কদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বিয়ে নিয়ে আলোচনা মানে ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের বিয়ে। বিয়ের পর্ব শেষ হয়ে গেলেও বিয়ে সংক্রান্ত খবর এখনও শেষ হয়নি। রোজই কোনও না কোনও খবর সামনে আসছে। বিয়ের পর এবার প্রথম রান্নাঘরে এলেন ক্যাটরিনা। আর রান্নাঘরে এসেই বানালেন সুজির হালুয়া। পাঞ্জাবি ভাষায় এই রীতিকে চৌনকা চারধানা (Chaunka Chardhana)। নিয়ম বলে প্রথমবার রান্নাঘরে গিয়ে ঘরের লক্ষ্মীকে মিষ্টি খাবার বানাতে হয়।
পঞ্জাবি বউমা ক্যাটরিনা কইফ। পঞ্জাবি ঘরের রীতি মেনে হাতাখুন্তি তুলে নিয়ে জমিয়ে রাঁধলেন সুজির হালুয়া। সেই ছবি আবার ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। ক্যাপশনে লিখেছেন, ‘আমি তৈরি করেছি’। শ্বশুরবাড়িতে এই প্রথম রান্না করলেন ক্যাটরিনা। তিনি যাতে পঞ্জাবি বাড়ির সব রীতিনীতি শিখে নিতে পারেন, সে দিকে বিশেষ নজর দিচ্ছেন ভিকির মা বীণা কৌশল।
গত ৯ ডিসেম্বর রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টে রাজকীয় বিয়ে সেরেছেন ক্যাটরিনা-ভিকি, এরপর অজানা কোথাউ মধুচন্দ্রিমা কাটিয়ে চলতি সপ্তাহের গোড়াতেই মুম্বইয়ে ফিরেছেন। এবার বিয়ের পর প্রথম সুজির হালুয়া রান্না করে শ্বশুরবাড়ি থেকে শুরু করে নেটিজেন সকলের মন কেড়ে নিলেন ক্যাটরিনা।
- More Stories On :
- Katrina Kaif
- Cooking
- Marriage