অভিনেত্রী পিয়ালী দাস। আকাশ আটের প্যান্ডেমোনিয়াম থেকে তার অভিনয়ের জার্নিটা শুরু হয়। ২০১৭ সালে এটা ছিল তার প্রথম ধারাবাহিক। দুর্গাপুর থেকে কলকাতা আসা পিয়ালী এরপর ওই চ্যানেলেই রান রনি রান, সত্যমেব জয়তে করেন। এরপর আমি সিরাজের বেগম, প্রথমা কাদম্বিনী, রানু পেল লটারি, জয় বাবা লোকনাথ, পাণ্ডব গোয়েন্দা ইত্যাদি মেগাতে অভিনয় করেছে। প্রথমা কাদম্বিনীর সরোজিনীর চরিত্র দর্শকমহলে বিশেষ প্রশংসাও পায়।
আরও পড়ুনঃ পায়েল মুখার্জীর হিন্দি সিনেমা বিশেষ সম্মানে ভূষিত
বর্তমানে মেগাতে একটু গ্যাপ দিয়েছেন। তবে খুব শীঘ্রই তার নতুন মেগার কাজ শুরু হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে আগস্টেই তার নতুন মেগার শুটিং শুরু হবে। একটি ভিন্নধর্মী চরিত্রে দর্শকরা তাকে দেখতে পাবে। এই সিরিয়ালে অভিনয় করতে দেখা যাবে বেশ কিছু পরিচিত মুখকেও। নতুন প্রোজেক্ট নিয়ে পিয়ালী জনতার কথাকে পিয়ালী জানালেন,"আমার চরিত্রটা একটা পজিটিভ চরিত্র। একটা নামকরা প্রোডাকশন হাউসই এর প্রোডিউস করছে। তবে এর বেশি কিছু, আমার চরিত্র নিয়ে এখনই বলা যাবে না। কিছুদিন অপেক্ষা করলে দর্শকরা সব জানতে পারবেন।
- More Stories On :
- Piyali Das
- Actress
- Tollywood