লকডাউন ওঠার পর প্রথম যে হিন্দি সিনেমার বিদেশে শুটিং হল তার নাম 'বেল বটম'। এই সিনেমারই ট্রেলার মুক্তি পেল। আর ট্রেলারেই বাজিমাত করেছেন অক্ষয় কুমার। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন লারা দত্ত ও বাণী কাপুর। হুমা কুরেশিও রয়েছেন। আগামী ১৯ আগস্ট থ্রি-ডি তে বড় পর্দায় মুক্তি পাবে বেল বটম।
'বেল বটম' এর প্লট তৈরি হয়েছে ভারতের বিমান হাইজ্যাকের ঘটনাকে কেন্দ্র করে। ১৯৮৪ সালের প্লেন হাইজ্যাক নিয়েই এই সিনেমার গল্প। সোশ্যাল মিডিয়ায় ট্রেলার শেয়ার করে অক্ষয় লিখেছেন,'বেল বটম ট্রেলার ফের একবার বড় পর্দায় ছবি দেখার ম্যাজিক ফিরিয়ে আনতে চলেছে।'
২৭ জুলাই এই ছবি মুক্তির কথা ছিল। কিন্তু কোভিডের জন্য মুক্তির তারিখ পিছিয়ে ১৯ আগস্ট হল। ছবির অভিনেত্রী বাণী কাপুর এই ছবির বড় পর্দায় মুক্তি নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। এই ছবির মাধ্যমে দর্শক ফের হলমুখী হবে বলে আশাবাদী তিনি।
- More Stories On :
- Bell Bottom
- Trailer