টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ। সিরিয়াল থেকে সিনেমা সবেতেই নজরকাড়া পারফরম্যান্স তার। এখন আবার তিনি ড্যান্স ড্যান্স জুনিয়র সিজন ২ এর জাজ ও। এছাড়া সদ্য মৌচাক বলে একটি ওয়েব সিজিরে মৌ বৌদির চরিত্রে অভিনয় করে সবাইকে চমকে দিয়েছেন। মনামীর আজ জন্মদিন। গুগল বলছে সেটাই। ১৩ জুলাই মনামীর জন্মদিন। কিন্তু এখানেই সমস্যা। তার আসল জন্মদিন ২০ ফেব্রুয়ারি।
আরও পড়ুনঃ গুগল 'পিসেমশাই' জন্মদিনের তারিখ ভুল বলছে মনামীর
মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেল থেকে একটি পোস্ট করেন মনামী। সেখানে খানিক মজার ছলেই গুগুলকে পিসেমশাই বলে উল্লেখ করে, মনামী লেখেন, “বলছি গুগল পিসেমশাই, আজ আমার জন্মদিন নয়।” হতবাক হয়ে যায় ভক্তরাও। কেউ লেখেন, “কী বলছ। আমি তো উইশ করে দিলাম।” কেউ আবার গোপনে অভিনেত্রীর বাড়িতে উপহার পাঠানোর কথাও ভেবেছিলেন। অনেকে আবার এই ফেসবুক পোস্টে মজাদার কমেন্টও করেন।
- More Stories On :
- Monami Ghosh
- Actress