গভীর রাতে ভয়াবহ শব্দ, তারপর নিথর দেহ—পার্ক সার্কাসে মর্মান্তিক দুর্ঘটনা
পার্ক সার্কাসে লোহারপুলের পাশে গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা। ঘুমের মধ্যেই মৃত্যু হল এক বৃদ্ধার। জরাজীর্ণ বাড়ির ছাদের চাঙড় ভেঙে পড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বৃদ্ধার ভাই এবং এক বছর দশেকের এক শিশুও।রবিবার রাত তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে ঘটনাটি ঘটে। পার্ক সার্কাসের লোহারপুল সংলগ্ন একটি পুরনো তিনতলা বাড়ির নীচের তলায় পরিবার নিয়ে থাকতেন বৃদ্ধা রাবিয়া খাতুন। গভীর রাতে আচমকা বাড়ির একতলার ছাদের বড় অংশ ভেঙে পড়ে নীচের ঘরে। সেই সময় ঘুমিয়ে ছিলেন রাবিয়া খাতুন এবং পরিবারের অন্যান্য সদস্যরা।চাঙড়ের ভারী অংশ সরাসরি পড়ে তাঁদের উপর। গুরুতর জখম হন বৃদ্ধা, তাঁর ভাই এবং শিশুটি। তড়িঘড়ি তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন, চাঙড়ের আঘাতে ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে বৃদ্ধার। তাঁর ভাইয়ের পা ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে। আহত শিশুটির নাক ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।এই দুর্ঘটনার পর গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারা বাড়ির মালিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাড়িটি অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় ছিল। একাধিক পরিবার ভাড়া থাকলেও সংস্কারের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। বারবার জানানো সত্ত্বেও বাড়ির মালিক কোনও গুরুত্ব দেননি বলে অভিযোগ।এক স্থানীয় বাসিন্দা জানান, বহুবার বাড়িওয়ালাকে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি কিছুই শোনেননি। উপরের তলাগুলি তুলনামূলকভাবে ঠিক থাকলেও নীচের তলায় থাকা পরিবারটি আর্থিকভাবে দুর্বল ছিল। সেই পরিবারেরই এই পরিণতি হল বলে দাবি এলাকাবাসীর।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বাড়ির চারপাশে গার্ডরেল বসানো হয়েছে নিরাপত্তার জন্য। এখনও পর্যন্ত বাড়ির মালিকের বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে গোটা পরিস্থিতির উপর নজর রাখছে পুরসভা। বাড়ির অবস্থা খতিয়ে দেখা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

