পরিচালক অংশুমান বন্দোপাধ্যায় ও অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরতার নতুন প্রযোজনা সংস্থা ওসেনিক মিডিয়া সলিউশনস বাংলা এন্টারটেইনমেন্ট এর জগতে নিয়ে আসতে চলেছে এক ঝাঁক নতুন কনটেন্ট। এই প্রযোজনা সংস্থা ইতিমধ্যেই একটি লিমিটেড ওয়েব ধারাবাহিকের প্রযোজনা সম্পূর্ণ করেছে। ওয়েব ধারাবাহিকের নাম লার্জ পেগ । এই ওয়েব ধারাবাহিকের পরিচালনা ও চিত্রনাট্যে রয়েছেন ১২ সেকেন্ডস খ্যাত পরিচালক অংশুমান বন্দোপাধ্যায়, খুব শিগগির মুক্তি পাবে এই ওয়েব ধারাবাহিকের ট্রেলার। এই ওয়েব ধারাবাহিকে দেখা যেতে চলেছে অনিন্দ্য পুলক ব্যানার্জী, সায়ন্তনী গুহ ঠাকুরতা, শ্রীতমা দে, এবং এক গুচ্ছ নতুন মুখ। ওয়েব ধারাবাহিকে সঙ্গীত পরিচালনায় রয়েছেন শমীক কুন্ডু, তপমিতা গাঙ্গুলীর কণ্ঠে রয়েছে একটি ভিন্ন স্বাদের গান। ওয়েব ধারাবাহিক এর কাহিনী লিখেছেন বিশিষ্ট কবি সৈকত ঘোষ, এবং সংলাপ লিখেছেন কবি প্রত্যুষা সরকার।এই ওয়েব ধারাবাহিক ছাড়াও এই প্রযোজনা সংস্থা খুব তাড়াতাড়ি শুরু করতে চলেছে নতুন ফিচার ছবির কাজ। ছবির নাম নখ। ছবিতে সাইকোলজিকাল হরর স্টোরি দেখতে পাবেন দর্শক। কাহিনী ও পরিচালনাতে রয়েছেন অংশুমান বন্দোপাধ্যায়, চিত্রনাট্য লিখেছেন রুদ্রদীপ চন্দ। ছবিতে সায়ন্তনী গুহ ঠাকুরতা ও নবাগত বিদ্যা দাস থাকছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়, নতুন প্রযোজনা সংস্থা ওসেনিক মিডিয়া সলিউশনস এর প্রযোজনায় আসছে এই ছবি। এই প্রযোজনা সংস্থা আগামী দিনে নতুন ও টি টি প্ল্যাটফর্ম নিয়ে আসছে খুব শিগগির, যেখানে বিভিন্ন ভাষার জাতীয় স্তরের কনটেন্ট দেখতে পাবেন দর্শক। নতুন প্রযোজনা সংস্থা, নতুন কাজ নিয়ে কর্ণধার অংশুমান বন্দোপাধ্যায় জানালেন, ওসেনিক মিডিয়া সলিউশনস বাংলা চলচ্চিত্রের জগতে একটা নতুন বিপ্লব নিয়ে আসতে চলেছে। প্রতিভাবান নতুন মুখদের নিয়ে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। আসন্ন কাজগুলি বেশ অন্যরকম, বাংলায় এই ধরণের কনটেন্ট এর আগে দেখেন নি দর্শক, ইন্টেলেকচুয়াল কনটেন্ট দর্শকদের কাছে তুলে ধরাই আমাদের চেষ্টা। আশা করি দর্শকদের পৃষ্ঠপোষকতা পাবে।