শারীরিক অবস্থার অবনতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের
সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার তেমন কোনও উন্নতি হয়নি বলে জানাল হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত দুদিন ধরে সৌমিত্র চট্টোপাধ্যায় আরও কিছুটা নিস্তেজ এবং অসংলগ্ন অবস্থায় রয়েছেন। চিকিৎসকরা মনে করছেন, মস্তিষ্কে করনাজনিত সংক্রমণের এটা দীর্ঘায়িত অভিঘাত। আরও পড়ুনঃ মুক্তি পেল নুসরত- মিমি অভিনীত এসওএস কলকাতা এই প্রবীণ অভিনেতাকে দ্রুত সুস্থ করে তুলতে ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত নিচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, এই দীর্ঘায়িত অভিঘাত বা এনকেফ্যালোপাথির পর্ব তিন মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। বিষয়টি ইতিমধ্যেই অভিনেতার পরিবারের সদস্যদের জানানো হয়েছে।এই প্রবীণ অভিনেতা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেজন্য বিভিন্ন জায়গায় তাঁর ভক্তরা মন্দিরে পুজো দিচ্ছেন। এমনকি যজ্ঞের আয়োজন করেছেন বলে খবর।