Anushka Sharma : কত বেতন পান অনুষ্কার দেহরক্ষী?
বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে দেহরক্ষী সবসময় থাকে। তার ফলে দেহরক্ষীরা বেশ পরিচিত হয়ে যান। তাদের পরনে থাকে কালো পোশাক, চোখে কালো চশমা। যেকোনো পরিস্থিতিতেই দেহরক্ষীরা সেই তারকাদের পাশে থাকেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করেন। রোদ, বৃষ্টি সব উপেক্ষা করে তারা এই কাজ করে থাকেন।এরকম একজন দেহরক্ষী সনু। তিনি হলেন অভিনেত্রী অনুষ্কা শর্মার দেহরক্ষী। এত ব্যস্ততার মধ্যে তার সারা বছরটা কাটে পরিবারের সঙ্গে দেখা করার সময়টা পান নাআরও পড়ুনঃ ইচ্ছে ছবির ১০ বছর, আবেগে ভাসলেন পরিচালকসোনুর আসল নাম প্রকাশ সিং। বর্তমানে শুধু অনুষ্কা শর্মাকেই নয়, ভারত অধিনায়ক বিরাট কোহলির ও দেহরক্ষী তিনি। এই সোনুর ই মাসিক বেতন যা সবাইকে চমকে দেবে। অনেক বড় অফিসার ও সেই বেতন পান না। বছরে মোট ১ কোটি ২০ লক্ষ টাকা পান তিনি। অর্থাৎ প্রতি মাসে তার আয় ১০ লক্ষ টাকা। বেতনের এই অঙ্ক দেখে অনেকেই চমকে উঠবেন।