স্পার্ক মুভস প্রেজেন্ট ডিভা মুভস। এটি একটি র্যাম্প শো। যেখানে ৫-১৭ বছর বয়সীরা রয়েছে। এই র্যাম্প শো এর আজ গ্রুমিং হল শিঞ্জিনী বিউটি স্পা তে। গ্রুমার হিসাবে উপস্থিত ছিলেন শিঞ্জিনী চৌধুরি। প্রতিযোগীদের গ্রুমিং শেখানোর পাশাপাশি তাদের বিভিন্ন টিপস দেওয়া হয়। আগামী সোমবার সবার ফটোশুট হবে।
আরও পড়ুনঃ মরণোত্তর অঙ্গদানের শপথ অভিনেতার
এদিন গ্রুমিং সেশন নিয়ে প্রধান উদ্যোক্তা হারশিত জানান,'মাদারস ডে'র দিন আমাদের এই র্যাম্প শো হওয়ার কথা ছিল। কিন্তু লকডাউনের জন্য পিছিয়ে আনা হল। কীভাবে হাঁটবে, কীভাবে নিজেদের ইন্ট্রোডাকশন দেবে এগুলো এই গ্রুমিং সেশনে শেখানো হল। আগস্টের ১০-১২ তারিখের মধ্যে ফাইনাল হবে। এই শো টা খুব বড় হতে চলেছে। অনেক কিছু শিখতে পারবে সবাই।'শিঞ্জিনী চৌধুরি জানালেন,'খুব ভাল লাগছে আজ। আমি পার্টিসিপেন্টদের যেগুলো বলছি সবটা শুনে তারা যেন ফাইনালে একটা ভাল প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে।
আরও পড়ুনঃ চমৎকারী শ্রীফল, জানুন নানাবিধ উপকার
প্রতিযোগীদের পরিবারের সদস্যরাও এখানে আসতে পেরে খুশি। তারা জানিয়েছেন সত্যিই খুব ভাল লাগছে এই শো এর সঙ্গে যুক্ত হতে পেরে। তাদের কাছে এই শো একটা আলাদা রাস্তা দেখাবে।
- More Stories On :
- Kids Ramp Show
- Grooming