টিকা নিতে গিয়ে ধুন্ধুমার পরিস্থিতি ধুপগুড়িতে। টিকার লাইনে রক্তারক্তিকাণ্ড।পদপিষ্ট হয়েছেন কমপক্ষে ২৫ পদপিষ্ট। গুরুতর আহতদের জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, ধুপগুড়ি স্বাস্থ্যকেন্দ্রের গেট বন্ধ ছিল। গেট খুলতেই হুড়মুড়িয়ে টিকাকেন্দ্রে যাওয়ার চেষ্টা করেন টিকাপ্রাপকরা। অভিযোগ, টিকার পরিমাণ পর্যাপ্ত নয়। ফলে, গ্রামীণ এলাকায় পৌঁছচ্ছে না টিকা। মঙ্গলবার, ধুপগুড়ি স্বাস্থ্যকেন্দ্রে টিকাপ্রাপকদের হুড়োহুড়িতে শিবিরের গেট বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এসে পদপিষ্ট পুলিশও।
ঘটনায় বিজেপি নেত্রী অর্চনা মজুমদার বলেন, 'বিনামূল্যে টিকা সকলের প্রাপ্য। সরকারের কোনও পলিসি নেই, নীতি নেই। স্বাস্থ্যদপ্তর কোনও স্বচ্ছ পদক্ষেপ করেনি। ফলে, মানুষ সমস্যায় পড়ছে।' ধূপগুড়ির মতো মুর্শিদাবাদেও টিকাকেন্দ্রে হুড়োহুড়ির ছবি প্রকাশ্যে এসেছে।
এই প্রথম নয়, এর আগেও হাওড়া ও জেলার জেলায় টিকা নিতে গিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির ছবি প্রকাশ্যে এসেছে। গ্রামাঞ্চলে টিকার যোগান একেবারে না থাকায় এই সমস্যার সৃষ্টি হচ্ছে বলে মত স্থানীয়দের। টিকা এলেও তা পর্যাপ্ত পরিমাণ হওয়ায় মানুষের মধ্যে হুড়োহুড়ি পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
- More Stories On :
- Vaccination
- Line
- Rucksack
- Stamped 25