কেন রোদের মতো হাসলে না / আমায় ভালোবাসলে না / আমার কাছে দিন ফুরালেও আসলে না। এই মন কেমনের জন্মদিন / চুপ করে থাকা কঠিন / তোমার কাছে খরস্রোতাও গতিহীন। যার গাওয়া এই গান সোশ্যাল মিডিয়ায় বিশেষ জনপ্রিয় জয় সেই মেখলা দাশগুপ্ত সাতপাঁকে বাঁধা পড়লেন। সারেগামাপার রিয়েল্যিটি শো থেকে প্রথম পরিচিতি পাওয়া মেখলা বিয়ে করলেন তার আট বছরের বন্ধু অর্কপ্রভ চৌধুরী কে। শিলিগুড়ির ছেলে অর্কপ্রভ কর্পোরেট অফিসে কাজ করেন।
রিজেন্ট পার্কের একটি বিলাসবহুল ভিলায় বুধবার সন্ধ্যায় বসেছিল মেখলার বিয়ের আসর। বিয়ের দিন লাল বেনারসি তে দারুণ লাগছিল তাকে। মেখলার এই স্পেশাল ডে তে উপস্থিত ছিলেন গানের জগতের একাধিক নাম। দুর্নিবার সাহা, মীনাক্ষী মুখার্জি, অরিত্র দাশগুপ্ত, গৌরব সাহা, শোভন গাঙ্গুলি, জয় সরকার, জয়তী চক্রবর্তী সহ আরও অনেকে। কোভিডের মধ্যে বিয়ে তাই অতিথির লিস্ট খুব বেশি বড় করতে পারেননি মেখলা।
কয়েকদিন আগেই নতুন পরিবারকে নিয়ে দিদি নাম্বার ১ এ গিয়েছিলেন এই গায়িকা। সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেন। তার ছোটবেলার বন্ধুরা তাকে আইবুড়োভাত রেঁধে খাইয়েছিলেন। এবার চার হাত এক হল মেখলা-অর্কপ্রভর।
- More Stories On :
- Mekhla dasgupta
- Singer
- Marriage