মেষ/ARIES: আঘাত পেতে পারেন।বৃষ/TAURUS: দেহপীড়া হতে পারে।মিথুন/GEMINI: ঋণপরিশোধ করতে পারেন।কর্কট/CANCER: প্রশিক্ষণে সাফল্য আসতে পারে।সিংহ/LEO: দ্বিমুখী আয়ের সুযোগ আসতে পারে।কন্যা/VIRGO: ক্ষতির আশঙ্কা রয়েছে।তুলা/ LIBRA: কর্মে অগ্রগতি হতে পারে।বৃশ্চিক/Scorpio: প্রতিপ্রত্তি লাভ করতে পারেন।ধনু/SAGITTARIUS: নতিস্বীকার করতে পারেন।মকর/CAPRICORN: অবৈধ প্রণয়ে জড়িয়ে পড়তে পারেন।কুম্ভ/AQUARIUS: বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন।মীন/ PISCES: পাওনা থেকে বঞ্চিত হতে পারেন।
টেস্ট সিরিজে পিছিয়ে থেকে দুর্দান্ত জয় তুলে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। একদিনের সিরিজে ভারতকে কোনও সুযোগই দিল না। প্রথম একদিনের ম্যাচে ৩১ রানে জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল। দ্বিতীয় একদিনের ম্যাচে ৭ উইকেটে হারিয়ে একম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা। ২০১৮ সালে ঘরের মাঠে একদিনের সিরিজ হারের মধুর প্রতিশোধ নিল প্রোটিয়ারা।পার্লের বোল্যান্ড পার্কে দ্বিতীয় একদিনের ম্যাচে টস ভাগ্য অবশ্য সহায় হয়েছিল লোকেশ রাহুলের। আগের ম্যাচে পরে ব্যাট করতে গিয়ে মন্থর উইকেটে সমস্যা হয়েছিল। সেকথা মাথায় রেখে এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন লোকেশ রাহুল। ভাল শুরু করেছিলেন ভারতীয় দলের দুই ওপেনার রাহুল ও শিখর ধাওয়ান। ওপেনিং জুটিতে ওঠে ৬৩। এরপরই ছন্দপতন। ৩৮ বলে ২৯ রান করে এইডেন মার্করামের বলে আউট হন শিখর ধাওয়ান। পরের ওভারেই বিরাট কোহলিকে (০) তুলে নেন কেশব মহারাজ। ভারত হারলেও এদিন বীরেন্দ্র শেহবাগের রেকর্ড স্পর্শ করলেন বিরাট কোহলি। বীরেন্দ্র শেহবাগ ৩৭৪টি আন্তর্জাতিক ম্যাচে ৩১ বার শূন্যে আউট হয়েছিলেন। বিরাট কোহলি নিজের ৪৫০তম আন্তর্জাতিক ম্যাচে শেহবাগের সেই রেকর্ড স্পর্শ করলেন। শেহবাগ টেস্টে ১৬ বার, একদিনের আন্তর্জাতিকে ১৪ বার এবং টি ২০ আন্তর্জাতিকে একবার শূন্যে আউট হয়েছেন। ফলে বিরাট এদিন একদিনের আন্তর্জাতিকে শেহবাগের ১৪ বার শূন্য রানে আউট হওয়ার নজির স্পর্শ করলেন।এক ওভারের ব্যবধানে পরপর দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। অধিনায়ক লোকেশ রাহুল ও ঋষভ পন্থের চওড়া ব্যাট ভারতকে চাপ থেকে বার করে নিয়ে আসে। জুটিতে ওঠে ১১৫ রান। জুটি ভাঙেন সিসান্দা মাগালা। তুলে নেন লোকেশ রাহুলকে। ৭৯ বলে ৫৫ রান করে আউট হন রাহুল। পরের ওভারেই তাবরেজ সামসির বলে আউট হন ঋষভ পন্থ। ৭১ বলে তিনি করে ৮৫। এটাই ঋষভের একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান। পরপর দুটি উইকেট হারিয়ে আবার চাপে পড়ে যায় ভারত রান তোলার গতিও কমে যায়। এর মাঝেই ৩৬.৫ ওভারের মাথায় আউট হন শ্রেয়স আয়ার (১১)। ভারতের রান তখন ২০৭/৫। ভেঙ্কটেশ আয়ার ৩৩ বলে ২২ রান করে আউট হন। শার্দূল ঠাকুর (৩৮ বলে অপরাজিত ৪০) ও রবিচন্দ্রন অশ্বিনের (২৪ বলে অপরাজিত ২৫) সৌজন্যে ৫০ ওভারে ২৮৭/৬ রানে পৌঁছয় ভারত। তাবরেজ সামসি ৯ ওভারে ৫৭ রানে ২টি, কেশব মহারাজ ৯ ওভারে ৫২ রানে ১টি, এইডেন মার্করাম ৮ ওভারে ৩৪ রানে ১টি, সিসান্ডা মাগালা ৮ ওভারে ৬৪ রানে ১টি, ফেলুকায়ো ৮ ওভারে ৪৪ রান দিয়ে ১ উইকেট নেন।জয়ের জন্য ২৮৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিলেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার জানেমান মালান ও কুইন্টন ডিকক। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও এদিন ভারতীয় বোলারদের কোনও সুযোগই দেননি। যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমারদের ওপর চূড়ান্ত দাপট দেখিয়ে ওপেনিং জুটিতে মালান ও ডিকক তোলেন ১৩২। শার্দূল ঠাকুর এসে জুটি ভাঙেন। তুলে নেন ডিকককে। ৬৬ বলে ৭৮ রান করে আউট হন ডিকক। ডিকক ফিরে গেলেও চাপে পড়েনি দক্ষিণ আফ্রিকা। জানেমান মালামনের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক তেম্বা বাভুমা। দলের ২১২ রানের মাথায় যশপ্রীত বুমরার বল ব্যাটের ভিতরের দিকে কানায় লাগিয়ে আউট হন জানেমান মালান। ১০৮ বলে ৯১ রান করেন তিনি। পরের ওভারেই যুজবেন্দ্র চাহালের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে আউট হন বাভুমা (৩৬ বলে ৩৫)। উইকেটে জমে যাওয়া দুই ব্যাটারকে পরপর দুওভারে তুলে নিয়েও দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলতে পারেনি ভারত। ধীরে ধীরে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান এইডেন মার্করাম (৪১ বলে অপরাজিত ৩৭) ও রাসি ভ্যান ডার ডুসেন (৩৮ বলে অপরাজিত ৩৭)। ৪৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮৮ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে যশপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহাল ও শার্দূল ঠাকুর ১টি করে উইকেট নেন।
মেষ/ARIES: ক্রমোন্নতি হতে পারে।বৃষ/TAURUS: ভোগবিলাস করতে পারেন।মিথুন/GEMINI: শ্রীবৃদ্ধি হতে পারে।কর্কট/CANCER: অর্থাভাব দেখা দিতে পারে।সিংহ/LEO: অংশীদারীতে লাভ হতে পারে।কন্যা/VIRGO: নৈতিক অবনতি হতে পারে।তুলা/ LIBRA: বিতৃষ্ণা জন্মাতে পারে।বৃশ্চিক/Scorpio: উচ্চাকাঙ্খা দেখা দিতে পারে।ধনু/SAGITTARIUS: স্বজনবিয়োগ হতে পারে।মকর/CAPRICORN: চিত্তবিক্ষেপ হতে পারে।কুম্ভ/AQUARIUS: নতুন প্রচেষ্টা করতে পারেন।মীন/ PISCES: অগ্নিদ্বারা ক্ষতি হতে পারে।
মেষ/ARIES: সন্তানের সাফল্য ভোগ করতে পারেন।বৃষ/TAURUS: আশাপূরণ হতে পারে।মিথুন/GEMINI: ধনাগম হতে পারে।কর্কট/CANCER: অসৎসঙ্গে ক্ষতি হতে পারে।সিংহ/LEO: আয়বৃদ্ধি হতে পারে।কন্যা/VIRGO: রক্তচাপে কষ্ট পেতে পারেন।তুলা/ LIBRA: গৃহ সমস্যা দেখা দিতে পারে।বৃশ্চিক/Scorpio: পদোন্নতির সুযোগ আসতে পারে।ধনু/SAGITTARIUS: স্বরভঙ্গ হতে পারে।মকর/CAPRICORN: অসন্তোষ প্রকাশ করতে পারেন।কুম্ভ/AQUARIUS: অবসাদের শিকার হতে পারেন।মীন/ PISCES: রাজনৈতিক বিবাদে জড়িয়ে পড়তে পারেন।
মেষ/ARIES: পিতৃবিরোধ করতে পারেন।বৃষ/TAURUS: চাকরির সম্ভাবনা রয়েছে। মিথুন/GEMINI: গীতবাদ্যানুরাগ হতে পারে।কর্কট/CANCER: মিত্রস্নেহ দেখা দিতে পারে।সিংহ/LEO: সদগুরুর সন্ধান পেতে পারেন।কন্যা/VIRGO: হঠাৎ প্রাপ্তি হতে পারে।তুলা/ LIBRA: রোগব্যাধী হতে পারে।বৃশ্চিক/Scorpio: সহায়তা লাভ করতে পারেন।ধনু/SAGITTARIUS: ক্রীড়ায় সাফল্য আসতে পারে।মকর/CAPRICORN: কর্মে সাফল্য আসতে পারে।কুম্ভ/AQUARIUS: অতিথি সমাগম হতে পারে।মীন/ PISCES: অর্থদণ্ড হতে পারে।
মেষ/ARIES: চঞ্চলতা বাড়তে পারে।বৃষ/TAURUS: প্রণয়ভঙ্গ হতে পারে।মিথুন/GEMINI: কাজে অনিহা দেখা দিতে পারে।কর্কট/CANCER: সৎকাজে ব্যয় করতে পারেন।সিংহ/LEO: উদরপীড়ায় কষ্ট পেতে পারেন।কন্যা/VIRGO: ঋণযোগ হতে পারে।তুলা/ LIBRA: বিষন্নতা দেখা দিতে পারে।বৃশ্চিক/Scorpio: দাম্পত্য সুখ পেতে পারেন।ধনু/SAGITTARIUS: নির্ভীকতা প্রদর্শন করতে পারেন।মকর/CAPRICORN: হতাশা দেখা দিতে পারে।কুম্ভ/AQUARIUS: অশান্তির আশঙ্কা রয়েছে।মীন/ PISCES: মেধার বিকাশ হতে পারে।
মেষ/ARIES: কর্মে ক্ষতি হতে পারে।বৃষ/TAURUS: সুপরামর্শে লাভ হতে পারে।মিথুন/GEMINI: সমস্যায় জড়িয়ে পড়তে পারেন।কর্কট/CANCER: অর্শাদিপীড়া হতে পারে।সিংহ/LEO: ভাবপ্রবণতায় ক্ষতি হতে পারে।কন্যা/VIRGO: প্রণয়াসক্তি হতে পারে।তুলা/ LIBRA: সন্তানে পীড়া দিতে পারে।বৃশ্চিক/Scorpio: জলপথে বিপদ হতে পারে।ধনু/SAGITTARIUS: সঞ্চয় থেকে লাভ হতে পারে।মকর/CAPRICORN: অর্থপ্রাপ্তিতে বিঘ্ন ঘটতে পারে।কুম্ভ/AQUARIUS: অপবাদ পেতে পারেন।মীন/ PISCES: মনোমালিন্য হতে পারে।
বুধবার থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে মাঠে নামছে ভারত। এই সিরিজেই একদিনের ক্রিকেটে নেতা হিসেবে অভিষেক হওয়ার কথা ছিল রোহিত শর্মার। একদিনের সিরিজে পার্লের বোল্যান্ড পার্কে ভারতীয় দল যখন অনুশীলনে ব্যস্ত, মাঠে ফেরার লক্ষ্যে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে লড়াই চালাচ্ছেন রোহিত। আপাতত চোট থেকে অনেকটাই সেরে উঠেছেন। ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আর্ম ব্যান্ড হাতে তাঁকে বাইশ গজে দেখার সম্ভাবনা প্রবল। দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাওয়ার আগে মুম্বইয়ে প্রস্তুতি নিচ্ছিলেন রোহিত। অনুশীলনের সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান। চোটের জন্য দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে যান। তাঁর পরিবর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ক্রিকেটের নেতৃত্ব তুলে দেওয়া হয় লোকেশ রাহুলের হাতে। আর সহঅধিনায়ক করা হয় যশপ্রীত বুমরাকে। ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা সফরে রওনা হওয়ার পর রোহিত শর্মার ঠাঁই হয় জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। সেখানেই তাঁর রিহ্যাব চলছে। অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন ভারতীয় দলের এই ওপেনার।৬ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু। তার আগেই রোহিত পুরো ফিট হয়ে যাবেন বলে মনে করছেন ভারতীয় বোর্ডের কর্তারা। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রোহিতের রিহ্যাব প্রক্রিয়া দারুণভাবে হচ্ছে। ৬ ফেব্রুয়ারি আমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু। হাতে এখনও প্রায় ৩ সপ্তাহ সময় আছে। আশা করছি তার আগেই রোহিত সম্পূর্ণ ফিট হয়ে যাবে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগে রোহিতকে ফিটনেস টেস্ট দিতে হবে। যদি বোর্ডের ফিজিও মনে করেন রোহিত পুরো ফিট রয়েছেন, তবেই তিনি সিরিজে খেলতে পারবেন।
মেষ/ARIES: প্রতিষ্ঠালাভ করতে পারেন।বৃষ/TAURUS: উৎসাহান্বিত হতে পারেন।মিথুন/GEMINI: শ্রমিক বিরোধ হতে পারে।কর্কট/CANCER: চিকিৎসায় সাফল্য আসবে।সিংহ/LEO: বিবাহের যোগাযোগ হতে পারে।কন্যা/VIRGO: পত্নীবিরোহ হতে পারে।তুলা/ LIBRA: সুখকর বদলি হতে পারে।বৃশ্চিক/Scorpio: সংসারে অশান্তি হতে পারে।ধনু/SAGITTARIUS: আর্থিক শ্রীবৃদ্ধি হতে পারে।মকর/CAPRICORN: প্রেমে বিঘ্ন ঘটতে পারে।কুম্ভ/AQUARIUS: সংঘর্ষে জড়িয়ে পড়তে পারেন।মীন/ PISCES: পুরস্কার পেতে পারেন।
মেষ/ARIES: মাতৃবিরোধ করতে পারেন।বৃষ/TAURUS: ধর্মাচরণে শান্তি পেতে পারেন।মিথুন/GEMINI: পরোপকারে ক্ষতি হতে পারে।কর্কট/CANCER: পদোন্নতিতে বাধা পেতে পারেন।সিংহ/LEO: বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন।কন্যা/VIRGO: কলানুশীলন করতে পারেন।তুলা/ LIBRA: কাঙ্খিত বস্তু পেতে পারেন।বৃশ্চিক/Scorpio: পরীক্ষায় সাফল্য পেতে পারেন।ধনু/SAGITTARIUS: পাওনা থেকে বঞ্চিত হতে পারেন।মকর/CAPRICORN: পরগৃহে বাস করতে পারেন।কুম্ভ/AQUARIUS: বিপদের আশঙ্কা রয়েছে।মীন/ PISCES: সমস্যার সমাধান হবে।
মেষ/ARIES: সৎকাজে ব্যয় করতে পারেন।বৃষ/TAURUS: সঞ্চয়বৃদ্ধি করতে পারেন।মিথুন/GEMINI: বিরোধিতা করতে পারেন।কর্কট/CANCER: মর্যাদালাভ করতে পারেন।সিংহ/LEO: সমস্যায় জড়িয়ে পড়তে পারেন।কন্যা/VIRGO: বাড়িতে চুরির সম্ভাবনা রয়েছে।তুলা/ LIBRA: বাসনা পূরণ হতে পারে।বৃশ্চিক/Scorpio: চাকরির সুযোগ আসতে পারে।ধনু/SAGITTARIUS: উৎকণ্ঠা বৃদ্ধি পেতে পারে।মকর/CAPRICORN: অর্শাদিপীড়া হতে পারে।কুম্ভ/AQUARIUS: শ্রীবৃদ্ধি পেতে পারে।মীন/ PISCES: মন চঞ্চল হতে পারে।
সিডনি টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করে চমক দিয়েছিলেন উসমান খোয়াজা। পুরস্কার স্বরূপ ব্যাটিং অর্ডারে তাঁকে তুলে নিয়ে এসেছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু ডেভিড ওয়ার্নারের সঙ্গে দীর্ঘদিন পর ওপেন করতে নেমে ব্যর্থ উসমান খোয়াজা। তা সত্ত্বেও অ্যাশেজের পঞ্চম টেস্ট জমিয়ে দিলেন ট্রেভিস হেড। তাঁর দুরন্ত সেঞ্চুরির সুবাদে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে মান বাঁচাল অস্ট্রেলিয়া। দিনের শেষে অসিরা তুলেছে ৬ উইকেটে ২৪১।আরও পড়ুনঃ ইতিহাস তৈরি করতে ব্যর্থ কোহলিরা, ভারত নেমে গেল পাঁচেইতিমধ্যেই ব্রিসবেন, অ্যাডিলেড ও মেলবোর্ন টেস্ট জিতে অ্যাশেজ দখল করেছে অস্ট্রেলিয়া। সিডনি টেস্ট ড্র হওয়ায় ইংল্যান্ডের হোয়াইট ওয়াশের সম্ভাবনা শেষ। হোবার্টে জিতে সিরিজ ৪০ করতে মরিয়া অস্ট্রেলিয়া। শুক্রবার টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার দুই ওপেনার রান পাননি। ডেভিড ওয়ার্নার ০ ও উসমান খোয়াজা ৬ রানে আউট হন। স্টিভ স্মিথও ফেরেন ০ রানেই। ৯.৫ ওভারে ১২ রানে ৩ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। মার্নাস লাবুশানে ও ট্রেভিস হেড চতুর্থ উইকেটে ৭১ রান যোগ করেন। ৫৩ বলে ৪৪ রান করে স্টুয়ার্ট ব্রডের বলে আউট হন লাবুশানে।আরও পড়ুনঃ নাইট রাইডার্সে ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচএরপর অস্ট্রেলিয়াকে টেনে নিয়ে যান ট্রেভিস হেড ও ক্যামেরন গ্রিন। জুটিতে ওঠে ১২১। হেড ১০১ রান করে আউট হন। ক্যামেরন গ্রিন করেন ৭৪। চা বিরতির কিছুক্ষণ পর বৃষ্টি নামে। তারপর আর খেলা শুরু হয়নি। অ্যালেক্স ক্যারি ১০ ও মিচেল স্টার্ক ০ রানে অপরাজিত রয়েছেন।
প্রদীপ্ত ভট্টাচার্যের প্রথম ওয়েব সিরিজ বিরহী উরিবাবা ওটিটি প্ল্যাটফর্মে বেশ জনপ্রিয়তা পেয়েছে। তাঁর ভাবনার ফসল এবার ঝালাগান-পালাগান। প্রদীপ্ত ভট্টাচার্যের হাত ধরে বাংলার ঐতিহ্য কবির লড়াই আবার ফিরে আসছে। পরিচালনায় রয়েছেন অরুনাভ মিত্র এবং নিলয় সমীরণ নন্দী। সঙ্গীত পরিচালনায় সাত্যকি বন্দ্যোপাধ্যায়, গানের কথা দীপাংশু আচার্যের। সম্পাদনার দায়িত্ব সামলেছেন অরুণাভ মিত্র ও প্রদীপ্ত ভট্টাচার্য।র্যাপ, হার্ড রক, কীর্তন, বাংলা আধুনিক গান, হিন্দি গানের সংমিশ্রণ এই ঝালাগান-পালাগান। পুরোটা শুট হয়েছে তেহট্ট তে। ভূমিকা, তরজা, খেউর, সিদ্ধান্ত এইভাবে সিরিজটাকে ভাগ করা হয়েছে। অভিনয়ে রয়েছেন শ্রাবন্তী ভট্টাচার্য, অমিত সাহা, সায়ন ঘোষ, বিশ্বাবসু বিশ্বাস, শতাক্ষী নন্দী, সোমনাথ পাল, শ্রেয়া ভট্টাচার্য, রূপায়ণ মণ্ডল, ভিকি, জয়ন্ত মুখার্জি, স্বাধীনা চক্রবর্তী, বাসুদেব হালদার ও নিলয় সমীরণ নন্দী।গত ৯ জানুয়ারি থেকে উরিবাবা তে এই সিরিজ দেখা যাচ্ছে। প্রথম এপিসোড উত্তম- সৌমিত্র ইতিমধ্যে দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে।
মেষ/ARIES: বঞ্চনায় হতাশা আসতে পারে।বৃষ/TAURUS: গবেষণায় বিঘ্ন ঘটতে পারে।মিথুন/GEMINI: প্রতারিত হতে পারেন।কর্কট/CANCER: মানসিক শান্তি পেতে পারেন।সিংহ/LEO: প্রলোভনে ক্ষতি হতে পারে।কন্যা/VIRGO: দ্বি-মুখী আয় হতে পারে।তুলা/ LIBRA: আশাতীত লাভ হতে পারে।বৃশ্চিক/Scorpio: মনোমালিন্য হতে পারে।ধনু/SAGITTARIUS: আগুন থেকে বিপদ হতে পারে।মকর/CAPRICORN: আঘাত পেতে পারেন।কুম্ভ/AQUARIUS: ব্যবসায় সাফল্য আসতে পারে।মীন/ PISCES: নৈতিক জয় হতে পারে।
মেষ/ARIES: অহেতুক চিন্তা করতে পারেন।বৃষ/TAURUS: মানসিক পরিবর্তন হতে পারে।মিথুন/GEMINI: শেয়ার ব্যবসায় ক্ষতি হতে পারে।কর্কট/CANCER: প্রশিক্ষণে সাফল্য লাভ করতে পারেন।সিংহ/LEO: হজমের গণ্ডগোল হতে পারে।কন্যা/VIRGO: শরিকি দ্বন্দ্ব হতে পারে।তুলা/ LIBRA: শুভ প্রয়াস করতে পারেন।বৃশ্চিক/Scorpio: দৈহিক দুর্বলতা হতে পারে।ধনু/SAGITTARIUS: রত্নধারণে ধনলাভ করতে পারেন।মকর/CAPRICORN: কর্ম পরিবর্তন করতে পারেন। কুম্ভ/AQUARIUS: বন্ধু বিরোধ হতে পারে।মীন/ PISCES: দায়িত্ব বৃদ্ধি পেতে পারে।
অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহেওয়ালকে নিয়ে অশ্লীল ও যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন অভিনেতা সিদ্ধার্থ। যার জেরে গত দু-দিন ধরে সোশ্যাল মিডিয়ার ব্যাপক রোষের মুখে রং দে বসন্তি তে করণ সিংহানিয়ার চরিত্রে অভিনয় করা এই তারকা। এই তামিল অভিনেতার বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনে আইনি পদক্ষেপও গ্রহণ করেছে। বিতর্ক কমাতে সোশ্যাল মিডিয়াকে বেছে নিলেন সিদ্ধার্থ। টুইটারের মাধ্যমে সাইনার কাছে ক্ষমা চাইলেন সিদ্ধার্থ।Dear @NSaina pic.twitter.com/plkqxVKVxY Siddharth (@Actor_Siddharth) January 11, 2022চিঠিতে সিদ্ধার্থ লেখেন- আপনি সর্বদা আমার চ্যাম্পিয়ন থাকবেন। প্রিয় সাইনা, আপনার একটি টুইটের প্রতিক্রিয়ায় আমি যে অভদ্র রসিকতা করেছি তার জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। আমি আপনার সঙ্গে অনেক বিষয়ে দ্বিমত পোষণ করতে পারি। তবে আমি আপনার টুইটটি যখন পড়ি তখন আমার হতাশা বা রাগও আমার বলা কথাকে মান্যতা দিতে পারে না। আমি জানি, আমার মধ্যে তার চেয়ে বেশি বিনম্রতা আছে।
মেষ/ARIES: সম্পর্কের উন্নতি হতে পারে।বৃষ/TAURUS: ক্লান্তিবোধ আসতে পারে।মিথুন/GEMINI: দেহকষ্ট হতে পারে।কর্কট/CANCER: পারিবারিক অশান্তি হতে পারে।সিংহ/LEO: পরনির্ভরতা বৃদ্ধি পেতে পারে।কন্যা/VIRGO: উপদ্রব বৃদ্ধি পেতে পারে।তুলা/ LIBRA: আত্মতৃপ্তি হতে পারে।বৃশ্চিক/Scorpio: প্রাপ্তিযোগ রয়েছে।ধনু/SAGITTARIUS: ব্যাঘাতযোগ রয়েছে আজ।মকর/CAPRICORN: বিদ্যায় সাফল্য আসতে পারে।কুম্ভ/AQUARIUS: কোমরে ব্যথা হতে পারে।মীন/ PISCES: প্রাপ্য টাকা আদায় হতে পারে।
মেষ/ARIES: শুভ যোগাযোগ হতে পারে।বৃষ/TAURUS: পুরস্কার প্রাপ্তি হতে পারে।মিথুন/GEMINI: সংস্থাগত পরিবর্তন হতে পারে।কর্কট/CANCER: কর্মসূত্রে বিদেশ যাত্রা।সিংহ/LEO: ধনাগম হতে পারে।কন্যা/VIRGO: নিরাপত্তার অভাব বোধ করতে পারে।তুলা/ LIBRA: অর্থনাশ হতে পারে।বৃশ্চিক/Scorpio: বিদ্যায় সাফল্য হতে পারে।ধনু/SAGITTARIUS: শুভ সংবাদ পেতে পারেন।মকর/CAPRICORN: ধর্মে আসক্তি হতে পারে।কুম্ভ/AQUARIUS: মাথায় ব্যথা হতে পারে।মীন/ PISCES: চিত্তচাঞ্চল্য হতে পারে।
মেষ/ARIES: সুনামবৃদ্ধি পেতে পারে।বৃষ/TAURUS: প্রেমে আনন্দ পেতে পারেন।মিথুন/GEMINI: পদমর্যাদা বৃদ্ধি পেতে পারে।কর্কট/CANCER: মাতৃস্নেহ লাভ করতে পারেন।সিংহ/LEO: বদলির সম্ভাবনা।কন্যা/VIRGO: মকদ্দমায় হার হতে পারে।তুলা/ LIBRA: উদাসীনতায় ভুগতে পারেন।বৃশ্চিক/Scorpio: শান্তিভঙ্গ হতে পারে।ধনু/SAGITTARIUS: গীতবাদ্যানুরাগ হতে পারে।মকর/CAPRICORN: ভাগ্যোদয় হতে পারে।কুম্ভ/AQUARIUS: পদোন্নতি হতে পারে।মীন/ PISCES: ক্ষতির আশঙ্কা রয়েছে।
মেষ/ARIES: সন্তানের জন্য উদ্বেগ।বৃষ/TAURUS: আতঙ্কিত হতে পারেন।মিথুন/GEMINI: অর্থাপহরণ হতে পারে।কর্কট/CANCER: সঙ্গীতে সুখ্যাতি হতে পারে।সিংহ/LEO: প্রীতিসঙ্গ লাভ করতে পারেন।কন্যা/VIRGO: সৎকাজে ব্যয় করতে পারেন।তুলা/ LIBRA: চোরের ভয় হতে পারে।বৃশ্চিক/Scorpio: লাভবান হতে পারেন।ধনু/SAGITTARIUS: আশার সঞ্চার হতে পারেন।মকর/CAPRICORN: ব্যবসায় প্রসার ঘটতে পারে।কুম্ভ/AQUARIUS: সাধুসঙ্গে শান্তিলাভ করতে পারেন।মীন/ PISCES: নৈরাশ্যের শিকার হতে পারেন।