মেষ/ ARIES: কাউকে বিশ্বাস করলে ক্ষতি হতে পারে।বৃষ/ TAURUS: ব্যভিচারের শিকার হতে পারেন।মিথুন/ GEMINI : কোনও মনের ইচ্ছাপূরণ হতে পারে। কর্কট/ CANCER : পিতার জন্য শোক হতে পারে।সিংহ/ LEO: মাথার ব্যথায় কষ্ট পেতে পারেন। কন্যা/ VIRGO: মানসিক অশান্তিতে ভুগতে পারেন।তুলা/ LIBRA: কোনও খারাপ খবর পেতে পারেন। বৃশ্চিক/ Scorpio: আজ সঞ্চয় করতে পারেন। ধনু/ SAGITTARIUS: কোনও কারণে ক্রোধের বশবর্তী হতে পারেন। মকর/ CAPRICORN: কোনও মহিলাদ্বারা প্রতারিত হতে পারেন। কুম্ভ/ AQUARIUS: আজ দুর্ভোগের মধ্যে পড়তে পারেন। মীন/ PISCES : দাঁতের সমস্যায় ভুগতে পারেন।
অভিনেত্রী রণিতা দাস। ইষ্টি কুটুম ধারাবাহিকে যার বাহামণির চরিত্র দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। অভিনয়ের পাশাপাশি তিনি প্রেমও করছেন। যার সঙ্গে তার প্রেম সে ও একজন অভিনেতা। নাম সৌপ্তিক চক্রবর্তী। কিন্তু সেই সৌপ্তিক কে ছেড়ে হটাত অভিনেতা ইন্দ্রাশিসের কাছে রণিতা। ব্যাপারটা কেমন গোলমেলে লাগতে পারে। তাহলে কি তাদের ব্রেকআপ হয়ে গেল? না দুজনের ব্রেপআপ হয়নি। বিষয়টা পুরোটাই একটি ওয়েব সিরিজ কেন্দ্রিক। আসল বিষয়টা হল রণিতা এবার ওয়েব সিরিজে আত্মপ্রকাশ করল। যে ওয়েবের নাম খেলা শুরু। ক্লিকের ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল এই ওয়েব সিরিজ। প্রিমিয়ারও হয়ে গেল। এই ওয়েবে পরিচালক হিসাবে ডেবিউ করলেন তার বয়ফ্রেন্ড সৌপ্তিক। স্ক্রিপ্ট লিখেছেন পদ্মনাভ। খেলা শুরু তে রণিতার চরিত্রের নাম শ্রেষ্ঠা। তার বিপরীতে অভিনয় করলেন ইন্দ্রাশিস রায় কে। রণিতা ও ইন্দ্রাশিস ছাড়াও এই ওয়েবে আরও বেশ কয়েকজন রয়েছেন। এরা হলেন অসীম রায়চৌধুরি, রানা বসু ঠাকুর, অমিতাভ আচার্য, শ্রেয়াসিস এবং সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। প্রথমবার ওয়েবে কাজ করার অভিজ্ঞতা বেশ ভালো জানিয়েছেন রণিতা। সৌপ্তিক জানান অনেক পরিশ্রম করে এই ওয়েব সিরিজটা তারা বানিয়েছেন। এখন দর্শকদের থেকে ফিডব্যাকের অপেক্ষায় রয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য ইষ্টি কুটুম ধারাবাহিক করে দর্শকদের মন ছুঁয়েছিলেন রণিতা। এবার নতুন রূপে নতুন প্ল্যাটফর্মে তিনি। ওটিটি রণিতাকে মেগার মতোই ভালবাসায় ভরিয়ে দেয় নাকি সেটাই এখন দেখার।
মেষ/ ARIES: আজ বন্ধুবিরোধ হতে পারে।বৃষ/ TAURUS: শরিকি বিবাদের জড়িয়ে পড়তে পারেন।মিথুন/ GEMINI : মনে অনুতাপ হতে পারে।কর্কট/ CANCER : মনে বিচ্ছেদভয় জন্মাতে পারে। সিংহ/ LEO: আজ বিদ্যানুরাগ হতে পারে। কন্যা/ VIRGO: আগুনের থেকে ভয় হতে পারে। তুলা/ LIBRA: আজ কোনও কারণে মায়ের সঙ্গে বিরোধ বাধতে পারে। বৃশ্চিক/ Scorpio: আজ পরনির্ভরতা দেখা দিতে পারে। ধনু/ SAGITTARIUS: কোনও কারণে বিপদের আশঙ্কা দেখা দিতে পারে।মকর/ CAPRICORN: আজ সৌভাগ্যবৃদ্ধি পেতে পারে। কুম্ভ/ AQUARIUS: পরিশ্রমবৃদ্ধী পেতে পারে কোনও কারণে। মীন/ PISCES : আজ বদলির সম্ভাবনা রয়েছে।
দেব সরকার ও মিলকি ওয়েভস এর প্রযোজনায় ক্লিকের ওয়েব সিরিজ চিক ফ্লিক ২। চিক ফ্লিকের সফলতার পর তারই পার্ট চিক ফ্লিক ২। জয়দীপ ব্যানার্জির পরিচালনায় এখানে অভিনয় করেছেন খরাজ মুখার্জি, শাওলি চট্টোপাধ্যায়, জিনা তরফদার, রাতাশ্রী দত্ত, সায়ন ঘোষ, সুদীপা বসু সহ আরও অনেকে।পরিচালক জয়দীপ জানালেন,সিজন ওয়ানে আমাদের গল্পটা যেখানে শেষ হয়েছিল সিজন ২ সেখান থেকেই শুরু করছি। গল্পটা একটু অন্যধরণের। তবে চরিত্রগুলো একই রয়েছে। বরং সিজন ২ যেহেতু একটু বড় অনেক নতুন অভিনেতা এখানে অভিনয় করছেন। যেমন জেঠু ওরফে বিচিত্রবীর্যএই চরিত্রে খরাজ মুখার্জি অভিনয় করছেন। আমার ধারণা জেঠুকে দর্শকদের খুব ভালো লাগবে। মাস্তানির চরিত্রে রয়েছেন রাতাশ্রী দত্ত। বিম্ববতির চরিত্রে রয়েছে জিনা তরফদার। এই ওয়েব সিরিজ কবে মুক্তি পাবে উত্তরে পরিচালক জানান,আমাদের প্রথম পার্ট গত বছর নভেম্বরে মুক্তি পেয়েছিল। আমাদের ভাবনা এবং ক্লিকের তরফ থেকেও চাইছে এই বছর নভেম্বরে পার্ট ২ রিলিজ করতে।শাওলি জানালেন,যারা সিজন ওয়ান দেখেছেন তারা চরিত্রটা সম্পর্কে জানেন। চরিত্রের নাম জিনিয়া। এক বছরের মধ্যে চরিত্রে অনেকটা বদল এসেছে। কি সেটা বলতে পারব না। তাহলে গল্পের অনেকটা রিভিল হয়ে যাবে। সায়ন জানালেন,আমার চরিত্রের নাম বাম্পি। বাবা চায় যেন ব্যবসা করে। কিন্তু ও চায় স্ট্যান্ড আপ কমিডিয়ান হতে। কিন্তু খুব বাজে স্ট্যান্ড আপ কমিডিয়ান। যার কমিডি দেখে কেউ হাসেনা। খরাজ মুখার্জি জানালেন ওয়েব সিরিজে কাজ করে তাঁর খুব ভালো লাগছে। এতজন প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজ করে কাজটা তিনি খুব ভালো এনজয় করছেন।
প্রকৃতির খেলা হয়তো একেই বলে। একদিকে ধ্বংস, অন্যদিকে সৃষ্টি। একদিকে হাহাকার, অন্যদিকে প্রশস্ত শান্তি। চরম ধ্বংসের খেলায় মেতেছে আফগানিস্তান। চারিদিকে শুধুই সন্ত্রাস, কান্না আর আতঙ্কের আবহ। কিন্তু প্রকৃতির এমনই অমোঘ খেলা, ধ্বংসের তাণ্ডবলীলার মধ্যেও সৃষ্টি হল নতুন ফুটফুটে চারটি প্রাণের। বৃহস্পতিবার সন্ধ্যায় আফগানিস্তানের কাবুল যখন দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠছে। চারিদিকে শুধুই মৃত্যুর খবর। হাহাকার আর আর্তনাদ! অন্যদিকে তখন এই আফগান মুলুকেই ননগরহার প্রদেশে প্রস্ফুটিত হল ছোট্ট চারটি প্রাণ। এক প্রসূতি জন্ম দিলেন চার সন্তানের।A mother has given birth to four babies at the #Nangarhar Regional Hospital, including three boys and a girl. The health of the mother and children is stable. Earlier, a mother had given birth to five children.Namgarhar Gov Media Office. #Afghanistan pic.twitter.com/1UmSsx0syR Aśvaka - آسواکا News Agency (@AsvakaNews) August 26, 2021আফগানিস্তানের এক সংবাদসংস্থা বৃহস্পতিবার সন্ধ্যায় একটি টুইট করেছে। সেখানেই চার নবজাতকের ছবি শেয়ার করেছে। সঙ্গে ক্যাপশনে লিখেছে, ননগরহারের স্থানীয় হাসপাতালে চার সন্তানের জন্ম দিয়েছেন এক মা। এর মধ্যে তিনটি পুত্র সন্তান, এক কন্যা। মা ও শিশুদের শারীরিক অবস্থা ভাল আছে। এর আগে পাঁচ শিশুর জন্ম দিয়েছিলেন এক মহিলা।বিষাদের মধ্যেও মন ভালো করা এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। চার ভাইয়ের সঙ্গে শুয়ে অকাতরে ঘুমিয়ে চলেছে বোনও। একেবারে আফগানি স্টাইলে প্রত্যেকের মাথাতেই কাপড়ের টুকরো বাধা। শরীর জড়ানে সাদা কাপড় দিয়ে। এক একজনের শোওয়ার ভঙ্গি এক এক রকম। একজন আবার টকটকে লাল রঙের পোশাকও পরে। সাদা কাপড়ের পার করে উঁকি দিচ্ছে ছোট্ট হাত দুটো। পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছে তারা। সারা বিশ্বের যত অস্থিরতা, আতঙ্ক, হাহাকার, সন্ত্রাস, কান্না, তাণ্ডবলীলা তাদের কানে পৌঁছতে পারেনি। সারা বিশ্বের সবটুকু শান্তি যেন ওই চার জনের মধ্যেই লুকোনো।
মেষ/ ARIES: প্রতিবেশী বিবাদ ঘটতে পারে। বৃষ/ TAURUS: ন্যায্যপ্রাপ্তিতে বাধা পেতে পারেন। মিথুন/ GEMINI : আজ অপযশের শিকার হতে পারেন। কর্কট/ CANCER : প্রবল ভোগেচ্ছা হতে পারে। সিংহ/ LEO: সংঘর্ষে ক্ষতি পারে। কন্যা/ VIRGO: মানসিক উদ্বেগ দেখা দিতে পারে। তুলা/ LIBRA: প্রণয় সুখ ভোগ করতে পারেন। বৃশ্চিক/ Scorpio: অম্লরোগে কষ্ট পেতে পারেন। ধনু/ SAGITTARIUS: বুদ্ধিভ্রম হতে পারে আজ। মকর/ CAPRICORN: সন্তানের দ্বারা পীড়া পেতে পারেন। কুম্ভ/ AQUARIUS: আর্থিক উন্নতির মুখ দেখতে পারেন। মীন/ PISCES : দুঃখভোগ করতে পারেন।
মেষ/ ARIES: পিত্তরোগে কষ্ট পেতে পারেন।বৃষ/ TAURUS: আর্থিক অনটনের মধ্যে পড়তে পারেন। মিথুন/ GEMINI : কলানুশীলনে মন দিতে পারেন। কর্কট/ CANCER : আজ ক্লেশভোগ করতে পারেন। সিংহ/ LEO: অনেক দিনের আশাপূরণ হতে পারে আজ। কন্যা/ VIRGO: প্রতিযোগিতায় সাফল্য লাভ করতে পারেন। তুলা/ LIBRA: আজ ঋণপরিশোধ করতে পারেন। বৃশ্চিক/ Scorpio: কোনও দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। ধনু/ SAGITTARIUS: আজ নিরানন্দ থাকতে পারেন। মকর/ CAPRICORN: ব্যবসায় জটিলতা বৃদ্ধি পেতে পারে। কুম্ভ/ AQUARIUS: প্রবঞ্চনার শিকার হতে পারেন। মীন/ PISCES : যাত্রায় বিঘ্ন ঘটতে পারে।
মেষ/ ARIES: কারুর সঙ্গে মতবিরোধ হতে পারে আজ।বৃষ/ TAURUS: চরিত্রহননের সম্ভাবনা আছে। মিথুন/ GEMINI : মনে অস্থিরতা বৃদ্ধি পেতে পারে আজ। কর্কট/ CANCER : কোনও সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। সিংহ/ LEO: আজ দুঃখভোগ করতে পারেন। কন্যা/ VIRGO: প্রণয়াসক্তি জন্মাতে পারে মনে। তুলা/ LIBRA: চোখের রোগে কষ্ট পেতে পারেন। বৃশ্চিক/ Scorpio: কারুর সঙ্গে মনোমালিন্য হতে পারে। ধনু/ SAGITTARIUS: পরার্থে ক্ষতি হতে পারে। মকর/ CAPRICORN: কার্যসিদ্ধি হতে পারে আজ। কুম্ভ/ AQUARIUS: কোনও দ্রব্যাদি লাভ করতে পারেন। মীন/ PISCES : কোনও কারণে লাঞ্ছনা ভোগ করতে পারেন।
মেষ/ ARIES: শত্রুর ভয় হতে পারে। বৃষ/ TAURUS: আজ দানধ্যান করতে পারেন। মিথুন/ GEMINI : আত্মীয়বিরোধ ঘটতে পারে আজ। কর্কট/ CANCER : আজ সম্মানহানি হতে পারে। সিংহ/ LEO: মেধার বিকাশ ঘটতে পারে আজ। কন্যা/ VIRGO: পদোন্নতির সুযোগ আসতে পারে। তুলা/ LIBRA: আজ শ্বাসকষ্ট হতে পারে। বৃশ্চিক/ Scorpio: কোথাও পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ধনু/ SAGITTARIUS: প্রণয়ে বিঘ্ন ঘটতে পারে। মকর/ CAPRICORN: পথে বিপদ হতে পারে। কুম্ভ/ AQUARIUS: সাধুসঙ্গ লাভ করতে পারেন। মীন/ PISCES : কাজের প্রতি অনিহা জন্মাতে পারে।
মেষ/ ARIES: অসৎসঙ্গে ক্ষতি হতে পারে।বৃষ/ TAURUS: খেলাধূলায় সাফল্য আসতে পারে।মিথুন/ GEMINI : সম্পর্কে ফাটল ধরতে পারে।কর্কট/ CANCER : ভালো কাজের জন্য ব্যয় হতে পারে। সিংহ/ LEO: পিঠের ব্যথা দেখা দিতে পারে। কন্যা/ VIRGO: প্রতিবেশীদের মধ্যে ঝগড়া বাধতে পারে। তুলা/ LIBRA: কাজের ক্ষেত্রে সংস্থা পরিবর্তন করতে পারেন।বৃশ্চিক/ Scorpio: কারুর কাছ থেকে সহায়তা লাভ করতে পারেন।ধনু/ SAGITTARIUS: আজ মানমর্যাদা বৃদ্ধি পেতে পারে। মকর/ CAPRICORN: কোনও কারণে মন বিষাদগ্রস্ত থাকতে পারে। কুম্ভ/ AQUARIUS: অসদুপায়ে কোনও লাভ হতে পারে। মীন/ PISCES : মনে দুর্বুদ্ধি জন্মাতে পারে।
বিরল প্রজাতির একটি ক্যামেলিয়ন উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিল এক যুবক। পূর্ব বর্ধমানের জামালপুরের ঘটনা। শনিবার সন্ধ্যা থেকে রবিবার দুপুর পর্যন্ত ক্যামেলিয়নটি থাকে পুলিশের আশ্রয়েই। এদিন দুপুরে বনকর্মীরা জামালপুর থানায় এসে ক্যামেলিয়নটিকে উদ্ধার করে নিয়েযায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্যামেলিয়নটিকে উদ্ধার করে হিরু মালিক। জামালপুর থানার নতুনগ্রামে হিরুর বাড়ি। পেশায় দিন মজুর হিরু মালিক জানিয়েছেন ,শনিবার বিকালে তিনি সাইকেলে চেপে জামালপুর স্টেশনপাড়া দিয়ে যাচ্ছিলেন। ওই সময়ে তিনি সবুজ রঙা অদ্ভুত দর্শন প্রাণীটিকে দেখে থমকে দাঁড়িয়ে যান। পরে প্রাণীটিকে উদ্ধার করে তিনি নিয়ে যান নিজের বাড়িতে। এই খবর পেয়ে জামালপুর থানার ভিলেজ পুলিশ অভিজিৎ দাস ও সিভিক ভলান্টিয়ার কবীর মল্লিক পৌছে যান হুিরু মালিকের বাড়িতে। প্রাণীটিকে দেখার পরেই তাঁরা বুঝতে পারেন হিরু মালিক যে প্রাণীটিকে উদ্ধার করে তাঁর বাড়িতে নিয়ে গেছে সেটি আসলে বিরল প্রজাতির ক্যামেলিয়ন। ভিলেজ পুলিশ অভিজিৎ এরপরেই প্রাণীটির বিষয়ে থানায় জানালে পুলিশ কর্তারা প্রাণীটিকে থানায় নিয়ে চলে আসতে বলেন। প্রাণীটি নিরাপদ আশ্রয় ফিরে পাবে জানতে পেরে হিরু মালিক শনিবার সন্ধ্যায় ভিলেজ পুলিশ ও সিভিক ভলান্টিয়ারের সঙ্গে থানায় গিয়ে ক্যামেলিয়নটি দিয়ে আসে।বিরল প্রজাতির ক্যামেলিয়নপুলিশ কর্তারা বনদপ্তরে খবর দিলে রবিবার দুপুরে ক্যামেলিয়নটিকে উদ্ধার করে নিয়ে যান বনদপ্তরের কর্মীরা। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রাণীটি ইন্ডিয়ান ক্যামেলিয়ন। এই ধরণের প্রাণী এখন সচারচর দেখা যায় না। এই প্রাণীরা দেহের রঙ পরিবর্তন করে। এই প্রাণী গাছের কচি পাতা ও পোকা-মাকড় খেয়ে বেঁচে থাকে। ঝোঁপ-জঙ্গল ঘেরা যে জায়গায় পোকা-মাকড় থাকে সেই জায়গাতেই মূলত ক্যামেলিয়নের আশ্রয় স্থল।
মেষ/ ARIES: আজ কোনওকিছুতে মিশ্রফল ভোগ করতে পারেন। বৃষ/ TAURUS: সৌভাগ্য বৃদ্ধি পেতে পারে।মিথুন/ GEMINI : শিক্ষকদের জন্য শুভ। কর্কট/ CANCER : আজ শত্রুবৃদ্ধি পেতে পারে। সিংহ/ LEO: আর্থিক উন্নতি হতে পারে। কন্যা/ VIRGO: দ্বিমুখী আয় হতে পারে। তুলা/ LIBRA: বদলির সম্ভাবনা রয়েছে আজ। বৃশ্চিক/ Scorpio: কোনও কারণে চিন্তান্বিত হতে পারেন। ধনু/ SAGITTARIUS: আজ সুনাম বৃদ্ধি পেতে পারেন। মকর/ CAPRICORN: পদোবনতি হতে পারে আজ। কুম্ভ/ AQUARIUS: জনহিতকর কাজ করতে পারেন আজ। মীন/ PISCES : চিকিৎসা বিভ্রাটে পড়তে পারেন।
মেষ/ ARIES: আজ পরোপকার করতে পারেন।বৃষ/ TAURUS: প্রবঞ্চনার শিকার হতে পারেন। মিথুন/ GEMINI : আজ ঋণ নেওয়ার যোগ রয়েছে। কর্কট/ CANCER : পৈত্রিকসূত্রে লাভ করতে পারেন। সিংহ/ LEO: আইনি পরামর্শ লাভ করতে পারেন। কন্যা/ VIRGO: মানসিক অশান্তিতে ভুগতে পারেন। তুলা/ LIBRA: আজ প্রশংসা লাভ করতে পারেন। বৃশ্চিক/ Scorpio: কোনও সমস্যার সমাধান হয়ে যেতে পারে। ধনু/ SAGITTARIUS: বিদ্যায় সাফল্যলাভ করতে পারেন। মকর/ CAPRICORN: কোনও রমণীর প্রতি প্রীতি জন্মাতে পারে। কুম্ভ/ AQUARIUS: লটারি পেতে পারেন আজ। মীন/ PISCES : আজ পরনির্ভর হয়ে পড়তে পারেন।
মেষ/ ARIES: প্রণয়ে বিঘ্ন হতে পারে। বৃষ/ TAURUS: শিক্ষায় ব্যাঘাত ঘটতে পারে। মিথুন/ GEMINI : আজ স্বার্থত্যাগ করতে পারেন। কর্কট/ CANCER : আজ প্রসন্নতা লাভ করতে পারেন। সিংহ/ LEO: মানসিক আঘাত পেতে পারেন। কন্যা/ VIRGO: কোনও কারণে বিপর্যয় দেখা দিতে পারে। তুলা/ LIBRA: আজ রোগমুক্তি হবে। বৃশ্চিক/ Scorpio: মনে কোনও কারণে আঘাত লাগতে পারে। ধনু/ SAGITTARIUS: রাজনৈতিক বিবাদে জড়িয়ে পড়তে পারেন। মকর/ CAPRICORN: পরিবারে কোনও শুভ যোগাযোগ হতে পারে। কুম্ভ/ AQUARIUS: কর্মক্ষেত্রে অশান্তি দেখা দিতে পারে। মীন/ PISCES : আজ অনর্থপাত হতে পারে।
মেষ/ ARIES: মিথ্যাপবাদে জড়িয়ে পড়তে পারেন। বৃষ/ TAURUS: অযথা অর্থব্যয় হতে পারে। মিথুন/ GEMINI : ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন। কর্কট/ CANCER : কোনও আঘাত পেতে পারেন। সিংহ/ LEO: আজ বিরহে ভুগতে পারেন। কন্যা/ VIRGO: দাম্পত্যসুখ পেতে পারেন আজ। তুলা/ LIBRA: আজ কোনও মনোবাঞ্ছা পূরণ হতে পারে। বৃশ্চিক/ Scorpio: কোনও কার্যসিদ্ধি হতে পারে। ধনু/ SAGITTARIUS: কোনও বিয়োগবার্তা পেতে পারেন। মকর/ CAPRICORN: চাকরিক্ষেত্রে সুনাম বৃদ্ধি পেতে পারেন। কুম্ভ/ AQUARIUS: গীতবাদ্যানুরাগ হতে পারে। মীন/ PISCES : বাড়িতে চোরের ভয় হতে পারে।
মেষ/ ARIES: অন্যের জন্য ব্যয় করতে পারেন। বৃষ/ TAURUS: আজ ধন ও মান বৃদ্ধি পেতে পারে। মিথুন/ GEMINI : কোনও কারণে অশান্তি হতে পারে। কর্কট/ CANCER : নতুন কর্মোদ্যমে লাগতে পারেন। সিংহ/ LEO: আজ সাফল্য লাভ করতে পারেন। কন্যা/ VIRGO: কর্মক্ষেত্রে অশান্তি হতে পারে। তুলা/ LIBRA: আজ কোনও শুভ যোগাযোগ হতে পারে। বৃশ্চিক/ Scorpio: সাংসারিক ঝামেলায় জড়িয়ে পরতে পারেন। ধনু/ SAGITTARIUS: আনন্দ লাভ করতে পারেন আজ। মকর/ CAPRICORN: অহংকার বোধ করতে পারেন আজ। কুম্ভ/ AQUARIUS: শুভ যোগাযোগ হতে পারে। মীন/ PISCES : কোনও কারণে উদ্বেগ বৃদ্ধি পেতে পারে।
মেষ/ ARIES: আজ প্রীতিলাভ করতে পারেন।বৃষ/ TAURUS: কোনও মামলায় জয় পেতে পারেন।মিথুন/ GEMINI : মনে আশার সঞ্চার হতে পারে। কর্কট/ CANCER : নৈতিক জয় হতে পারে আজ।সিংহ/ LEO: আজ পরাক্রম বৃদ্ধি পেতে পারে। কন্যা/ VIRGO: কর্মে কোন্ও কারণে বিভ্রান্তি দেখা দিতে পারে। তুলা/ LIBRA: কোনও কারণে চিন্তান্বিত থাকতে পারেন। বৃশ্চিক/ Scorpio: উদারতা প্রদর্শন করতে পারেন। ধনু/ SAGITTARIUS: ধর্মে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। মকর/ CAPRICORN: কোনও কারণে অসন্তুষ্ট হতে পারেন। কুম্ভ/ AQUARIUS: আজ স্বার্থত্যাগ করতে পারেন। মীন/ PISCES : মনে কোনও কারণে উৎকণ্ঠা দেখা দিতে পারে।
মেষ/ ARIES: আজ ধনাগমের সুযোগ আসতে পারে।বৃষ/ TAURUS: গুহ্যপীড়ায় কষ্ট পেতে পারেন।মিথুন/ GEMINI : আজ সফলতা লাভ করতে পারেন।কর্কট/ CANCER : ক্লান্তিবোধ করতে পারেন।সিংহ/ LEO: রোগ থেকে মুক্তি ঘটতে পারে আজ।কন্যা/ VIRGO: আজ কোনও বকেয়া পাওনা আদায় করতে পারেন।তুলা/ LIBRA: আজ জীবাণু সংক্রমণের সম্ভাবনা রয়েছে।বৃশ্চিক/ Scorpio: প্রণয়ের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে।ধনু/ SAGITTARIUS: অম্লরোগে কষ্ট পেতে পারেন।মকর/ CAPRICORN: আজ কোনও সংঘর্ষে আহত হতে পারেন।কুম্ভ/ AQUARIUS: পথে আজ বিপদ ঘটতে পারে। মীন/ PISCES : বিপথে চালিত হতে পারেন।
মেষ/ ARIES: শ্বাসকষ্ট ও কাশিতে কষ্ট পেতে পারেন। বৃষ/ TAURUS: প্রতিবেশীর সঙ্গে বিবাদ হতে পারে। মিথুন/ GEMINI : মানসিক কষ্ট পেতে পারেন। কর্কট/ CANCER : কোনও স্থানান্তরে গমন করতে পারেন। সিংহ/ LEO: মানসিক সংযমের প্রয়োজন। কন্যা/ VIRGO: কোমরে ব্যথা হতে পারে। তুলা/ LIBRA: কোনও পরিকল্পনা করে থাকলে তা সফল হতে পারে। বৃশ্চিক/ Scorpio: আইনি পরামর্শে লাভ হতে পারে। ধনু/ SAGITTARIUS: সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। মকর/ CAPRICORN: ভ্রমণকালে বিপদ হতে পারে। কুম্ভ/ AQUARIUS: আর্থিক ক্ষতির মুখ দেখতে পারেন। মীন/ PISCES : কোনও দুঃসংবাদ পেতে পারেন।
সিনেমা হল খুলে গেছে। আর হল খোলার পরেই প্রথম যে বাংলা সিনেমা মুক্তি পেল সেটা হরোর স্টোরিস। অ্যাক্রোপলিস মলে এই ছবির প্রিমিয়ারও হয়ে গেল। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন পরিচালক, প্রযোজক, অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে অন্যান্য কলাকুশলীরা। এছাড়া এই বিশেষ দিনে হাজির হয়েছিলেন টলিউডের পরিচালক, অভিনেতা, অভিনেত্রীরা। প্রিমিয়ারে হাজির হয়ে যান পরিচিত ইউটিউবার স্যান্ডি সাহা।আরও পড়ুনঃ ৭৫ তম স্বাধীনতা দিবসকে বিশেষভাবে স্মরণ করতে নতুন উদ্যোগপরিচালক এই ছবি নিয়ে কতটা এক্সাইটেড সেটা জনতার কথাকে রিলিজ হওয়ার আগেই জানিয়েছিলেন। বলেছিলেন,হরোর স্টোরিস রিলিজ নিয়ে আমি খুবই এক্সাইটেড। সকাল থেকে শো রয়েছে। এতদিন দিন লকডাউনের পর ছবি খুলছে, হল খুলছে, আমাদের সিনেমা প্রথম রিলিজ। তাই টেনশনও হচ্ছে। আমার মনে হয় মানুষ দেখবে বাংলা ছবি। সিনেমা তো হলে দেখতেই ভালো লাগে। সেই এক্সাইটমেন্ট ছবি মুক্তির পরেও পাওয়া গেল। হরোর স্টোরিসের একটা পোস্টারের সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লেখা,দারুণ অনুভূতি।আরও পড়ুনঃ ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপ হাইতিমুক্তির পর এখনও পর্যন্ত এই ছবি দর্শকদের থেকে ভালো ফিডব্যাকই পেয়েছে বলে জানা গেছে। আগামী দিনগুলোতে আরও বেশি মানুষ হরোর স্টোরিসের ভৌতিকতার স্বাদ নিতে আসবে বলে আশাবাদী ইউনিটের সকলেই।