মেষ/ARIES: সহযোগিতা লাভ করতে পারেন।বৃষ/TAURUS: আজ ব্যয়বহুল দিন যাবে।মিথুন/GEMINI: বিদ্যার্থীদের জন্য শুভ দিন আজ।কর্কট/CANCER: মিত্রস্নেহ পেতে পারেন আজ।সিংহ/LEO: শত্রুর সঙ্গে সন্ধি হতে পারে।কন্যা/VIRGO: আজ হিংসা করতে পারেন।তুলা/ LIBRA: পাওনা আদায় হতে পারে।বৃশ্চিক/Scorpio: রাজনৈতিক বিপদ হতে পারে।ধনু/SAGITTARIUS: সাহায্য পেতে পারেন।মকর/CAPRICORN: মহৎ ব্যক্তির সান্নিধ্য পেতে পারেন।কুম্ভ/AQUARIUS: জনসেবায় আত্মতৃপ্তি পেতে পারেন।মীন/ PISCES: আত্মীয় দ্বারা ক্ষতি হতে পারে।
মেষ/ARIES: ন্যায্যপ্রাপ্তিতে বাধা পেতে পারেন।বৃষ/TAURUS: ভয়ান্বিত থাকতে পারেন।মিথুন/GEMINI: অকারণে অর্থব্যয় হতে পারে।কর্কট/CANCER: সঞ্চয় বৃদ্ধি পেতে পারে।সিংহ/LEO: বিলাসিতা করতে পারেন।কন্যা/VIRGO: অসৎ কর্মে ক্ষতি হতে পারে।তুলা/ LIBRA: অস্থিরতা বৃদ্ধি পেতে পারে।বৃশ্চিক/Scorpio: ব্যবসায় মন্দাভাব।ধনু/SAGITTARIUS: পরনির্ভরতা হতে পারে।মকর/CAPRICORN: আজ মন নিরানন্দ থাকতে পারে।কুম্ভ/AQUARIUS: অপত্যস্নেহ করতে পারেন।মীন/ PISCES: দ্রব্যাদি লাভ করতে পারেন।
মেষ/ARIES: রাজনৈতিক বিপদ হতে পারে।বৃষ/TAURUS: আর্থিক ক্ষতি হতে পারে।মিথুন/GEMINI: সম্মান লাভ করতে পারেন।কর্কট/CANCER: তর্ক-বিবাদে জড়িয়ে পড়তে পারেন।সিংহ/LEO: বন্ধু বিচ্ছেদ হতে পারে।কন্যা/VIRGO: ব্যবসায় মন্দাভাব দেখা দিতে পারে।তুলা/ LIBRA: শ্বাসযন্ত্রের সমস্যা হতে পারে।বৃশ্চিক/Scorpio: সমস্যা বৃদ্ধি পেতে পারে।ধনু/SAGITTARIUS: শ্লেষ্মাধিক্য দেখা দিতে পারে।মকর/CAPRICORN: উদ্যম বৃদ্ধি পেতে পারে।কুম্ভ/AQUARIUS: যন্ত্র থেকে বিপদ হতে পারে।মীন/ PISCES: কূটনৈতিক জয় হতে পারে।
গুরুতর অসুস্থ রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী তথা পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথ। মঙ্গলবার দুপুরে আচমকা অসুস্থ হয়ে পড়েন স্বপন দেবনাথ। খবর দেওয়া হয় চিকিৎসককে। মন্ত্রীর রক্তচাপ কম থাকায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসক।মঙ্গলবার কলকাতায় নিজের দপ্তরেই ছিলেন তিনি। দুপুরে আচমকা শ্বাসকষ্ট হয় তাঁর। বুকে ব্যথা অনুভব করেন তিনি। তড়িঘড়ি খবর দেওয়া হয় চিকিৎসককে। চিকিৎসক এসে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন। ইসিজি করা হয় বর্ষীয়ান এই মন্ত্রীর। হাসপাতালে ভর্তির পরামর্শ দেন চিকিৎসক। তাঁর রক্তচাপ কমে গিয়েছে। অ্যাম্বুল্যান্সে করে তাঁকে হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করা হয়। প্রথমে নিউটাউনের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হবে।বর্ধমানের রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ বর্ষীয়ান স্বপনবাবু। মমতার মন্ত্রিসভায় প্রথম দিন থেকেই মন্ত্রিত্বের ভার সামলাচ্ছেন স্বপনবাবু। রাজনীতির বাইরেও অন্য রকম পরিচিতি রয়েছে স্বপনবাবুর। পূর্ব বর্ধমান জেলার এই প্রভাবশালী তৃণমূল নেতার যাত্রার প্রতি ভীষণ আগ্রহ রয়েছে। নিজেও যাত্রায় অভিনয় করেছেন। এমনকী যাত্রাদলের প্রযোজক হিসেবেও সমানতালে কাজ করেছেন স্বপন দেবনাথ।
মেষ/ARIES: সন্তানের জন্য গর্বিত হতে পারেন।বৃষ/TAURUS: প্রেমে আনন্দ পেতে পারেন।মিথুন/GEMINI: আজ শত্রুবৃদ্ধি পেতে পারে।কর্কট/CANCER: উন্মাদনা সৃষ্টি হতে পারে।সিংহ/LEO: মর্যাদা বৃদ্ধি পেতে পারে আজ।কন্যা/VIRGO: মানসিক আঘাত পেতে পারেন।তুলা/ LIBRA: হৃদরোগে কষ্ট পেতে পারেন।বৃশ্চিক/Scorpio: লাভের সম্ভাবনা রয়েছে।ধনু/SAGITTARIUS: বিকল্প কাজের সুযোগ হতে পারে।মকর/CAPRICORN: অবৈধ প্রণয়ে জড়িয়ে পড়তে পারেন।কুম্ভ/AQUARIUS: তর্ক বিবাদে জড়িয়ে পড়তে পারেন।মীন/ PISCES: প্রশিক্ষণের সুযোগ আসতে পারে।
মেষ/ARIES: আর্থিক উন্নতি হতে পারে।বৃষ/TAURUS: সম্পত্তিহানি হতে পারে।মিথুন/GEMINI: সংঘর্ষে জড়িয়ে পড়তে পারেন।কর্কট/CANCER: পদোন্নতির সুযোগ আসতে পারে।সিংহ/LEO: চোখের রোগে কষ্ট পেতে পারেন।কন্যা/VIRGO: নিরানন্দ হতে পারেন।তুলা/ LIBRA: ব্যয়বাহুল্য দিন যেতে পারে।বৃশ্চিক/Scorpio: বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন।ধনু/SAGITTARIUS: বিষন্নতায় ভুগতে পারেন।মকর/CAPRICORN: মানসিক শান্তি পেতে পারেন।কুম্ভ/AQUARIUS: সংস্থাগত পরিবর্তন হতে পারে।মীন/ PISCES: চিকিৎসায় আরোগ্য লাভ করতে পারেন।
মেষ/ARIES: আজ সমস্যা বৃদ্ধি পেতে পারে।বৃষ/TAURUS: বন্ধুর সহায়তা লাভ।মিথুন/GEMINI: বাদানুবাদে জড়িয়ে পড়তে পারেন।কর্কট/CANCER: মনঃসংযোগের অভাবে পড়তে পারেন।সিংহ/LEO: হঠকারিতায় ক্ষতি হতে পারে।কন্যা/VIRGO: উত্তেজনা বাড়তে পারে। তুলা/ LIBRA: আলস্যে ক্ষতি হতে পারে।বৃশ্চিক/Scorpio: সাধুসঙ্গে শান্তিলাভ।ধনু/SAGITTARIUS: চিকিৎসায় ব্যয় হতে পারে।মকর/CAPRICORN: যাত্রায় বিঘ্ন হতে পারে।কুম্ভ/AQUARIUS: প্রণয়ভঙ্গ হওয়ার সম্ভাবনা।মীন/ PISCES: পারিবারিক শান্তি বজায় থাকবে।
মেষ/ARIES: কারুর অপ্রিয়ভাজন হতে পারেন।বৃষ/TAURUS: বনিবনার অভাব হতে পারে।মিথুন/GEMINI: শোকসংবাদ পেতে পারেন।কর্কট/CANCER: প্রতারিত হতে পারেন।সিংহ/LEO: প্রবাসে সাফল্য।কন্যা/VIRGO: মস্তিষ্কে আঘাত পেতে পারেন।তুলা/ LIBRA: দাম্পত্য সুখ পেতে পারেন।বৃশ্চিক/Scorpio: সুনামহানি হতে পারে।ধনু/SAGITTARIUS: পরোপকার করে আনন্দ পেতে পারেন।মকর/CAPRICORN: পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ লাভ হতে পারে।কুম্ভ/AQUARIUS: পিঠের ব্যথা হতে পারে।মীন/ PISCES: অপ্রত্যাশিত প্রাপ্তি।
মেষ/ARIES: আর্থিকলাভ হতে পারে আজ।বৃষ/TAURUS: ভ্রমণে আনন্দ পেতে পারেন।মিথুন/GEMINI: সহযোগিতা লাভ করতে পারেন।কর্কট/CANCER: প্রণয়াসক্তি জন্মাতে পারে।সিংহ/LEO: বিবাদে জড়িয়ে পড়তে পারেন।কন্যা/VIRGO: বন্ধুর সহায়তা লাভ করতে পারেন।তুলা/ LIBRA: যৌনব্যাধি হতে পারে।বৃশ্চিক/Scorpio: মন চঞ্চল হতে পারে।ধনু/SAGITTARIUS: সুপরামর্শ লাভ করতে পারেন।মকর/CAPRICORN: মামলায় জয় পেতে পারেন।কুম্ভ/AQUARIUS: মাতৃপীড়ায় উদ্বেগ হতে পারে।মীন/ PISCES: কার্যে অনিহা জন্মাতে পারে।
মেষ/ARIES: আশাপূরণ হতে পারে আজ।বৃষ/TAURUS: রক্তাল্পতা দেখা দিতে পারে।মিথুন/GEMINI: মিথ্যা মামলায় জড়িয়ে পড়তে পারেন।কর্কট/CANCER: হঠাৎ আক্রান্ত হতে পারেন।সিংহ/LEO: ক্রীড়ায় সাফল্য পেতে পারেন।কন্যা/VIRGO: আশাতীত সাফল্য পেতে পারেন।তুলা/ LIBRA: আত্মগ্লানিতে ভুগতে পারেন।বৃশ্চিক/Scorpio: চাকরীস্থলে অশান্তি হতে পারে।ধনু/SAGITTARIUS: ঋণ পরিশোধ করতে পারেন।মকর/CAPRICORN: দাম্পত্য কলহে জড়িয়ে পড়তে পারেন।কুম্ভ/AQUARIUS: বেহিসাবি খরচ করতে পারেন।মীন/ PISCES: গোপন কথা ফাঁস হয়ে যেতে পারে।
মেষ/ARIES: আর্থিক শ্রীবৃদ্ধি ঘটতে পারে।বৃষ/TAURUS: শুভ সংবাদ পেতে পারেন।মিথুন/GEMINI: কোনও কারণে অসন্তুষ্ট হতে পারেন।কর্কট/CANCER: সাহসিকতা প্রদর্শন করতে পারেন।সিংহ/LEO: আজ ধনাগম হতে পারে।কন্যা/VIRGO: অনুরাগবৃদ্ধি হতে পারে আজ।তুলা/ LIBRA: ভাগ্যোদয় হবে আজ।বৃশ্চিক/Scorpio: পায়ের ব্যথায় কষ্ট পেতে পারেন।ধনু/SAGITTARIUS: অহেতুক অর্থনাশ হতে পারে।মকর/CAPRICORN: উত্তেজনা বৃদ্ধি পেতে পারে।কুম্ভ/AQUARIUS: মানসিক পরিবর্তন হতে পারে।মীন/ PISCES: দুশ্চিন্তা হতে পারে।
রাজ্যে দ্রুত শিক্ষক নিয়োগ হবে। আগামী দুই মাসের মধ্যে ১৫ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। আজ, মঙ্গলবার বিধানসভায় ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।রাজ্যে শিক্ষক নিয়োগের ঢিলেমি ও নানারকমের আইনি জটিলতা, টেট দুর্নীতি নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। সেই প্রশ্নের উত্তরেই ব্রাত্য বসু এদিন বলেন, যত দ্রুত সম্ভব নিয়োগ করা হবে।ব্রাত্য বসু বলেন, রাজ্য শিক্ষক নিয়োগে বদ্ধপরিকর। আমরা ইতিমধ্যেই প্রাথমিকে ৩৪ হাজার শিক্ষক নিয়োগ করেছি। তবে শিক্ষক নিয়োগে অনেক মামলা হয়েছে। মামলা মিটিয়ে নিয়োগের চেষ্টা হচ্ছে। আগামী ২ মাসে এসএসসি-তে নিয়োগ হবে। আদালতের জট কাটিয়েই এসএসসি-তে নিয়োগ হবে দ্রুত। আগামী ২ মাসে ১৫ হাজার এসএসসি শিক্ষক নিয়োগ হবে রাজ্যে। আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী।এসএসসির মাধ্যমে রাজ্য কবে থেকে আবার শিক্ষক নিয়োগ শুরু করবে, তা নিয়ে বিধানসভায় প্রশ্ন করেন পাথরপ্রতিমার তৃণমূল কংগ্রেস বিধায়ক সমীর জানা। প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী এদিন বিস্তারিত বিষয়টি জানান।২০১৬ সালে উচ্চ প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল।এই নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। সেইসব অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন ধরে আইনি জটে আটকে ছিল নিয়োগ প্রক্রিয়া। গত জুলাইয়ে উচ্চ প্রাথমিকের নিয়োগের উপর থেকে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ।
মেষ/ARIES: গৃহের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।বৃষ/TAURUS: প্রসন্নতা লাভ করতে পারেন।মিথুন/GEMINI: ভ্রমণে ব্যয় হতে পারে।কর্কট/CANCER: মাথায় ব্যথা হতে পারে।সিংহ/LEO: আনন্দলাভ করতে পারেন আজ।কন্যা/VIRGO: মান-যশ বৃদ্ধি পাবে আজ।তুলা/ LIBRA: অর্থাভাব দেখা দিতে পারে।বৃশ্চিক/Scorpio: মানসিক চাপ সৃষ্টি হতে পারে।ধনু/SAGITTARIUS: আজ সঞ্চয়চিন্তা হতে পারে।মকর/CAPRICORN: অর্থকষ্ট হতে পারে আজ।কুম্ভ/AQUARIUS: সম্পত্তি বণ্টনে অসুবিধা হতে পারে।মীন/ PISCES: অবৈধ প্রণয়ে জড়িয়ে পড়তে পারেন।
ফের সক্রিয় রাজনীতিতে ফিরলেন সুজিত কুমার ঘোষ। রবিবার বর্ধমান লোকসংস্কৃতি মঞ্চে এক অনুষ্ঠানে সুজিতবাবুর হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ও পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। ডাকাবুকো এই নেতার যোগদানের ফলে বর্ধমানে তৃণমূল আরও শক্তিশালী হবে বলে মনে করছেন দলীয় নেতৃত্ব।২০০৩ সাল থেকেই তৃণমূলের কর্মকান্ডের সঙ্গে যুক্ত ছিলেন সুজিত ঘোষ। স্থানীয় স্তরে তিনি দলের নানা দায়িত্ব সামলেছেন। পরবর্তীতে শারীরিক অসুস্থতার জন্য সাময়িক ভাবে রাজনীতি থেকে দূরে ছিলেন। এদিন ফের কয়েকশো অনুগামী সহ তৃণমূল কংগ্রেসে ফিরলেন সুজিত ঘোষ। শুধু বর্ধমান শহর নয়, গ্রামীণ এলাকা থেকেও তাঁর অনুগামীরা এদিন হাজির হয়েছিলেন।সুজিত ঘোষ বলেন, আমি তৃণমূলের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও যুবদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হওযার জন্যই ফের সক্রিয় রাজনীতিতে এলাম। ধন্যবাদ জানাচ্ছি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাছাড়া রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ও জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কেও ধন্যবাদ জানাই।এদিন লোকসংস্কৃতি মঞ্চে কয়েকশো কর্মী-সমর্থক হাজির ছিলেন। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা ও জেলা নেতা উজ্জ্বল প্রামানিক হাজির ছিলেন। সুজিতবাবু জানিয়েছেন, কোন গোষ্ঠী করার জন্য তিনি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন না। দলের হয়ে কাজ করবেন। দলীয় নেতৃত্বের নির্দেশ মেনে চলবেন। সর্বোপরি সাধারণ মানুষের পাশে থাকবেন।
মেষ/ARIES: কোনও কারণে ঈর্ষান্বিত হতে পারেন।বৃষ /TAURUS: পরোপকার করতে পারেন।মিথুন/GEMINI: কলানুরাগ হতে পারে।কর্কট/CANCER: আর্থিক স্থিতি দেখা দিতে পারে।সিংহ/LEO: অশান্তির আশঙ্কা রয়েছে।কন্যা/VIRGO: মেধার বিকাশ ঘটতে পারে।তুলা/ LIBRA: গোপন পরামর্শে লাভ করতে পারেন।বৃশ্চিক/Scorpio: গৃহ সংস্কারে ব্যয় করতে পারেন।ধনু/SAGITTARIUS: স্বজন সমাগম হতে পারে বাড়িতে।মকর/CAPRICORN: ব্যবসায় মন্দা দেখা দিতে পারে।কুম্ভ/AQUARIUS: বিষাদগ্রস্ত থাকতে পারেন আজ।মীন/ PISCES: উদরপীড়ায় কষ্ট পেতে পারেন।
মেষ/ARIES: আজ উৎসাহ বৃদ্ধি পেতে পারে।বৃষ/TAURUS: শ্রমিক অসন্তোষ হতে পারে।মিথুন/GEMINI: নির্যাতন হতে পারে।কর্কট/CANCER: নতুন প্রচেষ্টা করতে পারেন।সিংহ/LEO: নৈতিক উন্নতি হতে পারে।কন্যা/VIRGO: অনুদানলাভ করতে পারেন।তুলা/ LIBRA: সাফল্যলাভ করতে পারেন।বৃশ্চিক/Scorpio: প্রবল ভোগের ইচ্ছা জন্মাতে পারে।ধনু/SAGITTARIUS: আর্থিক ক্ষতি হতে পারে।মকর/CAPRICORN: অনর্থপাত হতে পারে।কুম্ভ/AQUARIUS: বাড়ি পরিবর্তন করতে পারেন।মীন/ PISCES: বাতের ব্যথা হতে পারে।
মেষ/ARIES: বেহিসাবিখরচ করতে পারেন।বৃষ/TAURUS: বিহ্বলতা ভাব হতে পারে।মিথুন/GEMINI: আজ কলানুশীলন করতে পারেন।কর্কট/CANCER: সত্যি কথা বলায় শত্রু বৃদ্ধি পেতে পারে।সিংহ/LEO: হঠকারিতায় ক্ষতি হতে পারে।কন্যা/VIRGO: অভাব-অনটনে পড়তে পারেন।তুলা/ LIBRA: মামলায় জয় হতে পারে।বৃশ্চিক/Scorpio: বন্ধুর সহায়তা লাভ করতে পারেন।ধনু/SAGITTARIUS: হৃদরোগে কষ্ট পেতে পারেন।মকর/CAPRICORN: সাংবাদিকদের জন্য শুভ।কুম্ভ/AQUARIUS: চাকরীক্ষেত্রে দায়িত্ববৃদ্ধি।মীন/ PISCES: শোকাভিভূত থাকতে পারেন।
মেষ/ARIES: অপসারিত হতে পারেন।বৃষ/TAURUS: বিপদমুক্ত হতে পারেন আজ।মিথুন/GEMINI: আজ সমস্যার সমাধান হতে পারে।কর্কট/CANCER: পিতৃবিরোধ করতে পারেন।সিংহ/LEO: আজ গৌরববৃদ্ধি পেতে পারে।কন্যা/VIRGO: পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।তুলা/ LIBRA: রাজনৈতিক সংঘর্ষে জড়িয়ে পড়তে পারেন।বৃশ্চিক/Scorpio: গোপন কথা ফাঁস হয়ে যেতে পারে।ধনু/SAGITTARIUS: সহকারী বিরোধ হতে পারে।মকর/CAPRICORN: ভোগবিলাস করতে পারেন।কুম্ভ/AQUARIUS: যাত্রায় বাধা হতে পারে।মীন/ PISCES: প্রণয়াসক্তি জন্মাতে পারে।
মেষ/ARIES: কাজে অনিহা দেখা দিতে পারে।বৃষ/TAURUS: অসাধুতায় ফেঁসে যেতে পারেন।মিথুন/GEMINI: তিক্ততা বৃদ্ধি পেতে পারে।কর্কট/CANCER: সঙ্গীতে সুখ্যাতি লাভ করতে পারেন।সিংহ/LEO: প্রসন্নতালাভ করতে পারেন।কন্যা/VIRGO: আজ প্রাপ্তিযোগ রয়েছে।তুলা/ LIBRA: সায়েন্স চর্চায় সাফল্য।বৃশ্চিক/Scorpio: আজ অপযশ হতে পারে।ধনু/SAGITTARIUS: সমাজসেবায় ব্যস্ত থাকতে পারেন।মকর/CAPRICORN: সার্বিক উন্নতি করতে পারেন।কুম্ভ/AQUARIUS: অসাবধানতায় রোগ বৃদ্ধি পেতে পারে।মীন/ PISCES: তর্ক-বিবাদে জড়িয়ে পড়তে পারেন।
রাজ্যের মন্ত্রিসভায় রদবদলের জল্পনা ছিলই। বিশেষত, সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের পর পঞ্চায়েত দপ্তর কার হাতে দেওয়া হবে, তা নিয়ে জল্পনা তৈরি হয়। আজ মন্ত্রিসভার বৈঠকে সেই রদবদলের কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রতর দপ্তরে দায়িত্ব দেওয়া হল পুলক রায়কে। বর্তমানে তিনি জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের মন্ত্রী। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাঁর হাতে পঞ্চায়েতের ভার দিলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, অর্থমন্ত্রী হিসেবে অমিত মিত্রের মেয়াদ শেষ হয়ে আসায় সেই দপ্তরের দায়িত্ব নিজে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।কার হাতে কোন দপ্তর দেখে নিন একনজরে১. পঞ্চায়েত মন্ত্রী হচ্ছেন পুলক রায়। জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের পাশাপাশি পঞ্চায়েতের দায়িত্ব সামলাবেন তিনি।২. পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী হচ্ছেন বেচারাম মান্না। বর্তমানে তিনি শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী। তাঁর হাতেও অতিরিক্ত দায়িত্ব।৩. অর্থ দপ্তরের দায়িত্ব সামলাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। অর্থ দপ্তরের উপদেষ্টা হচ্ছেন বর্তমান অর্থ মন্ত্রী অমিত মিত্র।৪. অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী হচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য।৬. ক্রেতা সুরক্ষা দপ্তরের দায়িত্ব সামলাবেন মানস ভুঁইয়া, বর্তমানে তিনি জল সম্পদ উন্নয়ন মন্ত্রী। তাঁর হাতেও যাচ্ছে অতিরিক্ত দায়িত্ব।৭. রাষ্ট্রায়ত্ত্ব উদ্যোগ ও শিল্প পুনর্গঠন দপ্তরের প্রতিমন্ত্রী হলেন বীরবাহা হাঁসদা। বন প্রতিমন্ত্রী ছিলেন বীরবাহা। সঙ্গে নতুন যুক্ত হল শিল্প পুনর্গঠন।৮. স্বনির্ভর গোষ্ঠী ও স্ব-নিযুক্তি দপ্তরের মন্ত্রী হচ্ছেন শশী পাঁজা। বর্তমানে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ মন্ত্রী তিনি। সামলাবেন অতিরিক্ত দায়িত্ব।সাধন পাণ্ডে অসুস্থ থাকায় পঞ্চায়েত দপ্তরের পাশাপাশি সাধন পাণ্ডের হাতে থাকা ক্রেতা সুরক্ষা দপ্তরের দায়িত্বও সামলাচ্ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। এ বার ক্রেতা সুরক্ষার দায়িত্ব দেওয়া হল মানস ভুঁইয়াকে। এ দিকে, সাধন পাণ্ডের হাতে ছিল আরও একটি দপ্তর, স্বনির্ভর গোষ্ঠী ও স্ব-নিযুক্তি। সেই দপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল শশী পাঁজাকে।