ছিলেন মডেল। সেখান থেকে বলিউডে পা। প্রথম ছবিতে ইমরান হাশমির সঙ্গে অভিনয় আর সেই ছবি সুপারহিট। কার কথা বলছি। আশিক বানায়া আপ্নে ছবির অভিনেত্রী তনুশ্রী দত্তকে মনে আছে , তার কথাই বলছি। তারপর অবশ্য দু’একটা ছবিতে অভিনয়ের সুযোগ পেলেও, বলিউডে টিকে থাকতে পারেনি তনুশ্রী। এবার ফের তিনি বলিউডে কামব্যাক করতে চলেছেন। প্রসঙ্গত , বলিউড থেকে সরে গেলেও সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি পোস্ট করেন তিনি। সম্প্রতি তিনি নিজের বদলে যাওয়া অর্থাৎ ১৫ কেজি কমিয়ে একেবারে নতুন অবতারে ছবি দিলেন। আর সঙ্গে লিখলেন, ফের বলিউডে আসছি। শীঘ্রই সুখবর দেব আপনাদের।
আরও পড়ুন ঃ রাশমি রকেট ছবির ফার্স্টলুক প্রকাশ্যে আনলেন তাপসী পান্নু
উল্লেখ্য , নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে তিনি বলিউডে ঝড় তুলে দিয়েছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, সিনেমার সেটে হওয়া সেই ভয়াবহ অভিজ্ঞতার জন্যই বলিউডের কেরিয়ার ছাড়তে বাধ্য হন তিনি।
- More Stories On :
- Tanushree Dutta
- তনুশ্রী দত্ত
- Bollywood
- বলিউড
- Actress
- অভিনেত্রী