হোয়াইট হাউসে ফিরেই মাস্ক খুলে ফেললেন ট্রাম্প
চার দিনের জরুরি চিকিৎসার পরে সোমবার হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ফিরেই নিজের মাস্ক খুলে ফেলে তিনি জানান, খুব শীঘ্রই নির্বাচনী প্রচারে অংশ নেবেন।রবিবারই চিকিৎসকরা ইঙ্গিত দিয়েছিলেন শিগগিরি ছেড়ে দেওয়া হতে পারে মার্কিন প্রেসিডেন্টকে। সেই সম্ভাবনা সত্যি করে সোমবারই সেনা হাসপাতাল থেকে স্থানীয় সময় অনুসারে সাড়ে ৬ টায় ছুটি দেওয়া হয় ট্রাম্পকে।এরপর হোয়াইট হাউসে ফিরে আসেন তিনি। ট্রাম্প জানিয়ে দেন, তিনি সুস্থই বোধ করছেন। তাঁর এভাবে দ্রুত হাসপাতাল থেকে বেরিয়ে আসা নিয়ে ট্রাম্প বলেন, কোনও নেতাই এমন করত না যা আমি করেছি। আমি জানি এতে ঝুঁকি আছে। বিপদ আছে। কিন্তু সব ঠিকই আছে।কিন্তু এটাকে আপনার জীবনে আধিপত্য বিস্তার করতে দেবেন না। এর থেকে বেরিয়ে আসুন। তবে সতর্ক থাকুন। তিনি আরও বলেন, কোনও ভয় নেই। করোনাকে ভয় পাবেন না। উল্লেখ্য, করোনা রিপোর্ট পজিটিভ আসলে ও শ্বাসকষ্ট শুরু হওয়ার পরেই ট্রাম্পকে হাসপাতালে ভর্তি করা হয়। আমেরিকার সেনা হাসপাতালে চিকিৎসা চলছিল ট্রাম্পের।ওই হাসপাতালে ট্রাম্পকে মূলত রেমডিসিভির দেওয়া হয়। দেখা যাচ্ছে তার জেরেই সুস্থ হয়ে উঠেছেন ট্রাম্প।