ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল আদিত্য বিক্রম সেনগুপ্তর প্রথম সিনেমা 'আসা যাওয়ার মাঝে'। শুধু তাই নয়, এটি সেরা ডেবিউ ফিল্মের পুরস্কারও যেতে। এবার তার তৃতীয় ছবিও যাচ্ছে ভেনিসে। আদিত্য বিক্রম সেনগুপ্তর তৃতীয় ছবি 'ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা'র প্রিমিয়ার হবে ৭৮তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে। এটি একমাত্র ভারতীয় ছবি যেটি হরাইজ়নস বিভাগে প্রতিযোগিতায় শামিল। বাংলা ছবির ক্ষেত্রেও এটি বড় সাফল্য।
আরও পড়ুনঃ এরোটিক ভিডিয়ো মানে পর্ন নয় : শিল্পা শেট্টি
এরকম একটা খবরে স্বাভাবিকভাবেই বেশ উচ্ছ্বসিত পরিচালক। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন শ্রীলেখা মিত্র। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন ব্রাত্য বসু। এছাড়া এই সিনেমায় অভিনয় করবেন আদিত্যর বাবা ত্রিদিব সেনগুপ্তও।
আরও পড়ুনঃ মরণোত্তর অঙ্গদানের শপথ অভিনেতার
ভেনিস চলচ্চিত্র উৎসব চলবে সেপ্টেম্বর ১-১১ পর্যন্ত। পরিচালকের এই চলচ্চিত্র উৎসবে যাওয়ার ইচ্ছা রয়েছে। তবে সবটাই নির্ভর করছে কোভিড পরিস্থিতির ওপর।
- More Stories On :
- Aditya Bikram Sengupta
- Sreelekha Mitra
- Vinice Film Festival