মেষ/ARIES: আর্থিকলাভ হতে পারে আজ।বৃষ/TAURUS: ভ্রমণে আনন্দ পেতে পারেন।মিথুন/GEMINI: সহযোগিতা লাভ করতে পারেন।কর্কট/CANCER: প্রণয়াসক্তি জন্মাতে পারে।সিংহ/LEO: বিবাদে জড়িয়ে পড়তে পারেন।কন্যা/VIRGO: বন্ধুর সহায়তা লাভ করতে পারেন।তুলা/ LIBRA: যৌনব্যাধি হতে পারে।বৃশ্চিক/Scorpio: মন চঞ্চল হতে পারে।ধনু/SAGITTARIUS: সুপরামর্শ লাভ করতে পারেন।মকর/CAPRICORN: মামলায় জয় পেতে পারেন।কুম্ভ/AQUARIUS: মাতৃপীড়ায় উদ্বেগ হতে পারে।মীন/ PISCES: কার্যে অনিহা জন্মাতে পারে।
জন্ম কিংবা মৃত্যুর শংসাপত্র পেতে আর ঘণ্টার পর ঘণ্টা লাইনেও দাঁড়াতে হবে না। ঘুরে মরতে হবে না রোজ রোজ পুরসভার দরজায়। মুশকিল আসান করছে কলকাতা পুরসভা। এবার থেকে হোয়াটসঅ্যাপ নম্বর থেকেই জানা যাবে শংসাপত্র নিতে কখন আসতে হবে। হোয়াটসঅ্যাপ নম্বরটি হল ৮৩৩৫৯৯৯১১১।বৃহস্পতিবার কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, এতদিন জন্ম মৃত্যুর শংসাপত্র নিতে ভিড় করে আসতেন মানুষ। আমাদের ড্রপবক্স এখন বন্ধ। আমাদের একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হচ্ছে। সেই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি যেই হোয়াটসঅ্যাপ করবেন আপনাকে একটা সময় বলে দেওয়া হবে। সেই সময় ধরে আপনাকে শংসাপত্র নিতে আসতে হবে।ফিরহাদ হাকিম জানান, সোমবার থেকে শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ২টো অবধি শংসাপত্র দেওয়া হবে। শনিবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা অবধি শংসাপত্র পাওয়া যাবে। এ ক্ষেত্রেও যাতে কোনও রকম ভিড় জমায়েত না হয় তার জন্যও বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফে। ফিরহাদ হাকিম বলেন, আমরা আধ ঘণ্টা করে স্লট ধরে নেব। প্রতি আধ ঘণ্টায় ১২ জনকে সময় দেব।শহরের প্রথম সারির হাসপাতালে জন্ম। তবু বাচ্চার জন্মের পর বছর ঘুরে গেলেও শংসাপত্র পেতে নাকানি চোবানি খেতে হচ্ছে এমন অভিযোগ একাধিক বার উঠেছে। মাস দুয়েক আগে টক টু কেএমসিতে এমনই অভিযোগ নিয়ে ফোন করেছিলেন এক পিতা। আরজি কর হাসপাতালে তাঁর সন্তানের জন্ম। তবু সন্তানের জন্মের শংসাপত্র পেতে হন্যে হয়ে ঘুরতে হচ্ছিল বাবা-মাকে। ফিরহাদ হাকিমকেই ফোনে সে কথা বলেছিলেন ওই ব্যক্তি।কলকাতা পুরসভার এক আধিকারিকের কথায়, নতুন এই পরিষেবা শুরু হলে স্থানীয় বরো অফিসে গিয়েই কলকাতাবাসী তাদের প্রয়োজনীয় জন্ম-মৃত্যুর শংসাপত্র পেতে পারবেন। এই হোয়াটস্অ্যাপ নম্বরে কলকাতা পুর কমিশনারের সঙ্গে সাক্ষাৎকারের জন্য সময় চাইলেও পাওয়া যাবে বলে কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে। তবে তাঁর সাক্ষাতের আবেদন করতে গেলে জানাতে হবে নির্দিষ্ট কারণ। তবেই পুর কমিশনারের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ পাওয়া যাবে।
সুন্দরবনকে পৃথক জেলা করার কথাও আগেও একাধিকবার বলেছেন মমতা। তবে তা বাস্তবায়িত হয়নি। এবার দ্রুততার সঙ্গে যাতে সেই কাজ সম্পন্ন করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মধ্যমগ্রামের প্রশাসনিক বৈঠকে মুখ্যসচিবের সঙ্গে এই বিষয়ে কথা বলেন তিনি। সুন্দরবন পৃথক জেলা হলে সেখানকার মানুষ অনেক ক্ষেত্রে সুযোগ-সুবিধা পাবেন বলে উল্লেখ করেন তিনি।দীর্ঘদিন ধরেই অভিযোগ সুন্দরবনের মানুষ উপেক্ষিত। এই অঞ্চল দক্ষিণ ২৪ পরগনার অন্তর্ভুক্ত হওয়ায় জেলা সদর আলিপুর অর্থাৎ কলকাতায়। ফলে সুন্দরবন থেকে দরকারি কাজে আসা ও যাওয়া করতে দীর্ঘ সময় লাগে। বাম আমল থেকে এই নতুন জেলা তৈরির দাবি উঠেছে। একাধিকবার কনভেনশনও করা হয়েছে। সব ঠিক থাকলে সুন্দরবন পৃথক জেলা করা হতে পারে শীঘ্রই।এ দিন তিনি মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে বলেন, সুন্দরবন কবে জেলা হবে, পাঁচ বছর ধরে পড়ে আছে। তাড়াতাড়ি করে দাও। মমতা জানান, জ্যোতিপ্রিয় মল্লিক সুন্দরবনের মানচিত্র তৈরি করে দিয়েছিল আগেই। তাই এই কাজ করতে খুব বেশি দেরি হওয়ার কথা নয়। মমতার দাবি, আলাদা জেলা হলে সুন্দরবনের মানুষ কিছু অ্যাডভান্টেজ পাবে। বর্তমানে সুন্দরবন পৃথক পুলিশ জেলা হলেও প্রশাসনিক জেলা নয়।আগেই সুন্দরবনকে আলাদা পুলিশ জেলা ঘোষণা করেছিল সরকার। এবার পূর্ণাঙ্গ জেলার মর্যাদা দিতে চলেছে রাজ্য। মুখ্যমন্ত্রী এর আগে পাথর প্রতিমার বৈঠকে গিয়েও বলেছিলেন, সুন্দরবনের বাসিন্দাদের প্রশাসনিক কাজকর্মের জন্য দূরে যেতে হয়। তাই আলাদা জেলা করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
মেষ/ARIES: আশাপূরণ হতে পারে আজ।বৃষ/TAURUS: রক্তাল্পতা দেখা দিতে পারে।মিথুন/GEMINI: মিথ্যা মামলায় জড়িয়ে পড়তে পারেন।কর্কট/CANCER: হঠাৎ আক্রান্ত হতে পারেন।সিংহ/LEO: ক্রীড়ায় সাফল্য পেতে পারেন।কন্যা/VIRGO: আশাতীত সাফল্য পেতে পারেন।তুলা/ LIBRA: আত্মগ্লানিতে ভুগতে পারেন।বৃশ্চিক/Scorpio: চাকরীস্থলে অশান্তি হতে পারে।ধনু/SAGITTARIUS: ঋণ পরিশোধ করতে পারেন।মকর/CAPRICORN: দাম্পত্য কলহে জড়িয়ে পড়তে পারেন।কুম্ভ/AQUARIUS: বেহিসাবি খরচ করতে পারেন।মীন/ PISCES: গোপন কথা ফাঁস হয়ে যেতে পারে।
সিএবির পর ভারতীয় ক্রিকেট বোর্ড। একের পর এক ক্রিকেট সংস্থায় উত্তরণ সৌরভ গাঙ্গুলির। এবার কি তাহলে আইসিসির প্রশাসনে দেখা যাবে মহারাজকে? ভবিষ্যতে যদি আইসিসির চেয়ারম্যান পদে সৌরভ গাঙ্গুলিকে দেখা যায়, অবাক হাওয়ার কিছু থাকবে না। তার আগেই আইসিসির গুরুত্বপূর্ণ পদে আসীন সৌরভ। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে পুরুষদের ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে বেছে নিয়েছে আইসিসি। আর এক ভারতীয় অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। বুধবার আইসিসির গভর্নিং বডির বৈঠকে সৌরভ গাঙ্গুলিকে সর্বসম্মতভাবে বেছে নেওয়া হয়েছে।সৌরভ গাঙ্গুলির আগে আইসিসির পুরুষদের ক্রিকেট কমিটির চেয়ারম্যান ছিলেন অনিল কুম্বলে। ২০১২ সালে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। ৩ টার্মে ৯ বছর ধরে কুম্বলে এই পদে ছিলেন। আইসিসির সংবিধান অনুসারে কোনও ক্রিকেটার ৯ বছরের বেশি ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে থাকতে পারবেন না। ফলে দক্ষতার সঙ্গে কাজ করলেও অনিল কুম্বলেকে এই দায়িত্বে রাখতে পারছিল না আইসিসি। তাই সৌরভ গাঙ্গুলিকে নতুন চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।সৌরভকে চেয়ারম্যান করার বিষয়ে আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেছেন, সৌরভ গাঙ্গুলিকে আইসিসির পুরুষদের ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দিতে পেরে খুশি। নতুন পদে সৌরভ গাঙ্গুলিকে স্বাগত জানাচ্ছি। বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার সৌরভের অভিজ্ঞতা এবং ক্রিকেট ছাড়ার পর প্রশাসক হিসেবে ওর দক্ষতা আইসিসির ক্রিকেট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে ও তার রূপায়ন ঘটাতে সাহায্য করবে। অনিল কুম্বলে গতস ৯ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের মানোন্নয়নে অনিল কুম্বলে যেভাবে কাজ করেছে এবং ডিআরএসের তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ডিআরএসের নিয়মিত প্রয়োগ এবং সন্দেহজনক বোলিং অ্যাকশনের ব্যাপারে দারুণ যে পদক্ষেপ গ্রহন করেছে, তা এককথায় অসাধারণ।এদিকে, তালিবানরা ক্ষমতায় আসার পর আফগানিস্তানের ক্রিকেটের বর্তমান পরিস্থিতি যাচাই করে সে দেশের ক্রিকেটের ব্যাপারে সিদ্ধান্ত নেবে আইসিসি। আফগানিস্তানের ক্রিকেট সংক্রান্ত বিষয় দেখাশোনার জন্য একটা ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে আইসিসি। এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে ইমরান খোয়াজাকে। গ্রুপের বাকি সদস্যরা হলেন রস ম্যাককলাম, লসন নাইডু ও রামিজ রাজা। আগামী মাসেই আইসিসি বোর্ডকে আফগানিস্তানের ক্রিকেট নিয়ে রিপোর্ট দেবে এই ওয়ার্কিং গ্রুপ। আফগানিস্তানে পুরুষ ও মহিলাদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে আইসিসি যে সবরকম সহযোগিতার জন্য প্রস্তুত তা স্পষ্ট করে দিয়েছেন বার্কলে।
মেষ/ARIES: আর্থিক শ্রীবৃদ্ধি ঘটতে পারে।বৃষ/TAURUS: শুভ সংবাদ পেতে পারেন।মিথুন/GEMINI: কোনও কারণে অসন্তুষ্ট হতে পারেন।কর্কট/CANCER: সাহসিকতা প্রদর্শন করতে পারেন।সিংহ/LEO: আজ ধনাগম হতে পারে।কন্যা/VIRGO: অনুরাগবৃদ্ধি হতে পারে আজ।তুলা/ LIBRA: ভাগ্যোদয় হবে আজ।বৃশ্চিক/Scorpio: পায়ের ব্যথায় কষ্ট পেতে পারেন।ধনু/SAGITTARIUS: অহেতুক অর্থনাশ হতে পারে।মকর/CAPRICORN: উত্তেজনা বৃদ্ধি পেতে পারে।কুম্ভ/AQUARIUS: মানসিক পরিবর্তন হতে পারে।মীন/ PISCES: দুশ্চিন্তা হতে পারে।
মেষ/ARIES: গৃহের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।বৃষ/TAURUS: প্রসন্নতা লাভ করতে পারেন।মিথুন/GEMINI: ভ্রমণে ব্যয় হতে পারে।কর্কট/CANCER: মাথায় ব্যথা হতে পারে।সিংহ/LEO: আনন্দলাভ করতে পারেন আজ।কন্যা/VIRGO: মান-যশ বৃদ্ধি পাবে আজ।তুলা/ LIBRA: অর্থাভাব দেখা দিতে পারে।বৃশ্চিক/Scorpio: মানসিক চাপ সৃষ্টি হতে পারে।ধনু/SAGITTARIUS: আজ সঞ্চয়চিন্তা হতে পারে।মকর/CAPRICORN: অর্থকষ্ট হতে পারে আজ।কুম্ভ/AQUARIUS: সম্পত্তি বণ্টনে অসুবিধা হতে পারে।মীন/ PISCES: অবৈধ প্রণয়ে জড়িয়ে পড়তে পারেন।
মেষ/ARIES: কোনও কারণে ঈর্ষান্বিত হতে পারেন।বৃষ /TAURUS: পরোপকার করতে পারেন।মিথুন/GEMINI: কলানুরাগ হতে পারে।কর্কট/CANCER: আর্থিক স্থিতি দেখা দিতে পারে।সিংহ/LEO: অশান্তির আশঙ্কা রয়েছে।কন্যা/VIRGO: মেধার বিকাশ ঘটতে পারে।তুলা/ LIBRA: গোপন পরামর্শে লাভ করতে পারেন।বৃশ্চিক/Scorpio: গৃহ সংস্কারে ব্যয় করতে পারেন।ধনু/SAGITTARIUS: স্বজন সমাগম হতে পারে বাড়িতে।মকর/CAPRICORN: ব্যবসায় মন্দা দেখা দিতে পারে।কুম্ভ/AQUARIUS: বিষাদগ্রস্ত থাকতে পারেন আজ।মীন/ PISCES: উদরপীড়ায় কষ্ট পেতে পারেন।
রাজ্যসভায় অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া আসনে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোকে মনোনীত করল তৃণমূল। শনিবার সকালে দলের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে এ কথা জানানো হয়। বিধানসভা সূত্রে খবর, আগামী সোমবার মনোনয়ন জমা দেবেন ফেলেইরো। ওই দিন বিধানসভায় বন্ধ থাকবে। তবে শুধু রাজ্যসভা নির্বাচনের মনোনয়ন দাখিলের জন্যই বিধানসভার সচিবালয় খোলা থাকবে।We are extremely pleased to nominate @luizinhofaleiro to the Upper House of the Parliament.We are confident that his efforts towards serving the nation shall be appreciated widely by our people! All India Trinamool Congress (@AITCofficial) November 13, 2021টুইটে লেখা হয়, লুইজিনহো ফেলেইরোকে সংসদের উচ্চকক্ষে মনোনীত করতে পেরে আমরা অত্যন্ত খুশি। জাতির সেবা করার জন্য তাঁর আগ্রহ সাধারণ মানুষের কাছে ব্যাপক ভাবে প্রশংসিত হবে বলেই আমরা বিশ্বাস করি।ত্রিপুরায় সাংগঠনিক কাজে গতি আনতে সম্প্রতি কংগ্রেস থেকে আসা সুস্মিতা দেবকে রাজ্যসভায় পাঠিয়েছে তৃণমূল। আগামী বছর গোয়ায় বিধানসভা ভোট। তা নজরে রেখেই সেখানে সাংগঠনিক শক্তি বাড়াতে সাত বারের বিধায়ক ফেলেইরোকে রাজ্যসভার সাংসদ পদে মনোনীত করা হয়েছে বলে খবর জোড়াফুল শিবির সূত্রে।
বালিগঞ্জ স্টেশনের কাছে বকুলতলায় ১ বছরের বেশ কিছু আগে একটা কাবাবের দোকান চালু করেন দেবাংশু দে। তার প্রধান লক্ষ্য ছিল ফুড লাভারদের সুস্বাদু কাবাব খাওয়ানো। সেই লক্ষ্যে তিনি সফল। তার কাবাব খেতে অনেক দূর থেকেও মানুষ ছুটে এসেছেন। দেবাংশু তাই কয়েকমাস ধরেই ভাবছিলেন তার কাবাবের স্টলের নতুন ব্র্যাঞ্চ খুলবেন। সেই ভাবনাই এবার বাস্তবায়িত হল।নিউ গড়িয়া মেট্রো স্টেশনের একদম কাছেই রোস্টেড কার্টের নতুন ব্র্যাঞ্চ খুলে ফেললেন তিনি। এই ব্র্যাঞ্চের বিশেষত্ব এখানে কাবাবের ভ্যারাইটি আইটেম ছাড়াও পাওয়া যাবে যাবে বিরিয়ানি। বকুলতলার রোস্টেড কার্ট রাস্তার ধারে একটা গাড়িতে হলেও নতুন আউটলেটটা একটা দোকানের ভিতর। ফলে বৃষ্টি হলেও কোনও সমস্যা নেই।দেবাংশু জানালেন,নতুন কিছু করার চেষ্টা। কাবাবের সঙ্গে বিরিয়ানি হলে কেমন হয় সেটা ট্রায়াল দিচ্ছি আমি। একটু অন্যরকম বিরিয়ানি খাওয়ানোর চেষ্টা করছি। তবে আমার এখানে দাম একই থাকছে। বিরিয়ানির দাম প্রসঙ্গে তিনি জানালেন, আপাতত এখনও দাম ঠিক হয়নি। ১৬৯-১৭৯ এর মধ্যে দাম থাকবে। ২৮০-৩০০ গ্রামের মধ্যে চিকেন থাকবে দুপিস। রাইস থাকছে। আর আলু থাকছে।
মেষ/ARIES: আজ উৎসাহ বৃদ্ধি পেতে পারে।বৃষ/TAURUS: শ্রমিক অসন্তোষ হতে পারে।মিথুন/GEMINI: নির্যাতন হতে পারে।কর্কট/CANCER: নতুন প্রচেষ্টা করতে পারেন।সিংহ/LEO: নৈতিক উন্নতি হতে পারে।কন্যা/VIRGO: অনুদানলাভ করতে পারেন।তুলা/ LIBRA: সাফল্যলাভ করতে পারেন।বৃশ্চিক/Scorpio: প্রবল ভোগের ইচ্ছা জন্মাতে পারে।ধনু/SAGITTARIUS: আর্থিক ক্ষতি হতে পারে।মকর/CAPRICORN: অনর্থপাত হতে পারে।কুম্ভ/AQUARIUS: বাড়ি পরিবর্তন করতে পারেন।মীন/ PISCES: বাতের ব্যথা হতে পারে।
আগেই ঘোষণা করেছিলেন বিশ্বকাপের পরই টি২০ ক্রিকেটে দেশকে আর নেতৃত্ব দেবেন না। সেই মতো রোহিত শর্মার হাতে টি২০ দলের নেতৃত্ব তুলে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। একদিনের ম্যাচেও বিরাট কোহলির হাতে নেতৃত্ব থাকবে কিনা, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকে সরিয়ে দেওয়ার আগেই সসম্মানে একদিনের ক্রিকেটের নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে পারেন বিরাট কোহলি। এমনই জানিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। পাশাপাশি টি২০ বিশ্বকাপে দেশের ব্যর্থতার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে আবার কাঠগড়ায় তুলেছেন রবি শাস্ত্রী। সংবাদ মাদ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেছেন, দীর্ঘদিন জৈব সুরক্ষা থাকার ফলে ক্রিকেটাররা মানসিকভাবে ক্লান্ত ছিল। এটাই ব্যর্থতার মূল কারণ। ঠাসা ক্রীড়াসূচির কারণে বেশ কয়েকজন ক্রিকেটার টানা ৬ মাস বাড়ির বাইরে। এমন অনেক ক্রিকেটার রয়েছে, যারা তিন ধরণের ফরম্যাটেই নিয়মিত খেলেছে। ফলে সব মিলিয়ে বছরে ২৫ দিনের বেশি বাড়িতে কাটানোর সময় পায়নি। মানসিক ক্লান্তি নিয়ে সেরাটা দেওয়া যায় না। যেটা হয়েছিল পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচে। সব দেশের ক্রিকেট বোর্ডের উচিত, ক্রিকেটারদের মানসিক ক্লান্তির কথা মাথায় রেখে ক্রীড়াসূচি তৈরি করা। বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পর কপিলদেবও ঠাসা ক্রীড়াসূচি, সঠিক সূচি নির্ধারণের কথা বলেছিলেন। কপিলদেবের বক্তব্যকে সমর্থন করেছেন রবি শাস্ত্রী। শুধু ভারতীয় ক্রিকেট বোর্ডের সমালোচনা করেই থেমে থাকেননি রবি শাস্ত্রী। বিরাট কোহলির নেতৃত্ব নিয়েও বড় ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, বিরাট কোহলি খুব তাড়াতাড়িই একদিনের ক্রিকেটের নেতৃত্ব ছেড়ে দেবে। কোহলি টেস্ট ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। টেস্ট ক্রিকেটে নিজের কেরিয়ার আরও দীর্ঘায়িত করতে চায়। তাই টেস্ট ক্রিকেটে আরও ভালভাবে মনোনিবেশ করার জন্য একদিনের ক্রিকেটেও নেতৃত্ব ছেড়ে দেবে। তবে কবে কোহলি একদিনের ক্রিকেটের নেতৃত্ব ছেড়ে দেবেন, সে বিষয়ে খোলসা করে কিছু বলেননি রবি শাস্ত্রী। সামনের বছর জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলে নেতৃত্ব ছাড়তে পারেন কোহলি।
পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান পদে মুকুল রায়ের নিয়োগের বিরুদ্ধে বিজেপি পরিষদীয় দলের দায়ের করা অভিযোগের শুনানি মুলতুবি করে দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিধানসভার শীতকালীন অধিবেশন শেষে স্পিকারের ঘরে এই শুনানি হয়। তাতে অংশ নেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় ও আইনজীবী বিল্বদল মুখোপাধ্যায়। প্রায় আধ ঘণ্টা ধরে চলার পর শুনানি মুলতুবি করে দেন বিমান। পরবর্তী শুনানির দিন ঘোষণা হয়েছে ২১ ডিসেম্বর। বিজেপি পরিষদীয় দল সূত্রে খবর, মুকুলের বিধায়ক পদ খারিজ নিয়ে সুপ্রিম কোর্টে তাঁর (স্পিকার) দায়ের করা মামলাটির কথা উল্লেখ করেই শুনানি মুলতুবি করে দেন। এই শুনানিতে অংশ নেননি মুকুল। এমনকী, তাঁর অনুপস্থিতির কারণও উল্লেখ করেননি বলেই জানিয়েছে বিজেপি পরিষদীয় দল।প্রসঙ্গত, ১১ জুন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল। এরপরেই তাঁকে করা হয় পিএসি-র চেয়ারম্যান। মুকুলের দলবদলের বিরুদ্ধে স্পিকারের কাছে বিধায়ক পদ খারিজ আবেদন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে তাঁকে পিএসসি-র চেয়ারম্যান করার বিরুদ্ধেও স্পিকারের কাছে আবেদন করে বিজেপি পরিষদীয় দল। তিন মাসেও বিধায়ক পদ খারিজের আবেদনের নিষ্পত্তি না হলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। গত ৭ অক্টোবর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে স্পিকারকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সে ক্ষেত্রে মেঘালয়ের কেশম মেঘাচন্দ্র সিং মামলায় সুপ্রিম কোর্ট তিন মাসের মধ্যে বিধায়ক পদ খারিজ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশের কথা উল্লেখ করেই হাইকোর্টে আবেদন করেছিল বিজেপি। হাইকোর্টের সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন স্পিকার। সেই মামলার কথা উল্লেখ করেই তিনি শুনানি মুলতবি করে দেন বলেই দাবি করা হয়েছে। স্পিকার এমন সিদ্ধান্ত নেওয়ায় ২১ ডিসেম্বর পর্যন্ত পিএসি-র চেয়ারম্যান পদে থাকতে পারবেন মুকুল।
রাজ্যে সীমান্তরক্ষী বাহিনীর নজরদারির সীমানা বৃদ্ধি, সীমান্ত সংলগ্ন জেলাগুলোর সুরক্ষা বৃদ্ধি ইত্যাদি নিয়ে শুক্রবারই বৈঠকে করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা । তার আগে কোচবিহারের সিতাইয়ের সাতভাণ্ডারি এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। গুলিতে নিহত দুই । গোরু পাচারের সময় গুলি চালানো হয় এবং পাচারকারিদের মারে এক জওয়ান আহত হয়েছেন বলে বিএসএফ সূত্রে খবর। বৃহস্পতিবার রাতে গুলি চালানোর ঘটনাটি ঘটে। মৃত ভারতীয়ের নাম প্রকাশ বর্মন। তার মাথায় গুলি লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিএসএফের দাবি, বৃহস্পতিবার রাত ৩টে নাগাদ বাংলাদেশের দিক থেকে কয়েকজন দুষ্কৃতী ভারতে গোরু পাচারের চেষ্টা করে। জওয়ানরা প্রথমে তাঁদের হুঁশিয়ারি দেন। ফিরে যেতে বলেন। কিন্তু বিএসএফের হুঁশিয়ারিতে কর্ণপাত করেনি দুষ্কৃতীরা। তাদের আটকাতে প্রাথমিকভাবে নন লিথেল অস্ত্র ব্যবহার করে সীমান্তরক্ষী বাহিনী। উল্টে দুষ্কৃতীরা বাহিনীর উপর চড়াও হয়। প্রাণ বাঁচাতে বিএসএফ জওয়ানার দুষ্কৃতীদের উদ্দেশ্য শূন্যে গুলি চালায়। পরে সীমান্ত থেকে দুটি অজ্ঞাত দুষ্কৃতীরা দেহ উদ্ধার হয়। শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় দিনহাটা এবং সিতাই থানার পুলিশ। যান বিএসএফ-এর আধিকারিকরা। ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত।
মেষ/ARIES: বেহিসাবিখরচ করতে পারেন।বৃষ/TAURUS: বিহ্বলতা ভাব হতে পারে।মিথুন/GEMINI: আজ কলানুশীলন করতে পারেন।কর্কট/CANCER: সত্যি কথা বলায় শত্রু বৃদ্ধি পেতে পারে।সিংহ/LEO: হঠকারিতায় ক্ষতি হতে পারে।কন্যা/VIRGO: অভাব-অনটনে পড়তে পারেন।তুলা/ LIBRA: মামলায় জয় হতে পারে।বৃশ্চিক/Scorpio: বন্ধুর সহায়তা লাভ করতে পারেন।ধনু/SAGITTARIUS: হৃদরোগে কষ্ট পেতে পারেন।মকর/CAPRICORN: সাংবাদিকদের জন্য শুভ।কুম্ভ/AQUARIUS: চাকরীক্ষেত্রে দায়িত্ববৃদ্ধি।মীন/ PISCES: শোকাভিভূত থাকতে পারেন।
মেষ/ARIES: অপসারিত হতে পারেন।বৃষ/TAURUS: বিপদমুক্ত হতে পারেন আজ।মিথুন/GEMINI: আজ সমস্যার সমাধান হতে পারে।কর্কট/CANCER: পিতৃবিরোধ করতে পারেন।সিংহ/LEO: আজ গৌরববৃদ্ধি পেতে পারে।কন্যা/VIRGO: পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।তুলা/ LIBRA: রাজনৈতিক সংঘর্ষে জড়িয়ে পড়তে পারেন।বৃশ্চিক/Scorpio: গোপন কথা ফাঁস হয়ে যেতে পারে।ধনু/SAGITTARIUS: সহকারী বিরোধ হতে পারে।মকর/CAPRICORN: ভোগবিলাস করতে পারেন।কুম্ভ/AQUARIUS: যাত্রায় বাধা হতে পারে।মীন/ PISCES: প্রণয়াসক্তি জন্মাতে পারে।
মেষ/ARIES: কাজে অনিহা দেখা দিতে পারে।বৃষ/TAURUS: অসাধুতায় ফেঁসে যেতে পারেন।মিথুন/GEMINI: তিক্ততা বৃদ্ধি পেতে পারে।কর্কট/CANCER: সঙ্গীতে সুখ্যাতি লাভ করতে পারেন।সিংহ/LEO: প্রসন্নতালাভ করতে পারেন।কন্যা/VIRGO: আজ প্রাপ্তিযোগ রয়েছে।তুলা/ LIBRA: সায়েন্স চর্চায় সাফল্য।বৃশ্চিক/Scorpio: আজ অপযশ হতে পারে।ধনু/SAGITTARIUS: সমাজসেবায় ব্যস্ত থাকতে পারেন।মকর/CAPRICORN: সার্বিক উন্নতি করতে পারেন।কুম্ভ/AQUARIUS: অসাবধানতায় রোগ বৃদ্ধি পেতে পারে।মীন/ PISCES: তর্ক-বিবাদে জড়িয়ে পড়তে পারেন।
মেষ/ARIES: মামলায় জড়িয়ে পড়তে পারেন।বৃষ/TAURUS: পথ দুর্ঘটনা হতে পারে।মিথুন/GEMINI: পরিকল্পনা সফল হতে পারে।কর্কট/CANCER: আর্থিক চিন্তা হতে পারে।সিংহ/LEO: সৎকাজে ব্যয় করতে পারেন।কন্যা/VIRGO: মানসিক অবসাদে ভুগতে পারেন।তুলা/ LIBRA: রাজনৈতিক সংঘর্ষে জড়িয়ে পড়তে পারেন।বৃশ্চিক/Scorpio: সাফল্য লাভ করতে পারেন।ধনু/SAGITTARIUS: শিক্ষাক্ষেত্রে ব্যাঘাত ঘটতে পারে।মকর/CAPRICORN: চিকিৎসা বিভ্রাট।কুম্ভ/AQUARIUS: বিলাসিতা করতে পারেন।মীন/ PISCES: আত্মতৃপ্তি ভোগ করতে পারেন।
টি২০ ক্রিকেটে ভারতীয় দলের আর্ম ব্যান্ড হাতে আর মাঠে নেতৃত্ব দিতে দেখা যাবে না বিরাট কোহলিকে। বিশ্বকাপে নামিবিয়ার বিরুদ্ধে ক্যাপ্টেন হিসেবে কোহলির ছিল শেষ ম্যাচ। কোচ হিসেবে রবি শাস্ত্রীরও এটাই ছিল শেষ ম্যাচ। শাস্ত্রীকোহলি জুটির সেরা সাফল্য ইংল্যান্ডের মাটিতে ও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়। তার মধ্যে অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাটেতে দুদুবার টেস্ট সিরিজে হারিয়েছে ভারত। তবে আসল জায়গায় ব্যর্থ। আইসিসির কোনও প্রতিযোগিতায় দেশকে চ্যাম্পিয়ন করতে পারেনি এই জুটি। এক ঝলকে দেখে নেওয়া যাক অধিনায়ক হিসেবে বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রীর পরিসংখ্যান। ২০১৭ সালে মহেন্দ্র সিং ধোনির হাত থেকে টি২০ ক্রিকেটে দেশের দায়িত্ব তুলে নেন বিরাট কোহলি। তারপর থেকে তিনি দেশকে নেতৃত্ব দিয়েছেন ৫০টি টি২০ ম্যাচে। সোমবার বিশ্বকাপে নামিবিয়ার বিরুদ্ধেই কোহলির ছিল অধিনায়ক হিসেবে ৫০ তম ম্যাচ। ৫০ তম ম্যাচে দলকে জয় এনে দিলেও বিশ্বকাপে ব্যর্থতার তকমা গায়ে সেঁটেই নেতৃত্ব থেকে সরে যেতে হল কোহলিকে। দেশকে ৫০টি টি২০ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৩০টিতে জয় এনে দিয়েছেন কোহলি। হেরেছেন ১৬টিতে। ২টি ম্যাচ টাই হয়েছে। আর ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। কোহলির পূর্বসূরী মহেন্দ্র সিং ধোনি দেশকে নেতৃত্ব দিয়েছিলেন ৭২ ম্যাচে। জিতেছিলেন ৪১টি ম্যাচ। ২৮টি ম্যাচে হারতে হয়েছিল। ১ট ম্যাচ টাই, ২টি ম্যাচে কোনও ফলাফল হয়নি। অধিনায়ক হিসেবে বিরাট কোহলি ৫০টি টি২০ ম্যাচে রান করেছেন ১৫৭০। নামিবিয়ার বিরুদ্ধে অধিনায়ক হিসেবে জীবনের শেষ টি২০ ম্যাচে ব্যাট হাতে মাঠে নামেননি কোহলি। টি২০ ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারী অধিনায়কদের মধ্যে চতুর্থ স্থানে রয়েছেন তিনি। তবে অধিনায়ক হিসেবে দ্রুততম ১ হাজার টি২০ রানের মালিক বিরাট কোহলি। মাত্র ৩০টি ইনিংসে তিনি এই মাইলস্টোনে পৌঁছেছিলেন। অধিনায়ক হিসেবে সর্বাধিক হাফ সেঞ্চুরির মালিক ছিলেন কোহলি। এই বিশ্বকাপে তাঁকে টপকে গেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম, অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও নিউজিল্যানন্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। পাকিস্তান, বাংলাদেশ বাদে সব টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে টি২০ সিরিজ জেতারও নজির রয়েছে বিরাট কোহলির। আন্তর্জাতিক ক্রিকেটে আর জুটি হিসেবে দেখা যাবে না অধিনায়ক বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রীকে। কোচ হিসেবে শাস্ত্রীর জমানায় ভারত ৪৩টি টেস্ট খেলেছে। জিতেছে ২৫টি এবং হেরেছে ১৩টিতে। একদিনের ক্রিকেটে ৭৬টি ম্যাচের মধ্যে ভারত জিতেছে ৫১টিতে, হেরেছে ২২টি। টি২০ ক্রিকেটে ৬৪টি ম্যাচে ভারতকে কোচিং করিয়েছেন শাস্ত্রী। জয় এসেছে ৪২টিতে এবং হার ১৮টিতে।
টি২০ বিশ্বকাপে ভারত সেমিফাইনালে উঠতে না পারায় ফুঁসছে গোটা দেশ। ক্রিকেটপ্রেমীরা থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটার, প্রত্যেকেই হতাশ। ভারতের বিপর্যয় নিয়ে তর্কবিতর্ক চলছে। শুরু হয়েছে সমালোচনা। বিরাট কোহলিদের বিদায়ে গর্জে উঠেছেন প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক কপিলদেব। তাঁর মতে, দেশের হয়ে খেলার চেয়েও ক্রিকেটাররা আইপিএলকে বেশি অগ্রাধিকার দিয়েছে। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কপিলদেব বলেছেন, ক্রিকেটাররা যদি দেশের হয়ে খেলার চেয়ে আইপিএলকে বেশি প্রাধান্য দেয়, তখন আমরা কী বলত পারি? ক্রিকেটারদের তাদের দেশের হয়ে খেলার জন্য অবশ্যই গর্বিত হওয়া উচিত। আমি ক্রিকেটারদের আর্থিক অবস্থা সম্পর্কে জানি না তাই বেশি কিছু বলতে পারছি না। তিনি আরও বলেন, আমি মনে করি প্রথমে দেশের হয়ে খেলাটাই প্রাধান্য পাওয়া উচিত। তারপর ফ্র্যাঞ্চাইজি হয়ে খেলা। আমি বলছি না যে ক্রিকেটাররা আইপিএলে খেলবে না। বেশ কয়েকজন ক্রিকেটার দেশের হয়ে খেলাটাকে বেশি গুরুত্ব দেয় না, আইপিএলে খেলাটাকেই বেশি প্রাধান্য দেয়। ভারতীয় ক্রিকেট বোর্ডকে বিষয়টি দেখতে হবে। এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব আরও ভালভাবে পরিকল্পনা করে দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। এই টি২০ বিশ্বকাপে আমরা যে ভুল করেছি তার পুনরাবৃত্তি যেন না হয়, সেটাই হবে আমাদের কাছে বড় শিক্ষা। পরের বছরই আবার বসবে টি২০ বিশ্বকাপের আআসর। কপিলদেব মনে করেন, ভারতীয় ক্রিকেট বোর্ড ও ভারতীয় ক্রিকেট দলের উচিত পরের বিশ্বকাপের জন্য এখন থেকেই পরিকল্পনা শুরু করা। প্রাক্তন এই বিশ্বজয়ী অধিনায়ক বলেন, এখন ভবিষ্যতের দিকে তাকানোর সময়। এখন থেকেই ভবিষ্যতের পরিকল্পনা শুরু করা উচিত। এমন নয় যে বিশ্বকাপ শেষ হয়েছে মানেই ভারতীয় দলের ক্রিকেটও শেষ হয়ে গেছে। বসে না থেকে এখন থেকেই পরিকল্পনা করুক। আইপিএলের পরপরই বিশ্বকাপ শুরু হয়েছে। ক্রিকেটাররা একেবারেই বিশ্রাম পায়নি। এই বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডেরও সমালোচনা করতে দ্বিধা করেননি কপিলদেব। তিনি বলেন, আমি মনে করি আইপিএল এবং টি২০ বিশ্বকাপের মধ্যে কিছুটা ব্যবধান থাকা উচিত ছিল। যাতে ক্রিকেটাররা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার সময় পেত। তবে আমাদের দেশের ক্রিকেটারদের প্রচুর এক্সপোজার রয়েছে। ক্রিকেটাররা তার সঠিক প্রয়োগ করতে পারেনি। প্রত্যেক ক্রিকেটারের উচিত এই ব্যর্থতার দায় নেওয়া। প্রসঙ্গত উল্লেখ্য ২০১২ সালের পর এই প্রথম আইসিসির কোনও প্রতিযোগিতা থেকে ভারত এত তাড়াতাড়ি বিদায় নিয়েছে।