Torulatar Bhoot : তরুলতার ভূতের ট্রেলার ও মিউজিক লঞ্চ হয়ে গেল
তরুলতার ভূতের ট্রেলার ও মিউজিক লঞ্চ হয়ে গেল নিউটাউনের এক হোটেলে। উপস্থিত ছিলেন পরিচালক দেব রায়, অভিনেত্রী ঈশা সাহা, বাসবদত্তা চট্টোপাধ্যায়, ড. দীপান্বিতা হাজারি, প্রসুন সাহা, সুরকার উপল চ্যাটার্জি, গীতিকার অনিন্দ্য চট্টোপাধ্যায়, চন্দ্রিল ভট্টাচার্য সহ আরো অনেকে। খুব তাড়াতাড়ি মুক্তি পাচ্ছে পূর্ণদৈর্ঘ্যের এই ছবি।আরও পড়ুনঃ নিজের দেশেই নিরাপত্তাহীনতায় ভুগছে পরিমণিএই ছবির প্রসঙ্গে পরিচালক দেব রায় জানালেন,এই ছবিটা পুরোপুরি ভূতের গল্প কি না এইভাবে বলতে চাইনা।রুপোলি পর্দায় গিয়ে দেখতে পাবো গল্পটা কেমন। আগে থেকে কিছু বলতে চাইনা। ঈশা সাহা জানালেন,আমাদের খুব কাছের সিনেমা। দেবুদার প্রথম সিনেমা। খুব ভালো একটা গল্প। একদিনের গল্প যেটা খুব ইন্টারেস্টিং।আরও পড়ুনঃ ওয়েব সিরিজে পরিচালক হিসাবে ডেবিউ করছেন সমদর্শীএই ছবির লিরিক্স লিখেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। ভূতুরে সিনেমার লিরিক্স প্রসঙ্গে তিনি জানালেন,সুরগুলো উপল করেছে। ফলে মূল ভাবনাটা ওর মাথায় কাজ করেছে। আমি লিখেছি দুটো গান। চন্দ্রিল লিখেছে দুটো গান। এই ছবির বিষয়ে অনেকদিন আগেই দেবুদার কাছে শুনেছি। ফলে ছবিটা নিয়ে আমার একটা ধারণা ছিল। উপল সেনগুপ্ত জানালেন,খুব ভালো লেগেছে এরকম একটা ছবিতে কাজ করে। গানগুলো তো আলাদা আলাদা সিকোয়েন্সে করা। চারটে চার ধরণের গান। ট্রিটমেন্ট চার ধরণের।

