সিদ্ধার্থ শুক্লা তার ঘনিষ্ঠ বন্ধু ছিল। তার মৃত্যু গায়িকা অভিনেত্রী শেহনাজ গিলের জীবনটা পুরো বদলে দিয়েছে। সিদ্ধার্থের প্রয়াণের পরে এক মাস কেটে গেছে। এবার ধীরে ধীরে কাজের জগতে ফিরছেন শেহনাজ।
দিলজিত্ দসাঞ্জ তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাঁর সঙ্গেই রয়েছেন সোনম বাজওয়া ও শেহনাজ গিল। এই তিনজনে একসঙ্গে একটি ছবিতে অভিনয় করেছেন। আসন্ন মুক্তিপ্রাপ্ত পাঞ্জাবী সিনেমা 'হঁসলা রাখ'-এর পোমোশনাল ভিডিও শ্যুট হয়েছে। এই উপলক্ষেই অনেকদিন পর ক্যামেরার সামনে শেহনাজ গিল। ভিডিও পোস্ট হতে না হতেই শেহনাজকে ভালবাসায় ভরিয়েছেন অনুরাগীরা। তাকে বারবার শক্ত থাকতে অনুরোধ জানিয়েছেন।
'হঁসলা রাখ' এর পরিচালক অমরজিত সিং সারন। ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ১৫ অক্টোবর। এখন দেখার সব দুঃখ ভুলে নতুন ছবিতে শেহনাজ গিল কেমন পারফরম্যান্স করেন।
- More Stories On :
- Shehnaaz Gill
- Movie
- Honsla Rakh
- Bollywood