মেষ/ARIES: বিদেশ সফরে সাফল্য আসতে পারে।বৃষ/TAURUS: অপচয় করতে পারেন।মিথুন/GEMINI: ঈর্ষান্বিত হতে পারেন।কর্কট/CANCER: বন্ধুবিয়োগ হতে পারে।সিংহ/LEO: বিরহযন্ত্রণা ভোগ করতে পারেন।কন্যা/VIRGO: সহযোগিতা লাভ করতে পারেন।তুলা/ LIBRA: অনর্থপাত হতে পারে।বৃশ্চিক/Scorpio: শুভ সংবাদ পেতে পারেন।ধনু/SAGITTARIUS: চর্মরোগে কষ্ট পেতে পারেন।মকর/CAPRICORN: চাকরীতে পদোন্নতি হতে পারে।কুম্ভ/AQUARIUS: অবৈধ প্রণয়ে জড়িয়ে পড়তে পারেন।মীন/ PISCES: পরিকল্পনায় আঘাত লাগতে পারে।
করোনা, জিকার পর এবার বার্ড ফ্লু সংক্রমণও শুরু হয়ে গেল কেরলে। আলাপুজা জেলায় বেশ কিছু পাখির নমুনা পরীক্ষা করে বার্ড ফ্লু ধরা পড়তেই কড়া সতর্কতা জারি করল কেরল সরকার। সম্প্রতিই ওই জেলায় গৃহপালিত পাখির মড়ক দেখা দেওয়ায়, মৃত পাখির নমুনা ভোপালের ন্যাশনাল ইন্সটিটিউট অব হাই সিকিউরিটি অ্যানিমাল ডিজিজে পরীক্ষার জন্য পাঠানো হয়। সেখান থেকেই জানানো হয়েছে, মৃত পাখিদের শরীরে এইচ৫এন১ ইনফ্লুয়েঞ্জা, যা বার্ড ফ্লু নামে পরিচিত, তা ধরা পড়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিগত এক সপ্তাহ ধরে আলাপুজা জেলায় বহু হাস ও মুরগির মৃত্যু হতেই উদ্বেগ ছড়ায়। স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হলে তারা নমুনা সংগ্রহ করে ভোপালের ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠায়। মোট ১৪০ টি নমুনার মধ্যে ২৬টি নমুনাতেই বার্ড ফ্লু সংক্রমণ ধরা পড়েছে বলে জানা গিয়েছে। রাজ্যের পশু আধিকারিকরা জানিয়েছেন, শুক্রবার থেকেই সংক্রমিত এলাকায় পাখি নিধনের কাজ শুরু করা হবে। যাতে আরও পাখির মধ্যে এই সংক্রমণ ছড়িয়ে না পড়ে, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, পশু-পাখি পালকদের ক্ষতিপূরণও দেওয়া হবে। রাজ্যের পশুপালন মন্ত্রী জে চিঞ্চু রাণী বলেন, সরকারের তরফে জেলা আধিকারিকদের সতর্ক করা হয়েছে এবং সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে।
টিউশন শেষ করে বাড়ি ঢুকছেন শ্রীলেখা মিত্র। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবিসহ এমনই পোস্ট করলেন শ্রীলেখা। ছবিতে দেখা যাচ্ছে হালকা সেজে হাসিমুখে টলি অভিনেত্রী। আর তার এই পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল। অনেক মজার মজার কমেন্ট ও এসেছে। একজন কমেন্ট করেছেন রাস্তায় ফচকে কোনও ছোঁড়া সিটি মারেনি? উত্তরে শ্রীলেখার কুশলী জবাব কানে ইয়ারফোন ছিল শুনতে পাইনি। একজন আবার কমেন্ট করেছেন টাইমিংস বলো সাইকেল নিয়ে দাঁড়াবো। জবাবে অভিনেত্রী হাসির ইমোজি দিয়ে রিয়্যাক্ট দিয়েছেন তিনি। জনৈক এক ভক্ত তাকে কোন ক্লাসে পড় জিগ্যেস করলে তাঁর উত্তরে তিনি জানান ক্লাস টেন। আরজে রয় নামে এক ব্যাক্তি কমেন্ট করেছেন এ তো হাজার কবিতা, বেকার সবই তা, যার কথা কেউ বলে না--সেই মেয়ে। এরকম আরো অনেক কমেন্ট এসেছে তার পোস্টে। কিছু কিছু কমেন্টে শ্রীলেখা-র প্রত্যুতপন্নমতিত্ব দেখে একটা ভুল ধরনা সাধারন মানুষের কেটে যেতে বাধ্য, সেটা হল সব সুন্দরি-ই বোকা নয়। তিনি তার রসিক মনের পরিচয় এর আগেও বার বার দিয়েছেন। ক্লাস টেন-এ পড়েন এই কথাটাতেই বোঝা যায়, তিনি কখনই তার মনের বয়স টাকে বাড়তে দেননি।তাঁর এই রসিক, প্রতিবাদী, শিল্পমনস্ক মনোভাবের জন্যই, শ্রীলেখা মিত্র সোশ্যাল মিডিয়ায় যা পোস্ট করেন তাই সুপারহিট। এবার আরো একটি পোস্ট নেটিজেনদের নজর কাড়ল।
মেষ/ARIES: প্রতিপত্তি লাভ করতে পারেন।বৃষ/TAURUS: সৎসঙ্গে শান্তিলাভ করতে পারেন।মিথুন/GEMINI: ভ্রমণে আনন্দ পেতে পারেন।কর্কট/CANCER: লটারিতে প্রাপ্তি হতে পারে।সিংহ/LEO: গৃহসংস্কারে ব্যয় হতে পারে।কন্যা/VIRGO: সম্পদহানি হতে পারে।তুলা/ LIBRA: কোনও কারণে নিরানন্দ থাকতে পারেন।বৃশ্চিক/Scorpio: জুয়ায় ক্ষতি হতে পারে।ধনু/SAGITTARIUS: প্রাপ্তিতে বাধা সৃষ্টি হতে পারে।মকর/CAPRICORN: অস্ত্রোপচারে আরোগ্য লাভ করতে পারেন।কুম্ভ/AQUARIUS: স্বজনহানি হতে পারে।মীন/ PISCES: আয়বৃদ্ধির সম্ভাবনা।
বিরাট কোহলিকে সরিয়ে একদিনের ক্রিকেটে রোহিত শর্মাকে নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বুধবার দল নির্বাচনের পরেই সমালোচনার মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড। সোশ্যাল মিডিয়ার সরব হয়েছেন নেট নাগরিকরা। কেউ কেউ আবার আবার চ্যাপেল জমানার কথা তুলে ধরে কাঠগড়ায় তুলেছেন সৌরভ গাঙ্গুলি, জয় শাহদের। কেন বিরাট কোহলিকে সরানো হয়েছে, তার ব্যাখা দিয়েছেন ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।কেন একদিনের ক্রিকেটের নেতৃত্ব থেকে বিরাট কোহলিকে সরানো হয়েছে, সে প্রসঙ্গে সৌরভ বলেন, কোহলিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল, যাতে টি২০ ক্রিকেটের নেতৃত্ব না ছাড়ে। কোহলি বোর্ডের অনুরোধ রাখেনি। ও নেতৃত্বে থাকতে চায়নি। অন্যদিকে, নির্বাচকরা চায়নি সাদা বলের ক্রিকেটে দুই ফরম্যাটে আলাদা আলাদা অধিনায়ক রাখতে। তাই টি২০র পাশাপাশি একদিনের দলের নেতৃত্বও কোহলির হাতে তুলে দেওয়া হয়েছে। কোহলি টেস্টে দলকে নেতৃত্ব দেবে। এই ব্যাপারে আমি কোহলির সঙ্গে কথা বলেছি।রোহিত শর্মার ওপর আস্থা রয়েছে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির। তিনি বলেন, কোহলি টেস্টের নেতৃত্বে রয়েছে। রোহিত টি২০ ও একদিনের ক্রিকেটে। ভারতীয় ক্রিকেটের দায়িত্ব যোগ্য ব্যক্তিদের হাতেই রয়েছে। রোহিতের নেতৃত্বের ওপর বোর্ডের সম্পূর্ণ আস্থা রয়েছে। আশা করছি হতাশ করবে না। অধিনায়ক হিসেবে সাদা বলের ক্রিকেটে কোহলি প্রচুর অবদান রেখেছে। তারজন্য ওকে ধন্যবাদ। অন্যদিকে বিরাট প্রসঙ্গে রোহিত বলেছেন, বিরাটের মতো ব্যাটারের প্রয়োজনীয়তা দলে সবসময় রয়েছে। অনেক কঠিন পরিস্থিতিতে দারুণ দক্ষতায় দলের পরিত্রাতা হয়ে উঠেছে।কীভাবে দলকে পরিচালনা করতে চান, সেই ইঙ্গিতও দিয়েছেন রোহিত। তিনি বলেন, দলের ভেতরেই আমার কাজ বেশি। সকলের সঙ্গে কথা বলে দায়িত্ব ভাগ করে দেব। রোহিতের সহকারীর দায়িত্ব দেওয়া হবে লোকেশ রাহুলকে। সরকারীভাবে ঘোষণা না করলেও ইতিমধ্যে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
মেষ/ARIES: সমস্যার সমাধান হতে পারে।বৃষ/TAURUS: মিশ্রফল মিলতে পারে আজ।মিথুন/GEMINI: উদরপীড়ায় কষ্ট পেতে পারেন।কর্কট/CANCER: দাম্পত্যে ভাঙন দেখা দিতে পারে।সিংহ/LEO: পরিকল্পনায় সফল হতে পারেন।কন্যা/VIRGO: প্রণয়াসক্তি হতে পারে।তুলা/ LIBRA: সঞ্চয় নিয়ে চিন্তা হতে পারে।বৃশ্চিক/Scorpio: আরোগ্য লাভ করতে পারেন।ধনু/SAGITTARIUS: গৃহ-বিবাদ লাগতে পারে।মকর/CAPRICORN: প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন।কুম্ভ/AQUARIUS: মানসিক শান্তি পেতে পারেন।মীন/ PISCES: সৎকর্মে ব্যয় করতে পারেন।
ডুরান্ত কাপে ফাইনালে উঠে শেষরক্ষা হয়নি। ফাইনালে এফসি গোয়ার কাছে হেরে খেতাব অধরা থেকে গিয়েছিল মহমেডান স্পোর্টিংয়ের। কলকাতা লিগ জিতে ডুরান্ড কাপের ব্যর্থতায় কিছুটা প্রলেপ দিতে পেরেছিল। শিল্ডেও ব্যর্থ সাদাকালো শিবির। কোয়ার্টার ফাইনালে রিয়েল কাশ্মীরের কাছে অতিরিক্ত সময়ের গোলে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হল আন্দ্রে চেরনিশভের দলকে। ম্যাচের ফল ১০।আইএফএ শিল্ডের গ্রুপ পর্বে খেলতে হয়নি মহমেডানকে। সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়েছিল সাদাকালো ব্রিগেড। বুধবার ফেবারিট হিসেবেই রিয়েল কাশ্মীরের মাঠে নেমেছিল মহমেডান। দারুণভাবে শুরুও করেছিল। ম্যাচের ১৪ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল মহমেডানের সামনে। সহজ সুযোগ নষ্ট করেন ব্রেন্ডন। ৩৩ মিনিটে আরও একবার গোল করার মতো পরিস্থিতিতে পৌঁছে গিয়েছিল সাদাকালো ব্রিগেড। তিনকাঠি ভেদ করতে পারেননি আজহারউদ্দিন মল্লিক। প্রথমার্ধের অন্তিম লগ্নে তাঁর একটা শট পোস্টে লেগে ফিরে আসে।দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। আজহারউদ্দিন, ফৈয়াজ, ব্রেন্ডন, নিকোলারা একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসেন রিয়েল কাশ্মীর রক্ষণভাগে। তিনকাঠির নিচে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন রিয়েল কাশ্মীরের গোলকিপার। তাঁর বিশ্বস্ত হাতে আটকে যায় মহমেডানের যাবতীয় আক্রমণ। প্রতিআক্রমণ নির্ভর ফুটবল খেলা রিয়েল কাশ্মীর প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটা সুযোগ তৈরি করেছিল। দুই দলের কয়েকটি আক্রমণছাড়া দ্বিতীয়ার্ধের পুরোটা খেলাটাই সীমিত ছিল মাঝমাঠে। ৯০ মিনিট শেষেও খেলার ফল থাকে গোলশূন্য। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে ভুল করে বসেন আসির আক্তার-ওনানরা। ম্যাচের ৯৮ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে দুরন্ত শটে গোল করে রিয়েল কাশ্মীরকে এগিয়ে দেন লালচওয়ানকিমা। বাকি সময় সমতা ফেরানোর আপ্রান চেষ্টা করলেও সফল হয়নি মহমেডান।বুধবারই ঘোষণা হয়েছে আই লিগের সুচি। আই লিগের আগে এটাই ছিল মহমেডানের শেষ ম্যাচ। ২৬ ডিসেম্বর আই লিগ শুরু। ২৭ ডিসেম্বর মহমেডানের প্রথম ম্যাচে প্রতিপক্ষ সুদেভা। মহমেডানের বাকি ম্যাচ আইজল (৩০ ডিসেম্বর, কল্যাণী), শ্রীনিধি ডেকান (৪ জানুয়ারি, মোহনবাগান), ইন্ডিয়ান অ্যারোজ (১০ জানুয়ারি, নৈহাটি), চার্চিল (১৫ জানুয়ারি, কল্যাণী), কেঁকড়ে এফসি (২০ জানুয়ারি, নৈহাটি), গোকুলাম (২৫ জানুয়ারি, নৈহাটি), ট্রাউ (৩০ জানুয়ারি, নৈহাটি), রাজস্থান এফসি (৯ ফেব্রুয়ারি, কল্যাণী), পাঞ্জাব এফসি (১৩ ফেব্রুয়ারি, কল্যাণী), রিয়েল কাশ্মীর (১৮ ফেব্রুয়ারি, কল্যাণী), নেরোকা এফসি (২৩ ফেব্রুয়ারি, কল্যাণী)।
মেষ/ARIES: অপসারিত হতে পারেন।বৃষ/TAURUS: অপ্রিয়ভাজন হতে পারেন।মিথুন/GEMINI: বনিবনার অভাব হতে পারে।কর্কট/CANCER: মামলায় জড়িয়ে পড়তে পারেন।সিংহ/LEO: আশাপূরণ হতে পারে।কন্যা/VIRGO: আঘাত পেতে পারেন।তুলা/ LIBRA: কাজের চাপ বাড়তে পারে।বৃশ্চিক/Scorpio: মনে চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে।ধনু/SAGITTARIUS: পরোপকার করতে পারেন।মকর/CAPRICORN: আয় বৃদ্ধির সুযোগ আসতে পারে।কুম্ভ/AQUARIUS: পরিবহণ ব্যবসায় লাভ হতে পারে।মীন/ PISCES: প্রতিবেশী বিবাদ হতে পারে।
অভিনেত্রী শ্রীলেখা মিত্রর জীবনের আজকের দিনটা স্মরণীয় দিন। ১৬ বছরে পা দিল টলি অভিনেত্রীর মেয়ে ঐশী। এই বিশেষ দিনে মেয়ের সঙ্গে একাধিক ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন তিনি।মায়ের সঙ্গে হাসিখুশি মুডে দেখা যাচ্ছে তার মেয়ে ঐশী কে। একটা ছবিতে দেখা যাচ্ছে তার ছবি তুলে দিয়েছে তার বাবা। শ্রীলেখার এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। একজন লিখেছেন অনেক শুভকামনা ও আশীর্বাদ। একজন লিখেছেন হ্যাপি বার্থডে লিটল ওয়ান। আর একজনের পোস্টে লেখা অনেক আদর করে দিলাম ভাইরাসকে।প্রসঙ্গত উল্লেখ্য ২০১৩ সালে শিলাদিত্য সান্যালের সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পর মেয়েকে একাই মানুষ করছেন শ্রীলেখা। ঐশী এবার বোর্ডের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যেই চলে এল তার লাইফে বিশেষ দিন।
মেষ/ARIES: উদাসীনতায় ক্ষতি হতে পারে।বৃষ/TAURUS: কর্মক্ষেত্রে বিভ্রান্তি তৈরি হতে পারে।মিথুন/GEMINI: সহায়তা লাভ করতে পারেন।কর্কট/CANCER: অযথাব্যয় করতে পারেন।সিংহ/LEO: আতঙ্কিত হতে পারেন।কন্যা/VIRGO: দায়িত্ব বৃদ্ধি পেতে পারে।তুলা/ LIBRA: রক্তে শর্করা বৃদ্ধি পেতে পারে।বৃশ্চিক/Scorpio: অর্থাপহরণ হতে পারে।ধনু/SAGITTARIUS: বিলাসিতায় ব্যয় করতে পারেন।মকর/CAPRICORN: মনে কষ্ট পেতে পারেন।কুম্ভ/AQUARIUS: ঋণমুক্তি হতে পারে আজ।মীন/ PISCES: পথে বিপদ হতে পারে।
ভুল বোঝাবুঝির কারণেই নাগাল্যান্ডে গুলি চলেছিল বলে লোকসভায় বিবৃতিতে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নাগাল্যান্ডে সেনা এবং অসম রাইফেলসের গুলিতে ১৬ জন গ্রামবাসীর মৃত্যুর ঘটনাকে গভীর দুঃখজনক বলেন তিনি। সেই সঙ্গে সোমবার বিবৃতিতে তিনি বলেন, বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত হবে।স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বিবৃতিতে জানিয়েছেন, শনিবার রাতে মন জেলার ওটিং গ্রামের কাছে জঙ্গি ভেবে ভুল করে খনি শ্রমিকদের গাড়িতে গুলি চালিয়েছিল সেনা। অভিযানে ছিলেন, সেনার ২১ জন কমান্ডো। তাঁদের গুলিতে গাড়ির আট যাত্রীর ছজন ঘটনাস্থলেই নিহত হন। আহত দুজনকে সেনারাই হাসপাতালে নিয়ে যান বলে জানিয়েছেন তিনি। গুলি চালনার পরই সেনাঘাঁটিতে হামলা হয় বলেও উল্লেখ করেন শাহ।শাহ বলেন, গাড়িতে গুলি চালানোর ঘটনার পর গ্রামবাসীরা এলাকায় অসম রাইফেলসের শিবিরে চড়াও হলে জওয়ানেরা আত্মরক্ষার্থে গুলি চালান। সেই ঘটনায় আরও সাত জন গ্রামবাসীর মৃত্যু হয়। এর পর ফের জওয়ান-জনতা সংঘর্ষে স্থানীয় এক গ্রামবাসী নিহত হন। গ্রামবাসীদের হামলায় এক সেনা জওয়ানের মৃত্যু ঘটেছে বলেও জানান তিনি।শাহ জানান, এক মাসের মধ্যেই রিপোর্ট পেশ করবে বিশেষ তদন্তকারী দল। তিনি বলেন, ঘটনার প্রাথমিক অনুসন্ধানের জন্য় ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব পর্যায়ের এক আধিকারিক কোহিমায় গিয়েছেন।প্রসঙ্গত, শনিবার রাতের ওই গুলিচালনার ঘটনায় তদন্তে আগেই পৃথক কমিটি গঠন করেছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীও নেইফিউ রিও।
মেষ/ARIES: কাজ পেতে পারেন।বৃষ/TAURUS: শিক্ষার প্রয়োজনে বিদেশযাত্রা করতে পারেন।মিথুন/GEMINI: ঋণ পরিশোধ করতে পারেন।কর্কট/CANCER: অযথা ব্যয় করতে পারেন।সিংহ/LEO: আতঙ্কিত হতে পারেন কোনও কারণে।কন্যা/VIRGO: দায়িত্ব বৃদ্ধি পেতে পারে।তুলা/ LIBRA: রক্তে শর্করার পরিমাণ বাড়তে পারে।বৃশ্চিক/Scorpio: অর্থাপহরণ হতে পারে।ধনু/SAGITTARIUS: বিলাসিতায় ব্যয় করতে পারেন।মকর/CAPRICORN: মনে কষ্ট পেতে পারেন।কুম্ভ/AQUARIUS: ঋণমুক্তি হতে পারে।মীন/ PISCES: পথে বিপদ হতে পারে।
মেষ/ARIES: আজ প্রচেষ্টা সার্থক হবে।বৃষ/TAURUS: দেহপীড়া হতে পারে।মিথুন/GEMINI: বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন।কর্কট/CANCER: মনোমালিন্য হতে পারে।সিংহ/LEO: হতাশাগ্রস্ত থাকতে পারেন।কন্যা/VIRGO: বিপদের আশঙ্কা রয়েছে।তুলা/ LIBRA: বৈষয়িক উন্নতি হতে পারে।বৃশ্চিক/Scorpio: গবেষণায় সাফল্য আসতে পারে।ধনু/SAGITTARIUS: অপত্যহানির সম্ভাবনা রয়েছে।মকর/CAPRICORN: শুভ যোগাযোগ হতে পারে।কুম্ভ/AQUARIUS:হঠাৎ প্রাপ্তি হতে পারে।মীন/ PISCES: সম্পত্তি উদ্ধার হতে পারে।
নব রবি কিরণ এবং নব নালন্দা সঙ্গীত শিক্ষায়তনের উদ্যোগে আয়োজিত হতে চলেছে সারা বাংলা ব্যাপী রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা গানের ভিতর দিয়ে। এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হল নালন্দা ভবনে৷ বহু শিল্পী গুণীজনের সমাবেশে প্রতিযোগিতার শুভ সূচনা হল।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অলকানন্দা রায়, পণ্ডিত শুভেন চট্টোপাধ্যায়, রাজনীতিবিদ দেবাশিস কুমার, গৌরী বসু, শ্রাবণী সেন, ব্রততী বন্দ্যোপাধ্যায়, জয়তী চক্রবর্তী, চন্দ্রাবলী রুদ্র দত্ত, অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, অলোক রায়চৌধুরী , প্রবুদ্ধ রাহা, লোপামুদ্রা মিত্র, সুব্রত বাবু মুখোপাধ্যায়, বিপ্লব মণ্ডল, অদিতি গুপ্ত, ইমন চক্রবর্তী, গৌতম ভট্টাচার্য, দেবাদৃত চট্টোপাধ্যায়, সিসপিয়া ব্যানার্জী, অরিত্র দাশগুপ্ত, ময়ুরী সাহা, দেবজিৎ দত্ত, সৈকত শেখরেশ্বর রায়, ইন্দ্রনীল দত্ত এবং দীপ্তাংশু পাল।৪ ঠা ডিসেম্বর ২০২১ থেকে এই প্রতিযোগিতার ফর্ম অনলাইন ও অফলাইনে উভয় মাধ্যমেই পাওয়া যাবে। এই প্রতিযোগিতায় তিনটি বিভাগ থাকছে। উন্মেষ ( ১০ থেকে ১৪ বছর), বিকাশ ( ১৫ থেকে ১৮ বছর) ঐশ্বর্য ( ১৯ বছর ও তার ঊর্ধ্বে)। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে নব রবি কিরণের ইউটিউব চ্যানেলে একটি করে মিউজিক ভিডিও করার চুক্তি এবং নগদ পুরস্কার। প্রথম পুরস্কার ১২ টাকা দ্বিতীয় পুরস্কার ৮ হাজার টাকা তৃতীয় পুরস্কার ৫ হাজার টাকা। এছাড়াও বিজয়ীরা নব নালন্দার রবীন্দ্রস্মরণ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের সুযোগ পাবেন। এই প্রতিযোগিতার প্রথম ধাপ অর্থাৎ প্রাক প্রাথমিক পর্যায় অনলাইনে হবে। প্রাথমিক তথা দ্বিতীয় পর্যায় অনুষ্ঠিত হবে অফলাইনে। স্থান-নালন্দা ভবন ( ঠিকানা: ২৫ সাদার্ন এভিনিউ, কলকাতা - ৭০০০২৬) এবং শান্তিনিকেতনের নব নালন্দা স্কুল ( ঠিকানা : পশ্চিমপল্লী, শান্তিনিকেতন)। তৃতীয় ও চূড়ান্ত পর্যায় অনুষ্ঠিত হবে পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র ( EZCC), কলকাতা প্রাঙ্গনে৷প্রতিযোগিতা নিয়ে সঙ্গীতশিল্পী অরিত্র দাশগুপ্ত জানালেন,অসম্ভব ভালো লাগছে এর পার্ট হয়ে। নব নালন্দা স্কুল খুব কালচারাল স্কুল। অসম্ভব ভালো লাগার একটা বিষয় যখন আমি প্রফেশনাল আর্টিস্ট হিসাবে পুরো ব্যাপারটা দেখি। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এবং তার হাত ধরে আমরা সবাই এগিয়ে যাচ্ছি। আমি চাইবো এই কম্পিটিশনে সবাই সামিল হোন। সবাই সবার বেস্ট টা দিন। তাহলে দেখবেন যে আমরা অনেক ভালো আউটপুট পাচ্ছি।
মেষ/ARIES: মানসিক চিন্তার মধ্যে পড়তে পারেন।বৃষ/TAURUS: গলার রোগে কষ্ট পেতে পারেন।মিথুন/GEMINI: জনহিতকর কাজ করতে পারেন।কর্কট/CANCER: অবৈধ প্রণয়ে জড়িয়ে পড়তে পারেন।সিংহ/LEO: আশার সঞ্চার হতে পারে।কন্যা/VIRGO: মানসিক উদ্বেগ হতে পারে।তুলা/ LIBRA: পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।বৃশ্চিক/Scorpio: আত্মীয় বিরোধের মধ্যে পড়তে পারেন।ধনু/SAGITTARIUS: পরার্থে ক্ষতি হতে পারে।মকর/CAPRICORN: চিকিৎসা বিভ্রাটে পড়তে পারেন।কুম্ভ/AQUARIUS: সহানুভূতি লাভ করতে পারেন।মীন/ PISCES: নব উদ্যোগ নিতে পারেন।
দিয়া মির্জা যে কতটা পরিবেশ সচেতন সেটা কারোর অজানা নয়। আগামী ৯ ডিসেম্বর ৪০ এ পা দিচ্ছেন দিয়া মির্জা। আর এই ৪০ বছর উপলক্ষে বিশেষ প্ল্যান রয়েছে তার। তবে এই প্ল্যানটা নিজের জন্য নয়।৪০ এর জন্মদিনে ৪০ লক্ষ টাকা দেওয়ার ভাবনা রয়েছে তার। এই অর্থ ব্যয় হবে বনরক্ষকদের মধ্যে যারা অতিমারীতে প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের জন্য।সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভক্তদের কাছে দিয়া আবেদন করেছেন,আমার জন্মদিনে অনেকেই ফুল, উপহার পাঠিয়ে থাকেন। আমার অনুরোধ, সেটার বদলে যদি কিছু অর্থ সাহায্য করে এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে পারেন, তার চেয়ে ভালো আর কিছু হবে না। এই পোস্টে ভক্তরা খুব খুশি হয়েছেন। তারা দিয়াকে অনেক শুভকামনা জানিয়েছেন।
মেষ/ARIES: অসাধুতায় ফাঁসতে পারেন।বৃষ/TAURUS: সম্মানপ্রাপ্তি হতে পারে।মিথুন/GEMINI: আতঙ্কিত হতে পারেন।কর্কট/CANCER: চাকরীর সুযোগ আসতে পারে।সিংহ/LEO: আত্মীয় বিবাদে জড়িয়ে পড়তে পারেন।কন্যা/VIRGO: ব্যবসায় লাভ হতে পারে।তুলা/ LIBRA: শ্লীলতাহানি হতে পারে।বৃশ্চিক/Scorpio: সাহসের অভাব দেখা দিতে পারে।ধনু/SAGITTARIUS: দ্রব্যলাভ করতে পারেন।মকর/CAPRICORN: পদোন্নতির সুযোগ আসতে পারে।কুম্ভ/AQUARIUS: সাহিত্যে সম্মান পেতে পারেন।মীন/ PISCES: স্বাস্থ্যোন্নতি হতে পারে।
মেষ/ARIES: রমণীপ্রীতি দেখা দিতে পারে।বৃষ/TAURUS: সংঘর্ষে ক্ষতি হতে পারে।মিথুন/GEMINI: অভিমান হতে পারে।কর্কট/CANCER: শিক্ষকদের জন্য শুভ।সিংহ/LEO: বিপথে চালিত হতে পারেন।কন্যা/VIRGO: পরিশ্রম বৃদ্ধি পেতে পারে।তুলা/ LIBRA: কাজে সাফল্য পেতে পারেন।বৃশ্চিক/Scorpio: প্রতারিত হতে পারেন।ধনু/SAGITTARIUS: ভোগবিলাসে ব্যয় করতে পারেন।মকর/CAPRICORN: রাজনৈতিক জয় হতে পারে।কুম্ভ/AQUARIUS: অর্থাগমের সুযোগ আসতে পারে।মীন/ PISCES: চিন্তান্বিত থাকতে পারেন।
মেষ/ARIES: অনুদান লাভ করতে পারেন।বৃষ/TAURUS: দাঁতের ব্যথায় কষ্ট পেতে পারেন।মিথুন/GEMINI: অনর্থপাত হতে পারে।কর্কট/CANCER: কূটবুদ্ধি দ্বারা সফলতা পেতে পারেন।সিংহ/LEO: রাজনৈতিক বিবাদে জড়িয়ে পড়তে পারেন।কন্যা/VIRGO: মনোমালিন্য হতে পারে।তুলা/ LIBRA: বিরহ যন্ত্রণায় ভুগতে পারেন।বৃশ্চিক/Scorpio: আতঙ্কিত হতে পারেন কোনও কারণে।ধনু/SAGITTARIUS: কান্তিক্ষয় হতে পারে।মকর/CAPRICORN: অসাধুতায় জড়িয়ে পড়তে পারেন।কুম্ভ/AQUARIUS: সম্পদহানি হতে পারে।মীন/ PISCES: অর্থাগম হতে পারে।
সোশ্যাল মিডিয়ার সৌজন্যে এখন কত ভিডিওই না ভাইরাল হয়। আর ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে অনেক অচেনা মানুষ সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সেলিব্রিটি ট্যাগটাও অর্জন করে ফেলেন। এরকমই একটা ঘটনা ঘটেছে বীরভূমে। ভুবন বাদ্যকর নামে এক বাদাম বিক্রেতা বাদাম বিক্রির সঙ্গে সঙ্গে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম গানটি গেয়ে এখন সোশ্যাল মিডিয়ার হট টপিক হয়ে গেছেন।জানা গেছে বাদাম বিক্রেতা বাদাম কাকু দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মী নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা। অত্যন্ত দরিদ্র পরিবার তার। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম বাদাম কাকুর এই গানটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সঙ্গে কাকু ও।কিন্তু হটাত গান গেয়ে বাদাম বিক্রি করার সিদ্ধান্ত কেন নিলেন তিনি? বাদাম কাকু জানিয়েছেন তিনি যখন প্রথম বাদাম বিক্রি করতেন সেইভাবে বাদাম বিক্রি হত না। তারপরই তিনি ভাবেন কিভাবে তার এই বাদাম বেশি মানুষ কিনবেন সেটার একটা ব্যবস্থা করতে হবে। বাড়িতে রয়েছে স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসন্তান। অভাবের এই সংসারের কথা ভেবেই হটাতই একদিন নিজের সুরে বাদাম নিয়ে একটি গান তৈরি করেন তিনি।ভুবন বাদ্যকর বাদাম বিক্রির সঙ্গে সঙ্গে গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়েছেন ঠিকই কিন্তু তার লাইফস্টাইলের কোনও চেঞ্জ হয়নি। বিক্রি কিছুটা বেড়েছে কিন্তু সেটা তার পরিবারের দারিদ্যতা দূর করার জন্য যথেষ্ট নয়। তবুও বাদাম বিক্রির সঙ্গে গান গেয়ে যেমন সাধারণ মানুষকে খুশি করছেন বাদাম কাকু তেমনি কিছুটা হলেও হয়তো ভুলে থাকতে পারছেন তার অর্থাভাবের কষ্টটা।