Bright : East Bengal : আবার লালহলুদে ভাঙন, ইস্টবেঙ্গল ছেড়ে পুরনো ক্লাবে ব্রাইট
গত মরশুমে আইএসএলে লালহলুদ জার্সি গায়ে চমক দিয়েছিলেন ব্রাইন এনবাখারে।কোচ রবি ফাউলারের হাত ধরে ইংল্যান্ডের কভেন্ট্রি সিটি ক্লাব থেকে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন। আবার ফিরে গেলেন সেই পুরনো ক্লাবে। মঙ্গলবারই তাঁর সাথে চুক্তির কথা ঘোষণা করেছে কভেন্ট্রি সিটি। ব্রাইট এনবাখারের সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি করেছে ইংল্যান্ডের এই ক্লাব।আরও পড়ুনঃ নিয়মে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে দ্য হান্ড্রেড ক্রিকেটসামনের মরশুমের জন্য দল গুছিয়েই চলেছে এটিকে মোহনবাগান। অন্যদিকে ঘর ভেঙেই চলেছে ইস্টবেঙ্গলের। আদেও দল গঠন করতে পারবে কিনা লালহলুদ শিবির তা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন ফুটবলাররা। কেউই আর ভরসা করছেন না। তাই ফুটবলারদের মধ্যে অন্য দল খুঁজে নেওয়ার হিড়িক। আগেই লালহলুদ ছেড়ে অন্য দলে যোগ দিয়েছেন মাত্তি স্টেইনম্যান। এবার ইস্টবেঙ্গল ছেড়ে অন্য ক্লাবে যোগ দিলেন ব্রাইট এনবাখারে।আরও পড়ুনঃ দুধের স্বাদ ঘোলে মিটল দীপক খাবরার, প্রথম ভারতীয় হিসেবে যাচ্ছেন অলিম্পিকেআইএসএলে স্ট্রাইকিং সমস্যায় ভুগছিল এসি ইস্টবেঙ্গল। সমস্যা মেটাতে এবছর জানুয়ারিতে দলবদলের দ্বিতীয় উইন্ডোতে কভেন্ট্রি সিটি থেকে লোনে ব্রাইটকে লালহলুদে নিয়ে এসেছিলেন রবি ফাউলার। এসসি ইস্টবেঙ্গলে খেলতে এসে সমর্থকদের মন জয় করে নিয়েছিলেন ব্রাইট। লালহলুদ জার্সি গায়ে ১২ ম্যাচ খেলেছিলেন। গোল করেছিলেন ৩ টি।আরও পড়ুনঃ এটিকে মোহনবাগানের স্বার্থে নিয়ম বদল! প্রশ্নের মুখে আইএফএইস্টবেঙ্গলে আসার আগে কভেন্ট্রি সিটির হয়ে ১৮ ম্যাচ খেলেছিলেন ব্রাইট এনবাখারে। গোল করেছিলেন ৬টি। ব্রাইটকে পেয়ে খুশি কভেন্ট্রি সিটির কোচ মার্ক রবিন্স। তিনি বলেছেন,ব্রাইটকে কভেন্ট্রি সিটিতে স্বাগত। ওকে পেয়ে আমরা খুব খুশি। দারুন প্রতিভাবান ফুটবলার। খেলা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা আছে। গোল করতে পারে, করাতেও পারে।আরও পড়ুনঃ আন্তর্জাতিক টেনিসে ঐতিহাসিক সাফল্য বাঙালি তরুণেরব্রাইটের আগেই ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন মাত্তি স্টেইনম্যান। এই জার্মান মিডফিল্ডারের সঙ্গে ২ বছরের চুক্তি ছিল। কিন্তু এক মরশুম কাটিয়েই তিনি ক্লাব ছেড়েছেন। যোগ দিয়েছেন এ-লিগে খেলা ওয়েলিংটন ফোয়েনিক্সে। স্টেইনম্যান ইস্টবেঙ্গলেই থাকতে চেয়েছিলেন। কিন্তু ক্লাবের ডামাডোলে ঝুঁকি নিতে চাননি।ইস্টবেঙ্গলের হয়ে ১৭ ম্যাচ খেলেছিলেন স্টেইনম্যান। গোল করেছিলেন ৪টি। লগ্নিকারী সংস্থার সঙ্গে লালহলুদ কর্তাদের চুক্তিপত্রে সই করা নিয়ে বিতর্কের জন্যই একের পর এক ফুটবলার দল ছাড়ছেন। বিতর্ক মিটলেও ইস্টবেঙ্গলের পক্ষে দল গড়া কঠিন হয়ে যাবে।