কলকাতা পুলিশের সাইবার সেলের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ নুরসরত জাহান রুহি। ফ্যান্সি ইউ নামের একটি ভিডিও চ্যাট অ্যাপের বিজ্ঞাপনে নুসরতের ছবি ব্যবহার করা হয়েছে। এটা নজরে আসতেই সোমবার ২১ সেপ্টেম্বর নুসরত টুইটে লেখেন, এভাবে সম্মতি ছাড়া ছবি ব্যবহার একেবারেই মেনে নেওয়া যায় না। কলকাতা পুলিশের সাইবার সেলকে বিষয়টি দেখার জন্য অনুরোধ করছি। আইনি পথে বিষয়টি নিয়ে যত দূর যেতে হয় যাব।
মাত্র চার দিনে বদলে গেল সরকারি বয়ান। গত সোমবার ১৫ সেপ্টেম্বর বাদল অধিবেশনের প্রথম দিনে করোনা এবং লকডাউনে কতো শ্রমিকের মৃত্যু হয়েছে, তার তথ্য সরকারের কাছে নেই বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার। এ নিয়ে কেন্দ্রকে নিশানা করে সরব হয়েছিলেন রাহুল গান্ধী। যেহেতু শ্রমিক মৃত্যু নিয়ে কোনও তথ্য নেই, তাই প্রশ্নোত্তর পর্বের প্রয়োজন নেই বলে শুক্রবার লোকসভায় সরকারের মনোভাবকে কটাক্ষ করে টুইট করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সেপ্টেম্বরের ৯ তারিখ পর্যন্ত শ্রমিক স্পেশালে ৯৭ জনের মৃত্যু হয়েছে বলে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের এক প্রশ্নের উত্তরে শনিবার ১৯ সেপ্টেম্বর রাজ্যসভায় জানালেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। রেলমন্ত্রী আরও বলেন, ৯৭ জনের মধ্যে ৮৭ জনের দেহ ময়নাতদন্ত করা হয়েছে। এর মধ্যে এখনও পর্যন্ত ৫১ জনের রিপোর্ট হাতে পাওয়া গেছে। মৃত্যুর ক্ষেত্রে হার্টের রোগ, লিভারের অসুখ, মাথায় আঘাতকে রিপোর্টে উল্লেখ করা হয়েছে বলে জানান গোয়েল।
বিশ্বের করোনা সংক্রমণ নিয়ে চিনকে দায়ী করে নিশানা করার পর থেকেই শুরু হয়েছিল সংঘাতের। বেজিং- হোয়াইট হাউসের অভিযোগ ও পাল্টা অভিযোগকে ঘিরে সরগরম হয়েছিল বিশ্ব রাজনীতি। এবার সেই সংঘাত নতুন মাত্রা পেল আমেরিকায় টিকটক ও উইচ্যাট নিষিদ্ধ ঘোষণাকে কেন্দ্র করে। নিরাপত্তার অজুহাত দেখিয়ে জনপ্রিয় ভিডিও অ্যাপ টিকটক নিষিদ্ধ করেছে হোয়াইট হাউস। একই সঙ্গে নিষদ্ধ হয়েছে উইচ্যাটও। আমেরিকার এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ জানিয়েছে চিনা বিদেশমন্ত্রক। আর্জি জানিয়েছে আমেরিকার হুঁশিয়ারি বন্ধেরও। সেই সঙ্গে পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক নিয়মকানুন মেনে চলারও। ওয়াশিংটন আর্জি না মানলে, পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে চিনা বিদেশমন্ত্রক। যদিও পাল্টা দিয়ে মার্কিন প্রশাসন জানিয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনের জন্য জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ।
কোভিড আবহে আমেরিকায় জ্বলে উঠল বারুদ। নিউ ইয়র্কে একটি জমায়েতে গুলি চালাল বন্দুকবাজরা। অতর্কিত এই হামলায় কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জমায়েতে বন্দুকবাজের হামলায় ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুডম্যান স্ট্রিট ও পেনসিলভ্যানিয়া এলাকায় এই জমায়েতে দুপুর প্রায় সাড়ে বারোটার নাগাদ এই হামলা চলে। জমায়েতে কমপক্ষে ১২ জন লোক ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। কে বা কারা এই ঘটনায় গুলি চালালো তা জানা না গেলেও, কোনও জঙ্গি সংগঠনের হাত থাকতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। যদিও দায় স্বীকার করা হয়নি জঙ্গি সংগঠনের পক্ষ থেকে। বন্দুকবাজদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
ইউরোপ জুড়ে নতুন করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে তিন কোটির বেশি। নতুন করে লকডাউন জারি করেছে ইজরায়েল। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হু। উদ্বেগের মধ্যেই করোনা ভ্যাক্সিন নিয়ে আশার কথা শুনিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অক্টোবরেই ভ্যাক্সিন বাজারে আসবে বলে আশ্বাস তাঁর। একইভাবে আশার কথা শুনিয়েছেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনও। তিনটি ভ্যাক্সিনের চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল শুরুর মুখে বলে জানিয়েছেন তিনি। জানুয়ারির গোড়ায় ভ্যাক্সিন মিলবে বলে সংসদে জানিয়েছেনও। ভ্যাক্সিন নিয়ে আশার কথা শোনা গেলেও আদতে কবে বাজারে মিলবে প্রোডাক্ট তা নিয়ে সুনির্দিষ্টভাবে কেউ-ই বলতে পারছেন না। তবে প্রোডাক্ট না আসার আগে বুকিং কিন্তু শুরু হয়ে গেছে। মোটা অর্থের বিনিময়ে ধনী দেশগুলি বুকিং করে ফেলেছে বলে খবর। অক্সফ্যান নামে একটি বেসরকারি সংস্থার সমীক্ষায় এ কথা জানানো হয়েছে। সমীক্ষা বলছে, এই মুহূর্তে সিনোভ্যাক-সহ পাঁচটি ভ্যাক্সিনের ট্রায়াল চূড়ান্ত পর্যায়ে। এখনও পর্যন্ত ৫৫০ কোটি ভ্যাক্সিনের সরবরাহ নিশ্চিত হয়েছে বলে খবর। এর মধ্যে অর্ধেক বেশি ভ্যাক্সিন কিনেছে আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, হংকং, জাপান, ইজরায়েলের মতো দেশগুলি। তবে, ভ্যাক্সিন ক্রেতার তালিকায় রয়েছে ভারত ও চিনের নামও।
আজ পৌঁছে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরশাহীতে। কিন্তু তাঁকে নিয়ে চিন্তা কাটছে না রাজস্থান রয়্যালস শিবিরে। অধিনায়ক স্টিভ স্মিথের কথাই বলছি। ইউএইতে পৌঁছে বাধ্যতামূলক ৬ দিনে কোয়ারেন্টিনে থাকতে হবে। ফলে এমনিতেই রাজস্থান রয়্যালস অধিনায়ক ২২ তারিখ চেন্নাই ম্যাচ খেলতে পারবেন না। চিন্তায় রাখছে কংকাসন প্রোটোকল। তাড়াহুড়ো চাইছে না ক্রিকেট অস্ট্রেলিয়াও। ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম একদিনের ম্যাচের আগে অনুশীলনে হেলমেটে বল লেগেছিল স্মিথের। ছিটকে যান গোটা সিরিজ থেকেই। কংকাসনের ফলে বেশ কিছু অস্বস্তি হচ্ছিল তাঁর। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন। রাজস্থান রয়্যালস প্রথম ম্যাচ থেকে তাঁকে খেলানোর চেষ্টা করলেও ক্রিকেট অস্ট্রেলিয়া সাফ জানিয়ে দিয়েছে, এক বছরের বেশি সময় ধরে কংকাসন প্রোটোকল কঠোরভাবে মানা হচ্ছে। রাজস্থান রয়্যালসের সঙ্গেও স্মিথের ব্যাপারে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে নিয়ম মেনেই স্মিথকে মাঠে নামানোর অনুমতি দেওয়া হবে। এর ফলে আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচে রয়্যালস অধিনায়কের খেলা নিয়ে ধোঁয়াশা রয়েই গেল।
যুক্তরাষ্ট্র ওপেন থেকে অবাক বিদায় নোভাক জকোভিচের। রবিবার ৬ সেপ্টেম্বর আর্থার অ্যাশ স্টেডিয়ামে চলছিল চতুর্থ রাউন্ডের খেলা। স্পেনের পাবলো ক্যারেনো বুস্তার কাছে প্রথম সেটে ৫-৬-এ পিছিয়ে পড়েন এদিন ছন্দে না থাকা বিশ্বের ১ নম্বর জকোভিচ। হতাশায় নিজের পিছন দিকে বল ছুঁড়ে মারেন তিনি, যেটি গিয়ে লাগে লাইন জাজের মুখের কাছে। তিনি মাটিতে লুটিয়ে পড়লেন ছুটে যান জোকার, আঘাত গুরুতর না হলেও ক্ষমা চেয়ে নেন। ছুটে আসেন টুর্নামেন্ট রেফারি, চেয়ার আম্পায়ার, সুপারভাইজাররা। তাঁদের জকোভিচ বোঝান কাউকে আঘাত করার উদ্দেশ্য ছিল না, ওই মহিলা লাইন জাজকে হাসপাতালে নেওয়ার দরকারও নেই। কিন্তু অফিসিয়ালদের এভাবে দীর্ঘক্ষণ বোঝানোর চেষ্টা বিফলে যায়। নিয়ম অনুযায়ী এবারের ইউ এস ওপেনে আর নামতে পারবেন না বিশ্বের ১ নম্বর। রজার ফেডেরারের গ্র্যান্ড স্লাম রেকর্ডের আরও কাছে যাওয়া এই টুর্নামেন্টে হলো না। পরে ইনস্টাগ্রামেও ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন জকোভিচ।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নেমে মাদক যোগের কারণে সুশান্তের প্রাক্তন বান্ধবী রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক চক্রবর্তী, স্যামুয়েল মিরান্ডা, আবদুল বাসিত, জাইদ ভিলাত্রা, দীপেশ সাওয়ন্তকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তাঁদের জামিনের আবেদন শুক্রবার ১১ সেপ্টেম্বর খারিজ করে দিল মুম্বাইয়ের বিশেষ আদালত। রিয়ার আইনজীবী জানিয়েছেন, অর্ডার কপি হাতে পেলে আগামী সপ্তাহে হাইকোর্টে যাওয়া-সহ পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত করা হবে।
নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। ইজরায়েল ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে শান্তি চুক্তি হওয়ার পিছনে বড়ো ভূমিকা থাকাতে তাঁর নাম প্রস্তাব করেন নরওয়ের এক সাংসদ।
বাংলার মেয়ে রিয়া চক্রবর্তীকে অন্যায়ভাবে ফাঁসানো চলবে না। বাংলার মেয়ে রিয়াকে রাজনীতির শিকার হতে দিচ্ছি না, দেবো না। এই স্লোগান তুলে রিয়ার গ্রেফতারির প্রতিবাদে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে প্রদেশ কংগ্রেস দফতর থেকে শনিবার ১২ সেপ্টেম্বর একটি প্রতিবাদ মিছিল বের হয়। যায় ওয়েলিংটন মোড় অবধি। মিছিলের নেতৃত্বে ছিলেন বিধানসভায় কংগ্রেসের চিফ হুইপ ও প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোজ চক্রবর্তী, বিধায়ক অসিত মিত্র। ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ, রিজু ঘোষাল, সুমন পাল, মহেশ শর্মা, শাহিনা জাভেদ, আশুতোষ চ্যাটার্জি, প্রীতম ঘোষ, অমিত মজুমদার, প্রদীপ প্রসাদ-সহ রাজ্য ও জেলার নেতৃত্ব মিছিলে উপস্থিত ছিলেন।