নিঃশব্দ থিয়েটার পালন করলো যোগেশ মাইম একাডেমি হলে বিশ্ব মুকাভিনয় দিবস ২০২২
নিঃশব্দে কথা বলার মধ্যে অনেক সময় থাকে শব্দ করে কথা বলার চেয়েও জোড়। এই কথাটার বাস্তবিক রূপ দেখা যায় মূকাভিনয় বা মাইমের মধ্যে দিয়ে । গত ২২ শে মার্চ মঙ্গলবার ছিল বিশ্ব মূকাভিনয় দিবস। জানা যায় কিংবদন্তী ফরাসী মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সাউয়ের জন্মদিবসকে সামনে রেখে এই দিনটির নামাঙ্কন করা হয়। বিশ্বের নানাপ্রান্তের সাথে নিঃশব্দ থিয়েটার মুকাভিনয় দিবস পালন করলো যোগেশ মাইম আকাদেমিতে এক সাংস্কৃতিক সন্ধ্যার মধ্যে দিয়ে। এদিনের অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল গোবরডাঙ্গা নিঃশব্দ থিয়েটার গ্রুপ। এবারে তাঁদের অনুষ্ঠানের এটি দ্বিতীয় বর্ষ। শহর কলকাতা থেকে অনেকটা দূরেএকদল তরুণ নাট্যকর্মী নিঃশব্দে নিরলস ভাবে নিজেদের কাজ করে চলেছে। মূকাভিনয় সম্পর্কে এখনও সংখ্যাগরিষ্ঠ মানুষের যে আবছা ধারণা, তা খানিকটা হলেও স্পষ্ট করতেই যেন সেই নাট্যদলের অন্যতম সদস্য ধনপতি মন্ডল সহ দলের সকলে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে নিজেদের কথা বলে যাচ্ছে প্রতিনিয়ত।এদিনের সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান সিদ্ধার্থ চক্রবর্তী, সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ ও কেকা মিত্র, অধ্যাপিকা গগন দীপ কৌর, চিত্রশিল্পী তথা অধ্যাপক শুভেন্দু সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন তরুণ নাট্যব্যক্তিত্ব তথাগত চৌধুরী, মধুরিমা গোস্বামী সহ অন্যান্য। যদিও বিশেষ কিছু কারণে ষড়ভুজ নাট্যদলের নির্দেশক অধ্যাপক তরুণ কুমার প্রধান , সঙ্গীতশিল্পী প্রকৃতি দত্ত এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন নি।মূকাভিনয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত এই সাংস্কৃতিক সন্ধ্যায় ছিল নাট্যশিল্পী সুরজ বিশ্বাসের একক উপস্থাপনা নটি স্টুডেন্ট যা একটি ক্লাউন নাট্য, ছিল ইমন মাইম সেন্টারের সময়োপযোগী প্রযোজনা লড়াই। মূকাভিনয় ছাড়াও সঙ্গীতশিল্পী দীপময় দাস লোকগানের মধ্যে দিয়ে দর্শকাসনে যেন বাড়তি চমক জুড়ে দিলেন। সাথে নৃত্যলোক ও ক্লাসিকাল ফিউশনের নিজ নিজ উপস্থাপনা এদিনের অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে। বারাসাত রমেশ পল্লি নাট্যদলের প্রযোজনা কড়ি ও কোমলের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়। সমগ্র অনুষ্ঠান পরিকল্পনা, ভাবনা ও পরিচালনায় ছিলেন ধনপতি মন্ডল। গোবরডাঙ্গা নিঃশব্দ থিয়েটার গ্রুপ এভাবেই এগিয়ে যাক নিজেদের কাজের মধ্যে দিয়ে।