বর্তমানে অভিনেত্রী শ্রীলেখা মিত্র সোশ্যাল মিডিয়ায় হট টপিক। তাঁর যেকোন পোস্ট বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দিচ্ছে। সম্প্রতি তাঁর কফি ডেটে যেতে চাওয়ার খবর ভাইরাল হয়েছিল। এবার আরও একটি পোস্ট ভাইরাল হল।
আরও পড়ুনঃ ইচ্ছে ছবির ১০ বছর, আবেগে ভাসলেন পরিচালক
ফেসবুকে একটি খেলায় অংশগ্রহণ করেন শ্রীলেখা। যে খেলার নিয়মটাই এরকম ক্লিক করলেই ৫টি সত্য ফেসবুক জানিয়ে দেবে। সেই খেলার ছবি শেয়ার করেন শ্রীলেখা। সকলের ক্রাশ শ্রীলেখার সেই ছবিতে লেখা শ্রীলেখা একেবারেই বিন্দাস, পাগল হলে একেবারে ভয়ঙ্কর তিনি, কাউকে পাত্তা দেন না, মজা করতে দারুণ ভালোবাসেন এবং সবশেষে রয়েছে তিনি ভাল চুমু খান। এই খেলার ছবি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে জানতে চাইলেন এটা সত্যি কী না।
আরও পড়ুনঃ কফি ডেটে যেতে চান শ্রীলেখা! কিন্তু কার সঙ্গে?
তাঁর এই পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় প্রচুর কমেন্ট আসতে শুরু করেছে। শ্রীলেখা মিত্রর বয়স বাড়লেও যে মনের বয়স বাড়েনি সেটা তাঁর পোস্টগুলোই প্রমাণ করে দিচ্ছে।
- More Stories On :
- Sreelekha Mitra. Actress
- Kiss