Ramp Show : দক্ষিণ কলকাতায় কিডস র্যাম্প শো
স্পার্ক মুভস প্রেজেন্ট ডিভা মুভস। এটি একটি র্যাম্প শো। যেখানে ৫-১৭ বছর বয়সীরা অংশগ্রহণ করবে। র্যাম্প শো-এর প্রথম বছর বলে এই শো নিয়ে অনেক উন্মাদনা রয়েছে। এই র্যাম্প শো তে অংশগ্রহণকারীরা দুটি গ্রুমিং সেশন পাবে। এছাড়া একদিনের ফটোশুট হবে তাদের। ২৪ জুলাই গ্রুমিং হবে নাকতলা গ্যাস গোডাউনে। যেখানে গ্রুমার হিসাবে উপস্থিত থাকবেন শিঞ্জিনী চৌধুরি ও আরিয়া দন। ২৫ জুলাই ফটোশুট হবে। মূল অনুষ্ঠান অর্থাৎ ফাইনাল হবে আগস্টের দ্বিতীয় সপ্তাহে। এই র্যাম্প শো তে অফিশিয়াল ফটোগ্রাফার থাকবেন সোমনাথ হাজরা। পুরো শো-এর সঞ্চালনা করবেন সপ্তমী ব্যানার্জি। বিচারকের আসনে দেখা যাবে মনপ্রীত সিং, রাহুল গাঙ্গুলি ও রিশিন মণ্ডল কে। এছাড়া আরও অন্যান্য অতিথিও থাকবেন এই শো-এর ফাইনালের দিন। কোভিডের সময়ে যেহেতু পুরোটা হচ্ছে তাই সব কোভিডের নিয়মাবলী মেনেই পুরো কাজটা করা হচ্ছে। তাই অংশগ্রহণকারীর সংখ্যা সীমিত থাকছে। র্যাম্প শোয়ের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এখনও তারা প্রতিযোগী নিচ্ছেন। তাই কেউ ইচ্ছুক থাকলে উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 8777509778

