মেষ/ ARIES: আজ নিরানন্দে থাকতে পারেন।বৃষ/ TAURUS: অসাধুতার শিকার হতে পারেন। মিথুন/ GEMINI : জলযানে বিপদ হতে পারে। কর্কট/ CANCER : আজ ধনাগম হতে পারে। সিংহ/ LEO: বিষন্নতার শিকার হতে পারেন। কন্যা/ VIRGO: ধর্মেকর্মে আগ্রহ দেখা দিতে পারে। তুলা/ LIBRA: কো্নও কারণে বেদনাহত হতে পারেন। বৃশ্চিক/ Scorpio: মিথ্যাপবাদে জড়িয়ে পড়তে পারেন। ধনু/ SAGITTARIUS: আজ সমস্যা বৃদ্ধি পেতে পারে। মকর/ CAPRICORN: পরিশ্রমবৃদ্ধি পাবে আজ। কুম্ভ/ AQUARIUS: শ্বাসকষ্ট হতে পারে আজ। মীন/ PISCES : কপটতার শিকার হতে পারেন।
একটা মৃত্যু। আর সেটাই যেন তছনছ করে দিয়েছে শেহনাজ গিলের জীবন। সিদ্ধার্থ শুক্লার আকস্মিক প্রয়াণের খবর পাওয়ার পর যাবতীয় শুট বন্ধ করেছেন তিনি। পরিবার সূত্র মারফত এমনটাই জানা গেছে। একদম ভেঙে পড়েছেন একেবারেই, জানিয়েছেন শেহনাজের বাবা। এক সূত্র মারফত্ এও জানা গেছে বুধবার রাতে সিদ্ধার্থের পরিবারের সঙ্গেই তাঁর বাড়িতেও ছিলেন শেহনাজ। এরকমটা যে হতে পারে কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি।এক সংবাদমাধ্যম শেহনাজের বাবা সন্তোখ সিং সুখের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, কথা বলার মতো অবস্থাতেই একেবারেই নেই। এখনও বিশ্বাস করতে পারছি না। তিনি জানান শেহনাজের সঙ্গে তাঁর কথা হয়েছে। একেবারেই ভাল নেই শেহনাজ। ইতিমধ্যেই শেহনাজের দাদা শেহবাজ মুম্বই আসছেন। দুঃসময়ে বোনকে আগলে রাখতেই তাড়াতাড়ি ফিরে আসছেন তিনি। অভিনেত্রীর বাবা জানিয়েছেন, তিনিও খুব শীঘ্রই মুম্বই আসবেন।এদিকে সিদ্ধার্থের আরও এক বন্ধু সানা খানও কান্নায় ভেঙে পড়েছেন। অন্য এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেন, আমি বিশ্বাস করতে পারছি না। গুগলে বহুবার খবরটা রি-চেক করেছি। ভগবান ওঁর পরিবারকে শক্তি দিন। ও এত ভাল একজন মানুষ ছিল। আমি বিশ্বাস করতে পারছি না।
মেষ/ ARIES: আজ উদাসিনতায় ভুগতে পারেন। বৃষ/ TAURUS: প্রীতিসঙ্গ লাভ করতে পারেন। মিথুন/ GEMINI : কোনও কারণে আজ আপনার অর্থদণ্ড হতে পারে। কর্কট/ CANCER : ব্যবসায় লাভ করতে পারেন। সিংহ/ LEO: আজ রক্তপাতের আশঙ্কা রয়েছে। কন্যা/ VIRGO: কোনও কারণে মতবিরোধ হতে পারে। তুলা/ LIBRA: চিকিৎসায় সাফল্য পেতে পারেন। বৃশ্চিক/ Scorpio: মানসিক পরিবর্তন হতে পারে আজ। ধনু/ SAGITTARIUS: বঞ্চনার শিকার হতে পারেন আজ। মকর/ CAPRICORN: পকেটমারি হতে পারে, সাবধানে চলাফেরা করবেন। কুম্ভ/ AQUARIUS: স্পষ্ট কথায় বিপদ হতে পারে। মীন/ PISCES : আজ আশান্বিত হতে পারেন।
প্রয়াত রাজ্যসভার প্রাক্তন সাংসদ চন্দন মিত্র। বুধবার গভীর রাতে দিল্লিতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে চন্দনের বয়স হয়েছিল ৬৫। ছেলে কুশন মিত্র টুইট করে বাবার মৃত্যুর খবর জানিয়েছেন। টুইটে তিনি জানান, গত রাতে বাবার মৃত্যু হয়েছে। বেশ কিছু দিন ধরে ভুগছিলেন তিনি।চন্দনের মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, বুদ্ধিমত্তা এবং দৃষ্টিভঙ্গির জন্য স্মরণীয় হয়ে থাকবেন চন্দন মিত্র। সংবাদ জগতের পাশাপাশি রাজনীতিতেও নিজের পরিচিতি তৈরি করেছিলেন। তাঁর মৃত্যুতে আমি শোকাহত। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই।Shri Chandan Mitra Ji will be remembered for his intellect and insights. He distinguished himself in the world of media as well as politics. Anguished by his demise. Condolences to his family and admirers. Om Shanti. Narendra Modi (@narendramodi) September 2, 2021২০০৩-০৯ পর্যন্ত রাজ্যসভার মনোনীত সদস্য ছিলেন চন্দন। ২০১০-এর জুনে মধ্যপ্রদেশ থেকে নির্বাচিত করে চন্দনকে রাজ্যসভায় পাঠায় বিজেপি। ২০১৬-তে তাঁর সাংসদ পদের মেয়াদ শেষ হয়। বিজেপি-র প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবাণীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন রাজ্যসভার প্রাক্তন এই সাংসদ। দ্য পায়োনিয়ার পত্রিকার ম্যানেজিং ডিরেক্টর এবং সম্পাদক ছিলেন চন্দন। বর্ষীয়ান সাংবাদিক চন্দন মিত্র চলতি বছরের জুন মাস পর্যন্ত পত্রিকার সম্পাদক এবং ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। সাংবাদিক হিসাবে তিনি কেরিয়ার শুরু করেন দ্য স্টেটসম্যান পত্রিকায়। তারপর যোগ দেন টাইমস অফ ইন্ডিয়ায়। সেখান থেকে যোগ দেন হিন্দুস্তান টাইমসে। ১৯৯৮ সালে দ্য পায়োনিয়র-এর মালিকানা কিনে নেন তিনি। চলতি বছরের জুন পর্যন্ত এই পত্রিকাটির ম্যানেজিং ডিরেক্টর এবং সম্পাদক হিসাবে কাজ করেছেন। ২০১৮-তে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি।
প্রয়াত হলেন বিচ্ছিন্নতাকামী কাশ্মীরী নেতা সইদ আলি গিলানি। বুধবার বিকেলে শ্রীনগরে নিজের বাসভবনেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। এ দিকে, তাঁর মৃত্যুর পরই অশান্তির আশঙ্কায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা উপত্যকা।পাকিস্তানের সপক্ষে কথা বলা জম্মু-কাশ্মীরের এই নেতা দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু আচমকাই গত বছর তিনি হুরিয়তের শীর্ষ পদ থেকে ইস্তফা দেন। অভিযোগ করেন যে, দলের বাকি নেতারা কাশ্মীরবাসীর উন্নয়নের কথা ভুলে আর্থিক তছরুপের সঙ্গে জড়িয়ে পড়েছে। কাশ্মীরে পুলিশ প্রধান দিলবাগ সিংও জানান, শেষ চিঠিতে গিলানি স্বীকার করে নিয়েছিলেন যে তিনি ভুল পথে চলেছিলেন এবং স্বার্থের খাতিরে কাশ্মীরকে ব্যবহার করা হয়েছিল। বিচ্ছিন্নতাবাদী নানাকার্যকলাপের সঙ্গে যুক্ত থাকায় দীর্ঘ সময় ধরেই তিনি গৃহবন্দি ছিলেন। ২০১৮ সালের মার্চ মাসে তিনি হৃৎরোগে আক্রান্ত হন এবং হাসপাতালে ভর্তি হন। এরপর থেকেই তিনি অসুস্থ ছিলেন।আরও পড়ুনঃ সিবিআই তদন্তের নির্দেশকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ রাজ্যেরসইদ আলি গিলানির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পিপিলস ডেমোক্রাটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি। পিডিপি নেত্রী টুইটে লেখেন, গিলানি সাহেবের মৃত্যুর খবরে অত্যন্ত দুঃখিত। আমরা হয়তো অনেক বিষয়েই সহমত ছিলাম না, কিন্তু ওনার দৃঢ়প্রতৃজ্ঞ মনোভাব ও নিজের বিশ্বাসে স্থির থাকার কারণে ওনাকে সম্মান করতাম। আল্লাহ যেন ওনাকে জন্নতে জায়গা দেন এবং ওনার পরিবার ও শুভাকাক্ষীদের প্রতি আমার সমবেদনা রইল।
মেষ/ ARIES: আজ বিপদের আশঙ্কা রয়েছে।বৃষ/ TAURUS: শ্রমিক অশান্তির মধ্যে পড়তে পারেন। মিথুন/ GEMINI : ভোগবিলাস করতে পারেন। কর্কট/ CANCER : দেহে কোনওকারণে পীড়া হতে পারে। সিংহ/ LEO: সন্তানের কারণে উদ্বেগ দেখা দিতে পারে। কন্যা/ VIRGO: হঠকারী কোনও সিদ্ধান্তে ক্ষতি হতে পারে। তুলা/ LIBRA: আজ প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। বৃশ্চিক/ Scorpio: নৈতিক কারণে অবনতি হতে পারে। ধনু/ SAGITTARIUS: লোকসান বৃদ্ধি পেতে পারে আজ। মকর/ CAPRICORN: হৃদরোগে কষ্ট পেতে পারেন। কুম্ভ/ AQUARIUS: কোনও আত্মীয়র কারণে ক্ষতি হতে পারে। মীন/ PISCES : সৎ বন্ধু লাভ করতে পারেন।
ইসকনের প্রতিষ্ঠাতার ১২৫ তম জন্মবর্ষ উপলক্ষে ১২৫ টাকার স্মারক মুদ্রা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।ইসকনের প্রতিষ্ঠাতা তথা হরেকৃষ্ণ মুভমেন্টের প্রবর্তক শ্রীলা ভক্তিবেদান্ত স্বামী প্রভূপাদের ১২৫ তম জন্মবর্ষ এটি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই মুদ্রা প্রকাশ করেন মোদি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জি কিষাণ রেড্ডি।আরও পড়ুনঃ দলগঠনে চমক এসসি ইস্টবেঙ্গলের, অরিন্দমকে ১ কোটি ৩০ লক্ষ টাকার প্রস্তাব!এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আজ আমরা শ্রীলা ভক্তিবেদান্ত স্বামী প্রভূপাদের জন্মবর্ষ পালন করছি। ধ্যান কিংবা ভক্তিতে মনে যে প্রশান্তি মেলে, যেন সেরকমই আনন্দ হচ্ছে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, আজ একই ভাবে গোটা বিশ্বে প্রভূপাদের যে লক্ষ লক্ষ ভক্ত আছেন, প্রত্যেকেরই একই রকম আনন্দ হচ্ছে।মোদি এ দিন আরও বলেন, আজ বিশ্বজুড়ে কয়েকশো ইসকনের মন্দির রয়েছে। আর সেই সব মন্দিরের মাধ্যমে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে ভারতীয় সংস্কৃতি। ইসকনই গোটা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে যে ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাসের অর্থ হল উদ্যোগ আর উৎসাহ। আর মানবিকতায় বিশ্বাস। প্রাকৃতিক বিষর্পয়ে ইসকনের ভূমিকার কথাও উল্লেখ করেন মোদী। প্রধানমন্ত্রী এ দিন মনে করিয়ে দেন ২০০১-এর ভূমিকম্পের কথা। সেই সময় কী ভাবে দুর্গতদের পাশে দাঁড়িয়েছিল ইসকন, সেই কথা উল্লেখ করেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও মনে করিয়ে দেন যে, দেশে যখনও কোনও বিপর্যয় এসেছে, তখন পাশে দাঁড়িয়েছে ইসকন। ও্ডিশা বা পশ্চিমবঙ্গের সাইক্লোনের কথাও বলেন তিনি।
গত ২৪ ঘণ্টায় দেশে ফের বৃদ্ধি পেল করোনা দাপট। একদিনে দেশে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৯৬৫ জন। অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪৬০ জনের। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৮ লক্ষ ১০ হাজার ৮৪৫। এর মধ্যে শুধু কেরলেই একদিনে ১৯ হাজার ৬২২ জন আক্রান্ত হয়েছেন। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩২ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৯ হাজার ২০ জনের। মঙ্গলবার অনেকটাই কমেছিল করোনার প্রকোপ। করোনা আক্রান্ত হয়েছিল ৩০ হাজার ৯৪১ জন। মৃত্যু হয়েছিল ৩৫০ জনের। করোনা খানিকটা নিয়ন্ত্রণে এলেও সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে দক্ষিণের রাজ্য কেরলে। করোনা বিপদ বাড়াচ্ছে মহারাষ্ট্রেও। আরও পড়ুনঃ স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণের জন্য ব্যাঙ্ক বাড়ির দলিল বন্ধক রাখতে বলায় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ছাত্রমহারাষ্ট্র এবং কেরল কেবল এই দুটি রাজ্যেই দৈনিক মৃতের সংখ্যা শতাধিক। কেরলে সক্রিয় রোগীর সংখ্যা ২ লক্ষ ১৯ হাজারের বেশি মহারাষ্ট্রে ৫৪ হাজার ৭৬৩টি। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা বেশি হওয়ায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে। প্রায় ৩৫.৬ শতাংশ সংক্রমণ বৃদ্ধি হয়েছে বুধবার।
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকতে দেখা যায় অভিনেত্রী সারা আলি খানকে। অনুরাগীদের প্রায়ই বিভিন্ন রকমের মজার ভিডিও উপহার দেন তিনি। সম্প্রতি লাদাখে ঘুরতে গিয়েছিলেন তিনি। যদিও ট্রিপ শেষে ফিরে এসেছেন মুম্বইয়ে। তবুও মন যেন সেখানেই পড়ে রয়েছে সারার। অভিনেত্রী রাধিকা মদন ও গায়িকা জসলিন রয়্যালের সঙ্গে প্রাণভরে ঘুরেছেন লাদাখে। এখন তাঁর সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু সেখানকারই ছবি পোস্ট করছেন।সিম্বা অভিনেত্রী তাঁর অনুরাগীদের জন্য একটি সুন্দর ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ভিডিওয় দেখা যাচ্ছে সারা বিখ্যাত হিন্দি ছবি সিলসিলা-এর গান ইয়ে কাহাঁ আ গয়ে হম-এ পা মেলাচ্ছেন। কালো ট্রেডিশনাল ড্রেসে মোহময়ী লাগছে অভিনেত্রীকে। সঙ্গে অবশ্যই ছিল মানানসই গয়না। ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, তেরি বাহোঁ কা সাহারা জো মিলা হ্যায়। ইস বগীচে কা কোনা কোনা খিলা হ্যায়। সারার পোস্ট ভরেছে অনুরাগীদের মন্তব্যে। একজন অনুরাগী কমেন্ট করেছেন, তোমার সিলসিলা মুহূর্ত আমাদের বেশ পছন্দ হয়েছে।সারা আলি খানের আগামী ছবি অতরঙ্গি রে। যে ছবিটি অবশ্য দুবার পিছিয়েছে করোনা অতিমারীর কারণে। এই ছবিটির পরিচালনার দায়িত্বে আছেন আনন্দ এল. রাই । সারা ছাড়াও মুখ্য চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমার ও ধনুশকে।
মেষ/ ARIES: কোনও আত্মীয়র কাছ থেকে শোক পেতে পারেন। বৃষ/ TAURUS: আজ প্রতিষ্ঠা লাভ করতে পারেন। মিথুন/ GEMINI : কোনও কারণে হয়রানির শিকার হতে পারেন। কর্কট/ CANCER : আজ উচ্চাশা জন্মাতে পারে মনে। সিংহ/ LEO: প্রতিভার বিকাশ হতে পারে। কন্যা/ VIRGO: কোথাও যাত্রা করবেন না, অশুভ হতে পারে। তুলা/ LIBRA: পরের অর্থ নিলে ক্ষতি হতে পারে। বৃশ্চিক/ Scorpio: গৃহসংস্কারে ব্যয় হতে পারে। ধনু/ SAGITTARIUS: প্রেমে বদনাম হতে পারে আপনার। মকর/ CAPRICORN: সহকর্মীদের মধ্যে বিবাদ বাধতে পারে। কুম্ভ/ AQUARIUS: সুরক্ষার জন্য চিন্তা হতে পারে। মীন/ PISCES : অভাব-অনটনের মধ্যে পড়তে পারেন।
টিকা নিতে গিয়ে ধুন্ধুমার পরিস্থিতি ধুপগুড়িতে। টিকার লাইনে রক্তারক্তিকাণ্ড।পদপিষ্ট হয়েছেন কমপক্ষে ২৫ পদপিষ্ট। গুরুতর আহতদের জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, ধুপগুড়ি স্বাস্থ্যকেন্দ্রের গেট বন্ধ ছিল। গেট খুলতেই হুড়মুড়িয়ে টিকাকেন্দ্রে যাওয়ার চেষ্টা করেন টিকাপ্রাপকরা। অভিযোগ, টিকার পরিমাণ পর্যাপ্ত নয়। ফলে, গ্রামীণ এলাকায় পৌঁছচ্ছে না টিকা। মঙ্গলবার, ধুপগুড়ি স্বাস্থ্যকেন্দ্রে টিকাপ্রাপকদের হুড়োহুড়িতে শিবিরের গেট বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এসে পদপিষ্ট পুলিশও।ঘটনায় বিজেপি নেত্রী অর্চনা মজুমদার বলেন, বিনামূল্যে টিকা সকলের প্রাপ্য। সরকারের কোনও পলিসি নেই, নীতি নেই। স্বাস্থ্যদপ্তর কোনও স্বচ্ছ পদক্ষেপ করেনি। ফলে, মানুষ সমস্যায় পড়ছে। ধূপগুড়ির মতো মুর্শিদাবাদেও টিকাকেন্দ্রে হুড়োহুড়ির ছবি প্রকাশ্যে এসেছে।এই প্রথম নয়, এর আগেও হাওড়া ও জেলার জেলায় টিকা নিতে গিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির ছবি প্রকাশ্যে এসেছে। গ্রামাঞ্চলে টিকার যোগান একেবারে না থাকায় এই সমস্যার সৃষ্টি হচ্ছে বলে মত স্থানীয়দের। টিকা এলেও তা পর্যাপ্ত পরিমাণ হওয়ায় মানুষের মধ্যে হুড়োহুড়ি পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
মেষ/ ARIES: আজ অর্থাভাবে ভুগতে পারেন। বৃষ/ TAURUS: আপনার গৌরববৃদ্ধি পেতে পারে। মিথুন/ GEMINI : প্রেমপ্রীতির সঙ্গ লাভ করতে পারেন। কর্কট/ CANCER : পারিবারিকভাবে আজকের দিনটি শুভ। সিংহ/ LEO: কোনও কারণে অনুতাপ হতে পারে। কন্যা/ VIRGO: রাজনীতিতে সুনাম বৃদ্ধি পেতে পারে। তুলা/ LIBRA: নতুন কোনও প্রচেষ্টা করতে পারেন। বৃশ্চিক/ Scorpio: মনে কোনও কারণে কষ্ট পেতে পারেন। ধনু/ SAGITTARIUS: সমস্যা বৃদ্ধি পেতে পারে আজ। মকর/ CAPRICORN: হঠাৎ কারুর প্রতি বিরোধ মনোভাব জন্মাতে পারে। কুম্ভ/ AQUARIUS: বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন। মীন/ PISCES : কারুর কাছে নতিস্বীকার করতে পারেন।
বাপ্পার পরিচালনায় আশরাফ শিশিরের কাহিনী অবলম্বনে বাদল সরকারের বাকী ইতিহাস নাটক অবলম্বনে ফিচার ফিল্ম। শহরের উপকথা-র ট্রেলার, গান ও পোস্টার লঞ্চ হয়ে গেল। এই ছবিতে বাদল সরকারের চরিত্রে অভিনয় করছেন শুভাশিস মুখোপাধ্যায়। শুভাশিস ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাহুল বন্দ্যোপাধ্যায়, জয় সেনগুপ্ত, বিদীপ্তা চক্রবর্তী, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, সন্দীপ মন্ডল, লামা হালদার, রজত গঙ্গোপাধ্যায় প্রমুখ। ছবিতে বিভিন্ন ভাবে চলচ্চিত্র, নাটক, মঞ্চ, মানুষ ঘুরে ফিরে আসবে। চরিত্রগুলিকে আলাদা ভাবে দেখা গেলেও গল্পের শেষে দেখা যাবে তারা এক সুতোয় বাঁধা। ছবিতে এমন কিছু ঘটনার কথা বলা হবে, যা সকলের মননকে নাড়িয়ে দিতে পারে। কিন্তু ব্যস্ত শহরের কোলাহলে কারও কানে কিছুই পৌঁছচ্ছে না। সেই হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ বিষয়কে দর্শকদের কাছে তুলে ধরবে এই ছবি।আরও পড়ুনঃ নীরজে উদ্বুদ্ধ দেবেন্দ্র প্যারালিম্পিকে দেশকে এনে দিলেন রুপোপোকামাকড়ের মতো নয়, বেঁচে থাকতে গেলে আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, সমস্ত কিছুকে সঙ্গে নিয়েই বেঁচে থাকতে হবে। নিজের সত্তাকে খুঁজে পাওয়ার অতি সাধারণ ইতিহাসের পাতা থেকে তৈরি এই ছবি আজকের যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে ঐতিহ্যের অর্থ ভাবতে বাধ্য করবে। এমনই দাবি করছে এই ছবির গল্প।এর আগে বেশ কিছু শর্ট ফিল্ম এবং চোখ নামে একটি ওয়েব সিরিজের পরিচালনা করেছেন বাপ্পা। তবে প্রথমবার ফিচার ফিল্ম করছেন তিনি। ছবিতে গান গেয়েছেন দুর্নিবার সাহা এবং পরশিয়া সেন। গানে সুর দিয়েছেন সৌম্য ঋত। শ্যুট হয়েছে কলকাতা শহরের বিভিন্ন জায়গায়।
কথা ছিল আসবার।সেই মতো এলও। আর তছনছ করে দিয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানাকে। ঘণ্টায় ১৫০ মাইল বেগে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আইডা। আমেরিকার ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, ঘূর্ণিঝড় আইডার কারণে জনজীবন ব্যাপকভাবে বিপর্যস্ত হতে চলেছে।মেক্সিকো উপকূল দিয়ে আমেরিকার দিকে ধেয়ে এসেছে শক্তিশালী ঘূর্ণিঝড় আইডা। ক্ষয়ক্ষতির আশঙ্কায় আগেই উপকূলীয় এলাকা থেকে লোকজনকে নিরাপদে আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে ওই এলাকার হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, আমেরিকায় ২০০৫ সালে হারিকেন ক্যাটরিনার আঘাতে ১৮০০ মানুষের মৃত্যু হয়েছিল। আশঙ্কা করা হচ্ছে আইডা-য় ক্ষয়ক্ষতির পরিমাণ তেমনই হতে পারে। আইডা-সাধারণের ওপর ব্যাপকভাবে প্রভাব ফেলবে বলে আগেই জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকেই তিনি এ কথা উল্লেখ করেছেন।ইতিমধ্যে লুইজিয়ানার প্রায় তিন লাখ মানুষ অন্ধকারে রয়েছেন। প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে এক সপ্তাহের বেশি সময় লেগে যেতে পারে। শুধু লুইজিয়ানা নয়, মিসিসিপিসহ আলাবামা-ফ্লোরিডাতেও আইডা-র প্রভাব দেখা যাচ্ছে। ভারী বৃষ্টিপাতও শুরু হয়েছে বিভিন্ন এলাকায়।
কলকাতার এক বিশেষ হোটেলে সায়ন্তনীর জন্মদিন সেলিব্রেট হল। জন্মদিন মানেই লাইফে একটা বিশেষ দিন। তাই এই বিশেষ দিনে জমকালো পোষাকে গ্ল্যামারাস বিউটি লাগছিল বছর ১৯ এর সায়ন্তনীকে। বন্ধু থেকে শুরু করে ফ্যামিলির সঙ্গে একটা মনে রাখার মতো মুহূর্ত কাটালো ব্ল্যাক বিউটি।এই বিশেষ দিনে সন্ধ্যাটাকে স্পেশাল করে রাখার জন্য মা কে ধন্যবাদ জানিয়েছে। হাসতে হাসতে জানালো,এই বছর এত মজা করবো, জন্মদিনটা এত ভালোভাবে কাটবে এক্সপেক্টই করিনি। মায়ের জন্যই সবকিছু সম্ভব হয়েছে। আই অ্যাম মামাস প্রিন্সেস। আই অ্যাম সো ব্লেসড টু হ্যাভ ইউ ইন মাই লাইফ। আমার অনেক ফ্রেন্ডস ও আজ সঙ্গে রয়েছে।খুব ভালো টাইম স্পেন্ড করছি। প্রিন্সেসের মা জানালো,আমি অনেক টায়ার্ড। আমার ছোট্ট প্রিন্সেসের জন্য অনেক দূর থেকে এখানে এসেছি। খুব ভালো লাগছে।আরও পড়ুনঃ প্রয়াত বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধদেব গুহজন্মদিনের স্পেশ্যাল কেক তো ছিলই। তার পাশাপাশি বিশেষ আকর্ষণ ছিল ডিজে। সিটি অফ জয়ের এক বিশেষ হোটেল তখন রঙিন লাইটে আরও বেশি রঙিন হয়ে উঠেছিল। আসলে জন্মদিন তো বছরে একটাই দিন। যতই চারপাশের আবহাওয়া গুমোট হোক না কেন, কোভিড যতই আমাদের মাথাব্যথার কারণ হয়ে উঠুক না কেন, মুহূর্তগুলো তো আর ফ্যাকাশে হতে পারে না। তাই চাওয়া-পাওয়ার দূরত্বটা মিলেমিশে এক হয়ে গিয়েছিল। সায়ন্তনীর পাশাপাশি তার বন্ধুরাও খুব খুশি এই মায়াবী সন্ধ্যার সাক্ষী থাকতে পেরে। জনতার কথার পক্ষ থেকে প্রিন্সেসের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।
মেষ/ ARIES: আজ মানহানির সম্ভাবনা রয়েছে।বৃষ/ TAURUS: কর্তব্যপরায়ন মনোভাব দেখাবেন।মিথুন/ GEMINI : আজ কোনও শুভ যোগাযোগ হতে পারে।কর্কট/ CANCER : আজ স্বাস্থ্যহানি হতে পারে। সিংহ/ LEO: আজ অর্থলাভ হতে পারে।কন্যা/ VIRGO: অর্থবিনিয়োগ করলে লাভ হতে পারে। তুলা/ Libra: আজ দায়িত্ববৃদ্ধি পেতে পারে। বৃশ্চিক/ Scorpio: কোনও কারণে উৎসাহান্বিত হতে পারেন। ধনু/ SAGITTARIUS: হঠাৎ কোনও কিছু পেতে পারেন। মকর/ CAPRICORN: বাড়িতে বন্ধু সমাগম হতে পারে। কুম্ভ/ AQUARIUS: কারুর উপর প্রভাব বিস্তার করতে পারেন। মীন/ PISCES : কোনও মনের ইচ্ছা পূরণ হতে পারে আজ।
মেষ/ ARIES: কাউকে বিশ্বাস করলে ক্ষতি হতে পারে।বৃষ/ TAURUS: ব্যভিচারের শিকার হতে পারেন।মিথুন/ GEMINI : কোনও মনের ইচ্ছাপূরণ হতে পারে। কর্কট/ CANCER : পিতার জন্য শোক হতে পারে।সিংহ/ LEO: মাথার ব্যথায় কষ্ট পেতে পারেন। কন্যা/ VIRGO: মানসিক অশান্তিতে ভুগতে পারেন।তুলা/ LIBRA: কোনও খারাপ খবর পেতে পারেন। বৃশ্চিক/ Scorpio: আজ সঞ্চয় করতে পারেন। ধনু/ SAGITTARIUS: কোনও কারণে ক্রোধের বশবর্তী হতে পারেন। মকর/ CAPRICORN: কোনও মহিলাদ্বারা প্রতারিত হতে পারেন। কুম্ভ/ AQUARIUS: আজ দুর্ভোগের মধ্যে পড়তে পারেন। মীন/ PISCES : দাঁতের সমস্যায় ভুগতে পারেন।
কাবুল বিমানবন্দরে হামলার সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বৃহস্পতিবার রাতেই বলেছিলেন, কিছু ভোলা হবে না, কাউকে মাফও করা হবে না। জড়িতদের খুঁজে বের করে উচিত শাস্তি দেওয়া হবে। একদিনের মধ্যেই বদলা নিল আমেরিকা। শুক্রবারই ইসলামিক স্টেট-খোরাসান-র উপর হামলা চালায় মার্কিন ড্রোন।মার্কিন সেন্ট্রাল কম্যান্ডের ক্যাপ্টেন বিল আরবান বলেন, আফগানিস্তানের নানগরহর প্রদেশে ড্রোন হামলা চালানো হয়েছে। মানবহীন এই অভিযানের প্রাথমিক ইঙ্গিতে মনে হচ্ছে মূল চক্রীর মৃত্যু হয়েছে। তবে সাধারণ মানুষের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তালিবানরা আফগানিস্তান দখলের পর এই প্রথম মার্কিন বাহিনী হামলা চালাল।আরও পড়ুনঃ চেতেশ্বর পুজারার ব্যাটে সমালোচকদের জবাবতালিবানরা আগামী ৩১ অগস্টের মধ্যে উদ্ধারকার্য শেষ করার হুঁশিয়ারি দিয়েছে। না হলে ফল ভাল হবে না বলেও জানিয়েছে। বৃহস্পতিবারের হামলার পরই উদ্ধারকার্যে ইতি টেনেছে ফ্রান্স, জার্মানির মতো দেশ। ব্রিটেনও জানিয়েছে, খুব অল্প সংখ্যক নাগরিকই আটকে রয়েছেন। একদিনের মধ্যেই উদ্ধারকার্য শেষ করে নেওয়া হবে। এদিকে,আমেরিকার তরফে জানানো হয়েছে বর্তমানে প্রায় এক হাজার মতো মার্কিনবাসী আফগানিস্তানে আটকে রয়েছেন। ৩১ অগস্টের আগেই তাদের উদ্ধার করে আনার সম্পূর্ণ চেষ্টা করা হবে। আগে সময় বাড়ানের কথা বলা হলেও বৃহস্পতিবার বাইডেনও ৩১ অগস্টের মধ্যে যে কোনও প্রকারে উদ্ধারকার্য শেষ করার নির্দেশ দেন। মার্কিন গোয়েন্দদাদের আশঙ্কা, ফের হামলা হতে পারে বিমানবন্দরে। শুক্রবারই পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানান, তাদের বিশ্বাস উদ্ধারকার্য়ে বাধা দিতে ফের হামলা হতে পারে।
মেষ/ ARIES: আজ বন্ধুবিরোধ হতে পারে।বৃষ/ TAURUS: শরিকি বিবাদের জড়িয়ে পড়তে পারেন।মিথুন/ GEMINI : মনে অনুতাপ হতে পারে।কর্কট/ CANCER : মনে বিচ্ছেদভয় জন্মাতে পারে। সিংহ/ LEO: আজ বিদ্যানুরাগ হতে পারে। কন্যা/ VIRGO: আগুনের থেকে ভয় হতে পারে। তুলা/ LIBRA: আজ কোনও কারণে মায়ের সঙ্গে বিরোধ বাধতে পারে। বৃশ্চিক/ Scorpio: আজ পরনির্ভরতা দেখা দিতে পারে। ধনু/ SAGITTARIUS: কোনও কারণে বিপদের আশঙ্কা দেখা দিতে পারে।মকর/ CAPRICORN: আজ সৌভাগ্যবৃদ্ধি পেতে পারে। কুম্ভ/ AQUARIUS: পরিশ্রমবৃদ্ধী পেতে পারে কোনও কারণে। মীন/ PISCES : আজ বদলির সম্ভাবনা রয়েছে।
অসমের ডিমা হাসাও জেলায় বড়সড় জঙ্গি হামলা। বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মির হানায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। গুরুতর আহত হয়েছে আরও এক। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ডিমা হাসাও জেলার উমরাঙ্গসো লঙ্কা রোডে দাঁড়িয়ে বেশ কয়েকটি লরিকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এরপর লরিগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়। লরিগুলোতে করে কয়লা নিয়ে যাওয়া হচ্ছিল। ওই ঘটনায় এখনও ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতরা সকলেই ওই লরিগুলোর চালক নাহলে খালাসি। খবর পেয়ে প্রত্যন্ত ওই এলাকায় যায় পুলিশ। শুরু হয় তদন্ত। অসম পুলিশ সূত্রে খবর, হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। ২০১৯-এর এপ্রিল মাসে তৈরি হয় ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি। ডিমা হাসাও জেলাকে পৃথক রাজ্য করার দাবিতে সরব বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি। মে মাসেই ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি-র কয়েকজন সদস্যকে নিকেশ করেন নিরাপত্তারক্ষীরা। এরপর থেকেই পাল্টা জবাব দেওয়ার সুযোগ খুঁজছিল জঙ্গি সংগঠনটি।আরও পড়ুনঃ নিজের যন্ত্রণার কথা তুলে ধরলেন যুবরাজ আনন্দরাজ ঠাকরে স্থানীয় সূত্রের দাবি, বিচ্ছিন্নতাবাদী ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মির জঙ্গিরাই এই হামলা চালিয়েছে। দীর্ঘদিন ধরেই ডিমা হাসাও জেলায় পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন চালাচ্ছে তারা। চলতি বছরের মে মাসেই নিরাপত্তারক্ষীরা ওই এলাকায় ডিমাসা ৬ সদস্যকে নিকেশ করে। শুধু তাই নয়, এই বিচ্ছিন্নতাবাদী সংগঠনটির বিরুদ্ধে সরকার আরও কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে। তখন থেকেই বদলা নেওয়ার সুযোগ খুঁজছিল জঙ্গিরা। বৃহস্পতিবার রাতে জঙ্গি মৃত্যুর বদলা নিতেই ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে।