বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পায়েল মুখার্জি। কলকাতা থেকে শুরু করে বাংলাদেশ, অনেকেরই পছন্দের অভিনেত্রীর তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। এখন আবার তার অভিনয় হিন্দিতেও জায়গা করে নিয়েছে।
আরও পড়ুনঃ গুগল 'পিসেমশাই' জন্মদিনের তারিখ ভুল বলছে মনামীর
অল্প সময়ের মধ্যে পায়েলের জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে আজ ফেসবুক পেজে তার ফলোয়ার্স ১০ লক্ষ হয়ে গেল। ছবিসহ এই খুশির খবরটা নিজের ফেসবুক পেজ ও ইন্সটাগ্রামে শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লেখেন,"ফেসবুকে ১ মিলিয়ন ফলোয়ার্স সেলিব্রেট করার এখনই সময় এসেছে। সকলকে ধন্যবাদ জানাই তাদের ভালবাসা ও সমর্থনের জন্য।" এছাড়া তার ভেরিফায়েড প্রোফাইলটাও সকলকে ফলো করতে বলেন এই অভিনেত্রী। পায়েলের পোস্টটা দেখার পর ভারত ও বাংলাদেশ থেকে তাকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছে।
- More Stories On :
- Payel Mukherjee
- Actress
- Bengali Actress
- Facebook Page