তপন কান্দু খুনের তদন্তে নেমে প্রথম গ্রেফতার করল সিবিআই। গ্রেফতার ধাবার মালিক সত্যবান প্রামানিক। অভিযোগ, থানার পুলিশ কর্তাদের সঙ্গে তাঁর ভাল সম্পর্ক ছিল। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের একাংশের সঙ্গেও তাঁর ভাল যোগাযোগ ছিল বলে সূত্রের খবর। সিবিআই সূত্রের খবর, তাঁর ধাবায় বসেই তপন কান্দু হত্যার ছক কষা হয়েছিল বলে মনে করা হচ্ছে। তাঁকে জেরা করে নতুন তথ্য মিলবে বলে মনে করছে তদন্তকারীরা।
জানা গিয়েছে, তপন কান্দুর দাদা নরেন কান্দুর সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল। ঝালদার হাটতলার বাসিন্দা সত্যবান। ঝাড়খন্ড সীমানা লাগোয়া হেঁসাহাতু গ্রামের আদি বাসিন্দা তিনি। তাঁকে টানা জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করে সিবিআই। এর আগে সিট তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল। শারীরিক অসুস্থতার জন্য তখনকার মতো তাঁকে ছেড়ে দেয়। সিবিআই তদন্ত হাতে নেওয়ার পর সত্যবানের ওপর নজর রাখে। তদন্তকারীরা মনে করছে, সত্যবানের ধাবায় বসে তপন কান্দু হত্যার ছক কষেছিল দুষ্কৃতীরা। তাহলে কী সুপারির অর্থ সত্যবানও নিয়েছে? এসব প্রশ্নই ঘুরুপাক খাচ্ছে। শুধু তাঁর ধাবাই নেই, তিনি একটি প্রাথমিক স্কুলে চতুর্থ শ্রেণির কর্মচারী বলেও জানা গিয়েছে।
আরও পড়ুনঃ রোহিতদের প্রথম জয়ের সামনে বড় প্রাচীর তুলে দিলেন শিখর–মায়াঙ্ক
আরও পড়ুনঃ মমতা মুখ্যমন্ত্রী থাকলেও রাজ্যে ৩৫৫ চাইছেন বিরোধী দলনেতা
- More Stories On :
- Tapan Kandu
- Niranjan Boisnab
- Jhalda
- CBI
- Purulia