গোপনে নয়, প্রকাশ্যে। নেটমাধ্যমে, টুইট করে। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের কাছে হঠাৎ টাকা চাইলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। কিন্তু কেন? টলিউডের এই তারকা অভিনেতার হঠাৎ কি হল যে তিনি টাকা চেয়ে বসলেন?
Tui poisa de…! @swastika24 https://t.co/TjNqHAhafI
— parambrata (@paramspeak) August 1, 2021
পরমব্রতর টুইট করে বলছেন, বিশ্ব বন্ধু দিবসে রসিকতা দিয়েই তাঁরা আরও এক বার তাঁদের বন্ধুত্ব ঝালিয়ে নিলেন। প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও অভিনেতা সময় বের করে ফিরে গিয়েছেন পাহাড়ে। রবিবার কার্শিয়াং থেকে একটি সাদাকালো ছবি শেয়ার করেন তিনি। লেখেন, ‘আবার পাহাড়ে। একমুখী মন নিয়ে...’! পরমব্রতকে আবার পাহাড়ে ফিরতে দেখে রসিকতার লোভ সামলাতে পারেননি স্বস্তিকা। ঠাট্টা করে লেখেন, ‘তুই ওখানে একটা বাড়ি করে নে এ বার’। তিনিও পাল্টা রসিকতা করে টাকা চেয়ে বসেন স্বস্তিকার কাছে, ‘তুই পয়সা দে’! তবে এটার আর কোনো উত্তর দেননি স্বস্তিকা।
- More Stories On :
- Paramabrata Chattopadhyay
- Swastika Mukherjee
- Actor
- Actress
- Tollywood