সায়ান্তন সেন
বাংলা মেগার অভিনেত্রী সুরভী সান্যাল। বোঝেনা সে বোঝেনা সিরিয়ালের মাধ্যমে যার মেগায় পথচলা শুরু হয়। এরপর খোকাবাবু, হৃদয়হরণ বি এ পাস থেকে শুরু করে বর্তমানে বরণ সিরিয়াল করছেন তিনি। এই সিরিয়ালে রিনিতার চরিত্রে তাকে দেখা যাচ্ছে। অভিনয়ের পাশাপাশি তার হাতের কাজও খুব ভাল। বিভিন্ন আর্টের কাজ করতে তিনি খুব ভালবাসেন। এছাড়া অভিনেত্রী মানে ফটোশুট তো আছেই।
সুরভী সদ্যই এরকমই বিভিন্ন লুকে ফটোশুট করলেন। ফটোগ্রাফার ছিলেন টলিউডের পরিচিত ফটোগ্রাফার বুলান ঘোষ।
ফটোশুটের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সুরভীর পরিচিত মানুষ থেকে শুরু করে তার ফ্যান সবাই বেশ প্রশংসাই করেছে। সুরভী জানান অনেকদিন পর ফটোশুট করে তার বেশ ভালোই লেগেছে। খুব কম সময়ের মধ্যেই ফটোশুটের প্ল্যান হয় এবং শুট হয়। আগামী দিনে আরও অন্য লুকে ফটোশুট করার প্ল্যান রয়েছে তার।
- More Stories On :
- Suravi Sanyal
- Actress
- Photo-Shoot