কিছু দিন আগেই ঝড় বয়ে গিয়েছে তাঁর জীবনে। অভিযোগ-পাল্টা অভিযোগে ক্ষতবিক্ষত হয়েছেন তিনি। অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। বাংলার বেশির ভাগ মানুষ যাঁকে চেনেন 'কৃষ্ণকলি' ধারাবাহিকের রাধারানি হিসেবে। তবে মাস না ঘুরতেই নিজেকে নতুন করে সাজিয়ে নিয়েছেন তিনি। শ্রীময়ীর ইনস্টাগ্রামে চোখ রাখলেই তার আঁচ পাওয়া যায়।
শনিবারের মেঘলা অনুরাগীদের সঙ্গে একটি ভিডিয়ো শেয়ার করে নিয়েছেন শ্রীময়ী। দেখা যাচ্ছে, খোলামেলা একটি জায়গায় গানের সুরে তাঁর মুখে নানা রকমের অভিব্যক্তি খেলে যাচ্ছে। এরই সঙ্গে রবি ঠাকুরের গানের পঙক্তি ধার করে লিখেছেন, ‘আপনি আজিকে যবে শুধাইছ আসি, কেমনে প্রকাশি কব কত ভালোবাসি।’
আরও পড়ুনঃ আতিউলের সাইকো থ্রিলারে থাকছে চমক
তবে এটা কার উদ্দেশ্যে করে এই পোস্ট করলেন তিনি সেটাও পরিষ্কার নয়। তার এই পোস্ট নিয়ে নেটিজেনদের মধ্যে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকের মনে হচ্ছে এই পোস্ট নিয়ে ধোঁয়াশা রয়েছে।