মেষ/ARIES: কাজে অনিহা দেখা দিতে পারে।বৃষ/TAURUS: অসাধুতায় ফেঁসে যেতে পারেন।মিথুন/GEMINI: তিক্ততা বৃদ্ধি পেতে পারে।কর্কট/CANCER: সঙ্গীতে সুখ্যাতি লাভ করতে পারেন।সিংহ/LEO: প্রসন্নতালাভ করতে পারেন।কন্যা/VIRGO: আজ প্রাপ্তিযোগ রয়েছে।তুলা/ LIBRA: সায়েন্স চর্চায় সাফল্য।বৃশ্চিক/Scorpio: আজ অপযশ হতে পারে।ধনু/SAGITTARIUS: সমাজসেবায় ব্যস্ত থাকতে পারেন।মকর/CAPRICORN: সার্বিক উন্নতি করতে পারেন।কুম্ভ/AQUARIUS: অসাবধানতায় রোগ বৃদ্ধি পেতে পারে।মীন/ PISCES: তর্ক-বিবাদে জড়িয়ে পড়তে পারেন।
মেষ/ARIES: মামলায় জড়িয়ে পড়তে পারেন।বৃষ/TAURUS: পথ দুর্ঘটনা হতে পারে।মিথুন/GEMINI: পরিকল্পনা সফল হতে পারে।কর্কট/CANCER: আর্থিক চিন্তা হতে পারে।সিংহ/LEO: সৎকাজে ব্যয় করতে পারেন।কন্যা/VIRGO: মানসিক অবসাদে ভুগতে পারেন।তুলা/ LIBRA: রাজনৈতিক সংঘর্ষে জড়িয়ে পড়তে পারেন।বৃশ্চিক/Scorpio: সাফল্য লাভ করতে পারেন।ধনু/SAGITTARIUS: শিক্ষাক্ষেত্রে ব্যাঘাত ঘটতে পারে।মকর/CAPRICORN: চিকিৎসা বিভ্রাট।কুম্ভ/AQUARIUS: বিলাসিতা করতে পারেন।মীন/ PISCES: আত্মতৃপ্তি ভোগ করতে পারেন।
মেষ/ARIES: আজ ভাগ্যোদয় হতে পারে।বৃষ/TAURUS: পাওনা আদায় হতে পারে।মিথুন/GEMINI: অপদস্ত হতে পারেন।কর্কট/CANCER: আর্থিক অনটন হতে পারে।সিংহ/LEO: আত্মীয় বিরোধ হতে পারে।কন্যা/VIRGO: প্রণয়ে জটিলতা হতে পারে।তুলা/ LIBRA: অম্লরোগে কষ্ট পেতে পারেন।বৃশ্চিক/Scorpio: সম্মানবৃদ্ধি পেতে পারে।ধনু/SAGITTARIUS: প্রতিপত্তি লাভ করতে পারেন।মকর/CAPRICORN: বাড়িতে সমস্যা হতে পারে।কুম্ভ/AQUARIUS: ক্রমোন্বতি হতে পারে।মীন/ PISCES: ভুল বোঝাবুঝি হতে পারে।
দুবারের বিশ্বজয়ী ওয়েস্ট ইন্ডিজের কী হাল! এবছর সেমিফাইনালে তো উঠতেই পারেনি, পরের বছর টি২০ বিশ্বকাপে সরাসরি সুপার ১২তে খেলার যোগ্যতাও নেই! ২০২২ টি২০ বিশ্বকাপে সরাসরি সুপার ১২তে খেলার সুযোগ পাবে না ক্যারিবিয়ানরা। প্রথম রাউন্ডের বাধা টপকে সুপার ১২তে উঠে আসতে হবে। সরাসরি সুপার ১২র খেলার সুযোগ নেই শ্রীলঙ্কারও। তাদেরও প্রথম রাউন্ডের ম্যাচ খেলে সুপার ১২তে উঠে আসতে হবে। অন্যদিকে, সরাসরি সুপার ১২তে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান।২০২২ বিশ্বকাপের জন্য সুপার ১২র অটোমেটিক কোয়ালিফায়ার নির্ধারিত হল বিশেষ পদ্ধতির মাধ্যমে। এবছর বিশ্বকাপের চ্যাম্পিয়ন ও রানার্স দলের সঙ্গে আইসিসির টি২০ র্যাঙ্কিংয়ে সেরা ছটি দল সরাসরি আগামী বছর সুপার ১২তে খেলবে। এবছর সুপার ১২তে বাংলাদেশ সব ম্যাচ হারলেও বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে টি২০ সিরিজে হারিয়েছিল বাংলাদেশ। এই মুহূর্তে র্যাঙ্কিংয়ে ৮ নম্বরে রয়েছে বাংলাদেশ। ৮ নম্বরে থাকার জন্য সামনের বছর সরাসরি বিশ্বকাপে খেলবে তারা। আফগানিস্তানও র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার থেকে এগিয়ে রয়েছে। তারা রয়েছে সপ্তম স্থানে। ওয়েস্ট ইন্ডিজ যদি শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাত, তাহলে র্যাঙ্কিংয়ে ৮ নম্বরে উঠে আসত। সেক্ষেত্রে পরের বিশ্বকাপে সরাসরি সুপার ১২তে জায়গা করে নিত। অসিরা জেতায় ক্যারিবিয়ানরা র্যাঙ্কিংয়ে দশম স্থানে নেমে গেছে। গতবারের বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে এবছর বিশ্বকাপে সরাসরি সুপার ১২তে খেলার সুযোগ পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে অবশ্য প্রথম রাউন্ডের ম্যাচ খেলে উঠে আসতে হয়েছিল। শ্রীলঙ্কা রয়েছে নবম স্থানে। তারা এই বিশ্বকাপে সুপার ১২তে দুটি ম্যাচ জিতেছে। তা সত্ত্বেও র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও আফগানিস্তানকে টপকে যেতে পারেনি। সামনের বছর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, স্কটল্যান্ড, নামিবিয়া এবং কোয়ালিফায়ার থেকে উঠে আসা চারটি দলকে নিয়ে প্রথম রাউন্ডের খেলা হবে। সেখান থেকে চারটি দল সুপার ১২তে উঠে আসবে।
মেষ/ARIES: অনিদ্রায় কষ্ট পেতে পারেন।বৃষ/TAURUS: আজ কোনও উপহারপ্রাপ্তি হবে।মিথুন/GEMINI: পৈতৃক ব্যবসায় ঝামেলা হতে পারে।কর্কট/CANCER: সাহসের কারেণ বিপদমুক্ত হবেন।সিংহ/LEO: সংঘর্ষে ক্ষতি হতে পারে।কন্যা/VIRGO: উন্নয়নমূলক কাজ করতে পারেন।তুলা/ LIBRA: কর্মক্ষেত্রে গোলযোগ দেখা দিতে পারে।বৃশ্চিক/Scorpio: পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।ধনু/SAGITTARIUS: পরিশ্রম বৃদ্ধি পেতে পারে।মকর/CAPRICORN: আশাতীত ফললাভ করতে পারেন।কুম্ভ/AQUARIUS: কন্যার জন্য চিন্তা হতে পারে।মীন/ PISCES: সাংসারিক চিন্তা হতে পারে।
এক দলের কাছে নিয়মরক্ষার হলেও অন্য দলের কাছে ম্যাচের গুরুত্ব ছিল অপরিসীম। বিশ্বকাপের সেমিফাইনালের লড়াই থেকে আগেই ছিটকে গেছে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে, শেষ চারে যাওয়ার জন্য অস্ট্রেলিয়াকে জিততেই হত। ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার পথ অনেকটাই মসৃন করল। তবে শেষ চারে যাওয়ার জন্য অ্যারন ফিঞ্চদের তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ডদক্ষিণ আফ্রিকা ম্যাচের দিকে। ইংল্যান্ড জিতলে সেমিফাইনালে পৌঁছে যাবে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা জিতলে সেক্ষেত্রে নেট রান রেটের অঙ্ক সামনে এসে পড়তে। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার নেট রান রেট ০.৭৪২। ৪ ম্যাচে পয়েন্ট ৬। অন্যদিকে, অস্ট্রেলিয়ার ৫ ম্যাচে ৮ পয়েন্ট, নেট রান রেট ১.২১৬। ইংল্যান্ডের ৪ ম্যাচে ৮ পয়েন্ট, নেট রান রেট ৩.১৮৩। ইংল্যান্ডকে হারালেও দক্ষিণ আফ্রিকার শেষ চারে ওঠার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে খুব বড় ব্যবধানে জিততে হবে। টস জিতে ফিল্ডিং নিয়েছিল অস্ট্রেলিয়া। শুরুতেই ঝড় তুলেছিলেন ক্রিস গেল ও এভিন লুইস। ২.১ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তুলে ফেলে ৩০। এরপরই কামিন্সের বলে বোল্ড হন গেল (৯ বলে ১৫)। পরের তৃতীয় ওভারে এক বলের ব্যবধানে জস হ্যাজেলউড তুলে নেন নিকোলাস পুরান (৪) ও রস্টন চেজকে (০)। এরপর রুখে দাঁড়ান লুইস ও শিমরন হেটমায়ের। দশম ওভারের মাথায় অ্যাডাম জাম্পা তুলে নেন লুইসকে (২৬ বলে ২৯)। ২৮ বলে ২৭ রান করে হ্যাজেলউডের বলে ফিরে যান হেটমায়ের। জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচে রান পেলেন না ডোয়েন ব্র্যাভোও (১২ বলে ১০)। শেষ দিকে কায়রন পোলার্ড (৩১ বলে ৪৪) ও আন্দ্রে রাসেলের (৭ বলে অপরাজিত ১৮) সৌজন্যে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৭ তোলে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার হয়ে জস হ্যাজেলউড ৩৯ রানে ৪ উইকেট নেন। মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স নেন ১ করে উইকেট। ২০ রানে ১ উইকেট নিয়ে চলতি বিশ্বকাপে ১১তম উইকেট পেলেন অ্যাডাম জাম্পা। ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াও শুরু থেকে ঝড় তোলে। অসিদের লক্ষ্য ছিল কম ওভারের মধ্যে জয় তুলে নিয়ে নেট রান রেট বাড়িয়ে নেওয়া। ওপেনিং জুটিতে ৩.২ ওভারে তুলে ফেলে ৩৩। এরপর আকিল হোসেনের বলে বোল্ড হন অ্যারন ফিঞ্চ (১১ বলে ৯)। এরপর অস্ট্রেলিয়াকে টেনে নিয়ে যান ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। জুটিতে ওঠে ১২৪। ৩২ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলে ক্রিস গেলের বলে মিচেল মার্শ আউট হন। অন্যদিকে, ৫৬ বলে ৮৯ রানের দুরন্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন ডেভিড ওয়ার্নার। ১৬.২ ওভারে ২ উইকেটে ১৬১ রান তুলে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।
মেষ/ARIES: সুসম্পর্ক বজায় থাকবে।বৃষ/TAURUS: প্রশংসা লাভ করতে পারেন।মিথুন/GEMINI: শান্তি বিঘ্নিত হতে পারে।কর্কট/CANCER: ভাইয়ের সঙ্গে বিরোধ হতে পারে।সিংহ/LEO: বন্ধনভয় হতে পারে।কন্যা/VIRGO: মনে আশার সঞ্চার হতে পারে।তুলা/ LIBRA: অশান্তি হতে পারে আজ।বৃশ্চিক/Scorpio: ভ্রমণের সময় বিপদ হতে পারে।ধনু/SAGITTARIUS: আজ উৎসাহ বৃদ্ধি পেতে পারে।মকর/CAPRICORN: কর্মস্থলে অশান্তি হতে পারে।কুম্ভ/AQUARIUS: বাকচাতুরি করতে পারেন।মীন/ PISCES: সুপরামর্শ লাভ করতে পারেন।
মেষ/ARIES: মন উৎফুল্ল হতে পারে।বৃষ/TAURUS: কোনও বাসনা পূরণ হতে পারে আজ।মিথুন/GEMINI: পারিবারিক অশান্তি দেখা দিতে পারে।কর্কট/CANCER: সমস্যা বৃদ্ধি পেতে পারে।সিংহ/LEO: নতুন কোনও কাজ শুরু করতে পারেন।কন্যা/VIRGO: দেহারোগ্য হবে আজ।তুলা/ LIBRA: আগুনে ভয় রয়েছে আজ।বৃশ্চিক/Scorpio: বাতের ব্যথা দেখা দিতে পারে।ধনু/SAGITTARIUS: মানসিক অস্থিরতা দেখা দিতে পারে।মকর/CAPRICORN: আজ উপার্জন বৃদ্ধি পেতে পারে।কুম্ভ/AQUARIUS: আয়ের পথ প্রশস্ত হতে পারে।মীন/ PISCES: মাথায় যন্ত্রণা ভোগ করতে পারেন।
গ্রুপ ১ থেকে প্রথম দল হিসেবে আগেই সেমিফাইনালে পৌঁছে গেছে ইংল্যান্ড। দ্বিতীয় জায়গার জন্য লড়াই অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে। দুই দলেরই ৪ ম্যাচে ৬ পয়েন্ট। নেট রান রেটে অস্ট্রেলিয়া এগিয়ে রয়েছে প্রোটিয়াদের থেকে। গ্রুপ লিগে সব ম্যাচ হেরে ছিটকে গেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার আশাও শেষ। বৃহস্পতিবার সম্মান রক্ষার লড়াই ছিল গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। সম্মান রক্ষার লড়াইয়েও ব্যর্থ ক্যারিবিয়ানরা। শ্রীলঙ্কার কাছে ২০ রানে হারতে হল কায়রন পোলার্ডদের।আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ড। লক্ষ্য ছিল শুরুতেই উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলা। কিন্তু ক্যারিবিয়ান অধিনায়কের সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায় পাথুম নিসাঙ্কা ও কুশল পেরেরার দাপটে। ওপেনিং জুটিতে ওঠে ৪২। ২১ বলে ২৯ রান করে আন্দ্রে রাসেলের বলে তাঁরই হাতে ক্যাচ দিয়ে ফিরে যান কুশল পেরেরা। ক্যারিবিয়ানরা আশায় ছিল ম্যাচে ফেরার। কিন্তু তাদের ম্যাচে ফেরার স্বপ্ন ব্যর্থ করে দেন পাথুম নিসাঙ্কা ও চরিথ আসালঙ্কা। জুটিতে ৯১ রান তুলে ক্যারিবিয়ানদের ব্যাকফুটে ঠেলে দেন। ১৫.৩ ওভারের মাথায় ডোয়েন ব্র্যাভোর বলে আউট হন নিসাঙ্কা। ৪১ বলে তিনি করেন ৫১। শ্রীলঙ্কার রান তখন ১৩৩।নিসাঙ্কা আউট হওয়ার পর দলকে টেনে নিয়ে যান আসালঙ্কা। ৪১ বলে ৬৮ রানের দুরন্ত ইনিংস খেলে তিনি রাসেলের বলে হেটমায়েরের হাতে ক্যাচ দিয়ে আউট হন। অধিনায়ক দাসুন শনাকা ১৪ বলে ২৫ রানের কার্যকরী ইনিংস খেলে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৩ উইকেটে ১৮৯ রান তোলে শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্দ্রে রাসেল ৩৩ রানে ২ উইকেট নেন।দলে তাবড় তাবড় টি২০ বিশেষজ্ঞ ব্যাটার রয়েছে। তা সত্ত্বেও জয়ের জন্য ১৯০ রানের লক্ষ্য একেবারেই সহজ ছিল না ক্যারিবিয়ানদের কাছে। কারণ চলতি বিশ্বকাপে একেবারেই ফর্মে নেই ক্রিস গেল, আন্দ্রে রাসেল, কায়রন পোলার্ডরা। তার ওপর দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই ক্রিস গেল আউট। বিনুরা ফার্নান্ডোর বলে তিনি ১ রান করে সাজঘরে ফিরে যান। একই ওভারের শেষ বলে বিনুরা তুলে নেন এভিন লুইসকে (৮)। ২ ওভারের মধ্যে ১০ রানে ২ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ক্যারিবিয়ানরা। রস্টন চেজও (৯) দ্রুত ফেরেন। এরপর দলকে টেনে নিয়ে যান নিকোলাস পুরান ও শিমরন হেটমায়ের। ৩৪ বলে ৪৬ রান করে আউট হন পুরান। ওয়েস্ট ইন্ডিজের রান তখন ১১ ওভারে ৭৭। আন্দ্রে রাসেল (২), কায়রন পোলার্ডর (০), জেসন হোল্ডাররা (৮) ব্যর্থ। চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ের মধ্যে একমাত্র লড়াই করেন শিমরন হেটমায়ের। ৫৪ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে তোলে ১৬৯/৮ । শ্রীলঙ্কার হয়ে বিনুরা ফার্নান্দো, চামিকা করুনারত্নে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ২ টি করে উইকেট পান।
মেষ/ARIES: আজ অভিমান হতে পারে।বৃষ/TAURUS: বিদ্যুৎ থেকে বিপদ হতে পারে।মিথুন/GEMINI: আজ অর্থব্যয় হতে পারে।কর্কট/CANCER: উচ্চিশক্ষার সুযোগ আসতে পারে।সিংহ/LEO: শ্বাসকষ্টাদিতে ভুগতে পারেন।কন্যা/VIRGO: মনে বিষন্নতা আসতে পারে।তুলা/ LIBRA: আজ স্বাস্থ্যহানি হতে পারে।বৃশ্চিক/Scorpio: শ্লেষ্মাবৃদ্ধি পেতে পারে।ধনু/SAGITTARIUS: সাধুসঙ্গ লাভ করতে পারেন।মকর/CAPRICORN: বৃত্তিগত প্রশিক্ষণ লাভ করতে পারেন।কুম্ভ/AQUARIUS: আজ সম্মানপ্রাপ্তি হতে পারে।মীন/ PISCES: পরীক্ষায় সাফল্য আসতে পারে।
অবশেষে দীপাবলির মরশুমে পেট্রল-ডিজেলের দাম কমাতে সক্রিয় হল কেন্দ্র। পেট্রলের লিটারপ্রতি ৫ টাকা এবং ডিজেলের লিটারপ্রতি ১০ টাকা উৎপাদন শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার। বৃহস্পতিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।নরেন্দ্র মোদি সরকারের দ্বিতীয় দফায় একাধিক বার পেট্রল-ডিজেলের উৎপাদন শুল্ক বাড়ানো হয়েছে। ফলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ঘটেছে। অনেকের মতে, সেই ধাক্কা সামলাতেই তেল সংস্থাগুলি ওই দুই পেট্রোপণ্যের দর কমাতে পারছিল না। বিরোধীরা প্রশ্ন তুলেছিল, অতিমারি আবহে দাঁড়িয়েও জ্বালানির দাম কমাতে উৎপাদন শুল্ক ছাঁটাইয়ের দাবিতে কান দিচ্ছে না কেন কেন্দ্র?বিশ্ব বাজারে অশোধিত তেল এখনও ঘোরাফেরা করছে ব্যারেল পিছু ৮৫ ডলারের কাছে। ফলে সরকার আকাশছোঁয়া কর কমিয়ে দাম না-কমালে আমজনতার আপাতত রেহাই পাওয়ার উপায় নেই বলে জানিয়েছিলেন অর্থনীতিবিদদের একাংশও।মঙ্গলবার দেশজুড়ে উপনির্বাচনের ফলে বেকায়দায় পড়েছে বিজেপি। বিভিন্ন জায়গায় হেরেছে তারা। বাংলায় চারটির মধ্যে তিন আসনে জামানত খুঁইয়েছে গেরুয়া শিবির। হেঁসেলের অগ্নিমূল্যের আঁচ জনমানসে ক্ষোভ তৈরি করেছে বলে মনে করছেন অনেকে। সেই ক্ষোভ প্রশমনে কেন্দ্র দাম কমানোর পথে হাঁটল বলে মনে করা হচ্ছে। পাশাপাশি রাজ্যগুলির উপরেও চাপ বাড়ল। বিশেষ করে বিরোধী শাসিত রাজ্য সরকারের উপরে। পেট্রোল-ডিজেলে ভ্যাট না কমালে সমালোচনার তির ঘুরে যাবে তাদের দিকে।
মেষ/ARIES: আজ বিপদের আশঙ্কা রয়েছে।বৃষ/TAURUS: কারুর সঙ্গে মনোমালিন্য হতে পারে।মিথুন/GEMINI: হতাশা থেকে মুক্তি পেতে পারেন।কর্কট/CANCER: বাড়িতে চোরের ভয় হতে পারে।সিংহ/LEO: ব্যবসায় ক্ষতি হতে পারে।কন্যা/VIRGO: অস্থিরতা ভাব দেখা দিতে পারে।তুলা/ LIBRA: বিচ্ছেদের আশঙ্কা দেখা দিতে পারে।বৃশ্চিক/Scorpio: লাঞ্ছনাভোগ করতে পারেন। ধনু/SAGITTARIUS: মানহানির যোগ রয়েছে।মকর/CAPRICORN: পারিবারিক অশান্তি হতে পারে।কুম্ভ/AQUARIUS:চোখের রোগে কষ্ট পেতে পারেন।মীন/ PISCES: সহায়তা লাভ করতে পারেন কারুর কাছ থেকে।
মেষ/ARIES: রক্তে শর্করা বৃদ্ধি হতে পারে।বৃষ/TAURUS: সত্যি কথা বললে লাভ হবে।মিথুন/GEMINI: সাপের ভয় হতে পারে আজ।কর্কট/CANCER: শিক্ষায় ব্যঘাত ঘটতে পারে।সিংহ/LEO: স্বার্থত্যাগ করতে হতে পারে।কন্যা/VIRGO: দুর্ঘটনার যোগ রয়েছে আজ।তুলা/ LIBRA: কোনও বন্ধুর দ্বারা ক্ষতি হতে পারে।বৃশ্চিক/Scorpio: মানসিক আঘাত পেতে পারেন আজ।ধনু/SAGITTARIUS: রপ্তানি ব্যবসায লাভ হতে পারে।মকর/CAPRICORN: আজ ঋণমুক্তি হতে পারে।কুম্ভ/AQUARIUS: মামলায় জয় হতে পারে।মীন/ PISCES: আজ কাজের চাপবৃদ্ধি হতে পারে।
মেষ/ARIES: আজ ক্ষতি হতে পারে।বৃষ/TAURUS: প্রসন্নতা লাভ করতে পারেন।মিথুন/GEMINI: আজ প্রাপ্তিযোগ রয়েছে।কর্কট/CANCER: সমস্যার সমাধান হবে আজ।সিংহ/LEO: লোকের অপবাদ শুনতে হতে পারে আজ।কন্যা/VIRGO: আজ প্রণয়াসক্তি হতে পারে।তুলা/ LIBRA: চাকরির সুযোগ আসতে পারে।বৃশ্চিক/Scorpio: ক্রোধান্বিত হতে পারেন আজ।ধনু/SAGITTARIUS: দুঃখভোগ করতে পারেন আজ।মকর/CAPRICORN: হারানো দ্রব্য ফেরত পারেন।কুম্ভ/AQUARIUS:পশুপালনে লাভ করতে পারেন।মীন/ PISCES: শ্বাসকষ্ট হতে পারে।
মেষ/ARIES: আজ বন্ধুবিরোধ হতে পারে।বৃষ/TAURUS: ঋণ নেওয়ার সম্ভাবনা রয়েছে।মিথুন/GEMINI: অর্থাগমে বিলম্ব হতে পারে।কর্কট/CANCER: নিকট ভ্রমণ করতে পারেন।সিংহ/LEO: আজ বুদ্ধিভ্রম হতে পারে।কন্যা/VIRGO: কর্মে পরিবর্তন হতে পারে।তুলা/ LIBRA: শুভ যোগাযোগ হতে পারে আজ।বৃশ্চিক/Scorpio: চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে।ধনু/SAGITTARIUS: আজ স্বরভঙ্গ হতে পারে।মকর/CAPRICORN: মাথায় ব্যথা হতে পারে।কুম্ভ/AQUARIUS:হঠকারিতায় ক্ষতি হতে পারে।মীন/ PISCES: দ্রব্যের অপচয় হতে পারে।
মেষ/ARIES: প্রলোভনে ক্ষতি হতে পারে।বৃষ/TAURUS: আজ মিশ্রফল ভোগ করতে পারেন।মিথুন/GEMINI: পিত্তরোগে কষ্ট পেতে পারেন।কর্কট/CANCER: বিনিয়োগে লাভ হতে পারে।সিংহ/LEO: ধর্মে মতি হতে পারে।কন্যা/VIRGO: আজ মানসিক শান্তি পেতে পারেন।তুলা/ LIBRA: ভ্রমণে আনন্দ পেতে পারেন।বৃশ্চিক/Scorpio: আজ অপব্যয় হতে পারে।ধনু/SAGITTARIUS: রাজনৈতিক জয় হতে পারে। মকর/CAPRICORN: আজ কান্তিক্ষয় হতে পারে।কুম্ভ/AQUARIUS: আজ রমণীপ্রীতি জন্মাতে পারে।মীন/ PISCES: আজ কোনও কারণে পরিতাপ করতে পারেন।
সেমিফাইনালের সম্ভাবনা টিকিয়ে রাখতে গেলে দুই দলের কাছেই জেতা জরুরি ছিল। শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ বাংলাদেশের। গ্রুপ অফ ডেথে টানটান উত্তেজনার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ রানে হেরে সেমিফাইনালের আশা শেষ মাহমুদুল্লাদের। অন্যদিকে, জিতে সেমিফাইনালের আশা টিকিয়ে রাখল ক্যারিবিয়ানরা। যদিও সম্ভাবনা যথেষ্ট ক্ষীণ। গ্রুপ লিগের বাকি দুটি ম্যাচ জেতার পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকে। টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলাদেশ। আগে ম্যাচে মন্থর ব্যাটিংয়ের জন্য বাংলাদেশের বিরুদ্ধে বাদ পড়েন লেন্ডল সিমন্স। তাঁর পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পান রস্টন চেজ। টি২০ অভিষেক ম্যাচেই নজর কাড়েন তিনি। তিন নম্বরে ব্যাট করতে নেমে ৪৬ বলে করেন ৩৯। যদিও সিমন্সের পরিবর্তে ওপেন করতে নামা ক্রিস গেল ব্যর্থ। ১০ বল খেলে মাত্র ৪ রান করে মেহেদি হাসানের বলে বোল্ড হন তিনি। গেল আউট হওয়ার আগে লুইসকে (৬) তুলে নেন মুস্তাফিজুর রহমান। হেটমায়েরও (৯) রান পাননি। তিনি মেহেদি হাসানের শিকার। ১৬ বল খেলে ৮ রান করে চোট পেয়ে মাঠ ছাড়েন কায়রন পোলার্ড। পোলার্ড বেরিয়ে যাওয়ার পরপরই এক বল না খেলেই রান আউট হয়ে ফিরে যান আন্দ্রে রাসেল। রস্টন চেজের শট তাস্কিন আমেদের পায়ে লেগে যখন নন স্ট্রাইকিং প্রান্তের উইকেট ভেঙে দেয়, তখন ক্রিজ থেকে বেরিয়ে গিয়েছিলেন রাসেল। এরপরই ঝড় তোলেন নিকোলাস পুরান। ২২ বলে তিনি করেন ৪০। শেষ পর্যন্ত জেসন হোল্ডারের (৫ বলে ১৫) সৌজন্যে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৪২। পরে আবার ব্যাট করতে নেমে পোলার্ড ১৪ রান করে অপরাজিত থাকেন। মেহেদি হাসান ২৭ রানে ২টি, শরিফুল ইসলাম ২০ রানে ২টি ও মুস্তাফিজুর রহমান ৪৩ রানে ২টি উইকেট পান। জেতার জন্য মরিয়া বাংলাদেশও এদিন ওপেনিং জুটিতে পরিবর্তন করেছিল। লিটন দাসের পরিবর্তে মহম্মদ নইমের সঙ্গে ওপেন করতে নামেন সাকিব আল হাসান। কিন্তু তিনি সুবিধা করতে পারেননি। ১২ বলে মাত্র ৯ রান করে তিনি রাসেলের বলে আউট হন। সৌম্য সরকার ও মহম্মদ নঈম দুজনেই ১৭ রান করেন। ওপেন করতে নেমে শাকিব ৯ রানে আউট হন। মুশফিকুর রহিম ৮ রানের বেশি করতে পারেননি। তিন নম্বরে নামাআ লিটন দাস ৪৩ বলে ৪৪ রান করে ১৯তম ওভারের শেষ বলে আউট হন। শেষ ওভারে বাংলাদেশের জেতার জন্য দরকার ছিল ১৩। ৯ রানের বেশি তুলতে পারেনি। ৫ উইকেটে ১৩৯/৫ রানে থেমে যায়। মাহমুদুল্লা ২৪ বলে ৩১ রানে অপরাজিত থাকেন।
মেষ/ARIES: অসৎসঙ্গে ক্ষতি হতে পারে।বৃষ/TAURUS: বৈষয়িক সমাধান হতে পারে।মিথুন/GEMINI: আজ বুদ্ধিভ্রম হতে পারে।কর্কট/CANCER: আজ কর্মপরিবর্তন হতে পারে।সিংহ/LEO: আজ শ্লেষ্মাভোগ করতে পারে।কন্যা/VIRGO: সন্তান-পীড়া হতে পারে।তুলা/ LIBRA: আজ সাহসীকতা প্রদর্শন করতে পারেন।বৃশ্চিক/Scorpio: আজ সঞ্চয়ের সুযোগ আসতে পারে।ধনু/SAGITTARIUS: আজ বিপদগ্রস্ত হতে পারেন।মকর/CAPRICORN: কাজে ক্ষতি হতে পারে।কুম্ভ/AQUARIUS: প্রাপ্তিতে বাধা হতে পারে।মীন/ PISCES: সঞ্চয়ের সুযোগ আসতে পারে।
আজ বাড়ি ফিরল উত্তরাখণ্ডের বিপর্যয়ে মৃত ৫ পর্বতারোহীর কফিনবন্দি নিথর দেহ। শোকে স্তব্ধ পাঁচ পাহাড়িয়ার পরিবার। বৃহস্পতিবার সকাল ৬টা ২০ এবং ৭টা ২০ নাগাদ দিল্লি থেকে দেহ নিয়ে রওনা দেয় বিমানে। এদিকে, কলকাতা বিমানবন্দরে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু, মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। সুজিত বসু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এসেছি। আজ ৫ জনের মৃতদেহ এখান থেকে পৌঁছে দেওয়া হবে তাঁদের পরিবারের কাছে। খুবই দুঃখজনক ঘটনা।গত ১০ অক্টোবর উত্তরাখণ্ডের খারকিয়া থেকে বাগেশ্বর ,জাটুলি, দেবীকুণ্ড, নাগকুণ্ড হয়েকানাকাটা পাসে ট্রেকিংয়ে গিয়েছিলেন সাগর দাসেরা। কিন্তু প্রবল বৃষ্টি ও তুষার ঝড়ের কবলে পড়ে আটকে যান সুন্দরডুঙ্গা হিমবাহের কাছে। এতদিন আবহাওয়া খারাপ থাকার বারবার ব্যাহত হচ্ছিল তাদের উদ্ধারকাজ। পরে সেই সুন্দরডুঙ্গা হিমবাহের কাছেই পাওয়া যায় পাঁচ ট্রেকার নিথর দেহ। মৃত ট্রেকারদের তালিকায় রয়েছেন,সাধন বসাক, তিনি ঠাকুরপুকুর জায়গীর রোডের বাসিন্দা। এছাড়াও বিকাশ মাকাল, সৌরভ দাস, সাবিয়ান দাসের দেহ উদ্ধার হয়েছে।
মেষ/ARIES: কারুর সঙ্গে তিক্ততা বৃদ্ধি পেতে পারে।বৃষ/TAURUS: আজ বিত্তহানি হতে পারে।মিথুন/GEMINI: আজ আর্থিক চিন্তা হতে পারে।কর্কট/CANCER: অপসারিত হতে পারেন।সিংহ/LEO: আজ অপযশের যোগ রয়েছে।কন্যা/VIRGO: আজ বিপদমুক্ত হতে পারেন।তুলা/ LIBRA: শিক্ষায় অগ্রগতি হতে পারে।বৃশ্চিক/Scorpio: কোনও কারণে উত্তেজিত হতে পারেন।ধনু/SAGITTARIUS: চিকিৎসা বিভ্রাটে পড়তে পারেন।মকর/CAPRICORN: ঝুঁকিপূর্ণ কাজে সাফল্য আসতে পারে।কুম্ভ/AQUARIUS: আজ শ্বাসকষ্ট হতে পারে।মীন/ PISCES: ক্ষতিপূরণ করতে পারেন আজ।