা, মটন, চিকেন, চাটনি, বেকড রসগোল্লা, আইসক্রিম, পানে জমজমাট হয়ে গেল বিয়ের আসর। বিয়েতে উপস্থিত ছিলেন অভিনেত্রী মানালী মনীষা দে। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ভিডিও পোস্ট করে নবদপম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। অভিনেত্রী আভেরী সিংহ রায় সোশ্যাল মিডিয়ায় নবদম্পতির ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘এই হাসিটাই চেয়েছিলাম একদিন। আজ পেয়েছি। কতটা খুশি বলে বোঝাতে পারবোনা।’
আরও পড়ুনঃ 'মেরা দেশ মহান হ্যায়'...... প্রজাতান্ত্রিক দেশ কতটা এগিয়েছে
আরও পড়ুনঃ গাঁটছড়া বাঁধলেন অনিন্দিতা-সুদীপ
- More Stories On :
- Anindita Raychaudhury
- Sudip Sarkar
- Marriage