HP Gas: স্বাধীনতার হীরক জয়ন্তীতে হিন্দুস্তান পেট্রোলিয়ামের বিশেষ উদ্যোগ
স্বাধীনতার হীরক জয়ন্তীবর্ষ অভিনব কায়দায় পালন করছে হিন্দুস্তান পেট্রোলিয়াম গ্যাস। সংস্থার তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করা হয়েছে, দেশের যে সব নাগরিকের জন্ম ১৯৪৭ সালে হয়েছে, তাঁদের বিশেষ সম্মাননার পাশাপাশি সেইসব নাগরিকদের নামে সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস কানেকশন দেবে হিন্দুস্তান পেট্রোলিয়াম সংস্থা। তবে এরজন্য বেশ কিছু মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। যা নিম্নরূপঃ১.প্রত্যেক নাগরিককে অবশ্যই ১৯৪৭ সালেই জন্মগ্রহণ করতে হবে। ২. সংশ্লিষ্ট মহিলা বা পুরুষের নিজের জন্ম তারিখের সরকারি প্রমাণপত্র থাকতে হবে। যেমন, আধার কার্ড, স্কুল সার্টিফিকেট, কর্মক্ষেত্রের পরিচয়পত্র, মেডিক্যাল রেকর্ড, জন্মের প্রমাণপত্র প্রমুখ।৩. গ্যাসের কানেকশনের জন্য প্রত্যেকটি নথির কেওয়াইসিও নথিভুক্ত করতে হবে।৪. রেশনকার্ড বা অন্য কোনও পারিবারিক কার্ড থাকলেও তা জমা করতে হবে।অগ্নিমূল্য জ্বালানির বাজারে, যেখানে প্রায় প্রতিদিনই জ্বালানির দাম বৃদ্ধি হয়ে চলেছে, সেখানে হিন্দুস্তান পেট্রোলিয়ামের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সমাজের নানা স্তরের মানুষ।বর্ধমান শহরের মনিমার্ট সংলগ্ন হিন্দুস্তান পেট্রোলিয়াম গ্যাস ডিলার কর্মী শৈলেন বিশ্বাস জানান, সংস্থার তরফ থেকে এই সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশাবলি এসে গেছে। ১৯৪৭ এ জন্মানো ব্যাক্তিরা তাঁদের প্রয়োজনীয় শংসাপত্র নিয়ে উপস্থিত হলে, আমরা নির্দেশ মত সব ব্যবস্থা করে দেবো।শহরের প্রবীন মানুষজন হিন্দুস্তান পেট্রোলিয়াম গ্যাস সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।