পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। প্রযোজক শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। অনেকদিন পর এসভিএফের সঙ্গে কাজ করছেন অভিনেতা দেব। ফলে মানুষের মধ্যে আলাদাই একটা উত্তেজনা রয়েছে। এই ছবির নিজেকে অন্যভাবে গড়েছেন টলিস্টার দেব। আগামী ১০ ই অক্টোবর মুক্তি পাবে এই ছবিটি। এই ছবিরই ট্রেলার মুক্তি পেল তার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে ছিলেন।
দেব ছাড়াও এখানে অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্য, ঈশা সাহা, জন ভট্টাচার্য সহ আরও অনেকে। ছোট নগেন্দ্রপ্রসাদের চরিত্রে দেখা যাবে নেতাজি ধারাবাহিকের অঙ্কিত মজুমদার কে।
ইতিমধ্যে এই ছবির গল্প সকলের কাছে পরিষ্কার হয়ে গেছে। গল্পের প্রেক্ষাপট ১৮৭৯'র কলকাতা। তখন ইংরেজদের রাজত্ব। সেই সময় প্রথম হাতে ফুটবল ছুঁয়ে দেখেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। বড় হয়ে ফুটবলকে নতুনভাবে বাঙালির কাছে পরিবেশন করেছেন তিনি। ইংরেজ শাসকদের সঙ্গে সংঘাতেও যেতে হয়েছিল। তবে শেষ পর্যন্ত বাঙালি জেদ, সাহসিকতা, স্বদেশপ্রেম ও ফুটবল জয়ী হয়।