ওটিটি প্ল্যাটফর্ম 'ক্লিক' এর প্রথম ওয়েব সিরিজ চিক ফ্লিক মুক্তি পাওয়ার এক বছরের মধ্যে মুক্তি পেতে চলেছে চিক ফ্লিক ২। চিক ফ্লিক ২ তে রয়েছেন সুদীপা বসু, খরাজ মুখার্জী, সায়ন ঘোষ, রাতাশ্রী দত্ত, জিনা তরফদার, পৌষমিতা গোস্বামী সহ আরও অন্যান্য। চিক ফ্লিক ২ এর ট্রেলার ও মিউজিক লঞ্চ হল দক্ষিণ কলকাতার এক হোটেলে।
ট্রেলার ও মিউজিক লঞ্চে পরিচালক জয়দীপ ব্যানার্জি জানালেন,'খুব ভালো লাগছে। যখন সেশন ২ হবে কথা হয়েছিল তখন প্রথম যে আনন্দটা হয়েছিল সকলের সঙ্গে আবার দেখা হবে। সিজন ১ এ যেমন তনয়, বাম্পি ও মন্টুর মধ্যে বন্ধুত্বটা গড়ে ওঠে সেই গোটা বন্ধুত্বটা আসলে আমাদের গোটা ইউনিটটার মধ্যে গড়ে ওঠে। সিজন ২ যেমন তনয়, বাম্পি ও মন্টুর রি ইউনিয়ন তেমন আমাদের সকলের রি ইউনিয়ন। অবশ্য একটু চাপও ছিল। সিজন ১ দর্শকের ভালো লেগেছে। আর দর্শকের ভালো লেগেছে বলেই আমরা সিজন ২ করতে পারছি। আমরা যা যা করতে চেয়েছিলাম নতুন জিনিস, নতুন রহস্য, নতুন চরিত্র, নতুন মজা, রোমাঞ্চ সবই আমরা করতে সক্ষম হয়েছি। দর্শকের সেটা কেমন লাগে ওটাই এখন জানার।'
মস্তানির চরিত্রে রয়েছেন রাতাশ্রী দত্ত। ট্রেলার ও মিউজিক লঞ্চে এসে তিনি জানালেন,'দারুণ আনন্দ হচ্ছে। সিজন ১ আমি দর্শক হিসাবে খুব আনন্দ করেছিলাম। সিজন ২ তে যখন আমার কাজ করার অপারচুনিটি আসে বেশ ভালো লেগেছিল। আমার চরিত্রটাও বেশ মজার। এখানে কাজ করেছি সেটা ভীষণ আনন্দের।' তাই কাজটা যখন বেরোতে চলেছে আই অ্যাম রিয়েলি এক্সাইটেড।'
বিম্বোর চরিত্রে দেখা যাবে জিনা তরফদার কে। এদিন তিনি জানালেন,'চিক ফ্লিক পার্ট ২ দারুণ লাগছে। ট্রেলার লঞ্চ হল। ট্রেলারে দেখলাম নিজেকে। ভীষণ ভালো একটা ট্রেলার হয়েছে। চিক ফ্লিক সিজন ১ কে যেরকম ভালোবাসা দিয়েছো সিজন ২ এর জন্যও সেই ভালোবাসাটাই চাই।'
- More Stories On :
- Chick Flick 2
- Trailer Launch
- Music Launch