একুশের ভোটের আগে হাইভোল্টেজ ব্রিগেড
একুশের ভোটের আগে হাইভোল্টেজ রবিবার। ইভিএমে তৃণমূল-বিজেপিকে টেক্কা দিতে ফের ব্রিগেডে বামেরা। বাম ব্রিগেডের সঙ্গী কংগ্রেস, ভাইজান। করোনা আশঙ্কার মধ্যেই আজ বাম-কংগ্রেসের ব্রিগেড। সকাল থেকেই ময়দানমুখী নেতাকর্মী-সমর্থকরা। কোভিড বিধি মেনে সভায় আসার আর্জি করা হয়েছে কর্মীদের কাছে। তবে চিকিত্সকের অনুমতি না মেলায় এই প্রথমবার ব্রিগেডে গরহাজির বুদ্ধদেব।একুশের নির্বাচনে টার্গেট অডিয়েন্স জেন-ওয়াই। ঘুরে দাঁড়ানোর লড়াই কতটা সফল হবে তা এখনই স্পষ্ট নয়, তবে ভোটের ময়দানে সংস্কৃতির বিবর্তনকে হাতিয়ার করতে চাইছে বামেরা। ইভিএমে ফল পেতে জনসংযোগে সেই ছয়-সাতের দশকে ধাঁচেই ময়দানে নেমেছে বাম-কংগ্রেস-আব্বাসের জোট। এর আগে বামেদের টুম্পা গান রীতিমতো বাংলার অলিগলি দাপিয়েছে। এমন ভাসান গান-এর প্যারোডিই হয়ে উঠেছে বাম ব্রিগেডের প্রচার-মন্ত্র। ভাইরাল প্যারোডির সঙ্গে এবার প্রচারের নবতম সংযোজন ফ্ল্যাশ মব।বড় লড়াই এবং জোটের বাতাবরণের সঙ্গে পাল্লা দিয়ে ব্রিগেডের মঞ্চও এ বার বড় হয়েছে। অন্য বার ৩২ ফুট বাই ২৪ ফুটের মঞ্চ থাকে বাম সমাবেশে, এ বার তা বেড়ে হয়েছে ৫০ ফুট বাই ২৪ ফুট। ছড়িয়ে থাকা জনতার কাছে আওয়াজ পৌঁছে দিতে লাগানো হয়েছে ৬২০টি মাইক। সভা শুরুর অনেক আগে থেকে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজনও আছে।

