মেষ/ ARIES: কোনও আত্মীয়র কাছ থেকে শোক পেতে পারেন। বৃষ/ TAURUS: আজ প্রতিষ্ঠা লাভ করতে পারেন। মিথুন/ GEMINI : কোনও কারণে হয়রানির শিকার হতে পারেন। কর্কট/ CANCER : আজ উচ্চাশা জন্মাতে পারে মনে। সিংহ/ LEO: প্রতিভার বিকাশ হতে পারে। কন্যা/ VIRGO: কোথাও যাত্রা করবেন না, অশুভ হতে পারে। তুলা/ LIBRA: পরের অর্থ নিলে ক্ষতি হতে পারে। বৃশ্চিক/ Scorpio: গৃহসংস্কারে ব্যয় হতে পারে। ধনু/ SAGITTARIUS: প্রেমে বদনাম হতে পারে আপনার। মকর/ CAPRICORN: সহকর্মীদের মধ্যে বিবাদ বাধতে পারে। কুম্ভ/ AQUARIUS: সুরক্ষার জন্য চিন্তা হতে পারে। মীন/ PISCES : অভাব-অনটনের মধ্যে পড়তে পারেন।
ফের কান্দাহারের আকাশ থেকে মানুষ ভাসতে দেখা গিয়েছে। তবে তা সাধারণের বুকে তালিবানি আতঙ্ক ধরাতেই যে এমনটা করা হয়েছে তা স্পষ্ট। কান্দাহারের আকাশে উড়তে দেখা গেল ব্ল্যাক হক হেলিকপ্টার। আর সেই হেলিকপ্টার থেকে ঝুলতে দেখা গিয়েছে একজন মানুষকে। অভিযোগ, শাস্তি দেওয়ার জন্য হেলিকপ্টারে বেঁধে আকাশে ঘোরানো হয়েছে। অনুমান, তারা যে কতটা ভয়ঙ্কর হতে পারে, কান্দাহারবাসীকে তা বুঝিয়ে দেওয়ার জন্যই সম্ভবত ওই পথ নিয়েছে তালিবান। ইতিমধ্যেই, আফগানিস্তান ছেড়ে মার্কিন সেনা ফিরে যাওয়ার পরই স্বমূর্তি ধরেছে তালিবান। খুনের হুমকি দিয়ে বাড়ি বাড়ি চিঠি পাঠানো শুরু করেছে তারা।আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টে রচিত হতে চলেছে নতুন ইতিহাস সূত্রের খবর, আমেরিকা বা ন্যাটোর সেনার সঙ্গে যাঁরা সহযোগিতা করেছে, সেই আফগানদের বাড়ির দরজায় চিঠি ঝুলিয়ে দিয়ে আসছে তালিবান। চিঠিতে হুমকি দেওয়া হয়েছে, আত্মসমর্পণ না করলে তাঁদের খুন করা হবে। অনেকে মনে করছেন, এই দৃশ্যের মাধ্যমে তালিবান বুঝিয়ে দিতে চাইছে, মার্কিন বা ন্যাটো বাহিনীকে সহায়তা করা ব্যক্তিদের এভাবেই শাস্তি দেওয়া হবে। মার্কিন সেনা সরে যাওয়ার পরই কাবুল বিমানবন্দরের দখল নিয়েছে তালিবান। সূত্রের খবর, তালিবানের স্পেশাল ফোর্স হিসেবে পরিচিত বদরি ৩১৩ ইউনিট কাবুল বিমানবন্দরের দায়িত্ব নিয়েছে। আশঙ্কা তৈরি হয়েছে তালিবানের হাতে মার্কিন ইউএইচ-৬০ ব্ল্যাক হক চপার আসার ছবি প্রকাশ্যে আসতে। প্রসঙ্গত, মার্কিন সেনা সেদেশ ছাড়ার পরই, আফগান সামরিক বাহিনীর হাতে থাকা মার্কিন রণ-সরঞ্জামের দখল নিয়েছে তালিবান। এখন বিশেষজ্ঞদের আশঙ্কা, এই অত্যাধুনিক চপার তালিবানের হাতে আসলে, তার পরিণাম ভয়াবহ হতে পারে। কারণ, এমনিতেই দাবি উঠেছে, যে বিপুল পরিমাণ অস্ত্র ও রণসম্ভার তালিবানের কব্জায় এসেছে। যদিও, কাবুল ছাড়ার আগে মার্কিন সেনা বহু বিমান ও সামরিক সরঞ্জাম অকেজো করে দিয়ে এসেছে বলে দাবি পেন্টাগনের।
স্ত্রীর জন্মদিন। এই বিশেষ দিনে সবাই তার প্রিয় মানুষটিকে পছন্দের জিনিস দিতে চাইবেন। বিশেষ দিনে বলিউডের পরিচালক ও কোরিওগ্রাফার আহমেদ খান তার স্ত্রী কে যা গিফট করলেন সত্যিই নজরকাড়া একটা উপহার। অনেকেরই এই গিফট দেখে মাথায় হাত দিতে হবে। স্ত্রী শায়রা আহমেদ খানকে তাঁর জন্মদিনে দুর্লভ ব্যাট মোবাইল গাড়ি উপহার দিয়েছেন বাঘি-৩ র পরিচালক। ১৯৮৯ সালে ব্যাটম্যান সিনেমায় ব্যবহৃত গাড়ির অনুকরণেই তৈরি হয়েছে এই গাড়ি। একবার কেউ গাড়িটি দেখলে আর চোখ ফেরাতে পারবেন না। উপহার পেয়ে দারুণ খুশি শায়রা। এই খুশির খবর সোশ্যাল মিডিয়াতেই স্বামীকে ধন্যবাদ দিয়েছেন, স্বপ্ন সত্যি হওয়ায় তিনি আপ্লুত। কমেন্ট বক্সে উচ্ছাস প্রকাশ করেছেন দিশা পাটানি, জেলেনিয়া ডিসুজা-সহ অনেকেই। ব্যাট মোবাইল গাড়ির সঙ্গে রীতিমতো পোজ দিয়ে ছবি তুলেছেন শায়রা আহমেদ। সেই ছবি নেটদুনিয়ায় হইচই ফেলে দিয়েছে।
মেষ/ ARIES: আজ অর্থাভাবে ভুগতে পারেন। বৃষ/ TAURUS: আপনার গৌরববৃদ্ধি পেতে পারে। মিথুন/ GEMINI : প্রেমপ্রীতির সঙ্গ লাভ করতে পারেন। কর্কট/ CANCER : পারিবারিকভাবে আজকের দিনটি শুভ। সিংহ/ LEO: কোনও কারণে অনুতাপ হতে পারে। কন্যা/ VIRGO: রাজনীতিতে সুনাম বৃদ্ধি পেতে পারে। তুলা/ LIBRA: নতুন কোনও প্রচেষ্টা করতে পারেন। বৃশ্চিক/ Scorpio: মনে কোনও কারণে কষ্ট পেতে পারেন। ধনু/ SAGITTARIUS: সমস্যা বৃদ্ধি পেতে পারে আজ। মকর/ CAPRICORN: হঠাৎ কারুর প্রতি বিরোধ মনোভাব জন্মাতে পারে। কুম্ভ/ AQUARIUS: বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন। মীন/ PISCES : কারুর কাছে নতিস্বীকার করতে পারেন।
মেষ/ ARIES: আজ মানহানির সম্ভাবনা রয়েছে।বৃষ/ TAURUS: কর্তব্যপরায়ন মনোভাব দেখাবেন।মিথুন/ GEMINI : আজ কোনও শুভ যোগাযোগ হতে পারে।কর্কট/ CANCER : আজ স্বাস্থ্যহানি হতে পারে। সিংহ/ LEO: আজ অর্থলাভ হতে পারে।কন্যা/ VIRGO: অর্থবিনিয়োগ করলে লাভ হতে পারে। তুলা/ Libra: আজ দায়িত্ববৃদ্ধি পেতে পারে। বৃশ্চিক/ Scorpio: কোনও কারণে উৎসাহান্বিত হতে পারেন। ধনু/ SAGITTARIUS: হঠাৎ কোনও কিছু পেতে পারেন। মকর/ CAPRICORN: বাড়িতে বন্ধু সমাগম হতে পারে। কুম্ভ/ AQUARIUS: কারুর উপর প্রভাব বিস্তার করতে পারেন। মীন/ PISCES : কোনও মনের ইচ্ছা পূরণ হতে পারে আজ।
মেষ/ ARIES: কাউকে বিশ্বাস করলে ক্ষতি হতে পারে।বৃষ/ TAURUS: ব্যভিচারের শিকার হতে পারেন।মিথুন/ GEMINI : কোনও মনের ইচ্ছাপূরণ হতে পারে। কর্কট/ CANCER : পিতার জন্য শোক হতে পারে।সিংহ/ LEO: মাথার ব্যথায় কষ্ট পেতে পারেন। কন্যা/ VIRGO: মানসিক অশান্তিতে ভুগতে পারেন।তুলা/ LIBRA: কোনও খারাপ খবর পেতে পারেন। বৃশ্চিক/ Scorpio: আজ সঞ্চয় করতে পারেন। ধনু/ SAGITTARIUS: কোনও কারণে ক্রোধের বশবর্তী হতে পারেন। মকর/ CAPRICORN: কোনও মহিলাদ্বারা প্রতারিত হতে পারেন। কুম্ভ/ AQUARIUS: আজ দুর্ভোগের মধ্যে পড়তে পারেন। মীন/ PISCES : দাঁতের সমস্যায় ভুগতে পারেন।
ফের মর্মান্তিক ট্রলার ডুবি বাংলাদেশে। ব্রাহ্মণবেড়িয়ায় বাল্কহেডের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটে। এই দুর্ঘটনার জেরে শেষ খবর পাওয়া পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর মিলেছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। শেষ পাওয়া খবরে, ৫০ জনের কিছু বেশি মানুষ সাঁতার কেটে পাড়ে উঠতে পেরেছেন। বাকিরা এখনও নিখোঁজ। উদ্ধারকার্য চালাচ্ছে বাংলাদেশের ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি বলে খবর। আরও পড়ুনঃ কাটোয়ায় গ্রেপ্তার তিন আন্তরাজ্য গাঁজা পাচারকারী, উদ্ধার ১ কুইন্টল গাঁজাজানা গিয়েছে, ব্রাহ্মণবেড়িয়ার বিজয়নগরের চম্পকনগর থেকে শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে এই ট্রলারটি ছেড়ে আসে। শতাধিক যাত্রী ট্রলারটি শহরের আনন্দ বাজার ঘাটের দিকে যাচ্ছিল। কিন্তু মাঝ নদীতে একটি বালিবোঝাই বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ হয়। এরপরই ট্রলারটি ডুবতে শুরু করে। এই সময়ের মধ্যে বেশ কয়েকজন সাঁতরে তীরে উঠে আসতে পারলেও অনেকে সেটা পারেননি। ফলে জলে ডুবে মৃত্যু হয় অনেকের।স্থানীয়রা জানান, বালির ট্রলারটি ধাক্কা মারার পরই যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে যায়। এলাকাবাসী সঙ্গে সঙ্গে জলে ঝাঁপিয়ে পড়ে প্রায় ১৯ জনের দেহ উদ্ধার করেছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। আহত যাত্রীরা জানিয়েছেন, ধাক্কা মারা ট্রলারটি দ্রুত এলাকা ছেড়ে চম্পট দেয়। মৃতদের পরিবারের উদ্দেশ্যে ইতিমধ্যেই ২০ হাজার টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছে প্রশাসন। সূত্রের খবর, দুর্ঘটনার কারণ খুঁজতে ইতিমধ্যেই ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
মেষ/ ARIES: আজ বন্ধুবিরোধ হতে পারে।বৃষ/ TAURUS: শরিকি বিবাদের জড়িয়ে পড়তে পারেন।মিথুন/ GEMINI : মনে অনুতাপ হতে পারে।কর্কট/ CANCER : মনে বিচ্ছেদভয় জন্মাতে পারে। সিংহ/ LEO: আজ বিদ্যানুরাগ হতে পারে। কন্যা/ VIRGO: আগুনের থেকে ভয় হতে পারে। তুলা/ LIBRA: আজ কোনও কারণে মায়ের সঙ্গে বিরোধ বাধতে পারে। বৃশ্চিক/ Scorpio: আজ পরনির্ভরতা দেখা দিতে পারে। ধনু/ SAGITTARIUS: কোনও কারণে বিপদের আশঙ্কা দেখা দিতে পারে।মকর/ CAPRICORN: আজ সৌভাগ্যবৃদ্ধি পেতে পারে। কুম্ভ/ AQUARIUS: পরিশ্রমবৃদ্ধী পেতে পারে কোনও কারণে। মীন/ PISCES : আজ বদলির সম্ভাবনা রয়েছে।
মেষ/ ARIES: প্রতিবেশী বিবাদ ঘটতে পারে। বৃষ/ TAURUS: ন্যায্যপ্রাপ্তিতে বাধা পেতে পারেন। মিথুন/ GEMINI : আজ অপযশের শিকার হতে পারেন। কর্কট/ CANCER : প্রবল ভোগেচ্ছা হতে পারে। সিংহ/ LEO: সংঘর্ষে ক্ষতি পারে। কন্যা/ VIRGO: মানসিক উদ্বেগ দেখা দিতে পারে। তুলা/ LIBRA: প্রণয় সুখ ভোগ করতে পারেন। বৃশ্চিক/ Scorpio: অম্লরোগে কষ্ট পেতে পারেন। ধনু/ SAGITTARIUS: বুদ্ধিভ্রম হতে পারে আজ। মকর/ CAPRICORN: সন্তানের দ্বারা পীড়া পেতে পারেন। কুম্ভ/ AQUARIUS: আর্থিক উন্নতির মুখ দেখতে পারেন। মীন/ PISCES : দুঃখভোগ করতে পারেন।
দারুণ সুখবর পেতে চলেছেন শ্রমিকরা। কেন্দ্রের তরফে আনা হচ্ছে এক নতুন পোর্টাল। বৃহস্পতিবার, ২৬ অগস্ট কেন্দ্রের তরফে ই-শ্রম পোর্টাল-র উদ্বোধন করা হবে, যা দেশের কয়েক কোটি অসংগঠিত ক্ষেত্রে কাজ করা শ্রমিকদের যাবতীয় তথ্যের ভাণ্ডার হিসাবে কাজ করবে এবং সরকারি প্রকল্পের সঙ্গে তাদের নাম নথিভুক্ত করবে।আরও পড়ুনঃ সমর্থকরা আবেগে ভাসলেও ইস্টবেঙ্গলের পক্ষে কি ভাল দল গড়া সম্ভব?আমাদের দেশের নাগরিকরা বিভিন্ন ধরনের পেশার সঙ্গে যুক্ত হলেও প্রতিটি পেশা নথিভুক্ত বা স্বীকৃত নয়। নাম নথিভুক্ত না থাকায় স্বীকৃতি বা সরকারি পরিষেবার সুযোগও পান না কয়েক কোটি মানুষ। এ বার সেই সমস্ত শ্রমিকদের কথা ভেবেই ই-শ্রম পোর্টাল আনছে কেন্দ্র। এ দিন দুপুর সাড়ে তিনটে নাগাদ কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ভূপিন্দর যাদব এই পোর্টালের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় মন্ত্রী রমেশ্বর তেলি-ও উপস্থিত থাকবেন। এই পোর্টালের উদ্বোধন হয়ে গেলে শ্রমিকরা কেন্দ্রীয় সরকারের নানা সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির সুবিধাও পাবেন তারা। নতুন কোনও প্রকল্প চালু হলেও তার সুবিধা নেওয়ার জন্যও শ্রমিকদের নাম নথিভুক্ত করে দেওয়া হবে। কেন্দ্রের লক্ষ্য, এই পোর্টালে দেশের ৩৮ কোটি শ্রমিকদেরই নাম নথিভুক্ত করা। এই শ্রেণির মধ্যে পরিযায়ী শ্রমিক, নির্মাণকাজের সঙ্গে যুক্ত শ্রমিক, ফুটপাথের বিভিন্ন বিক্রেতা ও গৃহস্থ বাড়িতে কর্মরতরা। এই প্রকল্পের অধীনে নাম নথিভুক্ত করা সমস্ত শ্রমিকদেরই ১২ ডিজিটের একটি ইউনিক নম্বর দেওয়া হবে, যা আগামিদিনে তাদের নানা প্রকল্পের সুবিধা পেতে সাহায্য করবে।
মেষ/ ARIES: পিত্তরোগে কষ্ট পেতে পারেন।বৃষ/ TAURUS: আর্থিক অনটনের মধ্যে পড়তে পারেন। মিথুন/ GEMINI : কলানুশীলনে মন দিতে পারেন। কর্কট/ CANCER : আজ ক্লেশভোগ করতে পারেন। সিংহ/ LEO: অনেক দিনের আশাপূরণ হতে পারে আজ। কন্যা/ VIRGO: প্রতিযোগিতায় সাফল্য লাভ করতে পারেন। তুলা/ LIBRA: আজ ঋণপরিশোধ করতে পারেন। বৃশ্চিক/ Scorpio: কোনও দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। ধনু/ SAGITTARIUS: আজ নিরানন্দ থাকতে পারেন। মকর/ CAPRICORN: ব্যবসায় জটিলতা বৃদ্ধি পেতে পারে। কুম্ভ/ AQUARIUS: প্রবঞ্চনার শিকার হতে পারেন। মীন/ PISCES : যাত্রায় বিঘ্ন ঘটতে পারে।
মেষ/ ARIES: কারুর সঙ্গে মতবিরোধ হতে পারে আজ।বৃষ/ TAURUS: চরিত্রহননের সম্ভাবনা আছে। মিথুন/ GEMINI : মনে অস্থিরতা বৃদ্ধি পেতে পারে আজ। কর্কট/ CANCER : কোনও সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। সিংহ/ LEO: আজ দুঃখভোগ করতে পারেন। কন্যা/ VIRGO: প্রণয়াসক্তি জন্মাতে পারে মনে। তুলা/ LIBRA: চোখের রোগে কষ্ট পেতে পারেন। বৃশ্চিক/ Scorpio: কারুর সঙ্গে মনোমালিন্য হতে পারে। ধনু/ SAGITTARIUS: পরার্থে ক্ষতি হতে পারে। মকর/ CAPRICORN: কার্যসিদ্ধি হতে পারে আজ। কুম্ভ/ AQUARIUS: কোনও দ্রব্যাদি লাভ করতে পারেন। মীন/ PISCES : কোনও কারণে লাঞ্ছনা ভোগ করতে পারেন।
মেষ/ ARIES: শত্রুর ভয় হতে পারে। বৃষ/ TAURUS: আজ দানধ্যান করতে পারেন। মিথুন/ GEMINI : আত্মীয়বিরোধ ঘটতে পারে আজ। কর্কট/ CANCER : আজ সম্মানহানি হতে পারে। সিংহ/ LEO: মেধার বিকাশ ঘটতে পারে আজ। কন্যা/ VIRGO: পদোন্নতির সুযোগ আসতে পারে। তুলা/ LIBRA: আজ শ্বাসকষ্ট হতে পারে। বৃশ্চিক/ Scorpio: কোথাও পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ধনু/ SAGITTARIUS: প্রণয়ে বিঘ্ন ঘটতে পারে। মকর/ CAPRICORN: পথে বিপদ হতে পারে। কুম্ভ/ AQUARIUS: সাধুসঙ্গ লাভ করতে পারেন। মীন/ PISCES : কাজের প্রতি অনিহা জন্মাতে পারে।
মেষ/ ARIES: অসৎসঙ্গে ক্ষতি হতে পারে।বৃষ/ TAURUS: খেলাধূলায় সাফল্য আসতে পারে।মিথুন/ GEMINI : সম্পর্কে ফাটল ধরতে পারে।কর্কট/ CANCER : ভালো কাজের জন্য ব্যয় হতে পারে। সিংহ/ LEO: পিঠের ব্যথা দেখা দিতে পারে। কন্যা/ VIRGO: প্রতিবেশীদের মধ্যে ঝগড়া বাধতে পারে। তুলা/ LIBRA: কাজের ক্ষেত্রে সংস্থা পরিবর্তন করতে পারেন।বৃশ্চিক/ Scorpio: কারুর কাছ থেকে সহায়তা লাভ করতে পারেন।ধনু/ SAGITTARIUS: আজ মানমর্যাদা বৃদ্ধি পেতে পারে। মকর/ CAPRICORN: কোনও কারণে মন বিষাদগ্রস্ত থাকতে পারে। কুম্ভ/ AQUARIUS: অসদুপায়ে কোনও লাভ হতে পারে। মীন/ PISCES : মনে দুর্বুদ্ধি জন্মাতে পারে।
মেষ/ ARIES: আজ কোনওকিছুতে মিশ্রফল ভোগ করতে পারেন। বৃষ/ TAURUS: সৌভাগ্য বৃদ্ধি পেতে পারে।মিথুন/ GEMINI : শিক্ষকদের জন্য শুভ। কর্কট/ CANCER : আজ শত্রুবৃদ্ধি পেতে পারে। সিংহ/ LEO: আর্থিক উন্নতি হতে পারে। কন্যা/ VIRGO: দ্বিমুখী আয় হতে পারে। তুলা/ LIBRA: বদলির সম্ভাবনা রয়েছে আজ। বৃশ্চিক/ Scorpio: কোনও কারণে চিন্তান্বিত হতে পারেন। ধনু/ SAGITTARIUS: আজ সুনাম বৃদ্ধি পেতে পারেন। মকর/ CAPRICORN: পদোবনতি হতে পারে আজ। কুম্ভ/ AQUARIUS: জনহিতকর কাজ করতে পারেন আজ। মীন/ PISCES : চিকিৎসা বিভ্রাটে পড়তে পারেন।
মেষ/ ARIES: আজ পরোপকার করতে পারেন।বৃষ/ TAURUS: প্রবঞ্চনার শিকার হতে পারেন। মিথুন/ GEMINI : আজ ঋণ নেওয়ার যোগ রয়েছে। কর্কট/ CANCER : পৈত্রিকসূত্রে লাভ করতে পারেন। সিংহ/ LEO: আইনি পরামর্শ লাভ করতে পারেন। কন্যা/ VIRGO: মানসিক অশান্তিতে ভুগতে পারেন। তুলা/ LIBRA: আজ প্রশংসা লাভ করতে পারেন। বৃশ্চিক/ Scorpio: কোনও সমস্যার সমাধান হয়ে যেতে পারে। ধনু/ SAGITTARIUS: বিদ্যায় সাফল্যলাভ করতে পারেন। মকর/ CAPRICORN: কোনও রমণীর প্রতি প্রীতি জন্মাতে পারে। কুম্ভ/ AQUARIUS: লটারি পেতে পারেন আজ। মীন/ PISCES : আজ পরনির্ভর হয়ে পড়তে পারেন।
মেষ/ ARIES: প্রণয়ে বিঘ্ন হতে পারে। বৃষ/ TAURUS: শিক্ষায় ব্যাঘাত ঘটতে পারে। মিথুন/ GEMINI : আজ স্বার্থত্যাগ করতে পারেন। কর্কট/ CANCER : আজ প্রসন্নতা লাভ করতে পারেন। সিংহ/ LEO: মানসিক আঘাত পেতে পারেন। কন্যা/ VIRGO: কোনও কারণে বিপর্যয় দেখা দিতে পারে। তুলা/ LIBRA: আজ রোগমুক্তি হবে। বৃশ্চিক/ Scorpio: মনে কোনও কারণে আঘাত লাগতে পারে। ধনু/ SAGITTARIUS: রাজনৈতিক বিবাদে জড়িয়ে পড়তে পারেন। মকর/ CAPRICORN: পরিবারে কোনও শুভ যোগাযোগ হতে পারে। কুম্ভ/ AQUARIUS: কর্মক্ষেত্রে অশান্তি দেখা দিতে পারে। মীন/ PISCES : আজ অনর্থপাত হতে পারে।
মেষ/ ARIES: মিথ্যাপবাদে জড়িয়ে পড়তে পারেন। বৃষ/ TAURUS: অযথা অর্থব্যয় হতে পারে। মিথুন/ GEMINI : ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন। কর্কট/ CANCER : কোনও আঘাত পেতে পারেন। সিংহ/ LEO: আজ বিরহে ভুগতে পারেন। কন্যা/ VIRGO: দাম্পত্যসুখ পেতে পারেন আজ। তুলা/ LIBRA: আজ কোনও মনোবাঞ্ছা পূরণ হতে পারে। বৃশ্চিক/ Scorpio: কোনও কার্যসিদ্ধি হতে পারে। ধনু/ SAGITTARIUS: কোনও বিয়োগবার্তা পেতে পারেন। মকর/ CAPRICORN: চাকরিক্ষেত্রে সুনাম বৃদ্ধি পেতে পারেন। কুম্ভ/ AQUARIUS: গীতবাদ্যানুরাগ হতে পারে। মীন/ PISCES : বাড়িতে চোরের ভয় হতে পারে।
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক সিদ্ধান্ত। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রবেশিকা পরীক্ষায় মহিলারাও বসতে পারবেন। বুধবার একটি জনস্বার্থ মামলায় অন্তবর্তী রায় দিয়ে জানাল সুপ্রিম কোর্ট। পরীক্ষায় মহিলাদের বসতে না দেওয়ার অভিযোগের ভিত্তিতে ভারতীয় সেনাকে কড়া ভাষায় সমালোচনা করে শীর্ষ আদালত। বিষয়টি লিঙ্গবৈষম্যের সামিল বলেও ব্যাখ্যা করেছে ওই বেঞ্চ।আগামী ৫ সেপ্টেম্বর ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রবেশিকা পরীক্ষা হওয়ার কথা। ওই পরীক্ষায় মহিলাদের বসতে দেওয়া হচ্ছে না, এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছিলেন দিল্লির আইনজীবী কুশ কালরা। তিনি জানিয়েছিলেন, শুধু মাত্র লিঙ্গের কারণে মহিলাদের পরীক্ষায় বসতে না-দেওয়ার সিদ্ধান্তে আদতে লঙ্ঘিত হয়েছে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ১৪, ১৫, ১৬ এবং ১৯। বুধবারের শুনানিতে আদালতে কেন্দ্রের তরফে জানানো হয়, ভারতীয় সেনায় মহিলাদের সমান সুযোগ দেওয়া হচ্ছে। সশস্ত্র বাহিনীতে যুক্ত হওয়ার প্রক্রিয়ায় কোনও রকম মৌলিক অধিকার লঙ্ঘিত হয় না।
মেষ/ ARIES: অন্যের জন্য ব্যয় করতে পারেন। বৃষ/ TAURUS: আজ ধন ও মান বৃদ্ধি পেতে পারে। মিথুন/ GEMINI : কোনও কারণে অশান্তি হতে পারে। কর্কট/ CANCER : নতুন কর্মোদ্যমে লাগতে পারেন। সিংহ/ LEO: আজ সাফল্য লাভ করতে পারেন। কন্যা/ VIRGO: কর্মক্ষেত্রে অশান্তি হতে পারে। তুলা/ LIBRA: আজ কোনও শুভ যোগাযোগ হতে পারে। বৃশ্চিক/ Scorpio: সাংসারিক ঝামেলায় জড়িয়ে পরতে পারেন। ধনু/ SAGITTARIUS: আনন্দ লাভ করতে পারেন আজ। মকর/ CAPRICORN: অহংকার বোধ করতে পারেন আজ। কুম্ভ/ AQUARIUS: শুভ যোগাযোগ হতে পারে। মীন/ PISCES : কোনও কারণে উদ্বেগ বৃদ্ধি পেতে পারে।