মেষ/ ARIES: কোনও কারণে আজ মনোমালিন্য হতে পারে।বৃষ/ TAURUS: আশা করেননি এমন লাভ হতে পারে আজ। মিথুন/ GEMINI : প্রতিবেশীর সঙ্গে ঝগড়া লাগতে পারে। কর্কট/ CANCER : কোনও কিছুর প্রশিক্ষণে সাফল্য মিলতে পারে। সিংহ/ LEO: রক্তে শর্করা বৃদ্ধি পেতে পারে আজ। কন্যা/ VIRGO: রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে আজ সুখ্যাতি মিলতে পারে। তুলা/ LIBRA: কোনও কারণে মানসিক আঘাত পেতে পারেন। বৃশ্চিক/ Scorpio: আজ আপনি স্বার্থত্যাগ করবেন। ধনু/ SAGITTARIUS: প্রসন্নতা লাভ করতে পারেন আজ। মকর/ CAPRICORN: কোনও বড় পরিকল্পনায় বাধা পেতে পারেন। কুম্ভ/ AQUARIUS: আজ অম্লরোগে ভুগতে পারেন। মীন/ PISCES : অহেতুক ক্রোধে ক্ষতি হতে পারে আপনার।
মেষ/ ARIES: কোনও কারণে আজ মানসিক ক্ষোভ জন্মাতে পারে।বৃষ/ TAURUS: উপস্থিত বুদ্ধিতে লাভ হবে।মিথুন/ GEMINI : কোনও বিষয়ে সাহসিকতা দেখাতে পারেন।কর্কট/ CANCER : ধর্মে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। সিংহ/ LEO: শেয়ার ব্যবসায় বড় লাভ হবে আজ। কন্যা/ VIRGO: সঠিক সিদ্ধান্তে লাভবান হবেন। তুলা/ LIBRA: আজ কোনও কারণে বিড়ম্বনা বৃদ্ধি পেতে পারে। বৃশ্চিক/ Scorpio: আজ অকস্মাৎ বিপদের মধ্যে পড়তে পারেন।ধনু/ SAGITTARIUS: শুভ যোগাযোগ হতে পারে। মকর/ CAPRICORN: কোনও বিষয়ে আজ আপনি বেশ উৎসাহ পাবেন। কুম্ভ/ AQUARIUS: মানসিক অস্থিরতার সৃষ্টি হতে পারে। মীন/ PISCES : আজ কোনও বিপদের আশঙ্কা হতে পারে।
মেষ/ ARIES: আজকে সঞ্চয় করতে পারেন। বৃষ/ TAURUS: আজ কোনও কারণে আপনার সম্মানহানি হতে পারে।মিথুন/ GEMINI : আজ আপনার মধ্যে উগ্রতা বৃদ্ধি পেতে পারে। কর্কট/ CANCER : কোনও কারণে ভুল বোঝাবুঝি হতে পারে। সিংহ/ LEO: নিরাশা থেকে মুক্তি পেতে পারেন। কন্যা/ VIRGO: চিকিৎসার কারণে অনেক ব্যয় হতে পারে। তুলা/ LIBRA: কোনও কারণে মতবিরোধ হতে পারে।বৃশ্চিক/ Scorpio: জীবাণু সংক্রমণের ভয় রয়েছে। ধনু/ SAGITTARIUS: আজ আপনার পরিশ্রমবৃদ্ধি পেতে পারে। মকর/ CAPRICORN: জুয়ায় মত্ত থাকলে তা থেকে ক্ষতি হতে পারে। কুম্ভ/ AQUARIUS: বাড়ি সারানোর কাজ করলে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। মীন/ PISCES : কোনও কারণে গঞ্জনা ভুগতে হতে পারে।
মেষ/ ARIES: আজ কোনও কারণে মানসিক কষ্ট পেতে পারেন।বৃষ/ TAURUS: মনোমালিন্য হতে পারে কোনও কারণে।মিথুন/ GEMINI : অনেক দিনের কোনও আশা ভেঙে যেতে পারে।কর্কট/ CANCER : শিক্ষায় অগ্রগতি হতে পারে। সিংহ/ LEO: কারুর কাছ থেকে সহযোগিতা লাভ করতে পারেন।কন্যা/ VIRGO: সৎ লোকের সঙ্গে শান্তি পেতে পারেন।তুলা/ LIBRA: নতুন প্রশিক্ষণের সুযোগ পেতে পারেন।বৃশ্চিক/ Scorpio: চিকিৎসা বিভ্রাটের শিকার হতে পারেন। ধনু/ SAGITTARIUS: আজ আপনি নিজের নির্ভীকতা প্রদর্শন করতে পারেন। মকর/ CAPRICORN: বন্ধুর সাহায্য পেতে পারেন আজ। কুম্ভ/ AQUARIUS: কোনও কারণে আজ ব্যয়বৃদ্ধি পেতে পারে। মীন/ PISCES : পরের অর্থ নিলে ক্ষতি হতে পারে।
মেষ/ ARIES: আজকের দিনে আপনার মান-যশ প্রাপ্তি হবে।বৃষ/ TAURUS: যকৃতের রোগে কষ্ট পেতে পারেন।মিথুন/ GEMINI : কারুর কাছ থেকে সহায়তা লাভ করতে পারেন।কর্কট/ CANCER : ক্রীড়াবিদদের জন্য শুভ সময়। সিংহ/ LEO: আজ ঝগড়া-বিবাদের জড়িয়ে পড়তে পারেন। কন্যা/ VIRGO: আজ দুর্ঘটনার যোগ রয়েছে। সাবধানে চলাফেরা করবেন।তুলা/ LIBRA: আজ মনে প্রণয়াসক্তি জন্মাতে পারে। বৃশ্চিক/ Scorpio: আজ নতুন কোনও বন্ধু পেতে পারেন। ধনু/ SAGITTARIUS: আজ কোনও কারণে অর্থহানি হতে পারে। মকর/ CAPRICORN: বন্ধুবিচ্ছেদ হতে পারে আজ।কুম্ভ/ AQUARIUS: আজ প্রবঞ্চনার শিকার হতে পারেন। মীন/ PISCES : কোনও কারণে অস্থিরতা বৃদ্ধি পেতে পারে আপনার জীবনে।
খুব শীঘ্রই আরও এক কোভিড ভ্যাকসিন আসছে দেশীয় বাজারে। জরুরি পরিস্থিতি ব্যবহারের জন্য ছাড়পত্র মডার্নার (Moderna Vaccine) টিকাকে। এদিকে এই ভ্যাকসিন আমদানি ও সরবরাহের জন্য ডিসিজিআইয়ের ছাড়পত্র চেয়েছিল ওষুধ প্রস্তুতকারী সংস্থা সিপলা (Cipla)। মঙ্গলবার দুপুরে সেই ছাড়পত্র দিল DCGI। আরও পড়ুনঃ রাস্তার ধারের বহুমূল্য গাছ বিক্রি করার অভিযোগ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধেসম্প্রতি দেশে-বিদেশি টিকার ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়া সহজ করেছে কেন্দ্র সরকার। জানানো হয়েছে, কোনও বিদেশি টিকা আমেরিকার মতো দেশে জরুরি অবস্থার জন্য ছাড়পত্র পেয়ে থাকলে তারা এদেশে ট্রায়াল ছাড়াই ছাড়পত্রে পেতে পারে। তবে সেক্ষেত্রে প্রথম ১০০ জন টিকাগ্রহীতার তথ্য জমা করতে হবে সরকারের কাছে। কেন্দ্রের এই শর্তকে হাতিয়ার করেই ছাড়পত্রের জন্য আবেদন করেছিল সিপলা। তাদের সেই আবেদন গৃহীত হয়েছে বলেই খবর।উল্লেখ্য, মার্কিন প্রশাসন আগেই জানিয়েছে কোভ্যাক্স প্রকল্পে মডার্নার বেশকিছু টিকা পেতে পারে ভারত। ইতিমধ্যে করোনার বিরুদ্ধে ৯০ শতাংশ কার্যকর এই টিকা। শুধু কোভ্যাক্স প্রকল্পের জন্যই নয়, এবার সরাসরি সংস্থার কাছ থেকে টিকা আমদানি করবে কেন্দ্র। জরুরি পরিস্থিতিতে ব্যবহার করা যাবে এই টিকা।
হাইকোর্টের নির্দেশে রাজ্যে ভোটপরবর্তী হিংসায় অত্যাচারিতদের সঙ্গে কথা বলা শুরু করেছে জাতীয় মহিলা কমিশন। অত্যাচারিতদের সঙ্গে কথা বলতে সোমবার বর্ধমান সার্কিট হাউসে আসেন মহিলা কমিশনের সদস্য রাজুলবেন এল দেশাই ও তাঁর টিম ।পূর্ব বর্ধমান জেলা ছাড়াও পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়া থেকেও নির্যাতিতরা বর্ধমান সার্কিট হাউসে এদিন হাজির হয়েছিলেন। সকাল ৯ টা থেকে বিকেল ৩টে পর্যন্ত তিনি মোট ১৭২ জনের সঙ্গে কথা বলেন । অত্যাচারিতদের সঙ্গে কথা বলে তাঁদের অভিযোগ, ফোন নম্বর, ঠিকানা কমিশনের সদস্যরা নথিবদ্ধ করেন। আরও পড়ুনঃ দত্ত কুলোদ্ভব কবি শ্রীমধুসূদনএদিকে অভিযোগ নথিভুক্তকরণ চলার মাঝেই কয়েকজন অত্যাচারিতা কমিশনের কাছে অভিযোগ করেন, জাতীয় মহিলা কমিশনের কাছে অভিযোগ জানাতে চাওয়ায় তাঁদের নানারকমভাবে বাধা দেওয়া হচ্ছ পুলিশের তরফে। এমন অভিযোগ পাওয়ার পরই সার্কিট হাউসের ঘর থেকে বাইরে বেরিয়ে এসে পুলিশ কর্তাদের সামনে হাজির হন রাজুলবেন এল দেশাই । স্থানীয় পুলিশ আধিকারিকদের উদ্দেশ্যে বলেন, আমার তো মনে হচ্ছে কোনও না কোনওভাবে তাঁদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। আপনারা শুধু নজরদারি করুন। এই বিষয়ে পুলিশ সুপার কামনাশীস সেনের যদিও দাবি, পুলিশ কাউকে আটকায়নি। তবে কোভিড-বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে । মহিলা কমিশনের সদস্য রাজুলবেন এল দেশাই আরও বলেন, অত্যাচারিতদের বক্তব্য শোনা হচ্ছে। এটা গোপন ব্যাপার। হাইকোর্টে এর রিপোর্ট জমা করতে হবে।
বিধানসভা ভোটে দলের একপ্রকার পর্যুদস্ত হওয়ার পর প্রায় দুমাস কেটে গেলেও ভোটের ফল নিয়ে পর্যালোচনার জন্য কোনও বৈঠক ডাকেনি রাজ্য বিজেপি। আজ, মঙ্গলবার দলের রাজ্য কমিটির বৈঠকেও ভোটের ফল বিশ্লেষণ ঘোষিত আলোচ্যসূচিতে রাখা হয়নি। এ বারের বিধানসভা ভোটে যে দল পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের বিষয়ে আত্মবিশ্বাসী ছিল, পরাজয়ের কারণ খুঁজতে তাদের এত দেরি কেন? উঠছে প্রশ্ন।বস্তুত, রাজ্য বিজেপির একাংশের অভিযোগ, ভোট-পর্বে দলে কেন্দ্রীয় শাসন জারি হয়েছিল। দলে যোগদান করানো, প্রার্থী বাছাই এবং নবাগতদের কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়াকোনও বিষয়েই রাজ্য নেতৃত্বের মতকে গুরুত্বই দেওয়া হয়নি। এ ক্ষেত্রে রাজ্য বিজেপির একটা বড় অংশের ক্ষোভের নিশানায় সবচেয়ে বেশি রয়েছেন দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, সর্বভারতীয় এক পদাধিকারী, আরএসএসের এক নেতা এবং এক কেন্দ্রীয় মন্ত্রী। রাজ্য বিজেপির একাংশের মতে, ভোটের আগে শেষ মুহূর্তে তৃণমূল এবং অন্য দল থেকে যাঁদের নেওয়া হয়েছে, তাঁদের অনেকের সম্পর্কেই জনমানসে ক্ষোভ ছিল। তা সত্ত্বেও তাঁদের অনেককে প্রার্থী করা হয়েছে। নবাগতদের অনেককে কেন্দ্রীয় নিরাপত্তা দিয়ে জনতার থেকে আরও দূরে সরিয়ে দেওয়া হয়েছে। রাজনীতিবা আন্দোলনের সঙ্গে বিন্দুমাত্র সম্পর্কহীন তারকাদের প্রার্থী করাও মানুষ পছন্দ করেননি। দলের কর্মীদের সঙ্গে তারকা প্রার্থীদের অনেকের আচরণও প্রশ্নাতীত ছিল না।আরও পড়ুনঃ রাজ্যে করোনার বিধিনিষেধ বহাল থাকছে ১৫ জুলাই পর্যন্ত, বাড়ছে ছাড়-চলবে যাত্রীবাসবিজেপির এক রাজ্য নেতার কথায়, দল এখানে ক্ষমতায় এলে কেন্দ্রীয় নেতারা কৃতিত্ব নিতেন। হারের দায়ও তাঁদেরই নিতে হবে। কারণ ভোটের আগে আমাদের কোনও কথা মানা হয়নি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের শিবির কোনও দিনই মুকুল রায়ের সঙ্গে কৈলাসের ঘনিষ্ঠতা পছন্দ করেনি। এখন মুকুল তৃণমূলে ফিরে যাওয়ার পরে ঘরোয়া আলোচনায় এই প্রসঙ্গেও কৈলাসকে বিঁধছে দিলীপ-শিবির। তাৎপর্যপূর্ণ হল, আজ বিজেপির রাজ্য কমিটির বৈঠকে কৈলাস যোগ দেবেন এমন কোনও খবর সোমবার রাত পর্যন্ত রাজ্য নেতৃত্বের কাছে নেই। তাই বক্তার তালিকাতেও তাঁর নাম রাখা হয়নি। অবশ্য এর উল্টো একটি পিঠও আছে। যেমন-- দিলীপ-বিরোধী শিবিরের অভিযোগ, দিলীপবাবুর ধারাবাহিক উগ্র এবং নারীবিদ্বেষী বক্তৃতার জন্য মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন। ভোটে জেতার উপযুক্ত সংগঠনও গড়ে তোলা হয়নি।আজ বিজেপির রাজ্য কমিটির বৈঠকে শেষ বক্তা দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। তিনি-সহ বেশিরভাগ নেতাই বৈঠকে থাকবেন ভার্চুয়ালি। দলের হেস্টিংস কার্যালয়ে রাজ্য পদাধিকারী, কয়েক জন সাংসদ, বিধায়ক-সহ ৫০ জনকে ডাকা হয়েছে। জেলা সভাপতি, বাকি সব সাংসদ ও বিধায়ক এবং রাজ্য কমিটির অন্য সদস্যদের উপস্থিতি হবে ভার্চুয়াল। মুকুল রায় তৃণমূলে ফিরে যাওয়ার পরে বিজেপির আরও কয়েক জন নেতা এবং জনপ্রতিনিধিকে নিয়ে দলের অন্দরে সন্দেহ তৈরি হয়েছে। আজ তাঁরা বৈঠকে থাকেন কি না, তা নিয়ে কৌতূহলী রাজনৈতিক শিবির।
মেষ/ ARIES: আজ শত্রুতার কারণে বড় ক্ষতি হতে পারে।বৃষ/ TAURUS: নতুন কোনও বন্ধু লাভ করতে পারেন।মিথুন/ GEMINI : আজ কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে।কর্কট/ CANCER : আজ কোনও কিছুর প্রাপ্তিযোগ রয়েছে আপনার।সিংহ/ LEO: কোনওভাবে আঘাত পেতে পারেন। কন্যা/ VIRGO: সন্তানকে নিয়ে চিন্তা হতে পারে। তুলা/ LIBRA: আত্মীয় বিরোধ হতে পারে আজ। বৃশ্চিক/ Scorpio: আজ শ্লেষ্মা বৃদ্ধি পেতে পারে। ধনু/ SAGITTARIUS: নতুন কোনও পদমর্যাদা লাভ করতে পারেন। মকর/ CAPRICORN: মেধার বিকাশ ঘটতে পারে আজ। কুম্ভ/ AQUARIUS: চোখের রোগে কষ্ট পেতে পারেন। মীন/ PISCES : গোপন কোনও পরামর্শের ফলে লাভ হতে পারে।
মেষ/ ARIES: অহেতুক কোনও কারণে রাগ হতে পারে।বৃষ/ TAURUS: চিকিৎসা বিভ্রাটের শিকার হতে পারেন।মিথুন/ GEMINI : কোনও কারণে অনুরাগ বৃদ্ধি পেতে পারে। কর্কট/ CANCER : মনে কষ্ট পেতে পারেন কোনও কারণে।সিংহ/ LEO: কোনও কারণে বিড়ম্বনার সৃষ্টি হতে পারে।কন্যা/ VIRGO: গুণীজনের সঙ্গ পেতে পারেন। তুলা/ LIBRA: বৈষয়িক কোনও সমস্যা থাকলে তার সমাধান পেতে পারেন। বৃশ্চিক/ Scorpio: কারুর প্রতি উদারতা প্রদর্শন করতে পারেন। ধনু/ SAGITTARIUS: কোনও কারণে দায়িত্ব বৃদ্ধি পেতে পারেন। মকর/ CAPRICORN: মনের বাসনা পূরণ হতে পারে আজ। কুম্ভ/ AQUARIUS: কর্মক্ষেত্রে অশান্তির সৃষ্টি হতে পারে আজ। মীন/ PISCES : অনেক দিন এক জায়গায় থাকার পর কোনও জায়গায় যেতে পারেন আজ।
মেষ/ ARIES: আজ আপনার আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে। বৃষ/ TAURUS: মানসিক অবসাদে ভুগতে পারেন।মিথুন/ GEMINI : কোনও কারণে সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্কট/ CANCER : কোনও ভালো কাজে আজ উন্নতির যোগ রয়েছে। সিংহ/ LEO: আজ কোনও রাজনৈতিক বিবাদে জড়িয়ে পড়তে পারেন। কন্যা/ VIRGO: আজ অনেক পরিশ্রম বাড়তে পারে। তুলা/ LIBRA: আজ বিশ্বসঘাতকতার মুখে পড়তে পারেন। বৃশ্চিক/ Scorpio: বাতের ব্যাথায় ভুগতে পারেন। ধনু/ SAGITTARIUS: জনসেবা করে আত্মতৃপ্তি পেতে পারেন। মকর/ CAPRICORN: বাড়িতে অশান্তি সৃষ্টি হতে পারে। কুম্ভ/ AQUARIUS: মনে নিরাশার সৃষ্টি হতে পারে। মীন/ PISCES : মানসিক অশান্তিতে ভুগতে পারেন আজ।
মেষ/ ARIES: আজ সহানুভূতি লাভ করতে পারেন।বৃষ/ TAURUS: আজ কোনও আর্থিক ক্ষতি হতে পারে।মিথুন/ GEMINI : আজ যে কোনও কাজেই বাধা পেতে পারেন।কর্কট/ CANCER : স্ত্রীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।সিংহ/ LEO: আজ কোনও ভাল কাজ করতে পারেন। শুভ যোগ আছে। কন্যা/ VIRGO: চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে।তুলা/ LIBRA: মনে কোনও কারণে চঞ্চলতার সৃষ্টি হতে পারে। বৃশ্চিক/ Scorpio: অলৌকিক কোনও সংবাদ পেতে পারেন আজ। ধনু/ SAGITTARIUS: আজ ভাইয়ের স্নেহ পাবেন আপনি। মকর/ CAPRICORN: কোনও কাজে মন বসবে না আজ। কুম্ভ/ AQUARIUS: কোনও কারণে মনে অনুতাপ হতে পারে। মীন/ PISCES : কোনও আনন্দ সংবাদ পেতে পারেন।
দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের (Israel Embassy) বাইরে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪। চারজনই লাদাখের (Ladakh) ছাত্র বলে খবর। বৃহস্পতিবার সন্ধেয় দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল চারজনকে গ্রেপ্তার করে। তবে তাদের নাম এখনও জানা যায়নি। বা কী কারণে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।আরও পড়ুনঃ মুকুল রায় তো বিজেপি পার্টির মেম্বার, বললেন মমতাইজরায়েলি দূতাবাসের বাইরে বিস্ফোরণের ঘটনায় ষড়যন্ত্রের মামলা দায়ের করেছিল এনআইএ। তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে দুই সন্দেহভাজনের হদিশ পায় পুলিশ। তাঁদের হদিশ দিতে পারলে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছিল। ধৃতরা সেই সন্দেহভাজনদের মধ্যেই কেউ কি না, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। তবে দিল্লি পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজের সূত্রে ধরেই কারগিল থেকে চার পড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লিতে এনে তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। এই বিস্ফোরণে লাদাখের পড়ুয়াদের যোগ নিয়ে চাঞ্চল্য তৈরি হল। গত ২৯ জানুয়ারি বিকেলে প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে দূতাবাস সংলগ্ন এলাকা। দূতাবাস থেকে প্রায় ৫০ মিটার দূরে জিন্দাল হাউসের সামনে আইইডি বিস্ফোরণটি ঘটে। তবে ওই ঘটনায় কোনও প্রাণহানি ঘটেনি। এরপরই এই ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয় জাতীয় তদন্তকারী সংস্থার হাতে। প্রাথমিক তদন্তে বিস্ফোরকটিতে অ্যামোনিয়াম নাইট্রেট ছিল বলে জানতে পারেন তদন্তকারীরা। অত্যন্ত প্রশিক্ষিত চর বা কমান্ডো ট্রেনিং প্রাপ্ত না হলে এমন বিস্ফোরক তৈরি করা সম্ভব নয়। ধৃত পড়ুয়ারা কীভাবে এই বিস্ফোরণের সঙ্গে যুক্ত বিষয়টি জানার চেষ্টা চলছে।
মেষ/ ARIES: আজ নির্যাতনের শিকার হতে পারেন আপনি।বৃষ/ TAURUS: কোনও ব্যধি থেকে মুক্তি পেতে পারেন আজ। মিথুন/ GEMINI : মিথ্যা অপবাদে ফেঁসে যেতে পারেন।কর্কট/ CANCER : আজ আপনার যশ লাভ হতে পারে। সিংহ/ LEO: আজ মাথার ব্যথায় কষ্ট পেতে পারেন।কন্যা/ VIRGO: আজ একটু বেশিই বন্ধুপ্রীতি দেখা দিতে পারে। তুলা/ LIBRA: শক্তির অপচয় হবে আজ।বৃশ্চিক/ Scorpio: নতুন কোনও ক্ষেত্রে নতুনভাবে প্রচেষ্টা শুরু করতে পারেন আজ।ধনু/ SAGITTARIUS: আজ আপনার মনে শিল্পকলার প্রতি অনুরাগ জন্মাতে পারে। মকর/ CAPRICORN: সামনেই কোনও বিপদ আসতে পারে আপনার। কুম্ভ/ AQUARIUS: আত্মীয়দের মধ্যে বিবাদ বাঁধতে পারে।মীন/ PISCES : কোনও ভুল সিদ্ধান্ত নিতে পারেন আজ।
মেষ/ ARIES: আজকের দিনে সাফল্যের মুখ দেখতে পারেন বিজ্ঞানীরা।বৃষ/ TAURUS: জেদের বশে আজ ক্ষতি হয়ে যেতে পারে। মিথুন/ GEMINI : সমাজসেবা করতে গিয়ে ব্যয় হতে পারে।কর্কট/ CANCER : বাড়িতে চোরের উপদ্রব হতে পারে। সিংহ/ LEO: আজকে আপনার নাম-যশ বৃদ্ধি পেতে পারে। কন্যা/ VIRGO: আজ আপনার দুর্ঘটনার যোগ রয়েছে। সাবধানে চলাফেরা করবেন।তুলা/ LIBRA: সহকর্মীদের মধ্যে বিবাদের সৃষ্টি হতে পারে। বৃশ্চিক/ Scorpio: আজ আপনার জীবনে অনর্থ হয়ে যেতে পারে। ধনু/ SAGITTARIUS: দাঁতের রোগে কষ্ট পেতে পারেন।মকর/ CAPRICORN: মনে কোনও কারণে অনুতাপ হতে পারে। কুম্ভ/ AQUARIUS: আজকের দিনে আপনার সুখসম্ভোগ হতে পারে। মীন/ PISCES : কোনও কারণে আজ আঘাত পেতে পারেন।
সোনারপুর স্টেশনে যাত্রী বিক্ষোভের জেরে বন্ধ ট্রেন চলাচল। বুধবার সকাল থেকেই লোকাল ট্রেন চালু করার দাবিতে স্টেশন চত্বরে বিক্ষোভ দেখান কয়েকশো মানুষ। বিক্ষোভকারীদের মধ্যে অধিকাংশই শহর কলকাতায় জীবিকার সন্ধানে আসা পরিচারিকরা ও শ্রমিক শ্রেণির মানুষ।আরও পড়ুনঃ সৌমিত্রকে জরুরি তলব দিল্লিতেবুধবার সকালে স্টাফ স্পেশ্যালে চড়তে দেওয়া এবং ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবিতে সোনারপুরে ট্রেন অবরোধ করেন সাধারণ যাত্রীরা। বিক্ষোভকারীদের মধ্যে মূলত কলকাতায় জীবিকার সন্ধানে যাওয়া পরিচারিকরা এবং শ্রমিকরা রয়েছেন। এদিন সকাল ৭.৩০ থেকে হওয়া প্রতিরোধে আপ ডাউন দুটো লাইনই আটকে গিয়েছে। এর ফলে রেলের কর্মী-সহ বাকিরা কর্মস্থলে পৌঁছতে পারছেন না। আরপিএফ, জিআরপি ও পুলিশের আবেদন সত্বেও প্রতিবাদকারীরা অবস্থান থেকে সরতে নারাজ। তাঁদের বক্তব্য, আমরা খেতে পাচ্ছি না। এভাবে না খেয়ে মরার চেয়ে লড়াই করে মরা ভাল। ট্রেনে চড়তে দিতেই হবে। এই বিষয়ে শিয়ালদহের ডিআরএম এসপি সিং জানিয়েছেন, আমরা ট্রেন চালাতে চাই। রাজ্যের অনুমতি পেলেই ট্রেন চলবে। শিয়ালদহ ডিভিশনে অত্যাধিক চাপ। যার মধ্যে বনগাঁ শাখায় অস্বাভাবিক ভিড়। ফলে কোভিড বিধি মানা হচ্ছে না। ঝামেলা বাড়ছে। যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এদিকে, বিক্ষোভের জেরে বেশ কিছু ট্রেন আটকে পড়ে। চরম সমস্যার মধ্যে পড়েন যাত্রীরা। তারাও পালটা ক্ষোভ দেখিয়েছেন। ট্রেন খোলার দাবি করছেন অনেকেই। যাত্রীদের বক্তব্য, ট্রেনের সংখ্যা বাড়লে দূরত্ব বজায় রাখা যাবে।
মেষ/ ARIES: মাথা ব্যথায় কষ্ট পেতে পারেন আজ।বৃষ/ TAURUS: কোনও কারণে আজ সমস্যা বৃদ্ধি পেতে পারে।মিথুন/ GEMINI : আপনি যেমন চান ঠিক তেমনই বদলি হতে পারে আপনার। কর্কট/ CANCER : আজ কোনও পুরস্কার পেতে পারেন। সিংহ/ LEO: আজ কোনও কারণে অর্থব্যয় হতে পারে।কন্যা/ VIRGO: আজ আপনি ভোগবিলাসে মাততে পারেন। তুলা/ LIBRA: আজ আপনার প্রতিভার বিকাশ ঘটতে পারে। বৃশ্চিক/ Scorpio: ঝগড়ায় ক্ষতি হতে পারে। ধনু/ SAGITTARIUS: আজ বিশ্বাসঘাতকতার সামনা করতে হতে পারে আপনাকে। মকর/ CAPRICORN: আজ আপনার অলসতা বৃদ্ধি পেতে পারে। কুম্ভ/ AQUARIUS: আজ আপনার পারিবারিক সমস্যা তৈরি হতে পারে। মীন/ PISCES : মনে নিরাশার সৃষ্টি হতে পারে।
মেষ/ ARIES: আজকের দিনে পুরনো কোনও ঋণশোধ করবেন আপনি।বৃষ/ TAURUS: কোনও খাতে বিনিয়োগ করলে তা থেকে ক্ষতি হতে পারে আপনার।মিথুন/ GEMINI : শেয়ার ব্যবসায় বড়সড় ক্ষতি হতে পারে।কর্কট/ CANCER : বড় কোনও ভুল হওয়ার আশঙ্কা রয়েছে। সিংহ/ LEO: আজ আপনার মনে সঞ্চয়ের চিন্তা আসতে পারে। কন্যা/ VIRGO: প্রেমে বাধা সৃষ্টি হতে পারে আজ।তুলা/ LIBRA: কোনও কারণে অনুতাপ হতে পারে আজ। বৃশ্চিক/ Scorpio: কোনও দ্রব্য লাভ করতে পারেন।ধনু/ SAGITTARIUS: জ্বরে ভুগতে পারেন আপনি।মকর/ CAPRICORN: আজকের দিনে দাম্পত্যসুখ পেতে পারেন। কুম্ভ/ AQUARIUS: মন বিষন্নতায় ঢেকে যেতে পারে। মীন/ PISCES : শিক্ষাক্ষেত্রে অগ্রগতি দেখা দিতে পারে।
মেষ/ ARIES: আজকে আপনার আয়বৃদ্ধি পেতে পারে।বৃষ/ TAURUS: পারিবারিক অশান্তির মধ্যে পড়তে হতে পারে। মিথুন/ GEMINI : মন আজ প্রফুল্লতায় ভরে যাবে।কর্কট/ CANCER : কোনও কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে।সিংহ/ LEO: বাতের বেদনায় ভুগতে হতে পারে।কন্যা/ VIRGO: আজ আপনার পরিশ্রম বৃদ্ধি পেতে পারে।তুলা/ LIBRA: মনে নতুন করে আশার সঞ্চার হতে পারে।বৃশ্চিক/ Scorpio: কোনও কাজের ক্ষেত্রেই আজ অনীহা দেখা দিতে পারে।ধনু/ SAGITTARIUS: রাজনৈতিক মতবিরোধ হতে পারে আজ।মকর/ CAPRICORN: কোনও কারণে মনে বিরক্তিভাব দেখা দিতে পারে। কুম্ভ/ AQUARIUS: মানসিক অবসাদ আজ আপনাকে ছেয়ে ফেলতে পারে।মীন/ PISCES : হঠাৎ করে কোনও কিছু পেয়ে যেতে পারেন।
আজ পিতৃদিবস। আমাদের ছোটবেলায় এরকম কিছুর নাম শুনিনি । বোধহয় কারও জানা ছিল না যে বছরের বিশেষ কোন দিন বাবাদের জন্যও হয়। আমাদের শৈশব ছিল পিতৃময়। সংসারের সিদ্ধান্ত সব বাবাই নেবে, আমরা কি করব, কোথায় পড়ব, কি ভাবে সংসার চলবে সব কিছু। খুব ছোটতে বাবা আমাকে ভোরবেলা উঠিয়ে জল খাইয়ে নিয়ে যেত বাথরুমে। সকাল ৭টায় রিকশা আসবে স্কুলে নিয়ে যেতে।স্কুল থেকে ফিরে বাবাকে দেখতে পেতাম না, বাবার তখন অফিস। কিন্তু দুপুরগুলো চলতো বাবার করে দেওয়া রুটিনে। অঙ্ক দেওয়া থাকত খাতাতে। অঙ্ক কষে একটু ঘুমিয়ে নেওয়া। সেটাও আগাম বলে দিত বাবা। সন্ধ্যেয় এসে পড়াতে বসা। যখন একটু বড় হলাম, অষ্টম শ্রেণির ছাত্রী। সাইকেল চালানো শিখতে হবে। আমাদের মফস্বল শহরে কোন বাস সার্ভিস ছিল না। আর রিকশা ভাড়া দিয়ে টানা যাচ্ছে না। তখন তেরো বছরের কিশোরীর চোখে ভয়, লজ্জা সব। সাইকেল আর শেখা হয় না। মাঠে বিকেলে অনেকে খেলছে, কিশোর থেকে কিছু যুবকও। তাদের চোখের সামনে পিঠে পড়লো বিরাশি সিক্কার এক থাপ্পড়। সদ্য কিশোরী আমার মুখ চোখ লাল হয়ে চোখে জল। মারলো তো বাবাই , কিন্তু এত ছেলের সামনে? মুগ্ধ দৃষ্টি গুলো কেমন বদলে গেল ব্যঙ্গের হাসিতে। কিন্তু ওমা! দিব্যি সাইকেল টাও চলতে থাকলো গরগড়িয়ে। একটু হাত সরগর হতেই বাবার সঙ্গে সাইকেল চালিয়ে হাজারদুয়ারী। বাবা বড় সাইকেল-এ সামনে, আমি পিছনে লেডিস ছোট লাল সাইকেল আমার। বোর্ড-এর পরীক্ষা, ভোরে ওঠা নিয়ে আমি নাজেহাল। ভোরে উঠতে পারি না, বাবা এলো কফির কাপ হাতে। গরম গরম কফি খেয়ে আমি আবার ঘুমে। এইভাবেই কেটে চলে দিন। ইউনিভার্সিটিতে এডমিশন। বাবা পৌঁছাতে গেল আমাকে, সেদিনটা টিপটিপ বৃষ্টি পড়ছিল। বাবা আমাকে পৌঁছে টুকিটাকি জিনিস কিনে ফিরে যাচ্ছে, আমি দাঁড়িয়ে আছি দরজায়। বাবা বারবার বলছে তুই ভেতরে না গেলে আমি যাই কি করে আর আমি বলছি, তুমি যাও তারপরে তো যাব আমি। এই পহলে তুম-পহলে তুম এর টানাপোড়েনে কে যে জিতেছিল আজ আর মনেও নেই। বিয়ের পরে আমার ঘুম থেকে উঠে সর্বপ্রথম কাজ ছিল বাবাকে ফোন করা। ততদিনে বাবা অনেকটাই অসুস্থ, তবু ঘড়ির কাঁটা ৭টা ছুঁলেই ফোন আসত, তুমি কি আমাকে ফোন করতে ভুলে গেলে? তুই নয় তুমি, সম্বোধনেই ধরা পড়ত উষ্মা। তারও পরে তখন আমি মা, সন্তান পালনের টুকিটাকি বাবা আমাকে শিখিয়েছিল। বিশেষত, বাচ্চার খাওয়া-দাওয়া। আমার অতি দুরন্ত মেয়েকেও সামলেছে অপটু হাতে। তখন আমি জীবন যুদ্ধে পাগলপ্রায়। যখন একটু গুছিয়ে বসেছি, কন্যা আমার কাছেই। অফিস থেকে ফেরার পথে বিউটি পার্লার এ বসে আছি। উদ্দেশ্য, কিঞ্চিৎ সৌন্দর্য বৃদ্ধি। বাবার ফোন আসতেই কেটে দিলাম, দ্বিতীয় ফোনটা আসতে ধরলাম। নাহলে রিং করা থামাবেন না উনি। বললাম পার্লার এ আছি, পরে করছি ফোন ঘন্টা খানেক পরে আবার ফোন, বাধ্য হয়ে ধরে বললাম, এখনও হয়নি, শেষ হলে করছি আমার বাবার রাগে ক্ষোভে উক্তি, এখনও ওই পার্লার-এ বসে আছিস, ছোট থেকে এত মন দিয়ে যদি অঙ্কটা করতিস তাহলে কোথায় যে থাকতিস আজ! এবং হতভম্ব আমার প্রত্যুত্তর, এটা কি এইসময় ই মনে এলো তোমার! বাবা চলে গেছে, না বলেই। যে বাবা কিছু আমাকে না বলে করত না, কিরকম যেন এই সিদ্ধান্তটা একাই নিয়ে নিল। বাবাকে কোনদিন বলা হলো না তোমাকে ভালোবাসি। কোনওদিন জীবনে যা ভুল করেছি নতজানু হয়ে স্বীকার করা হল না। বলা হলো না বাবা তোমাকে ছেড়ে থাকা এখনও ভালো করে শেখা হয়নি আমার। অসমাপ্ত শিক্ষা নিয়ে কি করে চলবো আমি। কিছুই তো বলা হল না। তাহলে এতগুলো বছরে কি কথা বললাম আমি বাবার সঙ্গে? এতগুলো জরুরি কথা কি করে বাকি থেকে গেল? কবে শেষ করব এই অসমাপ্ত কথোপকথন আমি আর আমার বাবা? সুদেষ্ণা বন্দ্যোপাধ্যায়