মেষ/ ARIES: আজ প্রীতিলাভ করতে পারেন।বৃষ/ TAURUS: কোনও মামলায় জয় পেতে পারেন।মিথুন/ GEMINI : মনে আশার সঞ্চার হতে পারে। কর্কট/ CANCER : নৈতিক জয় হতে পারে আজ।সিংহ/ LEO: আজ পরাক্রম বৃদ্ধি পেতে পারে। কন্যা/ VIRGO: কর্মে কোন্ও কারণে বিভ্রান্তি দেখা দিতে পারে। তুলা/ LIBRA: কোনও কারণে চিন্তান্বিত থাকতে পারেন। বৃশ্চিক/ Scorpio: উদারতা প্রদর্শন করতে পারেন। ধনু/ SAGITTARIUS: ধর্মে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। মকর/ CAPRICORN: কোনও কারণে অসন্তুষ্ট হতে পারেন। কুম্ভ/ AQUARIUS: আজ স্বার্থত্যাগ করতে পারেন। মীন/ PISCES : মনে কোনও কারণে উৎকণ্ঠা দেখা দিতে পারে।
মেষ/ ARIES: আজ ধনাগমের সুযোগ আসতে পারে।বৃষ/ TAURUS: গুহ্যপীড়ায় কষ্ট পেতে পারেন।মিথুন/ GEMINI : আজ সফলতা লাভ করতে পারেন।কর্কট/ CANCER : ক্লান্তিবোধ করতে পারেন।সিংহ/ LEO: রোগ থেকে মুক্তি ঘটতে পারে আজ।কন্যা/ VIRGO: আজ কোনও বকেয়া পাওনা আদায় করতে পারেন।তুলা/ LIBRA: আজ জীবাণু সংক্রমণের সম্ভাবনা রয়েছে।বৃশ্চিক/ Scorpio: প্রণয়ের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে।ধনু/ SAGITTARIUS: অম্লরোগে কষ্ট পেতে পারেন।মকর/ CAPRICORN: আজ কোনও সংঘর্ষে আহত হতে পারেন।কুম্ভ/ AQUARIUS: পথে আজ বিপদ ঘটতে পারে। মীন/ PISCES : বিপথে চালিত হতে পারেন।
মেষ/ ARIES: শ্বাসকষ্ট ও কাশিতে কষ্ট পেতে পারেন। বৃষ/ TAURUS: প্রতিবেশীর সঙ্গে বিবাদ হতে পারে। মিথুন/ GEMINI : মানসিক কষ্ট পেতে পারেন। কর্কট/ CANCER : কোনও স্থানান্তরে গমন করতে পারেন। সিংহ/ LEO: মানসিক সংযমের প্রয়োজন। কন্যা/ VIRGO: কোমরে ব্যথা হতে পারে। তুলা/ LIBRA: কোনও পরিকল্পনা করে থাকলে তা সফল হতে পারে। বৃশ্চিক/ Scorpio: আইনি পরামর্শে লাভ হতে পারে। ধনু/ SAGITTARIUS: সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। মকর/ CAPRICORN: ভ্রমণকালে বিপদ হতে পারে। কুম্ভ/ AQUARIUS: আর্থিক ক্ষতির মুখ দেখতে পারেন। মীন/ PISCES : কোনও দুঃসংবাদ পেতে পারেন।
মেষ/ ARIES: পারিবারিক সমস্যা দেখা দিতে পারে। বৃষ/ TAURUS: আয়বৃদ্ধি হতে পারে আজ। মিথুন/ GEMINI : কোনও কারণে মর্যাদালাভ করতে পারেন। কর্কট/ CANCER : আজ কোনও কাজে উৎসাহ বৃদ্ধি পেতে পারে। সিংহ/ LEO: বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন। কন্যা/ VIRGO: অর্শের পীড়ায় কষ্ট পেতে পারেন। তুলা/ LIBRA: মনে নিরাশা জন্মাতে পারে। বৃশ্চিক/ Scorpio: কোনও সমস্যার সমাধান হয়ে যেতে পারে। ধনু/ SAGITTARIUS: কর্মে নিপুণতা দেখাতে পারেন। মকর/ CAPRICORN: গৃহ সংস্কারে ব্যয় হতে পারে। কুম্ভ/ AQUARIUS: কারুর সঙ্গে মতান্তর হতে পারে। মীন/ PISCES : মনে প্রণয়াসক্তি জন্মাতে পারে।
মেষ/ ARIES: হঠকারিতায় ক্ষতি হতে পারে। বৃষ/ TAURUS: উদরপীড়ায় কষ্ট পেতে পারেন। মিথুন/ GEMINI : বিচ্ছেদের ভয় জন্মাতে পারে মনে। কর্কট/ CANCER : চিকিৎসায় সাফল্য আসতে পারে। সিংহ/ LEO: অপবাদের শিকার হতে পারেন। কন্যা/ VIRGO: হৃদরোগে কষ্ট পেতে পারেন। তুলা/ LIBRA: কর্মে খ্যাতি বৃদ্ধি পেতে পারে। বৃশ্চিক/ Scorpio: পশুপালনে লাভ হতে পারে। ধনু/ SAGITTARIUS: হঠাৎ কোনও বিপদ এসে পড়তে পারে। মকর/ CAPRICORN: কারুর প্রতি বিরুদ্ধাচারণ করতে পারেন। কুম্ভ/ AQUARIUS: আশাতীত লাভ করতে পারেন। মীন/ PISCES : অপচেষ্টা রোধ করে দিতে পারেন।
বিধানসভা নির্বাচনের সময় থেকেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে জায়গা করে নিয়েছে খেলা হবে। ২১ জুলাইয়ের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্যজুড়ে ১৬ অগস্ট পালিত হবে খেলা হবে দিবস। তা উদ্যাপনের জন্য ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন ক্লাবের মধ্যে ফুটবল বিতরণ করা হয়েছে। কিন্তু ১৬ অগস্টের খেলা হবে দিবস শুধু পশ্চিমবঙ্গে নয়, পালিত হবে বিজেপিশাসিত উত্তরপ্রদেশেও। সম্প্রতি উত্তরপ্রদেশের এক তৃণমূল নেতা জানিয়েছেন এ কথা।আরও পড়ুনঃ চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার ঘটনায় দুজন গ্রেফতার বর্ধমানেউত্তরপ্রদেশের ওই তৃণমূল নেতা বলেছেন, আগামী ১৬ অগস্ট উত্তরপ্রদেশে খেলা হবে দিবস পালনের কর্মসূচি নেওয়া হয়েছে। খেলা দিবস উপলক্ষে লখনউয়ে একটি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়েছে। তবে তৃণমূলের এই কর্মসূচিতে যোগী আদিত্যনাথের সরকার আদৌ অনুমতি দেবে কি না, তা নিয়ে নিশ্চিত নন ওই নেতা। তিনি বলেছেন, কোভিড বিধি মেনেই আমাদের কর্মসূচি পালন করব। যোগী সরকারের কাছে আবেদন করা হয়েছে। তবে তা নিয়ে কিছুই জানানো হয়নি। তৃণমূল কোনও কর্মসূচি নিলে উত্তরপ্রদেশের বিজেপি সরকার ভয় পাচ্ছে বলে দাবি করেছেন তিনি।খেলা দিবসকে সারা দেশে ছড়িয়ে দিতে বদ্ধপরিকর মমতার নেতৃত্বাধীন রাজ্যের শাসকদল। ইতিমধ্যেই ত্রিপুরায় খেলা দিবস পালনের ঘোষণা করা হয়েছে তৃণমূলের তরফে। জানা গিয়েছে, মোদির রাজ্য গুজরাতেও খেলা দিবস পালনের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। খেলা দিবসে সে রাজ্যে দেওয়ার জন্য মমতার ছবি সম্বলিত একটি ট্রফিও সামনে এসেছে।
মেষ/ ARIES: আজ বিলাসিতা ভোগ করতে পারেন।বৃষ/ TAURUS: পাওনা থেকে বঞ্চিত হতে পারেন।মিথুন/ GEMINI : আগুনের ফলে ক্ষতি হতে পারে। কর্কট/ CANCER : ব্যবসায় অশান্তি দেখা দিতে পারে। সিংহ/ LEO: কোনও কারণে মনে হিংস্রতা বৃদ্ধি পেতে পারে। কন্যা/ VIRGO: আজ সৌভাগ্যলাভ করতে পারেন। তুলা/ LIBRA: কোনও রমণীর প্রতি প্রীতি জন্মাতে পারে। বৃশ্চিক/ Scorpio: মনে বৈরাগ্যভাব জন্মাতে পারে। ধনু/ SAGITTARIUS: কোনও বিপদের আশঙ্কা দেখা দিতে পারে। মকর/ CAPRICORN: বাড়িতে বন্ধু সমাগম হতে পারে। কুম্ভ/ AQUARIUS: আত্মীয়বিরোধ দেখা দিতে পারে। মীন/ PISCES : অবৈধ প্রণয়ে জড়িয়ে পড়তে পারেন।
মেষ/ ARIES: দাম্পত্য কলহের শিকার হতে পারেন। বৃষ/ TAURUS: প্রশিক্ষণে সাফল্য আসতে পারে। মিথুন/ GEMINI : কোনও সমস্যার সমাধান হতে পারে। কর্কট/ CANCER : কারুর অনুগ্রহ লাভ করতে পারেন। সিংহ/ LEO: মনে লাম্পট্য অনুভব করতে পারেন। কন্যা/ VIRGO: আজ যশলাভ করতে পারেন। তুলা/ LIBRA: কোনও সমস্যার স্থায়ী সমাধান হতে পারে। বৃশ্চিক/ Scorpio: আজ প্রতিপত্তি লাভ করতে পারেন। ধনু/ SAGITTARIUS: মাতৃস্নেহ লাভ করতে পারেন। মকর/ CAPRICORN: জমি নিয়ে বিবাদ হতে পারে। কুম্ভ/ AQUARIUS: কাজের প্রতি অনিহা জন্মাতে পারে। মীন/ PISCES : কারুর কাছ থেকে প্রতারিত হতে পারেন।
মেষ/ ARIES: অপত্যস্নেহ ভোগ করতে পারেন।বৃষ/ TAURUS: ভোগবিলাসে ব্যয় করতে পারেন।মিথুন/ GEMINI : বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন। কর্কট/ CANCER : উৎফুল্লতা হতে পারে কোনও কারণে। সিংহ/ LEO: চোখের পীড়ায় কষ্ট পেতে পারেন। কন্যা/ VIRGO: কোনও কারণে অভিমান হতে পারে। তুলা/ LIBRA: পরের অর্থ নিলে ক্ষতি হতে পারে। বৃশ্চিক/ Scorpio: প্রেমে আনন্দ পেতে পারেন। ধনু/ SAGITTARIUS: হঠাৎ কোনও বিপদ এসে পড়তে পারে। মকর/ CAPRICORN: বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে। কুম্ভ/ AQUARIUS: ব্যভিচারের শিকার হতে পারেন। মীন/ PISCES : সঞ্চয়ের চিন্তায় পড়তে পারেন।
মেষ/ ARIES: প্রিয়জনের সঙ্গ লাভ করতে পারেন।বৃষ/ TAURUS: পরিচারিকার জন্য ক্ষতি হতে পারে। মিথুন/ GEMINI : সহায়তা লাভ করতে পারেন।কর্কট/ CANCER : চিকিৎসায় ব্যয় করতে পারেন। সিংহ/ LEO: কোনও কারণে আজ ঈর্ষান্বিত হতে পারেন। কন্যা/ VIRGO: কোনও কারণে অপচয় করতে পারেন। তুলা/ LIBRA: কলানুরাগ হতে পারে। বৃশ্চিক/ Scorpio: আজ আনন্দ সংবাদ পেতে পারেন। ধনু/ SAGITTARIUS: মিথ্যাপবাদে জড়াতে পারেন। মকর/ CAPRICORN: সম্পর্কের উন্নতি ঘটতে পারে। কুম্ভ/ AQUARIUS: বিষন্নতায় ভুগতে পারেন। মীন/ PISCES : শ্লীলতাহানির শিকার হতে পারেন।
মেষ/ ARIES: সাংসারিক বিবাদ হতে পারে। বৃষ/ TAURUS: আজ শ্রীবৃদ্ধি হতে পারে। মিথুন/ GEMINI : দাঁতের রোগে কষ্ট পেতে পারেন। কর্কট/ CANCER : বঞ্চনার শিকার হতে পারেন। সিংহ/ LEO: মানসিক অশান্তি হতে পারে। কন্যা/ VIRGO: কর্মে সুখ্যাতি হতে পারে।তুলা/ LIBRA: পিত্তরোগে কষ্ট পেতে পারে পারেন। বৃশ্চিক/ Scorpio: অনুশোচনায় ভুগতে পারেন। ধনু/ SAGITTARIUS: মনে আনন্দ পেতে পারেন। মকর/ CAPRICORN: কোনও কিছু হানি হতে পারে। কুম্ভ/ AQUARIUS: কারুর বিরাগভাজন হতে পারেন।মীন/ PISCES : অহেতুক অশান্তি হতে পারে।
কয়েকদিনের নাগাড়ে বৃষ্টিপাত ও তার সঙ্গে জলাধার থেকে ছাড়া জলে ফুলেফেঁপে উঠেছে ভাগিরথী নদী। আর তাতেই ঘটেছে বিপত্তি ।ভাগীরথীর জল ছুঁইছুঁই ১১ হাজার ভোল্টেজের বিদ্যুৎ লাইনের তার। সেই কারণে সাত দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ২ ব্লকের ঝাউডাঙা পঞ্চায়েতের ঝাউডাঙ্গা এবং হালতাচড়া গ্রাম। বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন এই দুই গ্রামের দেড়শোটি পরিবার। দুর্ভোগ থেকে মুক্তি পাওয়ার জন্য বিদ্যুৎ দপ্তরে দরবার করেও সুরাহা না মেলায় ক্ষোভে ফুঁষছেন গ্রামবাসীরা।আরও পড়ুনঃ টোকিওতে সোনা জিতে ইতিহাস গড়লেন পোস্টার বয় নীরজ চোপড়াভাগীরথীর একপাড়ে পূর্বস্থলীর ঝাউডাঙা ও হালতাচড় গ্রাম। এই গ্রামে বিদ্যুৎ এসেছে ভাগীরথীর অপর পাড়ের নদিয়ার বেথুয়াডহরি থেকে। এলাকার বাসিন্দা প্রহ্লাদ ঘোষ শনিবার জানান, ভাগীরথীর দুই পাড়ে পোলে ১১ হাজার ভোল্টেজের বিদ্যুৎ লাইনের তার টানা হয়েছে। ভাগীরথী এখন জলে টইটুম্বুর। বিদ্যুতের তার ভাগীরথীর জলে ঠেকতে আর হাত কয়েক বাকী। সেই কারণেই গ্রামের লাইনে সাত দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে রেখেছে বিদ্যুৎ দফতর। এরফলে ঝাউডাঙা ও হালতাচড় গ্রামের দেড়শটি পরিবার সাত দিন ধরে বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত হয়ে রয়েছে।অপর বাসিন্দা দুর্গা মণ্ডল বলেন, ১১ হাজার ভোল্টেজের বিদ্যুৎতের তার যখন টানা হয় তখনই গাফিলতি ছিল। তার উঁচু করে টানা হয়নি। সেই জন্য ঝাউডাঙা ও হালতাচড় গ্রামে বিদ্যুৎ আসার পর থেকে প্রতি বছর বর্ষায় গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে। ১১হাজার ভোল্টেজের বিদ্যুৎ লাইনের তার অ্যাঙ্গেলের সাহায্যে উঁচু করার জন্য বহুবার দুই গ্রামের মানুষ বিদ্যুৎ দফতরে দরবার করেছিল। কিন্তু কোন ফল হয়নি। শুক্রবারও নদিয়ার বেথুয়াডহরিতে বিদ্যুৎ দফতরে গিয়ে বিক্ষোভ দেখায় হালতাচড়া এবং ঝাউডাঙ্গা গ্রামের বাসিন্দারা। বিদ্যুৎ দফতরের কর্মীদের শনিবার গ্রামে লাইন ঠিক করতে আসার কথা ছিল। কিন্তু কেউ আসেনি। এইভাবেই প্রতি বছর বর্ষায় ভোগান্তি চলছেই। তার বিরাম ঘটছে না। সন্ধ্যা নামলেই অন্ধকারে ঢাকা পড়ছে ঝাউডাঙা ও হালতাচড় গ্রাম। দুর্ভোগের অবসান কবে ঘটবে তা জানা নেই পূর্বস্থলীর এই দুই গ্রামের বাসিন্দাদের। দুই গ্রামের অনেকেই টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করেন।টোটোয় চার্জ না থাকায় সেই টোটোগুলিও বন্ধ হয়ে পড়ে রয়েছে। পাশাপাশি তীব্র গরমে গ্রামের কয়েকশো মানুষ ব্যাপক অসুবিধার মধ্যে রয়েছেন। গ্রামের ছাত্র আশিষ ঘোষ জানায়, এখন তাঁদের অনলাইনে পড়াশুনো চলছে। কারেন্ট না থাকায় মোবাইল ফোনে চার্য দেওয়ার সূযোগ না থাকায় ফোন বন্ধ হয়ে রয়েছে। তাই লাটে উঠেছে অনলাইনে পড়াশুনা। সন্ধ্যা নামলে লম্ফ অথবা হ্যারিকেনের আলোয় কোনরকমে রাত কাটাতে হচ্ছে। বিদ্যুৎ দফতর দ্রুত ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের তার টেনে উুঁচু করার ব্যবস্থা করে দুর্ভোগ থেকে মুক্তির ব্যবস্থা করুক, এমনটাই দাবি দুই গ্রামের পড়ুয়াদের।আরও পড়ুনঃ শনিবার দিনভর দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাসএই বিষয়ে পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, ভাগীরথী জলে টইটুম্বুর। বিদ্যুতের তার নদীর জল ছুঁইছুই হয়ে রয়েছে। এই অবস্থায় ওই তারে বিদ্যুৎ প্রবাহিত থাকলে ভয়ানক বিপদ ঘটে যাবে বলে বিদ্যুুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। নদীর জল না কমা পর্যন্ত কিছু করার নেই। ওই লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখতেই হবে।
নার্গিস ফকরি। যারা হিন্দি সিনেমা ভালোবাসেন তারা সকলেই চেনেন। রকস্টার, মাদ্রাস ক্যাফে, ফাটা পোস্টার নিকলা হিরো সিনেমাগুলোর সঙ্গে সকলেই পরিচিত। সেই নার্গিস ফকরি বর্তমানে বলিউডের বাইরে। বেশ কয়েকবছর হয়ে গেল বলিউডের সঙ্গে তার কোনও যোগাযোগ নেই।আরও পড়ুনঃ মেদিনীপুরে শুটিং শুরু হল নিধন-এরতবে বলিউড থেকে সরে থাকলেও, তিনি যে খুশি সেটা জানিয়েছেন। নার্গিস বলেন, মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন তিনি। এরপর মডেলিংয়ের মাধ্যমেই বলিউডে অভিনয়ের সুযোগ পান। বি টাউনের অভিনয় করতে গিয়ে অনেক ধরনের প্রস্তাব পেয়েছেন তিনি। কখনও ন্যুড শ্য়ুট আবার কখনও পরিচালকের সঙ্গে বিশেষ সম্পর্ক। কিন্তু, সবকিছুই প্রত্যাখ্যান করেছেন তিনি। অর্থ বা জনপ্রিয়তা, কোনটাই তাঁকে গ্রাস করতে পারেনি। ফলে ওইসব প্রস্তাব ফিরিয়ে দিতে সময় লাগে বলে জানিয়েছেন নার্গিস। তিনি আরও বলেন, মডেলিংয়ে অনেক সময় টপলেস বা ন্যুড করার কথা বলা হয় কিন্তু তিনি কখনও তা করতে পারেননি। অভিনয়ের ক্ষেত্রেও তাই। ফলে কেরিয়ার বেশ খানিকটা তাঁর পিছিয়ে গেলেও, তিনি এসব বিষয় নিয়ে কখনওই চিন্তা করেন না বলে জানান এই অভিনেত্রী।
মেষ/ ARIES: মাতৃস্নেহ লাভ করবেন আজ।বৃষ/ TAURUS: আজ বিলাসিতায ডুব দেবেন আপনি।মিথুন/ GEMINI : পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কর্কট/ CANCER : পরোপকার করে আনন্দ পাবেন।সিংহ/ LEO: আজ সুখ-সম্ভোগ করবেন।কন্যা/ VIRGO: রাজনৈতিক সংঘর্ষে জড়িয়ে পড়তে পারেন। তুলা/ LIBRA: হৃদরোগের আশঙ্কা রয়েছে।বৃশ্চিক/ Scorpio: সৌভাগ্য বৃদ্ধি পেতে পারে আজ। ধনু/ SAGITTARIUS: দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। মকর/ CAPRICORN: আজ অপত্যস্নেহ জন্মাতে পারে। কুম্ভ/ AQUARIUS: অসাধুতার কবলে পড়তে পারেন। মীন/ PISCES : ব্যভিচারের শিকার হতে পারেন।
মেষ/ ARIES: বিপদের আশঙ্কা রয়েছে। বৃষ/ TAURUS: অনুতাপ দেখা দিতে পারে। মিথুন/ GEMINI : হঠাৎ করে আঘাত পেতে পা্রেন। কর্কট/ CANCER : কোনও কিছুতে উৎপাত বৃদ্ধি পেতে পারে। সিংহ/ LEO: বাতের ব্যথা দেখা দিতে পারে।কন্যা/ VIRGO: অর্থব্যয় হতে পারে। তুলা/ LIBRA: ভোগের প্রবল ইচ্ছা। বৃশ্চিক/ Scorpio: কোনও কারণে অনুতাপ বৃদ্ধি পেতে পারে।ধনু/ SAGITTARIUS: সম্মান পেতে পারেন।মকর/ CAPRICORN: মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে।কুম্ভ/ AQUARIUS: কোনও কারণে ভোগান্তি হতে পারে।মীন/ PISCES : মনে আনন্দ দেখা দিতে পারে।
মেষ/ ARIES: আজ সাহসের অভাব দেখা দিতে পারে।বৃষ/ TAURUS: বাড়িতে অর্থাগম হতে পারে। মিথুন/ GEMINI : উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। কর্কট/ CANCER : প্রবঞ্চনার শিকার হতে পারেন।সিংহ/ LEO: অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। কন্যা/ VIRGO: কারুর অনুগ্রহ লাভ করতে পারেন। তুলা/ LIBRA: দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে।বৃশ্চিক/ Scorpio: কোনও সমস্যা থাকলে তার সমাধান হতে পারে। ধনু/ SAGITTARIUS: ঋণ নিয়ে থাকলে আজ তা থেকে মুক্তি পেতে পারেন। মকর/ CAPRICORN: অর্থের ক্ষতি হতে পারে।কুম্ভ/ AQUARIUS: কর্মপ্রাপ্তির যোগ রয়েছে।মীন/ PISCES : অবৈধ প্রণয় দেখা দিতে পারে।
বুধবার সকাল থেকেই আকাশের মুখ ভার। হাল্কা থেকে ভারী বৃষ্টিপাতও শুরু হয়ে গিয়েছে। হাওয়া অফিসের তরফে পূর্বাভাস ছিলই বুধবার থেকে টানা বৃষ্টির। একদিকে ভ্যাপসা গরম, এই গরমের মধ্যেই বৃষ্টিপাতই স্বস্তি আনবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই মতো শুরু হয়েছে বৃষ্টিপাত। একদিকে ঘূর্ণাবর্ত, সঙ্গে রাজ্যের উপর দিয়ে বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। জোড়া ফলায় শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাব উপকূল এলাকায় পড়েছে। পাশাপাশি বীরভূমের শ্রীনিকেতন, ডায়মন্ড হারবারের উপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। তাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে জানাল হাওয়া অফিস।আরও পড়ুনঃ ৫ দফা দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি এসএফআই-এরবুধবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, পুরুলিয়া, বীরভূম এবং ঝাড়গ্রামে বুধবার ভারী বৃষ্টি চলবে। বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি চলবে। শুক্রবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। হাওড়া, হুগলি, মেদিনীপুরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। তার উপর ভারী থেকে অতিভারী বৃষ্টি হলে জলমগ্ন এলাকায় জল আরও বাড়বে। নিচু এলাকায় জল তো জমে রয়েইছে, সঙ্গে কলকাতায় জল জমে থাকার কারণে যান চলাচলেও প্রভাব পড়েছে।
মেষ/ ARIES: আজ উন্নতির যোগ রয়েছে। বৃষ/ TAURUS: নানা কাজে অর্থব্যয় হতে পারে। মিথুন/ GEMINI : কোনও কিছু প্রাপ্তিতে বাধা সৃষ্টি হতে পারে। কর্কট/ CANCER : জ্বরজ্বরাদিতে ভুগতে পারেন। সিংহ/ LEO: অর্থ ও যশ লাভ হতে পারে আজ। কন্যা/ VIRGO: চোখের রোগে কষ্ট পেতে পারেন। তুলা/ LIBRA: আজ অনেক অপব্যয় হতে পারে। বৃশ্চিক/ Scorpio: কোনও মামলায় জড়িয়ে পড়তে পারেন।ধনু/ SAGITTARIUS: সাপের ভয় হতে পারে। মকর/ CAPRICORN: আজ শিল্পকলার প্রতি অনুরাগ হতে পারে। কুম্ভ/ AQUARIUS: আজ স্বজনহানির যোগ রয়েছে। মীন/ PISCES : আজ কপালে মিথ্যাপবাদ জুটতে পারে।
ডেকরেটার্স সামগ্রী ভাড়া দেওয়া ব্যবসার আড়ালে গোপনে বাড়িতেই অস্ত্র কারখানা চালাচ্ছিলেন ব্যবসায়ী। তাও আবার মাটির দেওয়াল আর খড়ের চালার বাড়িতে। তবে শেষ রক্ষা হয়নি। গোপন সূত্রে সেই খবর পৌছায় পূর্ব বর্ধমানের কাটোয়া থানার পুলিশে কাছে। এরপর আর একমুহূর্ত দেরি না করে পুলিশ এবং ওএসজি গ্রুপ মঙ্গলবার ভোর রাতে অভিযান চালায় কাটোয়ার লোহাপোতা গ্রামের রমজন আলি শেখের মাটির বাড়িতে। সেখানেই মেলে অস্ত্র কারখানার হদিশ। উদ্ধার হয় সদ্য তৈরি হওয়া ৩ টি আগ্নেয়াস্ত্র, ১৭ রাউন্ড কার্তুজ, বেশ কয়েকটি অর্ধেক তৈরি আগ্নেয়াস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ও কার্তুজ তৈরির বেশকিছু সরঞ্জাম। যদিও বেআইনি অস্ত্র কারখানার মালিক রমজান আলি শেখকে পুলিশ ধরতে পারেনি। পুলিশ তাঁর বাড়িতে পৌছানোর আগেই সে পালিয়ে যায়। পুলিশ হন্যে হয়ে এখন আগ্নেয়াস্ত্র কারবারি রমজান আলি শেখের খোঁজ চালাচ্ছে।আরও পড়ুনঃ প্রথম ভারতীয় মহিলা হিসেবে দুটি অলিম্পিক পদক, ইতিহাসে পিভি সিন্ধুপুলিশ জানিয়েছে, লোহাপোতা গ্রামে রয়েছে রমজান আলি শেখের মাটির দেওয়াল আর খড়ের চালার তিন কুটুরি ঘর। গ্রামের লোকজন তাঁকে ডেকরেটার্স ব্যবসায়ী হিসাবেই জানে। বাড়িতে রয়েছেন রমজানের বামা, মা, স্ত্রী ও মেয়ে। বাড়ির সামনে চেয়ার, টেবিল ও অন্যান্য ডেকরেটার্স সামগ্রী রাখা রয়েছে। যা দেখে কারও ঘুণাক্ষরেও বোঝার উপায় নেই ওই বড়িতেই চলছিল আস্ত একটি অস্ত্র কারখানা।আগ্নেয়াস্ত্র ও কার্তুজ তৈরির সরঞ্জামগোপন সূত্রে সেই খবর কাটোয়া থানায় পৌছাতেই পুলিশ নড়েচড়ে বসে। মঙ্গলবার ভোর রাতে রমজান আলি শেখের মাটির বাড়িতে অভিযানে গিয়ে পুলিশ কর্তারা কার্যত স্তম্ভিত হয়ে যান । পুলিশ সেখানে পৌঁছনোর আগেই যদিও রমজান আলি বেপাত্তা হয়ে যায়। পুলিশ মাটির বাড়ির একটি ঘরে ঢুকে দেখতে পায় ঘরের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আগ্নেয়াস্ত্র তৈরির যন্ত্রাংশ, তিনটি আগ্নেয়াস্ত্র, কার্তুজ, গ্যাস সিলিন্ডার, লোহার পাইপ, স্প্রিং, স্ক্রু বহু সরঞ্জাম।আরও পড়ুনঃ একনজরে টোকিও অলিম্পিক ভিলেজের অন্দরমহলরমজানের সঙ্গে বিহারের মুঙ্গেরের অস্ত্র কারবারীদের যোগাযোগ ছিল কিনা সেই বিষয়টিই এখন পুলিশকে ভাবিয়ে তুলেছে। আগ্নেয়াস্ত্র তৈরির জন্য রমজান আলি শেখের বাড়িতে বিহারের মুঙ্গেরের অস্ত্র কারবারীদের যাতায়াত ছিল কিনা সেই বিষয়টিও পুলিশ খতিয়ে দেখছে।আরও পড়ুনঃ পেগাসাস স্পাইওয়্যার! ভাবের ঘরে চুরি? আপনি কতটা সুরক্ষিত? আক্রান্ত কারা?জেলার অতিরিক্ত পুলিশ সুপার(গ্রামীণ) ধ্রুব দাস জানিয়েছেন, লোহাপোতা গ্রামের রমজান আলি শেখ নামে এক ব্যক্তির বাড়ি থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, কার্তুজ ইত্যাদি উদ্ধার হয়েছে। তবে রমজান আলি শেখ অভিযান শুরুর আগেই পালিয়ে যায়। তার সন্ধান চলছে। রমজানের পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
হলদিয়া পেট্রোকেমিক্যালসে অগ্নিকাণ্ড। মঙ্গলবার দুপুরে আগুন লাগে হলদিয়া শিল্পতালুকের ভিতরে। শিল্পতালুকের ভিতর থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী বার হতে দেখা যায়। ওই এলাকায় প্রচুর দাহ্য এবং অতিদাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তার জেরে ছড়ায় আতঙ্কও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ই়ঞ্জিন। আগুন আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। দমকলের আটটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে। দমকল সূত্রে জানা গিয়েছে, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে আশেপাশে আরও কয়েকটি কারখানা থাকায় আগুন দ্রুত আয়ত্তে আনার চেষ্টা করা হচ্ছে। দমকলকর্মীরা ফোমও ব্যবহার করছেন।আরও পড়ুনঃ অলিম্পিকের প্রথম রাউন্ড থেকেই বিদায় সোনম মালিকেরপ্রাথমিক ভাবে জানা গিয়েছে, ন্যাপথা স্টোরেজ ট্যাংকে আগুন লেগেছে। মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে নাগাদ এই বিপত্তি ঘটে। ন্যাপথা ক্র্যাকার প্ল্যান্ট থেকে ১০০ মিটার দূরে রয়েছে ওই ট্যাংকটি। অগ্নিকাণ্ডের জেরে মুহূর্তেই কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। ওই ঘটনায় অবশ্য কোনও হতাহতের খবর নেই। রতন দাস নামে এক শ্রমিক বলেন, আমরা উপরে কাজ করছিলাম। হঠাৎ দেখতে পাই আগুন জ্বলছে। আচমকা একটা বিস্ফোরণের শব্দ শুনলাম। তার পরেই দেখি আগুন। সকলেই ওখান থেকে নেমে এসেছি। আগুন অনেকটাই আয়ত্তে এসেছে।