তিনি শুধুমাত্র টলিউডের জনপ্রিয় অভিনেত্রীই নন, অনেকেরই ক্রাশ। ২৫-৩০ বছরের ছেলেরাও তাঁর প্রেমে পড়ে। তিনি সেগুলো অ্যাক্সেপ্টও করেন। অর্থাৎ বোঝাই যায় তাঁর বয়স বাড়লেও মনের বয়সটা বাড়েনি।
অভিনেত্রী শ্রীলেখা মিত্র সম্প্রতি তাঁর ইন্সটাগ্রামে একটা ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওতে ঠিক এরকম। সঞ্জীব নামে এক অনুরাগী তাঁর প্রতি ভালোবাসা প্রদর্শন করতে চান। শ্রীলেখাও জবাবে বলেন তার সঙ্গে কফি ডেটে যাবেন কিন্তু তার জন্য কিছু শর্ত রয়েছে। আর এই শর্তটা হল, "যদি তুমি আমাকেই সত্যিই ভালবাসো, তাহলে রাস্তার কুকুরদের ভালবাসো, তাঁদের সঙ্গে ছবি পোস্ট কর। যদি এমনটা করতে পারো, তাহলে আমি তোমার সঙ্গে কফি ডেটে যাব পাক্কা।"এই ভিডিও পোস্ট করে শ্রীলেখা লিখলেন, আমি ভাই পাড়ার পাঁচটা ডগিকে দুবেলা খাওয়াই, এই মুহূর্তে আমার ঘরে একজন ঘুমোচ্ছে।
আরও পড়ুনঃ আমি খুব বেশি ফুডি : দেবারতি
শ্রীলেখার এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। কয়েকদিন আগে একটা ক্লাউড কিচেনের অনুষ্ঠানে গিয়েও তাঁর ভালবাসার কথা বলতে দ্বিধা করেননি এই তিনি। আর করবেনই বা কীভাবে যার এত ফ্যান তাঁকে ভালোবাসার প্রস্তাব দেয় তাদের কীভাবে ফেরাবেন তিনি।
- More Stories On :
- Sreelekha Mitra
- Actress
- Date
- Social
- Tollywood