কলকাতার এক বিশেষ হোটেলে সায়ন্তনীর জন্মদিন সেলিব্রেট হল। জন্মদিন মানেই লাইফে একটা বিশেষ দিন। তাই এই বিশেষ দিনে জমকালো পোষাকে গ্ল্যামারাস বিউটি লাগছিল বছর ১৯ এর সায়ন্তনীকে। বন্ধু থেকে শুরু করে ফ্যামিলির সঙ্গে একটা মনে রাখার মতো মুহূর্ত কাটালো ব্ল্যাক বিউটি।
এই বিশেষ দিনে সন্ধ্যাটাকে স্পেশাল করে রাখার জন্য মা কে ধন্যবাদ জানিয়েছে। হাসতে হাসতে জানালো,'এই বছর এত মজা করবো, জন্মদিনটা এত ভালোভাবে কাটবে এক্সপেক্টই করিনি। মায়ের জন্যই সবকিছু সম্ভব হয়েছে। আই অ্যাম মামাস প্রিন্সেস। আই অ্যাম সো ব্লেসড টু হ্যাভ ইউ ইন মাই লাইফ। আমার অনেক ফ্রেন্ডস ও আজ সঙ্গে রয়েছে।খুব ভালো টাইম স্পেন্ড করছি।' প্রিন্সেসের মা জানালো,'আমি অনেক টায়ার্ড। আমার ছোট্ট প্রিন্সেসের জন্য অনেক দূর থেকে এখানে এসেছি। খুব ভালো লাগছে।'
আরও পড়ুনঃ প্রয়াত বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধদেব গুহ
জন্মদিনের স্পেশ্যাল কেক তো ছিলই। তার পাশাপাশি বিশেষ আকর্ষণ ছিল ডিজে। সিটি অফ জয়ের এক বিশেষ হোটেল তখন রঙিন লাইটে আরও বেশি রঙিন হয়ে উঠেছিল। আসলে জন্মদিন তো বছরে একটাই দিন। যতই চারপাশের আবহাওয়া গুমোট হোক না কেন, কোভিড যতই আমাদের মাথাব্যথার কারণ হয়ে উঠুক না কেন, মুহূর্তগুলো তো আর ফ্যাকাশে হতে পারে না। তাই চাওয়া-পাওয়ার দূরত্বটা মিলেমিশে এক হয়ে গিয়েছিল। সায়ন্তনীর পাশাপাশি তার বন্ধুরাও খুব খুশি এই মায়াবী সন্ধ্যার সাক্ষী থাকতে পেরে। জনতার কথার পক্ষ থেকে প্রিন্সেসের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।
- More Stories On :
- Birthday
- Happy Birthday
- Sayantani