মেষ/ARIES: জয়লাভ করতে পারেন।বৃষ/TAURUS: বিরক্তিভাজন হতে পারেন।মিথুন/GEMINI: গীতবাদ্যানুরাগ হতে পারে।কর্কট/CANCER: অশান্তি হতে পারে।সিংহ/LEO: দ্বিচক্রযানে বিপদ হতে পারে।কন্যা/VIRGO: ঋণশোধ করতে পারেন।তুলা/ LIBRA: বুদ্ধিভ্রম হতে পারে।বৃশ্চিক/Scorpio: দুর্ভোগ হতে পারে।ধনু/SAGITTARIUS: মানসিক শান্তি পেতে পারেন।মকর/CAPRICORN: সমস্যার সমাধান হতে পারে।কুম্ভ/AQUARIUS: পারিবারিক সমস্যায় পড়তে পারেন।মীন/ PISCES: হঠাৎ প্রাপ্তি হতে পারে।
মেষ/ARIES: স্ত্রীর প্রতি ক্ষোভ দেখাতে পারেন।বৃষ/TAURUS: অর্থাপহরণ হতে পারে।মিথুন/GEMINI: উদ্দেশ্য সিদ্ধি হতে পারে।কর্কট/CANCER: সুখসম্ভোগ করতে পারেন।সিংহ/LEO: বন্ধুবিরোধ হতে পারে।কন্যা/VIRGO: গৃহে অশান্তি হতে পারে।তুলা/ LIBRA: হৃদরোগে কষ্ট পেতে পারেন।বৃশ্চিক/Scorpio: দুর্ভোগ হতে পারে।ধনু/SAGITTARIUS: মানসিক শান্তি পেতে পারেন।মকর/CAPRICORN: সমস্যার সমাধান হতে পারে।কুম্ভ/AQUARIUS: পারিবারিক সমস্যা হতে পারে।মীন/ PISCES: হঠাৎ প্রাপ্তি হতে পারে।
করাচিতে ভয়াবহ বিস্ফোরণ। জানা গিয়েছে, নালায় জমা গ্যাস থেকে এই বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে। শনিবার দুপুরে বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। আহত আরও কয়েকজন। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে।সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, করাচির শেরশাহ পারাচা চক এলাকায় একটি বহুতলের নীচে নালায় বিস্ফোরণ হয়েছে। ওই বহুতলে একটি ব্যাংকের দপ্তর। প্রাথমিক ভাবে একে জঙ্গি হামলার ঘটনা বলে মনে করছে না পুলিশ। পুলিশের অনুমান, নালায় বিভিন্ন গ্যাস জমে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। কিন্তু নালায় জমা গ্যাস থেকে এত বড় বিস্ফোরণ! প্রশ্ন উঠছে। বিস্ফোরণ বিশেষজ্ঞরা ঘটনার তদন্ত করে দেখছেন।বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল, যে অট্টালিকাটি ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের তলায় অনেকে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা। চলছে উদ্ধারকাজ। আশপাশের বিল্ডিংয়ের জানালার কাচ ভেঙে পড়ে। পাশের বিল্ডিং-এর দেওয়ালেও চিড় ধরা পড়েছে। ব্যাংকের সামনে রাখা গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
কর্নাটকের এক বিদেশ ফেরত যাত্রীর দেহে প্রথম ধরা পড়েছিল ওমিক্রন সংক্রমণ। কয়েক সপ্তাহ পার হতেই একাধিক রাজ্যে ছড়িয়ে পড়েছে সেই সংক্রমণ। ইতিমধ্যেই দেশে আক্রান্তের সংখ্যা ১০০ পার করেছে। এই পরিস্থিতিতেই আরও উদ্বেগের কথা শোনাল কেন্দ্রের কোভিড টাস্ক ফোর্স। শুক্রবারই টাস্ক ফোর্সের তরফে জানানো হয়, বর্তমানে ব্রিটেন ও ফ্রান্সে যে বিপুল সংক্রমণ দেখা যাচ্ছে, তার ছোঁয়া ভারতে এসে পৌছলে, ফের দৈনিক লক্ষাধিক মানুষ করোনা আক্রান্ত হবেন।সংক্রমণ এড়াতে মাস্কের ব্যবহার এবং শারীরিক দূরত্ববিধি বজায় রাখা-সহ অন্যান্য কোভিড আচরণবিধি মেনে চলার প্রয়োজনীয়তার উপর জোর দেন কোভিড টাস্ক ফোর্সের সদস্যরা। সাধারণ নাগরিকদের বিনা প্রয়োজনে বাইরে বেরানো যতটা সম্ভব এড়ানো যায়, সেই পরামর্শও দিয়েছে কেন্দ্র। নববর্ষেও ভিড় এবং জমায়েত থেকে দূরে থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।দেশের ১১টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট, আগামিদিনে কী হতে পারে, সে প্রসঙ্গে কোভিড টাস্ক ফোর্সের সদস্য ডঃ ভিকে পাল বলেন, আমরা যদি ব্রিটেনের সংক্রমণের হার দেখি, তবে দেখা যাবে, বিপুল সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। ভারতেও যদি একইধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ে, তবে আমাদের দেশের জনসংখ্যার কথা মাথায় রেখে দৈনিক ১৪ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হতে পারেন। ফ্রান্সেই দৈনিক ৬৫ হাজার মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন, একই ধরনের সংক্রমণ ভারতে ছড়িয়ে পড়লে, আমাদের জনসংখ্যার হিসাবে দৈনিক ১৩ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হবেন।বর্তমানে ব্রিটেনে দৈনিক আক্রান্তের সংখ্যা ৮৮ হাজারে পৌঁছেছে, এর মধ্যে ২.৪ শতাংশই আবার ওমিক্রন সংক্রমণ। ইউরোপে ডেল্টার ঢেউ বয়ে যাওয়া এবং ৮০ শতাংশ মানুষই আংশিক টিকাপ্রাপ্ত হওয়া সত্ত্বেও যে হারে সংক্রমিত হচ্ছেন, তাতে ওই মহাদেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বলেই জানান ডঃ ভিকে পাল।যে হারে ওমিক্রন সংক্রমণ ছড়িয়ে পড়ছে, তা ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণকেও হার মানিয়ে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে দক্ষিণ আফ্রিকায় ডেল্টার থেকেও দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন সংক্রমণ। গোষ্ঠী সংক্রমণ শুরু হলে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণকেও হার মানিয়ে দেবে ওমিক্রন, এমনটাই মনে করা হচ্ছে।
মেষ/ARIES: বিদ্যালাভে বিঘ্ন।বৃষ/TAURUS: সফলতা লাভ করতে পারেন।মিথুন/GEMINI: বাতব্যাধি হতে পারে।কর্কট/CANCER: ত্রাস সৃষ্টি হতে পারে।সিংহ/LEO: মাথায় ব্যথা হতে পারে।কন্যা/VIRGO: প্রতিবেশী বিবাদ হতে পারে।তুলা/ LIBRA: চাকরিক্ষেত্রে মানহানি হতে পারে।বৃশ্চিক/Scorpio: ধনলাভ হতে পারে।ধনু/SAGITTARIUS: অঙ্গহানি হতে পারে।মকর/CAPRICORN: বৈরাগ্যভাব আসতে পারে।কুম্ভ/AQUARIUS: ব্যবসায় ধনাগম হতে পারে।মীন/ PISCES: কর্মবিস্তার হতে পারে।
মেষ/ARIES: অর্থলাভ হতে পারে।বৃষ/TAURUS: দেহকষ্ট হতে পারে।মিথুন/GEMINI: প্রণয়ে বিঘ্ন ঘটতে পারে।কর্কট/CANCER: অপব্যয় হতে পারে।সিংহ/LEO: কাজে অনিচ্ছা।কন্যা/VIRGO: মানসিক ক্লেশ হতে পারে।তুলা/ LIBRA: নীচ সংসর্গে পড়তে পারেন।বৃশ্চিক/Scorpio: রক্তপাত হতে পারে।ধনু/SAGITTARIUS: নতুন প্রচেষ্টা করতে পারেন।মকর/CAPRICORN: আগুনে ভয় হতে পারে।কুম্ভ/AQUARIUS: স্বজনসুখ পেতে পারেন।মীন/ PISCES: ব্যবসায় উন্নতি হতে পারে।
মেষ/ARIES: ধননাশ হতে পারে।বৃষ/TAURUS: দ্বিমুখী আয়ের সুযোগ হতে পারে।মিথুন/GEMINI: ক্ষতির আশঙ্কা রয়েছে।কর্কট/CANCER: গুহ্যরোগে কষ্ট পেতে পারেন।সিংহ/LEO: শত্রুবৃদ্ধি পেতে পারে।কন্যা/VIRGO: চোরের ভয় হতে পারে।তুলা/ LIBRA: মুর্ছা যেতে পারেন।বৃশ্চিক/Scorpio: মানসিক ক্লেশ হতে পারে।ধনু/SAGITTARIUS: গৃহসমস্যা হতে পারে।মকর/CAPRICORN: সম্মানহানি হতে পারে।কুম্ভ/AQUARIUS: নৈতিক উন্নতি হতে পারে।মীন/ PISCES: প্রেমে বিঘ্ন ঘটতে পারে।
ভয়াবহ ট্যাংকার বিস্ফোরণে হাইতিতে মর্মান্তিক মৃত্যু হয়েছে অন্তত ৬২ জনের। মঙ্গলবার সকালে সেই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আচমকা বিস্ফোরণে দগ্ধ হয়েই মৃত্যু হয়েছে সকলের। জিনিসপত্র সরিয়ে মৃতদেহ খুঁজে বের করা হয় স্থানীয় প্রশাসনের তরফে।একদিকে দারিদ্র, জ্বালানি সংকট এবং হিংসার ঘটনা-সহ একাধিক সমস্যায় ভুগছে হাইতি। এরই মধ্যে হাইতির এই ক্যাপ হাইতিয়েন শহরের বুকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। ডেপুটি মেয়র প্যাট্রিক আলমোনোর জানিয়েছেন, এখনও পর্যন্ত ৬২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শহরের উত্তর উপকূলে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম এই শহরে ধ্বংসস্তূপ সরিয়ে মৃতদেহ খোঁজার কাজ চলছে বলে জানিয়েছেন তিনি। আলমোনোর জানিয়েছেন, এমনভাবে দগ্ধ হয়ে মানুষের মৃত্যু হয়েছে, যাতে মৃতদেহগুলি শনাক্ত করাই মুশকিল হয়ে উঠছে।জানা গিয়েছে, যে এলাকায় ট্যাংকারটি দাঁড়িয়ে ছিল, সেই অঞ্চলের অন্তত ৪০ টি বাড়ি জ্বলে পুড়ে গিয়েছে। বাড়ির ভিতরে কত জনের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় জাস্টিন ইউনিভার্সিটি হাসপাতালে ক্রমশ বাড়ছে রোগীর সংখ্যা। হাসপাতালের এক নার্স জানিয়েছেন, এত বেশি সংখ্যক রোগীকে একসঙ্গে চিকিৎসা দেওয়ার মতো পরিকাঠামো হাসপাতালে নেই, তাই সবাইকে বাঁচানো সম্ভব হবে কি না, সেই আশঙ্কাই প্রকাশ করছে হাসপাতাল কর্তৃপক্ষ।এই ঘটনায় শোক প্রকাশ করেছেন হাইতির প্রধানমন্ত্রী হেনরি। অতিরিক্ত স্বাস্থ্য কর্মী ও চিকিৎসক নিয়ে প্রধানমন্ত্রী যাচ্ছেন বলে জানা গিয়েছে। হাইতিতে জাতীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
মেষ/ARIES: ক্রীড়াবিদদের সাফল্য।বৃষ/TAURUS: আইনি ব্যবসায় লাভ হতে পারে।মিথুন/GEMINI: অকারণে অর্থব্যয় হতে পারে।কর্কট/CANCER: দুশ্চিন্তা বাড়তে পারে।সিংহ/LEO: ন্যায্য প্রাপ্তিতে বিঘ্ন ঘটতে পারে।কন্যা/VIRGO: প্রশিক্ষণে সাফল্য মিলতে পারে।তুলা/ LIBRA: আত্মগ্লানিতে ভুগতে পারেন।বৃশ্চিক/Scorpio: বিশ্বাসঘাতকতা করতে পারেন।ধনু/SAGITTARIUS: বন্ধুবিরোধ হতে পারে।মকর/CAPRICORN: ধনাগম হতে পারে।কুম্ভ/AQUARIUS: সৎকর্মে ব্যয় করতে পারেন।মীন/ PISCES: উৎকণ্ঠায় ভুগতে পারেন।
বর্ধমান পৌরসভার পুর-প্রসাশক পদে বদল। চিট-ফান্ড মামলায় বর্ধমান পৌরসভার পুর-প্রশাসক প্রনব চট্টোপাধ্যায়-এর সিবিআই গ্রেপ্তারির কারণে পুর-প্রসাশকের পদে বদল আনা হল। সোমবার আসানসোল সিজিএম আদালতে তোলার পর প্রনব চট্টোপাধ্যায়কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এই মামলার পরবর্তী শুনানি চলতি মাসের ২৭ তারিখ হবে বলে জানানো হয়। মঙ্গলবার পুর ও নগরোন্নয়ন দফতর এক বিজ্ঞপ্তিতে এই বদলের কথা জানান। তবে বাকি সদস্যদের কোনও বদল হচ্ছে না এই মুহুর্তে।আরও পড়ুনঃ ভুঁইফোর বেসরকারি অর্থলগ্নি সংস্থার মামলায় গ্রেফতার বর্ধমান পৌরসভার প্রশাসকপ্রনব চট্টোপাধ্যায়পর জায়গায় নিয়ে আসা হল প্রক্তন সাংসদ মমতাজ সঙ্ঘমিতা-কে। মমতাজ সঙ্ঘমিতা পেশায় ডাক্তার ও অধ্যাপক। তিনি ২০১৪-২০১৯ লোকসভা নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বর্ধমানদুর্গাপুর লোকসভা কেন্দ্রে থেকে নির্বাচিত হয়েছিলেন। মমতাজের স্বামী ছিলেন কলকাতা হাইকোর্টের প্রক্তন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। তাঁর স্বামী নুরে আলম চৌধুরি ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভায় বীরভূম জেলার মুরারই বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন।মমতাজ সঙ্ঘমিতামমতাজ সঙ্ঘমিতার পিতা ছিলেন মনসুর হবিবুল্লাহ, তিনি ব্রামফন্ট সরকার পরিচালিত পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন স্পিকার এবং প্রাক্তন আইনমন্ত্রী ছিলেন। ছোট থেকেই মার্ক্সবাদী আদর্শে বেড়ে ওঠা। দীর্ঘ ৩৪ বছরের বামফ্রন্ট সরকারের পতনের পরই তিনি তৃণমূলে যোগদান করেন।আরও পড়ুনঃ সোমবারের তুলনায় আরও নামল পারদ, মরশুমের শীতলতম মঙ্গলবারপ্রনবকে অপসারিত করে মমতাজের স্থলাভিষিক্ত হওয়ায় মিশ্র পতিক্রিয়া শহরজুড়ে। সাধারণ মানুষের অনেকের-ই বক্তব্য প্রশাসক ও সহ-প্রসাশক দুটি পদেই বামফ্রন্ট-এর প্রক্তনীর লেবেল। তাহলে কি বর্ধমান শহরে আদি যোগ্য তৃণমূল নেতার অভাব? তৃণমূল নেতা সুজিত কুমার ঘোষকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি জনতার কথা-কে বলেন, দল যা সিদ্ধান্ত নেবে সেটাই শেষকথা। আমরা দলের অনুগত সৈনিক, দলের আনুশাসন মেনেই আমরা চলব। নাম প্রকাশে অনিচ্ছুক এক সমর্থক জানান, এই সিদ্ধান্ত দলের বিরুদ্ধেই যাবে। সাংসদ হিসাবে তিনি চুড়ান্ত ব্যর্থ ছিলেন বলেই দ্বিতীয়বার তিনি পরাজিত হন বিজেপি পার্থীর কাছে। আবার দলের একাংশের বক্তব্য, মমতাজ সাংসদের দ্বায়িত্ব সামলে এসেছেন, বর্ধমান পৌরসভার কাজ করতে তাঁর কাছে খুব একটা সমস্যা হবে না।
মেষ/ARIES: সম্মান প্রাপ্তি হতে পারে।বৃষ/TAURUS: কর্মক্ষেত্রে অশান্তি হতে পারে।মিথুন/GEMINI: প্রতিভার বিকাশ ঘটতে পারে।কর্কট/CANCER: উগ্রতায় ক্ষতি হতে পারে।সিংহ/LEO: অর্থদণ্ড হতে পারে।কন্যা/VIRGO: মনোবাঞ্ছনা পূরণ হতে পারে।তুলা/ LIBRA: প্রিয়জনের সান্নিধ্য পেতে পারেন।বৃশ্চিক/Scorpio: বিয়োগ বার্তা পেতে পারেন।ধনু/SAGITTARIUS: পত্নী পীড়ায় চিন্তা হতে পারে।মকর/CAPRICORN: ভুল বোঝাবুঝি হতে পারে।কুম্ভ/AQUARIUS: তীর্থভ্রমণে যেতে পারেন।মীন/ PISCES: প্রতিবেশী বিবাদ হতে পারে।
মেষ/ARIES: ব্যবসায়ীদের জন্য শুভ।বৃষ/TAURUS: মর্যাদালাভ করতে পারেন।মিথুন/GEMINI: ক্ষতির আশঙ্কা রয়েছে।কর্কট/CANCER: সন্তানের সাফল্য আসতে পারে।সিংহ/LEO: স্বাস্থ্যের উন্নতি হতে পারে।কন্যা/VIRGO: প্রতিপত্তিলাভ করতে পারেন।তুলা/ LIBRA: যাত্রায় বিঘ্ন ঘটতে পারে।বৃশ্চিক/Scorpio: ঋণমুক্তি হতে পারে।ধনু/SAGITTARIUS: চিকিৎসা বিভ্রাট হতে পারে।মকর/CAPRICORN: অসন্তুষ্ট হতে পারেন।কুম্ভ/AQUARIUS: ক্ষতিপূরণ পেতে পারেন।মীন/ PISCES: পারিবারিকভাবে শুভ।
মেষ/ARIES: আতঙ্কিত হতে পারেন।বৃষ/TAURUS: কাজে সাফল্য আসতে পারে।মিথুন/GEMINI: প্রবঞ্চনার শিকার হতে পারেন।কর্কট/CANCER: অনর্থপাত হতে পারে।সিংহ/LEO: কাজে অমনোযোগ।কন্যা/VIRGO: আত্মীয় বিবাদ হতে পারে।তুলা/ LIBRA: কাজে সাফল্য আসতে পারে।বৃশ্চিক/Scorpio: নীচ সংসর্গে পড়তে পারেন।ধনু/SAGITTARIUS: শত্রুভয় হতে পারে।মকর/CAPRICORN: ব্যয়াধিক্য হতে পারে।কুম্ভ/AQUARIUS: অপবাদের শিকার হতে পারেন।মীন/ PISCES: ধনাগম হতে পারে।
মেষ/ARIES: বিদেশ সফরে সাফল্য আসতে পারে।বৃষ/TAURUS: অপচয় করতে পারেন।মিথুন/GEMINI: ঈর্ষান্বিত হতে পারেন।কর্কট/CANCER: বন্ধুবিয়োগ হতে পারে।সিংহ/LEO: বিরহযন্ত্রণা ভোগ করতে পারেন।কন্যা/VIRGO: সহযোগিতা লাভ করতে পারেন।তুলা/ LIBRA: অনর্থপাত হতে পারে।বৃশ্চিক/Scorpio: শুভ সংবাদ পেতে পারেন।ধনু/SAGITTARIUS: চর্মরোগে কষ্ট পেতে পারেন।মকর/CAPRICORN: চাকরীতে পদোন্নতি হতে পারে।কুম্ভ/AQUARIUS: অবৈধ প্রণয়ে জড়িয়ে পড়তে পারেন।মীন/ PISCES: পরিকল্পনায় আঘাত লাগতে পারে।
এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেপাল সফরে না কেন্দ্রের। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নেপাল সফরে ছাড়পত্র দেয়নি বিদেশ মন্ত্রক। ১০ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত নেপালে সফরে থাকার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সফরে রাজি নয় বিদেশ মন্ত্রক।নেপালের শাসকদল নেপালি কংগ্রেসের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্প্রতি সে দেশে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। সেই আমন্ত্রণ মুখ্যমন্ত্রী গ্রহণও করেন। এরপরই নেপাল যাত্রার জন্য অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয় কেন্দ্রের কাছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ পত্র পাঠান নেপালি কংগ্রেসের প্রেসিডেন্ট তথা বর্তমানে নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দুর্বা। নেপালি কংগ্রেসের ন্যাশনাল কনভেনশন রয়েছে ১১ ডিসেম্বর। নেপালে যেতে যেহেতু পাসপোর্ট লাগে না, ভিসাই যথেষ্ট। সে ক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুক্রবার সন্ধ্যায় রওনা হতেন। না হলে শনিবার সকালে।সূত্রের খবর, ইতিমধ্যেই নবান্নের কাছে সে সংক্রান্ত জবাব এসেছে। জানানো হয়েছে, এই মুহূর্তে নেপালে যেতে পারবেন না মমতা। কারণ হিসাবে দেখানো হয়েছে করোনার সংক্রমণ। শুক্রবার সকালেই এই সফরে না করা হয়েছে। কারণ হিসাবে তুলে ধরা হয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বাড়বাড়ন্ত।এর আগে রোম সফরেও অনুমতি দেওয়া হয়নি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। মুখ্যমন্ত্রী হিসাবে এই সফর সঙ্গতিপূর্ণ নয়, এমনটাই বক্তব্য ছিল বিদেশ মন্ত্রকের। জানা গিয়েছিল, সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে একটি সংক্ষিপ্ত চিঠি সে সময় নবান্নে পাঠানো হয়। সেখানে বলা হয়, মুখ্যমন্ত্রীর এই রোম সফরের দরকার নেই। এর বেশি কোনও ব্যাখ্যা সেখানে দেওয়া হয়নি। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, এ ক্ষেত্রে ব্যাখ্যারও বিশেষ জায়গা থাকে না। মন্ত্রকের হ্যাঁ বা না যথেষ্ট।
মেষ/ARIES: প্রতিপত্তি লাভ করতে পারেন।বৃষ/TAURUS: সৎসঙ্গে শান্তিলাভ করতে পারেন।মিথুন/GEMINI: ভ্রমণে আনন্দ পেতে পারেন।কর্কট/CANCER: লটারিতে প্রাপ্তি হতে পারে।সিংহ/LEO: গৃহসংস্কারে ব্যয় হতে পারে।কন্যা/VIRGO: সম্পদহানি হতে পারে।তুলা/ LIBRA: কোনও কারণে নিরানন্দ থাকতে পারেন।বৃশ্চিক/Scorpio: জুয়ায় ক্ষতি হতে পারে।ধনু/SAGITTARIUS: প্রাপ্তিতে বাধা সৃষ্টি হতে পারে।মকর/CAPRICORN: অস্ত্রোপচারে আরোগ্য লাভ করতে পারেন।কুম্ভ/AQUARIUS: স্বজনহানি হতে পারে।মীন/ PISCES: আয়বৃদ্ধির সম্ভাবনা।
মেষ/ARIES: সমস্যার সমাধান হতে পারে।বৃষ/TAURUS: মিশ্রফল মিলতে পারে আজ।মিথুন/GEMINI: উদরপীড়ায় কষ্ট পেতে পারেন।কর্কট/CANCER: দাম্পত্যে ভাঙন দেখা দিতে পারে।সিংহ/LEO: পরিকল্পনায় সফল হতে পারেন।কন্যা/VIRGO: প্রণয়াসক্তি হতে পারে।তুলা/ LIBRA: সঞ্চয় নিয়ে চিন্তা হতে পারে।বৃশ্চিক/Scorpio: আরোগ্য লাভ করতে পারেন।ধনু/SAGITTARIUS: গৃহ-বিবাদ লাগতে পারে।মকর/CAPRICORN: প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন।কুম্ভ/AQUARIUS: মানসিক শান্তি পেতে পারেন।মীন/ PISCES: সৎকর্মে ব্যয় করতে পারেন।
জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।ভারতীয় সশস্ত্র বাহিনীর সাংবিধানিক সর্বাধিনায়ক রাষ্ট্রপতি কোবিন্দ টুইটারে তাঁর শোকবার্তায় লেখেন, জেনারেল বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রী মধুলিকা জির অকাল মৃত্যুতে আমি মর্মাহত ও ব্যথিত। জাতি তার এক বীর সন্তানকে হারাল। মাতৃভূমির জন্য তাঁর চার দশকের নিঃস্বার্থ সেবা নায়কোচিত এবং ব্যতিক্রমী বীরত্বের সূচক। তার পরিবারের প্রতি সহমর্মিতা জানাই।Its deeply painful for me to learn of the loss of lives in the chopper crash. I join the fellow citizens in paying tributes to each of those who died while performing their duty. My heartfelt condolences to the bereaved families. President of India (@rashtrapatibhvn) December 8, 2021জেনারেল রাওয়াতের স্মৃতিচারণ করে বুধবার একাধিক টুইট করেন মোদি। একটি টুইটে তিনি লেখেন, জেনারেল বিপিন রাওয়াত একজন অসামান্য সেনানী ছিলেন। ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক। দেশের সশস্ত্র বাহিনী এবং নিরাপত্তা ব্যবস্থার আধুনিকীকরণে তাঁর অবদান গুরুত্বপূর্ণ। কৌশলগত অবস্থানের প্রশ্নে তাঁর অন্তর্দৃষ্টি এবং দৃষ্টিভঙ্গি ছিল ব্যতিক্রমী। তাঁর মৃত্যু আমাকে গভীরভাবে শোকাহত করেছে। ওম শান্তি।Gen Bipin Rawat was an outstanding soldier. A true patriot, he greatly contributed to modernising our armed forces and security apparatus. His insights and perspectives on strategic matters were exceptional. His passing away has saddened me deeply. Om Shanti. pic.twitter.com/YOuQvFT7Et Narendra Modi (@narendramodi) December 8, 2021অন্য একটি টুইটে মোদির মন্তব্য, তামিলনাড়ুতে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। সেখানে আমরা জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী এবং সশস্ত্র বাহিনীর অন্য সদস্যদের হারিয়েছি। তাঁরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ভারতের সেবা করেছেন। শোকাহত পরিবারের পাশের রয়েছি আমি।
তামিলনাড়ুতে সেনা চপার দুর্ঘটনার দুঃসংবাদ পেয়ে মাঝপথেই প্রশাসনিক বৈঠক শেষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকপ্রকাশও করেন তিনি। বলেন, দুঃসংবাদটা পেয়ে মন খারাপ হয়ে গেল। আরও কিছু আলোচনার ছিল। কিন্তু এত বড় দুঃসংবাদ এল।বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ তামিলনাড়ুর কুন্নুরে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ে সেনা চপারটি। সেই চপারে ছিলেন সস্ত্রীক সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত-সহ মোট ১৪ জন। সেই খবর এসে পৌঁছতেই মালদহের প্রশাসনিক বৈঠক থামিয়ে দেন মুখ্যমন্ত্রী।সঙ্গে থাকা আধিকারিকদের কাছে তামিলনাড়ুর আবহাওয়ার পরিস্থিতি জানতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। কীভাবে দুর্ঘটনা ঘটল তা নিয়েও প্রশ্ন করেন।Hoping for the safety of CDS General Bipin Rawat, his wife and others onboard the chopper.Prayers for speedy recovery. Rahul Gandhi (@RahulGandhi) December 8, 2021 এদিকে এই দুর্ঘটনার পর গুরুতর জখম বিপিন রাওয়াতের আরোগ্য কামনা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিও। টুইটে তিনি লেখেন, চপারে থাকা সকলের দ্রুত আরোগ্য কামনা করছি। আশা করি, সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী এবং চপারে থাকা অন্যান্য সেনাকর্তারা সুস্থ আছেন।
মেষ/ARIES: অপসারিত হতে পারেন।বৃষ/TAURUS: অপ্রিয়ভাজন হতে পারেন।মিথুন/GEMINI: বনিবনার অভাব হতে পারে।কর্কট/CANCER: মামলায় জড়িয়ে পড়তে পারেন।সিংহ/LEO: আশাপূরণ হতে পারে।কন্যা/VIRGO: আঘাত পেতে পারেন।তুলা/ LIBRA: কাজের চাপ বাড়তে পারে।বৃশ্চিক/Scorpio: মনে চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে।ধনু/SAGITTARIUS: পরোপকার করতে পারেন।মকর/CAPRICORN: আয় বৃদ্ধির সুযোগ আসতে পারে।কুম্ভ/AQUARIUS: পরিবহণ ব্যবসায় লাভ হতে পারে।মীন/ PISCES: প্রতিবেশী বিবাদ হতে পারে।