তার আসল নাম দেবারতি পাল। কিন্তু দর্শকরা তাকে চেনে ধ্রুবতারা ধারাবাহিকের গুঞ্জা নামে। সকলের প্রিয় গুঞ্জা জনতার কথা-কে ৮টি র্যাপিড ফায়ার প্রশ্নের উত্তর দিল।
জনতার কথাঃ অভিনেত্রী না হলে কি হতে?
দেবারতিঃ অভিনয়ে না আসলে আমার টিচার হওয়ার খুব ইচ্ছা ছিল। হয়তো টিচার হতাম।
জনতার কথাঃ অভিনেত্রী হওয়ার পর প্রিয় মানুষদের থেকে পাওয়া কমেন্ট?
দেবারতিঃ মা তো সবসময়ই বলেন। মা আছেন। সবথেকে বড় কথা সিরিয়ালে যখন কো-অ্যাক্টর অ্যাকট্রেস রা থাকেন। বড় বড় কো-অ্যাক্টর অ্যাকট্রেস যাদের থেকে আমরা ছোটরা অনেককিছু শিখতে পারে। তাঁরা অনেকসময় বলেন এটা ঠিক করে কর। ওটা ঠিক করে কর। এটাই না আমাদের কাছে, আমরা যারা ছোটরা যারা শিখছি এখনও, যেমন আমি শিখছি আমার মনে হয় আমার কাছে এটাই ভাল একটা কমেন্ট। আমাকে ভালো বলল। আমাকে ঠিক করে করার কথা বললো, আমাকে হেল্প করলো। ওগুলোও পাওয়া আমাদের কাছে।
জনতার কথাঃ তোমার ফেবারিট ফুড কি?
দেবারতিঃ আমি বেসিক্যালি খুব ফুডি। বাইরের খাবার খেতে তো ভালোবাসই। কিন্তু বেশি, সবথেকে বেশি ভালোবাসি বাড়ির খাবার খেতে। মায়ের হাতের রান্না লাইক ভাত, ডাল, আলুসেদ্ধ ভাত। নরম্যাল বাঙালি খাবার যেরকম খায় আরকি আমার ওটা খেতে ভালোলাগে।
জনতার কথাঃ তোমার ফেবারিট কালার কি?
দেবারতিঃ আমার ফেবারিট কালার হল ব্ল্যাক।
জনতার কথাঃ ইন্ডাস্ট্রির কোনও অ্যাক্টর ডেট করতে বলা হলে কাকে করবে?
দেবারতিঃ আসলে এখানে আরকি সবাই আমার দাদা হয়। এখানে আমার ইচ্ছা নেই। কি বলতো আমি যাদেরকে চিনি না আমি তাদের সঙ্গে কথা বলতে পারিনা। আমি একটু চুপচাপ। তো ডেটটা ওইভাবে হবেনা আমার।
জনতার কথাঃ ফোনে কোন অ্যাপ বেশি ইউজ করা হয়?
দেবারতিঃ ইন্সটাগ্রামে আমি একটু বেশি অ্যাক্টিভ থাকি।
জনতার কথাঃ ভূতের রাজার কাছে তিনটি বর চাইলে কি চাইবে?
দেবারতিঃ ফার্স্ট যেটা পসিবল নয়। কাশ আমার বাবাকে যদি ফিরিয়ে দিতে পারে। ওটা হবেনা। তাও আমি চাইবো। চাইতে যখন বলা হয়েছে তখন আমি চাইবো।
আমার মা, দিদা। আমার ভালোবাসার মানুষগুলো যেন খুব ভাল থাকে, সুস্থ থাকে। ওদের দীর্ঘ আয়ু হোক সবথেকে বড় কথা।
আমি যেন খুব বড় হতে পারি, মানুষ হতে পারি এবং মা-বাবার স্বপ্ন পূরণ করতে পারি।
জনতার কথাঃ অবসরে কি করতে ভাল লাগে?
দেবারতিঃআমি না খুব মুডি। কখনও মুভি দেখি। আমার রান্না করতে খুব ভালোলাগে। তাই টুকটাক রান্না করি। মা কে হেল্প করা হয়। ওয়েব সিরিজ দেখি। কখনও একটু নাচতে ইচ্ছা করল।
- More Stories On :
- Debarati
- Dhrubatara
- Actress
- Interview
- Tollywood